বেলকুচিতে থানায় ঢুকে আক্রমণ প্রার্থীকে শোকজ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের প্রভাব বিস্তার এবং থানায় ঢুকে চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের ওপর হামলার অভিযোগে অন্য প্রার্থী আমিনুল ইসলাম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ নোটিশ দেন। নোটিশে বলা হয়েছে, প্রার্থী আমিনুলের পক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য প্রভাব বিস্তার করছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ছাড়া গত ১ মে আমিনুল বেলকুচি থানায় ঢুকে অন্য চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের ওপর আক্রমণ করেন। এসব কর্মকাণ্ড উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ৩, বিধি ২২-এর (১) এবং বিধি ৩১-এর পরিপন্থি। এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দুই দিনের মধ্যে লিখিতভাবে দিতে বলা হলো।
০৪ মে, ২০২৪

ভুল চিকিৎসার অজুহাতে আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী 
ভুল চিকিৎসার অজুহাতে যে আক্রমণ হয় তা ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।   বুধবার (১ মে) সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক এবং দ্বিতীয় এসিএনএস-বিএসএনএস হাইব্রিড কনফারেন্স ও ক্যাডাভেরিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুল চিকিৎসা বলার অধিকার কারও নাই, আমারও নাই। বাংলাদেশে একমাত্র ভুল চিকিৎসা বলার অধিকার রাখে বিএমডিসি (বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল)। ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর যে আক্রমণ হয় তা ন্যক্কারজনক, খুবই বাজে। ভুল চিকিৎসার নাম করে চিকিৎসকদের মারধর, বিশেষ করে মেয়ে চিকিৎসকদের ওপর আক্রমণ মেনে নেওয়া যায় না। তিনি বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের চিকিৎসকদের মেধা ও দক্ষতা বিশ্বের যে কোনো দেশের চিকিৎসকদের চেয়ে কম না। আমরা যে জোড়া মাথার জমজ শিশু রোকেয়া- রাবেয়ার অপারেশন করলাম, যদিও সেখানে হাঙ্গেরির চিকিৎসকরা ছিলেন কিন্তু সেই অপারেশনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আমাদের দেশের নিউরোসার্জনরা। প্রথম যখন ঢাকা মেডিকেল কলেজে বাচ্চা দুটির এন্ড্রোভাস্কুলার সেপারেশন হয়, সেই রাতের ৩টা-৪টায় আমি নিজের চোখে দেখেছি আমাদের এনেস্থেটিক এবং নিউরোসার্জনদের ইচ্ছা, দক্ষতা এবং সামর্থ্য। যা আমাকে বিস্মিত করেছে। তরুণ চিকিৎসকদের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে দেশের মানুষ চিকিৎসক সমাজকে সম্মান করে। আমরা যদি সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মনোযোগ দিয়ে সার্ভিস দিই। রোগীদের সেবা দিই। মানুষ সম্মান করবে। আমাদের তো কোনো কিছুর অভাব নেই। আমাদের মেধা আছে। সেই মেধা দিয়ে তোমরা সর্বোচ্চ সেবা দাও, তোমাদের সুরক্ষা আমি দেব। ডাক্তার হিসেবে তোমাদের প্রতি এটাই আমার প্রতিশ্রুতি। বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, নিনস্ এর যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম প্রমুখ। 
০১ মে, ২০২৪

চিতাবাঘের আক্রমণ থেকে তারকা ক্রিকেটারকে বাঁচাল কুকুর
আবারও প্রাণে বেঁচে গেলেন জিম্বাবুয়ের সোনালি প্রজন্মের তারকা ক্রিকেটার গাই হুইটাল। এবার চিতাবাঘের আক্রমণের শিকার হন তিনি। পোষা কুকুরের সহায়তায় বেঁচে যান জিম্বাবুয়ের জার্সিতে ১৪৭ ওয়ানডে খেলা এ অলরাউন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন গাই হুইটালের স্ত্রী হানা হুইটাল। সাবেক এ তারকা ক্রিকেটারের সাফারির ব্যবসা রয়েছে। তুরগে ও সেভ নদীর মাঝে ব্যবসায়িক প্রতিষ্ঠান তার। সেই ব্যবসায়িক কাজেই বের হয়েছিলেন তিনি। এমন সময় তাকে আক্রমণ করে একটি চিতাবাঘ।  অনেক চেষ্টা করেও বাঘটির কাছ থেকে ছাড়া পাননি তিনি। তখন তাকে বাঁচানোর চেষ্টা করেন তার পোষা কুকুর চিকারা। পরে চিতাবাঘটি কুকুরটিকেও আক্রমণ করে। যদিও শেষ পর্যন্ত চিতাবাঘের কাছ থেকে রক্ষা পান দুজনই।  হুইটালের স্ত্রী হানা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সে খুবই ভাগ্যবান মানুষ। প্রথমে কুমির আর এখন চিতাবাঘের হাত থেকে রক্ষা পেল। সে ভাগ্যবান যে চিকারা (পোষা কুকুর) ওর (হুইটাল) সঙ্গে ছিল। হুইটালকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করেছে। না হলে কী হতো আমরা কেউ জানি না। আপাতত হুইটালের গায়ে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তবে সেগুলো ঠিক হয়ে যাবে।’
২৫ এপ্রিল, ২০২৪

প্রথম আক্রমণ
১৯৯৫ সালের কোনো একদিন। উপকূলে অবৈধ জাহাজের অনুপ্রবেশ রোধে চলছে নজরদারি। নিত্যদিনের মতোই বসেছে কঠোর পাহারা। স্থানীয় জেলেদেরই কয়েকটি দল পালাক্রমে পালন করছে এ দায়িত্ব। তবে তাদের ছোট নৌকা করে এসব গতিদানবের কাছাকাছি যেতেও বেশ বেগ পেতে হচ্ছে। এমনই এক দিনে, আচমকা অদূরে ভেসে থাকা একটি জাহাজের দেখা মিলল। দেরি না করে তারাও ঝটপট তৈরি হয়ে রওনা করল এর জেটির পানে। ছোট নৌকা করে তারা ঘিরে ফেলতে সমর্থ হলো একে এবং ডাঙার কাছাকাছি নিয়ে এলো। জেলেদের কোটরাগত বিবর্ণ চোখ আর শুকনো চোয়ালের মুখাবয়ব দেখে জাহাজের নাবিকরা বেশ ভড়কে গেল। তাই তাদের শর্তমতো ক্ষতিপূরণ দিতে সম্মত হলো তারা। দেওয়া হলো মূল্যবান অর্থসামগ্রী। সবকিছু বুঝে নেওয়ার পর প্রতিশ্রুতি মোতাবেক জেলেরাও ছেড়ে দিল তাদের।
১৪ মার্চ, ২০২৪

পঞ্চগড়ে লোকালয়ে চিতা বাঘের আক্রমণ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দাড়খোড়ে এক চিতা বাঘের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে চিতা বাঘটি লোকালয়ে ঢুকে আক্রমণ চালায়। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়নের দাড়খোর সীমান্ত এলাকায় বাঘটির মরদেহ উদ্ধার করে বনবিভাগের লোকজন। বিকেলে ময়নাতদন্তের জন্য বাঘের মরদেহ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়।  চিতা বাঘটির ৫২ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৩০ ইঞ্চি উচ্চতা বলে জানায় বন বিভাগ। বন বিভাগ ও স্থানীয়রা জানায়, দাড়খোর ভারতীয় সীমান্তের ভারতীয় অংশের চা বাগান ও জঙ্গলে চিতা বাঘসহ অনেক বন্যপ্রাণী রয়েছে। বৃহস্পতিবার ওই সীমান্ত এলাকার দাড়খোর গ্রামের এক কৃষকের একটি গরুকে আক্রমণ করে চিতা বাঘটি। বাঘের খবর পেয়ে কয়েকশ গ্রামবাসী সেখানে ভিড় শুরু করেন। এরইমধ্যে মারা যাওয়া গরুর সঙ্গে কে বা কারা বিষ মিশিয়ে রাখে।  শুক্রবার সকাল ৯টার দিকে সীমান্তের কাছে বাঘটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় প্রশাসনসহ বিজিবি, পুলিশ ও বনবিভাগের কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু হয়েছে মনে করে গরুটিতে বিঘ প্রয়োগ করেন। পরে গরুটিকে খেতে আসে চিতা বাঘটি। খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেঁষা নাগর নদীতে বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দাড়খোর গ্রামের ভ্যানচালক মনতাজ আলী বলেন, বাঘটি এখানকার একটি গরুকে আক্রমণ করেছিল। পরে মৃত গরুর মধ্যে বিষ দেওয়া হয়েছিল। পরে বাঘটি আবারও ওই গরুর মাংস খেয়ে বিষের কারণে মারা গেছে বলে শুনেছি। তবে কে বিষ দিয়েছে আমি জানি না। বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসুধন বর্মণ বলেন, এলাকায় চিতা বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। তবে বাঘটি কীভাবে মারা গেছে, তাৎক্ষণিক জানা যায়নি। শুক্রবার সকালে মৃত অবস্থায় বাঘটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল বলেন, ওই এলাকায় চা-বাগান তৈরি হওয়ায় ভারত থেকে এই চিতা বাঘ বাংলাদেশে ঢুকে আশ্রয় নিতে পারে। কিন্তু আমাদের দেশে বাঘ দেখলেই কেন মেরে ফেলতে হবে? কারা বাঘটি মারল বা কীভাবে মারা গেল খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, বন বিভাগের মাধ্যমে আমাদের হাসপাতালে একটি মৃত বাঘ আনা হয়েছে। আমাদের উপজেলা পর্যায়ে সাধারণত ময়নাতদন্তের নমুনা পরীক্ষার জন্য ল্যাব নেই। নমুনা পাঠানোর তেমন ব্যবস্থাও নেই। আমরা ময়নাতদন্ত করে রিপোর্ট দিতে পারব। আর বনবিভাগ যদি প্রয়োজনীয় সাপোর্ট দেয়, তাহলে ময়নাতদন্তের পর যথাযথ ল্যাবে নমুনা পাঠানো হবে।
০২ ফেব্রুয়ারি, ২০২৪

মার্কিন হামলা হুতির আক্রমণ বন্ধ করতে পারেনি
ইয়েমেনের সশস্ত্র হুতিগোষ্ঠীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে হুতিরা। এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন হামলা লোহিত সাগরে হুতিদের আক্রমণ বন্ধ করতে পারেনি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই পরিস্থিতিতে মার্কিন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুতিদের ওপর হামলা সত্ত্বেও গোষ্ঠীটি লোহিত সাগরে তাদের হামলা বন্ধ করেনি এবং সেখানে মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান। বৃহস্পতিবার ইয়েমেনে একটি মার্কিন জাহাজে হুতিগোষ্ঠী ড্রোন হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ইয়েমেনে পঞ্চম দফায় আক্রমণ করে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, মার্কিন বাহিনী ‘হুতিদের ক্ষেপণাস্ত্রের একটি অংশ ধ্বংস করে দিয়েছে’ যেগুলো লোহিত সাগরের দিকে গোষ্ঠীটি নিক্ষেপ করত। তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার আবারও সেখানে আমেরিকান হামলা হয়েছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, হুতি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা আসলে কোনো কাজ করছে কি না। জবাবে বাইডেন বলেন, ‘আচ্ছা, আপনি যখন বলছেন (হামলা) কাজ করছে কি না; তখন আমি বলব না।’ মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, ‘এগুলো (মার্কিন হামলা) কি চলতে থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ।’ এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তত্ত্বাবধানকারী ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার তারা দুটি হুতিবিরোধী ক্ষেপণাস্ত্রের ওপর হামলা চালিয়েছে যেগুলো দক্ষিণ লোহিত সাগরকে লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হচ্ছিল। এতে আরও বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য এটিকে আসন্ন হুমকি বলে নির্ধারণ করে। পরে মার্কিন বাহিনী আত্মরক্ষায় ক্ষেপণাস্ত্রগুলোকে আঘাত করে ধ্বংস করে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং পরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা হুতিদের সঙ্গে যুদ্ধ করছি না। আমরা যে পদক্ষেপ নিচ্ছি তা প্রতিরক্ষামূলক প্রকৃতির।
২০ জানুয়ারি, ২০২৪

বিপিএল দল পর্যালোচনা / দুর্বল পেস আক্রমণ সত্ত্বেও শিরোপায় নজর বরিশালের
২০১২ সাল প্রথমবার মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির দশম আসর। ইতোমধ্যে শেষ সময়ের অনুশীলনে ব্যস্ত রয়েছে দলগুলো। গত বছরের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। নিলামের আগেও বেশ কিছু দেশি ও বিদেশি ক্রিকেটারকে সরাসরি দলে নেয় তারা। আসন্ন বিপিএলে অংশ নেওয়া ৭টি দলের মধ্যে ফরচুন বরিশালের শক্তি ও দুর্বলতা সম্পর্কে নিয়ে থাকছে এই প্রতিবেদন। বরিশাল বার্নাস নামে ফ্রাঞ্চাইজিটি চালু হলেও তা বরিশাল বুলস হয়ে বর্তমানে ফরচুন বরিশাল হয়েছে। ২০২০-২১ মৌসুমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ফরচুন বরিশাল। প্রতিবারের মতো ২০২৪ বিপিএলেও অন্যতম শক্তিশালী স্কোয়াড গড়েছে দলটি। দেশের নামকরা তারকা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের মতো অভিজ্ঞদের পাশাপাশি রয়েছে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি ও তরুণ স্পিনার রকিবুল ইসলাম। শেষ মুহূর্তে শক্তি বাড়াতে ‘কিলার মিলার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলারকে ভিড়িয়েছে বরিশাল বাহিনী। ব্যাটিং লাইনআপ এবারের বিপিএলে বরিশালের শক্তির জায়গা হলো তাদের ব্যাটিং লাইনআপ। দলটিতে ওপেনার হিসেবে রয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ড্যাসিং ওপেনারকে সঙ্গ দিবেন আয়ারল্যান্ডের ইতিহাসের সেরা ক্রিকেটার পল স্টার্লিং। এ ছাড়াও ব্যাকআপ উদ্বোধনী ব্যাটার হিসেবে থাকছেন সৌম্য সরকার ও পাকিস্তানের বিধ্বংসী ব্যাটার ফখর জামান। টপঅর্ডার ব্যাটার হিসেবে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও শ্রীলঙ্কার দিনেশ চন্ডিমাল। মিডল অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্ব সামলাবেন প্রোটিয়া মারকুটে ব্যাটার ডেভিড মিলার। আরও আছেন অভিজ্ঞ উইকেটকিপার মুশফিকুর রহিম, পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদরা। লেয়ার মিডল অর্ডারে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, দুনিত ভেল্লালাগে ও বাংলাদেশের পেস অলরাউন্ডার মোহাম্মাদ সাইফুদ্দিন। অলরাউন্ডার ফরচুন বরিশালের স্কোয়াডে এমন কিছু অলরাউন্ডার রয়েছে যারা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ কার‌্যকারী। পাকিস্তানের পরীক্ষিত অলরাউন্ডার শোয়েব মালিক, বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, পেস অলরাউন্ডার মোহাম্মাদ সাইফুদ্দিন। তাদের পাশাপাশি রয়েছেন শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে ও আইরিশ ক্রিকেটার পল স্টার্লিং। বোলিং লাইনআপ বরিশালের বোলিং আক্রমণের দায়িত্বে থাকবেন পেসার খালেদ আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি। বিদেশি পেসারদের মধ্যে আছেন পাকিস্তানের আব্বাস আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিজের ইয়ানিক ক্যারিয়াহ। তাদের। তাদের ভিড়ে বল হাতে দেখা যেতে পারে টাইগার ক্রিকেটার সৌম্য সরকারকে। স্পিন বিভাগেও দারুণ শক্তিশালী মেহেদী মিরাজ, তাইজুল ইসলামের ভয়ংকর স্পিন ঘূর্ণিতে পড়তে পারে প্রতিপক্ষের ব্যাটাররা। দলটিকে আরও রয়েছেন লঙ্কান বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে। শোয়েব মালিক ও পল স্টার্লিংরাও প্রয়োজনের সময় হাত ঘুরাতে পারেন। দুর্বলতা বরিশালের দুর্বলতা বলতে গেলে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের না থাকা। টানা দুই মৌসুম থাকলেও এবারে আসরে দল পাল্টিয়েছেন টাইগার অলরাউন্ডার। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব। নেতৃত্বের পাশাপাশি সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স পাবে না বরিশালের ফ্রাঞ্চাইজিটি। দলটিতে যদি দুর্বলতার কথা বলতে হয় তাহলে পেস অ্যাটাকে কিছুটা ঘাটতি রয়েছে বরিশালের। তেমন কোনো নামকরা ফাস্টবোলার নেই দলটিতে। মোহাম্মাদ আমিরকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল বরিশাল। কিন্তু একই দিনে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএলটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্থানি পেসার।      ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, প্রিতম কুমার, প্রান্তিক নওরোজ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, রকিবুল হাসান ও কামরুল ইসলাম রাব্বি। বিদেশি ক্রিকেটার : শোয়েব মালিক, ফখর জামান, ডেভিড মিলার, পল স্টার্লিং, দিনেশ চান্ডিমাল, ইয়ানিক ক্যারিয়াহ, ইব্রাহিম জাদরান, আব্বাস আফ্রিদি ও দুনিত ভেল্লালাগে।
১৬ জানুয়ারি, ২০২৪

ইউরোপে আক্রমণ হলে পাশে না দাঁড়ানোর কথা বলেছিলেন ট্রাম্প
ইউরোপ আক্রমণের শিকার হলে যুক্তরাষ্ট্র কখনো পাশে এসে দাঁড়াবে না। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কর্মকর্তাদের এমনটাই বলেছিলেন বলে দাবি করেছেন জোটের এক উচ্চপদস্থ কর্মকর্তা। খবর রয়টার্সের। ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তার নাম থিয়েরি ব্রেটন। তিনি একজন ফরাসি কমিশনার এবং ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বাজার দেখভালের দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, ২০২০ সালের জানুয়ারিতে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেয়েনের কাছে এই কথা বলেছিলেন ট্রাম্প। তিনি নিজেও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ট্রাম্পকে উদ্ধৃত করে ব্রেটন বলেন, আপনাকে বুঝতে হবে যে ইউরোপ আক্রমণের শিকার হলে আমরা কখনই সাহায্য-সহযোগিতা করতে আসব না। ন্যাটো মৃত। আমরা ন্যাটো থেকে বেরিয়ে যাব। ট্রাম্পের এমন কথা ভন ডের লেইনের সঙ্গে মিলে কি না জানতে চাইলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের এক মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, নীতির বাইরে গিয়ে রুদ্ধদ্বার বৈঠকে কী আলাপ হয়েছে তা সভাপতি প্রকাশ করেন না। তাই আমরা কোনো মন্তব্য করতে করব না। এ বিষয় সামনে আসার পরই ট্রাম্পের কঠোর সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রচার শিবির। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির এখানো কোনো মন্তব্য করেনি। প্রথম মেয়াদে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প। এ সময় বাণিজ্য ও প্রতিরক্ষা ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্রদের সঙ্গে বারবার বাগবিতণ্ডায় জড়িয়েছেন তিনি। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে মার্কিন পররাষ্ট্রনীতি কেমন হবে সে সম্পর্কে বেশ ইঙ্গিতও দিয়েছেন তিনি। যেমন ট্রাম্প বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের সমাধান করে দেবেন। তার এমন কথায় ইউরোপীয় মিত্রদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
১১ জানুয়ারি, ২০২৪

তিন দিনের ব্যবধানে কাপ্তাইয়ে ফের বন্যহাতির আক্রমণ
রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে চাইসুই অং মারমা নামে এক ব্যক্তি আহত হয়েছেন। এর আগে গত বুধবার রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে বন্যহাতির আক্রমণে অংশেহলা মারমা নামে নবম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়। শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে চাইসুই অং মারমা (৪৫) কাপ্তাইয়ের চিৎমরমে সাপ্তাহিক হাটে আসার সময় জামাইছড়ি এলাকা নামক স্থানে বন্যহাতির আক্রমণের মুখে পড়েন। এ সময় তিনি প্রাণে বেঁচে গেলেও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, আহত ব্যক্তিসহ আরও কয়েকজন সঙ্গী চিৎমরম সাপ্তাহিক বাজারের দিকে আসার সময় জামাইছড়ি এলাকায় বন্যহাতির সম্মুখীন হয়। একপর্যায়ে চাইসুই অং হাতির কবলে পড়েন। পরে স্থানীয়রা তাকে কাপ্তাই উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, হাতির আক্রমণে একজন আহত ব্যক্তিকে শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে, বর্তমানে তিনি সুস্থ আছেন। এ বিষয়ে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান বলেন, যেই হাতির দলটি সীতাপাহাড় এলাকায় গত বুধবার স্কুলশিক্ষার্থীকে আক্রমণ করেছে সেই পাল এখনো ওই এলাকায় অবস্থান করেছে। এদিকে আজ শনিবার হাতির আক্রমণে যেই এলাকায় লোকটি আহত হয়েছে, এ দুই এলাকা পাশাপাশি। তাই আমরা ধারণা করছি হাতির দলটি এ মুহূর্তে ওই এলাকায় অবস্থান করছে।
৩০ ডিসেম্বর, ২০২৩

যেভাবে ফোনে ভাইরাস আক্রমণ ঠেকাবেন
আমাদের সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোন। বর্তমানে এটি ছাড়া চলতে পারা প্রায় অসম্ভব। তাই বাধ্য হয়ে বেশির ভাগ সময়ই আমাদের স্মার্টফোন ব্যবহার করতে হয়। তবে কিছু ভুলের কারণে আমাদের এ ডিভাইস থাকে অনিরাপদ। প্রবেশ করতে পারে নানানরকম ভাইরাস। যেমন অজানা একটি অ্যাপে ঢুকলেন কিংবা কোথাও ব্রাউজ করার পর নানান অ্যাড আসতে থাকে। ক্লিক করলেন তো বিপদ ঘরে নিয়ে এলেন। আপনার ফোনে প্রবেশ করবে এসব অ্যাড কিংবা লিংকে থাকে ভাইরাস এবং ম্যালওয়্যার। তাই এগুলো থেকে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি।  কীভাবে ক্ষতিকারক ভাইরাস ফোনে প্রবেশ করে তার কয়েকটি কারণ এবং দূর করার উপায় নিচে বিস্তারিত উল্লেখ করা হলো- জাল সাইটে প্রবেশ : কোনো সন্দেহজনক সাইটে ভুলেও ভিজিট করবেন না। কারণ এতে আপনার ম্যালওয়ার অ্যাটাক করতে পারে। ম্যালওয়ার এক ধরনের ভাইরাস। তাই জাল সাইট ভিজিট করার পর যে কোনো লিংকে ক্লিক করলে আপনার ডিভাইসে ভাইরাস আসার সম্ভাবনা বেড়ে যায়। অজানা লিংক : আপনার স্মার্টফোন ব্যবহারের সময় বিজ্ঞাপন বা অন্য কোনো মাধ্যমে অনেক অজানা লিংক আসতে পারে। আর এ অজানা লিংকে ক্লিক করলেই হতে পারে বিপদ। অজানা লিংকগুলো আপনার ডিভাইসে ভাইরাসও ইনস্টল করতে পারে। তাই ভুল করেও অজানা লিংকে ক্লিক করবেন না। ইমেইলের মাধ্যমে : আপনি যদি অপরিচিত কোন ব্যক্তির কোনো অজানা ইমেল, মেসেজের মাধ্যমে কোনো অফারের লিংক, কোনো সিনেমার লিংক পান তাতে ভুলেও ক্লিক করবেন না। কারণ তাতেও থাকতে পারে ফোনের জন্য ক্ষতিকর ভাইরাস। এপিকে ফাইলের সাহায্যে : অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর আছে। আপনি যদি প্লে স্টোরে কোনো অ্যাপ খুঁজে না পান, তাহলে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে এপিকে ফাইলের সাহায্যে অ্যাপটি ইনস্টল করবেন না।  ওয়াইফাইয়ের সমস্যাতেও হতে পারে : বিনামূল্যে ওয়াইফাই কানেক্ট করলে আপনার ফোনে ভাইরাস প্রবেশ করেতে পারে। অনেকেই বিভিন্ন জায়গায় বিনামূল্যের ওয়াইফাই কানেক্ট করে নেয়। বিশেষ করে বাসে, হোটেল বা রেস্তোরাঁয় গিয়ে বিনামূল্যে ওয়াইফাই কানেক্ট করবেন না। এতে বিভিন্ন ভাইরাস আপনার ফোনে ঢুকে যেতে পারে।  
১৫ ডিসেম্বর, ২০২৩
X