স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১২:১২ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গুগল সার্চে রোনালদোকে মেসির টেক্কা

মেসির ক্লাব ইন্টার মায়ামি টেক্কা দিয়েছে রোনালদোর ক্লাব আল নাসরকে। ছবি: সংগৃহীত
মেসির ক্লাব ইন্টার মায়ামি টেক্কা দিয়েছে রোনালদোর ক্লাব আল নাসরকে। ছবি: সংগৃহীত

বছরের প্রায় সবসময়ই ক্লাব ফুটবল থাকে জমজমাট। আজ এই খেলা, তো কালকে আরেক, এভাবেই ক্লাবগুলো পুরো বছরজুড়ে ব্যস্ত সময় পার করে। প্রিয় ক্লাব কেমন করছে কিংবা প্রতিপক্ষ ক্লাবগুলোর পরিসংখ্যান জানার জন্য ভক্তরা তাদের নিয়ে ঘাঁটাঘাঁটিতে ব্যস্ত থাকে। আর সেখানে বেশিরভাগ সময়েই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করে থাকেন ভক্তরা। ২০২৩ সালের শেষ দিনে সর্বোচ্চসংখ্যক কোন ক্লাবগুলোকে নিয়ে গুগলে সার্চ করা হয়েছে সেটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে সার্চ করা সেরা ক্লাবগুলোর নাম। আর সেখানে রোনালদোর ক্লাবকে টপকে গিয়েছে মেসির ক্লাব।

গেল বছর গুগল এ সার্চ করার দিক থেকে সবার ওপরে রয়েছে সর্বোচ্চ সংখ্যক চ্যাম্পিয়নস লিগ জয়ী ক্লাব রিয়াল মাদ্রিদ। মাসে গড়ে প্রায় চার কোটি ৪৫ লাখ বার ক্লাবটিকে সার্চ করেছেন নেটিজেনরা। স্পেনের এই ক্লাবটি গত বছর লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও টুর্নামেন্টে লড়েছেন সবার ওপরের ক্লাবগুলোর সাথে, জিতেছেন উয়েফা সুপার কাপ ও কোপা দেল’রের মতো টুর্নামেন্ট। যে কারণে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রিয়াল মাদ্রিদ।

২০০৩ সালে গুগলে সার্চ করা ক্লাবের মধ্যে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপের এই ঐতিহ্যবাহী ক্লাবটি বছর শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকটা নড়বড়ে অবস্থায় থেকে। তাদের অবস্থান ৭ নম্বরে। ২০২২-২৩ মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেড শেষ করেছিল ৩ নম্বরে থেকে। ক্লাবটির বর্তমান অবস্থা খারাপ হলেও কমেনি ফ্যান ফলোয়ারের সংখ্যা। গত বছর এই ক্লাবটিকে নিয়ে গড়ে প্রতি মাসে গুগলে সার্চ করা হয়েছে তিন কোটি আটত্রিশ লাখ বার করে।

লিস্টের তিন নম্বর ক্লাবটি যেটা আছে সেটার নাম শুনলে অনেকে হয়তো অবাক হতে পারেন। ইউরোপের বড় বড় ক্লাব কে পেছনে ফেলেছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। চ্যাম্পিয়নস লিগ খেলা এই ক্লাবটিকে প্রতি মাসে গড়ে সার্চ করা হয়েছে তিন কোটি ২৪ লাখ বার করে।

তালিকার ৮ নম্বরে আছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিশ্বকাপের পরেই ইউরোপ ছেড়ে আমেরিকার অচেনা অজানা এই ক্লাবটিতে যোগ দেন লিওনেল মেসি। পৃথিবীজুড়ে মেসির আলাদা একটা ফ্যান বেজ আছে। যার কারণে এমএলএস এর এই ক্লাবটির প্রতি আলাদা আগ্রহ তৈরি হয়েছে সবার। প্রতি মাসে গড়ে প্রায় দুই কোটি বার করে গুগলে সার্চ করা হয়েছে ইন্টার মায়ামিকে।

গত বছরই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি আরবের আল নাসরে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান সময়ে মেসি ফুটবল এর দক্ষিণ মেরু হলে উত্তর মেরু রোনালদো। পৃথিবীজুড়ে ভক্তের সংখ্যা হিসাব করলে দুইজনেরই প্রায় সমান সংখ্যক ভক্ত সমর্থক রয়েছে। রোনালদো আল নাসরে যাওয়ার পরে স্বভাবতই ক্লাবটির প্রতি ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়েছে। গতবছর প্রতি মাসে আল নাসরকে প্রায় এক কোটি আশি লাখ বার সার্চ করা হয়েছে গুগলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না

থানায় সালিশ করতে এসে আটক আ.লীগ নেতা

জকসুর ফলাফলে নাটকীয় মোড়, ফের ভিপিতে এগিয়ে শিবির

সহকর্মীদের প্রতিবন্ধী সন্তানের শিক্ষা সহায়তায় স্কলারশিপ চালু করল ব্র্যাক ব্যাংক

ট্রেনিং ও বিদেশি বৃত্তি নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের নতুন নির্দেশনা

আসামিদের নামাজ পড়তে হাজতখানায় জায়নামাজ দিলেন ঢাকার সিজিএম

সিরাজগঞ্জে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

চবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫২.৪ শতাংশ

এনসিপি ও ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দৃষ্টিহীনদের পথ দেখাচ্ছে রোবট কুকুর

১০

মাদুরোর বিরুদ্ধে নিজের নাচ নকলের অভিযোগ করলেন ট্রাম্প

১১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

১২

কারাকাসের ঘটনার পর আতঙ্কে তেহরান

১৩

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

১৪

ঢাবি অধ্যাপক আতাউর রহমান মারা গেছেন

১৫

জকসুর এক কেন্দ্রে ভোট পাননি শিবিরের জিএস-এজিএস প্রার্থী

১৬

আলজাজিরার এক্সপ্লেইনার / কেন প্রায় ২৫ কোটি খ্রিস্টান বড়দিন পালন করেন ৭ জানুয়ারি

১৭

ভোটের মাঠে ৭ দিন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

১৮

জকসু নির্বাচন, সংগীত বিভাগে শিবিরের ভরাডুবি

১৯

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে বাংলাদেশিদের দিতে হবে সর্বোচ্চ জামানত

২০
X