গুগল ড্রাইভের নতুন সার্চ ফিল্টার অ্যান্ড্রয়েডেও
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে গুগল ড্রাইভের হালনাগাদে সার্চে নতুন ফিল্টার সুবিধা যোগ করেছে গুগল। সম্প্রতি আইওএসের গুগল ড্রাইভ অ্যাপের সার্চবক্সে এ ফিল্টার যোগ করা হয়। অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। নতুন এ ফিচারে সহজেই বিভিন্ন ফাইল খুঁজে পাওয়া যাবে। এ ছাড়াও বিষয়, ব্যক্তি ও তারিখ ধরে এখন আগের তুলনায় সহজে অ্যান্ড্রয়েডের গুগল ড্রাইভ অ্যাপ পাওয়া সহজ হবে। যা ব্যবহারে ‘টাইপ’, ‘পিপল’ ও ‘মডিফায়েড’ নামে ফিল্টার অপশন থাকবে। জানা যায়, প্রতিটি ফিল্টার অপশনে ড্রপডাউন মেনুও থাকবে। টাইপ ফিল্টারের ড্রপডাউনে ডকুমেন্টস, স্প্রেডশিটস, প্রেজেন্টেশনস, ফরমস, ফটোজ, পিডিএফস, ভিডিওস, শর্টকাটস, ফোল্ডারস প্রভৃতি অপশন থাকবে। পিপলের ড্রপডাউনে কন্টাক্টে থাকা বিভিন্ন ব্যক্তির নাম দেখা যাবে। নতুন এ ফিচারে মডিফায়েড ফিল্টারের ড্রপডাউনে গত ৭ দিন, ৩০ দিন, এক বছরের অপশনের পাশাপাশি বিভিন্ন তারিখ নির্বাচন করা যাবে। যদিও এসব ফিল্টার সুবিধা ওয়েব সংস্করণে আগে থেকেই ব্যবহার করা যেত। তবে এখনো স্মার্টফোনে লোকেশন, শেয়ারড টু ও ফলোআপস সার্চ ফিল্টার সুবিধা পাওয়া যায় না। গুগল ড্রাইভের ২.২৪.১৪৭.০ সংস্করণ ও পরবর্তী সংস্করণে এসব ফিল্টার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া অ্যান্ড্রয়েডে গুগল ড্রাইভ অ্যাপ হালনাগাদ করেও এ সুবিধা ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সূত্র : জেডডিনেট ডটকম
২৪ এপ্রিল, ২০২৪

পডকাস্ট অ্যাপ বন্ধের কারণ জানাল গুগল
বহুল জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল থেকে বন্ধ হচ্ছে গুগল পডকাস্ট অ্যাপ। মঙ্গলবার (২ এপ্রিল) থেকে গুগল পডকাস্ট অ্যাপটি বন্ধ করেছে।  পডকাস্ট বিভিন্ন প্ল্যাটফর্মজুড়ে বেশ জনপ্রিয়। যদিও সার্চ ইঞ্জিনগুগলের রয়েছে নিজস্ব অসংখ্য অ্যাপ। তাই গুগল মনে করছে এটির জন্য এখন আর আলাদাভাবে ব্যবসা  পরিচালনার প্রয়োজন নেই। জানা যায়, কোম্পানি সম্পূর্ণরূপে পডকাস্ট সেগমেন্ট বন্ধ করে দিচ্ছে না। ইউটিউব মিউজিক পডকাস্টের জন্য একটি গো-টু প্ল্যাটফর্ম হবে কারণ কোম্পানি দুটির অ্যাপের পরিবর্তে একটি অ্যাপে সব বিনিয়োগ করতে চায়। এর আগে গুগল গত বছরের সেপ্টেম্বরে অ্যাপটি বন্ধ করতে চেয়েছিল। সে সময় বন্ধ না হওয়ার কারণ- গুগল ব্যবহারকারীদের অ্যাপ সুইচ করার জন্য পর্যাপ্ত সময় দেয়। বর্তমানে পডকাস্ট অ্যাক্সেস করতে চাইলে ইউটিউব মিউজিক পরিষেবার জন্য অর্থ প্রদান করার পরামর্শ দিয়েছে। গুগল শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য এই ফিচার এনেছে এবং সার্ভিস স্যুইচিং অফার করছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না যে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পডকাস্ট অ্যাপ ব্যবহারীদের জন্য গুগল কী অফার করবে। গুগল পডকাস্ট অন্য অ্যাপে ট্রান্সফার করবেন যেভাবে: >> এজন্য প্রথমে গুগল পডকাস্ট অ্যাপে যেতে হবে >> এক্সপোর্ট সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করতে হবে >> এক্সপোর্ট টু ইউটিউব মিউজিকের অধীনে এক্সপোর্ট অপশনে ট্যাপ করতে হবে >> ইউটিউব মিউজিক অ্যাপে ট্রান্সফার অপশন বেছে নিন। >> এবার সাবস্ক্রিপশন ট্রান্সফার দেখতে লাইব্রেরিতে খোঁজ নিন।
০৩ এপ্রিল, ২০২৪

গুগল ড্রাইভের ৫ বিকল্প
অনলাইনে তথ্য রাখতে আমরা অনেকে ব্যবহার করি গুগল ড্রাইভ। তবে সরাসরি জিমেইলের সঙ্গে সম্পর্কের কারণে এর নিরাপত্তা নিয়ে অনেকের মনে আছে শঙ্কা। তাই জিমেইল একদিকে ও ক্লাউড আরেকদিকে রাখতে চাইলে বেছে নিতে হবে বিকল্প— ওয়ানড্রাইভ: মাইক্রোসফটের ওয়ানড্রাইভ সম্পর্কে সবাই কম বেশি পরিচিত। ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করা যায় এর ক্লাউড স্টোরেজ। ছবি, ভিডিও, ডাটা নিরাপদে রাখা যায়। তথ্য সুরক্ষা এবং নিরাপত্তার জন্য মাইক্রোসফট ক্লাউড সার্ভিস আইএসও/আইইসি ২৭০০১ সনদ পেয়েছে। ড্রপবক্স: অনলাইনে একসময়কার জনপ্রিয় ক্লাউড স্টোরেজ ড্রপবক্স এখনো সেবা দিয়ে যাচ্ছে। সাবস্ক্রিপশন নিলে ৩ টিবি থেকে ১৫টিবি পর্যন্ত ডাটা রাখা যাবে। নিরাপদ ক্লাউড সার্ভিসের জন্য এটি আইএসও সনদ পেয়েছে। আমাজন এসথ্রি: বিভিন্ন শক্তিশালী সিকিউরিটি ফিচার, এনক্রিপশনসহ ক্লাউড স্টোরেজ পাওয়া যায় আমাজনে। সিকিউরিটি ম্যানেজমেন্ট এবং তথ্য সুরক্ষার জন্য আইএসওসহ আরও কিছু সনদ পেয়েছে আমাজন ওয়েব সার্ভিস। আইফোন আইক্লাউড: অ্যাপল তাদের আইফোনের জন্য ২০১১ সাল থেকে ক্লাউড স্টরেজ দিয়ে আসছে। ৫ জিবি পর্যন্ত ফ্রিতে ক্লাউড স্টোরেজ প্রদান করে অ্যাপল। তবে আইক্লাউড প্লাস সাবস্ক্রিপশন করে ৫০ জিবি থেকে ১২ টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। অ্যাপল তাদের ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় ইউরোপিউ ইউনিয়নের ডাটা প্রটেকশন রেগুলেশন ও ক্যালিফোর্নিয়া ভোক্তা আইন মেনে চলে। বক্স: অফিসের কাজ এবং ব্যক্তিগত টিমের জন্য ১০০ জিবি থেকে শুরু করে আনলিমিটেড স্টোরেজ পাওয়া যাবে বক্স ক্লাউড সার্ভিসে। এখানে ফাইল আপলোড লিমিট ২ জিবি থেকে ১৫০ জিবি। নিরাপত্তার জন্য বক্সও ISO সনদ পেয়েছে।
৩১ মার্চ, ২০২৪

গুগল মেটা ও অ্যাপলের বিরুদ্ধে তদন্তে ইইউ
গুগল, মেটা ও অ্যাপলের বিরুদ্ধে তদন্তে নামছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অপ্রতিযোগিতামূলক আচরণের জন্য এ তদন্তের কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৫ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, মেটা, অ্যাপল, এবং গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের বিরুদ্ধে ডিজিটাল মার্কেট অ্যাক্টের (ডিএমএ) সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। ২০২২ সালে এ আইনটি প্রবর্তন করা হয়েছিল। কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিপুল অঙ্কের জরিমানা গুনতে হবে পারে।  ইইউর দুর্নীতিবিরোধী ট্রাস্টের প্রধান মার্গারেট ভেস্তাগের এবং ইন্ডাস্ট্রির প্রধান থিয়েরি ব্রেটন সোমবার এ তদন্তের ঘোষণা দেন। ফলে কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন ভঙ্গের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।  বর্তমানে বিশ্বের ৬টি কোম্পাটি ডিএমএ আইন মেনে চলছে। যদিও এর বাইরে আরও অনেক বড় বড় কোম্পানি রয়েছে। আইনে মেনে চলা কোম্পানিগুলো হলো অ্যালফাবেট, অ্যাপলম মেটা, অ্যামাজন, মাইক্রোসফট এবং বাইটড্যান্স।  প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতপক্ষে এসবের কোনো কোম্পানি ইউরোপভিত্তিক নয়। এরমধ্যে ৫টি কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক। এ ছাড়া বাইটড্যান্স হলো বেইজিংভিত্তিক কোম্পানি।  বর্তমানে তদন্তের মুখে পড়া এসব কোম্পানির বিরুদ্ধে দুই সপ্তাহ আগে অভিযোগ করা হয়েছিল। অ্যাপলের এক মুখপাত্র জানান, তারা তদন্তে অংশ নেবেন। প্রতিষ্ঠানটি আইন মেনে পরিচালিত হয় বলেও নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান তিনি।
২৫ মার্চ, ২০২৪

নারীদের সম্মান জানাল গুগল
বিভিন্ন দিবসে ডুডল প্রকাশ করে থাকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। আজও তার ব্যতয় ঘটেনি। নারী দিবস উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল।  এবারের গুগলের ডুডলটি বানিয়েছেন শিল্পী সোফি দিয়াও। এ বিষয়ে দিয়াও বলেন, তিনি আশা করেছিলেন গুগল ডুডল বিভিন্ন প্রজন্মের মানুষের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য অনুপ্রাণিত করবে। নারী দিবস আগে পরিচিত ছিল ‘আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস’ নামে। বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদ্‌যাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদ্‌যাপনের প্রধান লক্ষ্য এক একপ্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্‌যাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়। গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে বরাবরই ডুডল প্রকাশ করে থাকে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট ছবি বা অ্যানিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়। ডুডল হচ্ছে বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপর নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার লোগো তৈরি করা। জনসচেতনতা এবং অজানা বিভিন্ন বিষয় নিয়ে গুগলের নান্দনিক সব ডুডল বরাবরই নজর কেড়ে আসছে নেটিজেনদের।
০৮ মার্চ, ২০২৪

খুবিতে গুগল আর্থ ইঞ্জিন প্রশিক্ষণ
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র বিষয়ক পরিচালকের আয়োজনে অ্যাপ্লিকেশন অব গুগল আর্থ ইঞ্জিন ইন ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) প্রশিক্ষণের সমাপনী ক্লাস অনুষ্ঠিত হয়। আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রায় ৩০জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সর্বমোট ৮টি ক্লাসে প্রশিক্ষণটি সম্পন্ন হয়।  এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া এই ট্রেনিংয়ে সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে আর্ক জিআইএস সফটওয়্যার ব্যবহার করে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ও রিমোট সেন্সিং এবং গুগল আর্থ ইঞ্জিন ব্যবহার করে জিওস্পেশাল ডেটা বিশ্লেষণ প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় জিওস্পেশাল ডেটা ব্যবহার, মানচিত্র তৈরি, জিওস্পেশাল তথ্য বিশ্লেষণ ও অ্যালগরিদম তৈরি করতে পারবে। প্রশিক্ষণটির আয়োজক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর থেকে আমরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু করেছি। শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতেই আমরা কোর্স অফার করে থাকি, যেগুলো তাদের শিক্ষা জীবনে এবং পরবর্তী জীবনে কাজে লাগবে। সেরকমই গুগল আর্থ ইঞ্জিনের কোর্স আজকে শেষ হয়েছে। সামনে আমরা আরও কোর্স নিয়ে আসব। বর্তমান কোর্সে ছাত্র-ছাত্রীদের আগ্রহ আমাদের উৎসাহিত করছে। আশা করি ভবিষ্যতে কোর্সগুলোতেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

নতুন ফিচার আনছে গুগল
তথ্য খুঁজে পেতে নতুন ফিচার আনছে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে পাওয়া যাবে এই সুবিধা। ‘সার্কেল টু সার্চ’ নামে ফিচারটিতে ফোনের যে কোনো কনটেন্ট বা ভিডিওতে সার্কেল দেওয়া, হাইলাইট করা বা ট্যাপ করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের তথ্য প্রদর্শিত হবে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে টেকক্রাঞ্চ।  সার্কেল টু সার্চ ফিচার কী? গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি মূলত গুগল লেন্সের মতোই কাজ করে। এই সার্কেল টু সার্চ ব্যবহার করতে হলে যে ছবি সার্চ করতে চান সেই ছবির সাবজেক্টের ওপর একটি বৃত্ত তৈরি করতে হবে। এরপর গুগল সেই বিষয় সম্পর্কিত ফলগুলো দেখাবে।  এই পুরো সার্চ কোনো অ্যাপ সুইচ না করেই হবে। যেমন, আপনার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে, তাহলে সেটি নিয়ে সার্চ করার জন্য আপনাকে গুগল অ্যাপে যেতে হবে না। ছবি ছাড়াও ভিডিওতেও কাজ করবে এই ফিচার।   সুবিধাটি প্রাথমিকভাবে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন যেমন: পিক্সেল ৮, পিক্সেল ৮ প্রো এবং নতুন আসা গ্যালাক্সি এস ২৪ সিরিজে ব্যবহার করা যাবে। সব ভাষা ও দেশেই এ সুবিধা ব্যবহার করা যাবে।   চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে সুবিধাটি চালু হতে পারে।   একই সঙ্গে মাল্টিসার্চ এক্সপেরিয়েন্স নামে আরেকটি ফিচার আনছে গুগল। ব্যবহারকারীদের সার্চ অভিজ্ঞতা আগের চেয়ে দ্রুত ও উন্নত করতে মাল্টিসার্চ ফিচারটি চালু করা হয়েছে। এই ফিচারে টেক্সট, ছবি এবং স্ক্রিনশট সাপোর্ট করবে। এর সাহায্যে এআই জেনারেটেড ফল পাওয়া যাবে। আগামী সপ্তাহেই এই ফিচার রিলিজ করা হবে।
২০ জানুয়ারি, ২০২৪

গুগল সার্চে রোনালদোকে মেসির টেক্কা
বছরের প্রায় সবসময়ই ক্লাব ফুটবল থাকে জমজমাট। আজ এই খেলা, তো কালকে আরেক, এভাবেই ক্লাবগুলো পুরো বছরজুড়ে ব্যস্ত সময় পার করে। প্রিয় ক্লাব কেমন করছে কিংবা প্রতিপক্ষ ক্লাবগুলোর পরিসংখ্যান জানার জন্য ভক্তরা তাদের নিয়ে ঘাঁটাঘাঁটিতে ব্যস্ত থাকে। আর সেখানে বেশিরভাগ সময়েই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল  ব্যবহার করে থাকেন ভক্তরা। ২০২৩ সালের শেষ দিনে সর্বোচ্চসংখ্যক কোন ক্লাবগুলোকে নিয়ে গুগলে সার্চ করা হয়েছে সেটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে সার্চ করা সেরা ক্লাবগুলোর নাম। আর সেখানে রোনালদোর ক্লাবকে টপকে গিয়েছে মেসির ক্লাব। গেল বছর গুগল এ সার্চ করার দিক থেকে সবার ওপরে রয়েছে সর্বোচ্চ সংখ্যক চ্যাম্পিয়নস লিগ জয়ী ক্লাব রিয়াল মাদ্রিদ। মাসে গড়ে প্রায় চার কোটি ৪৫ লাখ বার  ক্লাবটিকে সার্চ করেছেন নেটিজেনরা। স্পেনের এই ক্লাবটি গত বছর লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও টুর্নামেন্টে লড়েছেন সবার ওপরের ক্লাবগুলোর সাথে, জিতেছেন উয়েফা সুপার কাপ ও কোপা দেল’রের মতো টুর্নামেন্ট।  যে কারণে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রিয়াল মাদ্রিদ। ২০০৩ সালে গুগলে সার্চ করা ক্লাবের মধ্যে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপের এই ঐতিহ্যবাহী ক্লাবটি বছর শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকটা নড়বড়ে অবস্থায় থেকে। তাদের অবস্থান ৭  নম্বরে। ২০২২-২৩  মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেড শেষ করেছিল ৩ নম্বরে থেকে। ক্লাবটির বর্তমান অবস্থা খারাপ হলেও কমেনি ফ্যান ফলোয়ারের সংখ্যা। গত বছর এই ক্লাবটিকে নিয়ে গড়ে প্রতি মাসে গুগলে সার্চ করা হয়েছে তিন কোটি আটত্রিশ লাখ বার করে। লিস্টের তিন নম্বর ক্লাবটি যেটা আছে সেটার নাম শুনলে অনেকে হয়তো  অবাক হতে পারেন। ইউরোপের বড় বড় ক্লাব কে পেছনে ফেলেছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। চ্যাম্পিয়নস লিগ খেলা এই ক্লাবটিকে প্রতি মাসে গড়ে সার্চ করা হয়েছে তিন কোটি ২৪ লাখ বার করে। তালিকার ৮ নম্বরে আছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিশ্বকাপের পরেই ইউরোপ ছেড়ে আমেরিকার অচেনা অজানা এই ক্লাবটিতে যোগ দেন লিওনেল মেসি। পৃথিবীজুড়ে মেসির আলাদা একটা ফ্যান বেজ আছে। যার কারণে এমএলএস এর এই ক্লাবটির প্রতি আলাদা আগ্রহ তৈরি হয়েছে সবার। প্রতি মাসে গড়ে প্রায় দুই কোটি বার করে গুগলে সার্চ করা হয়েছে ইন্টার মায়ামিকে। গত বছরই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি আরবের আল নাসরে যোগ দেন পর্তুগিজ  সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান সময়ে মেসি ফুটবল এর দক্ষিণ মেরু হলে উত্তর মেরু রোনালদো। পৃথিবীজুড়ে ভক্তের সংখ্যা হিসাব করলে দুইজনেরই প্রায় সমান সংখ্যক ভক্ত সমর্থক রয়েছে। রোনালদো আল নাসরে যাওয়ার পরে স্বভাবতই ক্লাবটির প্রতি ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়েছে। গতবছর প্রতি মাসে আল নাসরকে প্রায় এক কোটি আশি লাখ বার সার্চ করা হয়েছে গুগলে।
০১ জানুয়ারি, ২০২৪

মাস্কের সঙ্গে পরকীয়া প্রেম, স্ত্রীকে গুগল কর্মকর্তার ডিভোর্স
স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন। ধনকুবের এলন মাস্কের সঙ্গে স্ত্রী নিকোল শানাহানের অবৈধ সম্পর্কের অভিযোগ করে তিনি ডিভোর্স দিয়েছেন। পেজ সিক্সের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নথি অনুসারে গত ২৬ মে তাদের বিচ্ছেদ হয়েছে। দাম্পত্য জীবনে তাদের চার বছরের এক কন্যাসন্তান রয়েছে। পরকীয়ার অভিযোগে তাদের মধ্যকার দূরত্ব সৃষ্টি হয়।  নথি অনুসারে ডিভোর্সের ব্যাপারে শানাহান কোনো আপত্তি করেননি। তবে তিনি আদালতের কাছে স্ত্রী হিসেবে তার পাওনা চেয়েছিলেন। এরপর তারা আইনজীবীর মাধ্যমে সম্পদের ভাগাভাগিসহ সব প্রক্রিয়া শেষ করেছেন।  বিজনেজ ইনসাইডারের তথ্যমতে, ২০১৫ সালে ব্রিন ও শানাহানের প্রথম সাক্ষাৎ হয়েছিল। এরপর ওই বছরই প্রথম স্ত্রী অ্যানি ওজসিকিকে ডিভোর্স দেন। ২০১৮ সালে তিনি শানাহানকে বিয়ে করেন। এরপর ২০২১ সালে তারা আলাদাভাবে বসবাস করতে শুরু করেন এবং ব্রিন ২০২২ সালে ডিভোর্সের জন্য আবেদন করেন। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ধনকুবের ও বন্ধু এলন মাস্কের সাথে শানাহানের পরকীয়ার এক মাসের মধ্যে ব্রিন বিচ্ছেদের আবেদন করেন। যদিও পরকীয়ার ব্যাপারটি মাস্ক এবং শানাহান দুজনেই অস্বীকার করেছেন।  এ নিয়ে গত ২৫ মে ২০২২ তারিখে টুইটারে একটি পোস্ট দেন মাস্ক। সেখানে তিনি বলেন, গত রাতে আমি আর ব্রিন একটি পার্টিতে ছিলাম। শানাহানের সঙ্গে গত তিন বছরে আমার দুবার দেখা হয়েছে। এ সময়ে আশপাশে অনেক লোকজন ছিল। আমাদের মাঝে রোমান্টিক কিছু ছিল না।  পরকীয়ার বিষয়ে শানাহান বিষয়টিকে খুবই ঠুনকো অভিযোগ বলে দাবি করেন। মাস্ক কেবল তার বন্ধু ছাড়া কিছু নয় বলেও জানান তিনি।  অভিযোগের বিষয়ে জুলাইয়ে শানাহান বলেন, আমার আর মাস্কের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে না কি আমরা একান্তে  সময় কাটিয়েছি? এমনকি আমাদের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক বা পরকীয়াও ছিল না।  উল্লেখ্য, ব্লুমবার্গের সূচক অনুসারে ৫০ বছর বয়সী গুগলের সহপ্রতিষ্ঠাতা ব্রিন বিশ্বের নবম ধনী ব্যক্তি। তার সম্পত্তির পরিমাণ ১১৮ বিলিয়ন ডলার। অন্যদিকে শানাহান বিশ্বের ৩৪তম ধনী ব্যক্তি ও ক্যালিফোর্নিয়াভিত্তিক আইনজীবী।   
১৬ সেপ্টেম্বর, ২০২৩

এআই দিয়ে তৈরি রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে নতুন নিয়ম আনছে গুগল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সহজেই রাজনৈতিক বিভিন্ন ছবি বা অডিও তৈরি করা যাচ্ছে। এখন থেকে এসব ছবি বা অডিও ব্যবহার করে গুগলের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে গুগল। তাদেরকে স্পষ্ট করে জানাতে হবে এগুলোতে এআই ব্যবহার করা হয়েছে কি না। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত এই নিয়মগুলো তৈরি করা হয়েছে কৃত্রিম কনটেন্ট প্রস্তুতকারী টুলগুলোর ক্রমবর্ধমান প্রভাবের পরিপ্রেক্ষিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক এক বছর আগে অর্থাৎ আগামী নভেম্বর মাসে এ পরিবর্তনগুলো কার্যকর করা হবে।  আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনী প্রচারের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রচুর ভুল তথ্য ছড়ানো হবে। গুগলের বিদ্যমান বিজ্ঞাপন নীতি অনুসারে, রাজনীতি, সামাজিক সমস্যা ও জনগণের উদ্বেগের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে মানুষকে প্রতারিত বা বিভ্রান্ত করার জন্য ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করা নিষিদ্ধ। তবে নতুন নীতি অনুযায়ী, নির্বাচন সংক্রান্ত বিজ্ঞাপনে বাস্তব বা বাস্তবের মতো মানুষ বা ঘটনা চিত্রিত করে এমন ‘সিনথেটিক কনটেন্ট’ বা ‘কৃত্রিম কনটেন্ট’ থাকলে তা গুগলকে স্পষ্ট করে জানাতে হবে।  এআই দিয়ে তৈরি করা কনটেন্টের ক্ষেত্রে ‘এ ছবি বাস্তব কোনো ঘটনাকে নির্দেশ করে না’ বা ‘এ ভিডিও কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে’- এমন স্বীকারোক্তি দিতে হবে। গুগলের বিজ্ঞাপন নীতিতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনাস্থা তৈরি হতে পারে এমন দাবিও গুগলে প্রচার করা নিষিদ্ধ।  প্রচারিত রাজনৈতিক বিজ্ঞাপনগুলোতে কারা অর্থায়ন করেছে সেটি গুগলকে প্রকাশ করতে হয়। এ ছাড়া গুগল অনলাইন বিজ্ঞাপন লাইব্রেরির বার্তা থেকেও তথ্য সংগ্রহ করে রাখে। নির্বাচনী বিজ্ঞাপনের ক্ষেত্রে ডিজিটালভাবে পরিবর্তিত কনটেন্টের স্বীকারোক্তি অবশ্যই ‘পরিষ্কার ও সুস্পষ্ট’ হতে হবে এবং এমন অবস্থানে রাখতে হবে যেন সবার নজরে পড়ে।  চলতি বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হওয়ার একটি কৃত্রিম ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি এআই টুল ব্যবহার করে তৈরি করা হয়েছিল। এ ছাড়া তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রাশিয়ার কাছে আত্মসমর্পণ করার একটি ডিপফেইক ভিডিও বেশ আলোচিত হয়।  গুগল জানিয়েছে, এ ধরনের কৃত্রিম কনটেন্ট শনাক্ত ও সেটি সরানোর প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে।
১১ সেপ্টেম্বর, ২০২৩
X