স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ
বিপিএল দল পর্যালোচনা

দুর্বল পেস আক্রমণ সত্ত্বেও শিরোপায় নজর বরিশালের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০১২ সাল প্রথমবার মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির দশম আসর। ইতোমধ্যে শেষ সময়ের অনুশীলনে ব্যস্ত রয়েছে দলগুলো। গত বছরের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফট থেকে নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। নিলামের আগেও বেশ কিছু দেশি ও বিদেশি ক্রিকেটারকে সরাসরি দলে নেয় তারা। আসন্ন বিপিএলে অংশ নেওয়া ৭টি দলের মধ্যে ফরচুন বরিশালের শক্তি ও দুর্বলতা সম্পর্কে নিয়ে থাকছে এই প্রতিবেদন।

বরিশাল বার্নাস নামে ফ্রাঞ্চাইজিটি চালু হলেও তা বরিশাল বুলস হয়ে বর্তমানে ফরচুন বরিশাল হয়েছে। ২০২০-২১ মৌসুমে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ফরচুন বরিশাল। প্রতিবারের মতো ২০২৪ বিপিএলেও অন্যতম শক্তিশালী স্কোয়াড গড়েছে দলটি। দেশের নামকরা তারকা তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমদের মতো অভিজ্ঞদের পাশাপাশি রয়েছে মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি ও তরুণ স্পিনার রকিবুল ইসলাম। শেষ মুহূর্তে শক্তি বাড়াতে ‘কিলার মিলার’ খ্যাত দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলারকে ভিড়িয়েছে বরিশাল বাহিনী।

ব্যাটিং লাইনআপ

এবারের বিপিএলে বরিশালের শক্তির জায়গা হলো তাদের ব্যাটিং লাইনআপ। দলটিতে ওপেনার হিসেবে রয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ড্যাসিং ওপেনারকে সঙ্গ দিবেন আয়ারল্যান্ডের ইতিহাসের সেরা ক্রিকেটার পল স্টার্লিং। এ ছাড়াও ব্যাকআপ উদ্বোধনী ব্যাটার হিসেবে থাকছেন সৌম্য সরকার ও পাকিস্তানের বিধ্বংসী ব্যাটার ফখর জামান। টপঅর্ডার ব্যাটার হিসেবে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও শ্রীলঙ্কার দিনেশ চন্ডিমাল। মিডল অর্ডারে ব্যাটিংয়ের দায়িত্ব সামলাবেন প্রোটিয়া মারকুটে ব্যাটার ডেভিড মিলার। আরও আছেন অভিজ্ঞ উইকেটকিপার মুশফিকুর রহিম, পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদরা। লেয়ার মিডল অর্ডারে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, দুনিত ভেল্লালাগে ও বাংলাদেশের পেস অলরাউন্ডার মোহাম্মাদ সাইফুদ্দিন।

অলরাউন্ডার

ফরচুন বরিশালের স্কোয়াডে এমন কিছু অলরাউন্ডার রয়েছে যারা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দারুণ কার‌্যকারী। পাকিস্তানের পরীক্ষিত অলরাউন্ডার শোয়েব মালিক, বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, পেস অলরাউন্ডার মোহাম্মাদ সাইফুদ্দিন। তাদের পাশাপাশি রয়েছেন শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে ও আইরিশ ক্রিকেটার পল স্টার্লিং।

বোলিং লাইনআপ

বরিশালের বোলিং আক্রমণের দায়িত্বে থাকবেন পেসার খালেদ আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি। বিদেশি পেসারদের মধ্যে আছেন পাকিস্তানের আব্বাস আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিজের ইয়ানিক ক্যারিয়াহ। তাদের। তাদের ভিড়ে বল হাতে দেখা যেতে পারে টাইগার ক্রিকেটার সৌম্য সরকারকে। স্পিন বিভাগেও দারুণ শক্তিশালী মেহেদী মিরাজ, তাইজুল ইসলামের ভয়ংকর স্পিন ঘূর্ণিতে পড়তে পারে প্রতিপক্ষের ব্যাটাররা। দলটিকে আরও রয়েছেন লঙ্কান বাঁহাতি স্পিনার দুনিথ ভেল্লালাগে। শোয়েব মালিক ও পল স্টার্লিংরাও প্রয়োজনের সময় হাত ঘুরাতে পারেন।

দুর্বলতা

বরিশালের দুর্বলতা বলতে গেলে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের না থাকা। টানা দুই মৌসুম থাকলেও এবারে আসরে দল পাল্টিয়েছেন টাইগার অলরাউন্ডার। রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সম্প্রতি সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব। নেতৃত্বের পাশাপাশি সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স পাবে না বরিশালের ফ্রাঞ্চাইজিটি। দলটিতে যদি দুর্বলতার কথা বলতে হয় তাহলে পেস অ্যাটাকে কিছুটা ঘাটতি রয়েছে বরিশালের। তেমন কোনো নামকরা ফাস্টবোলার নেই দলটিতে। মোহাম্মাদ আমিরকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল বরিশাল। কিন্তু একই দিনে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইএলটি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্থানি পেসার।

ফরচুন বরিশাল স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, প্রিতম কুমার, প্রান্তিক নওরোজ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, রকিবুল হাসান ও কামরুল ইসলাম রাব্বি।

বিদেশি ক্রিকেটার : শোয়েব মালিক, ফখর জামান, ডেভিড মিলার, পল স্টার্লিং, দিনেশ চান্ডিমাল, ইয়ানিক ক্যারিয়াহ, ইব্রাহিম জাদরান, আব্বাস আফ্রিদি ও দুনিত ভেল্লালাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X