স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১২:১২ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গুগল সার্চে রোনালদোকে মেসির টেক্কা

মেসির ক্লাব ইন্টার মায়ামি টেক্কা দিয়েছে রোনালদোর ক্লাব আল নাসরকে। ছবি: সংগৃহীত
মেসির ক্লাব ইন্টার মায়ামি টেক্কা দিয়েছে রোনালদোর ক্লাব আল নাসরকে। ছবি: সংগৃহীত

বছরের প্রায় সবসময়ই ক্লাব ফুটবল থাকে জমজমাট। আজ এই খেলা, তো কালকে আরেক, এভাবেই ক্লাবগুলো পুরো বছরজুড়ে ব্যস্ত সময় পার করে। প্রিয় ক্লাব কেমন করছে কিংবা প্রতিপক্ষ ক্লাবগুলোর পরিসংখ্যান জানার জন্য ভক্তরা তাদের নিয়ে ঘাঁটাঘাঁটিতে ব্যস্ত থাকে। আর সেখানে বেশিরভাগ সময়েই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করে থাকেন ভক্তরা। ২০২৩ সালের শেষ দিনে সর্বোচ্চসংখ্যক কোন ক্লাবগুলোকে নিয়ে গুগলে সার্চ করা হয়েছে সেটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে সার্চ করা সেরা ক্লাবগুলোর নাম। আর সেখানে রোনালদোর ক্লাবকে টপকে গিয়েছে মেসির ক্লাব।

গেল বছর গুগল এ সার্চ করার দিক থেকে সবার ওপরে রয়েছে সর্বোচ্চ সংখ্যক চ্যাম্পিয়নস লিগ জয়ী ক্লাব রিয়াল মাদ্রিদ। মাসে গড়ে প্রায় চার কোটি ৪৫ লাখ বার ক্লাবটিকে সার্চ করেছেন নেটিজেনরা। স্পেনের এই ক্লাবটি গত বছর লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও টুর্নামেন্টে লড়েছেন সবার ওপরের ক্লাবগুলোর সাথে, জিতেছেন উয়েফা সুপার কাপ ও কোপা দেল’রের মতো টুর্নামেন্ট। যে কারণে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল রিয়াল মাদ্রিদ।

২০০৩ সালে গুগলে সার্চ করা ক্লাবের মধ্যে দুই নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপের এই ঐতিহ্যবাহী ক্লাবটি বছর শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকটা নড়বড়ে অবস্থায় থেকে। তাদের অবস্থান ৭ নম্বরে। ২০২২-২৩ মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেড শেষ করেছিল ৩ নম্বরে থেকে। ক্লাবটির বর্তমান অবস্থা খারাপ হলেও কমেনি ফ্যান ফলোয়ারের সংখ্যা। গত বছর এই ক্লাবটিকে নিয়ে গড়ে প্রতি মাসে গুগলে সার্চ করা হয়েছে তিন কোটি আটত্রিশ লাখ বার করে।

লিস্টের তিন নম্বর ক্লাবটি যেটা আছে সেটার নাম শুনলে অনেকে হয়তো অবাক হতে পারেন। ইউরোপের বড় বড় ক্লাব কে পেছনে ফেলেছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। চ্যাম্পিয়নস লিগ খেলা এই ক্লাবটিকে প্রতি মাসে গড়ে সার্চ করা হয়েছে তিন কোটি ২৪ লাখ বার করে।

তালিকার ৮ নম্বরে আছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিশ্বকাপের পরেই ইউরোপ ছেড়ে আমেরিকার অচেনা অজানা এই ক্লাবটিতে যোগ দেন লিওনেল মেসি। পৃথিবীজুড়ে মেসির আলাদা একটা ফ্যান বেজ আছে। যার কারণে এমএলএস এর এই ক্লাবটির প্রতি আলাদা আগ্রহ তৈরি হয়েছে সবার। প্রতি মাসে গড়ে প্রায় দুই কোটি বার করে গুগলে সার্চ করা হয়েছে ইন্টার মায়ামিকে।

গত বছরই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি আরবের আল নাসরে যোগ দেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান সময়ে মেসি ফুটবল এর দক্ষিণ মেরু হলে উত্তর মেরু রোনালদো। পৃথিবীজুড়ে ভক্তের সংখ্যা হিসাব করলে দুইজনেরই প্রায় সমান সংখ্যক ভক্ত সমর্থক রয়েছে। রোনালদো আল নাসরে যাওয়ার পরে স্বভাবতই ক্লাবটির প্রতি ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়েছে। গতবছর প্রতি মাসে আল নাসরকে প্রায় এক কোটি আশি লাখ বার সার্চ করা হয়েছে গুগলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে চলছে ইউপিডিএফের আধাবেলা অবরোধ

পায়ুপথে ব্রাশ দিয়ে বখাটেদের নির্যাতন

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত : কোনো আরোহী বেঁচে নেই

রাইসি মারা গেলে কে হবেন ইরানের নতুন প্রেসিডেন্ট?

হবিগঞ্জে ধান সংগ্রহের শুরুতেই হযবরল

আইপিএলে প্লে-অফে কে কার বিরুদ্ধে লড়বে?

তুর্কি ড্রোনে খোঁজ মিলল রাইসির হেলিকপ্টারের

ইরানের প্রেসিডেন্ট কি বেঁচে আছেন? 

খোঁজ মিলল রাইসির হেলিকপ্টারের, দুর্ঘটনাস্থল থেকে ২ কিমি দূরে উদ্ধারদল

পেকুয়া উপজেলা নির্বাচন / পড়ালেখায় এগিয়ে সজিব, অর্থসম্পদে আবুল কাসেম

১০

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি

১১

‘রাইসিকে বহনকারী হেলিকপ্টারের খোঁজ পাওয়া গেছে’

১২

কোরবানির ঈদকে ঘিরে স্বপ্নপূরণের আশা খামারিদের

১৩

দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটানো ছাত্রলীগ নেতা পায়েল বহিষ্কার

১৪

বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

রাইসির ঘটনায় উচ্ছ্বসিত মার্কিন সিনেটর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৭

প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে পালাচ্ছিলেন পুলিশ সদস্য

১৮

রাইসিকে উদ্ধারকাজে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়া

১৯

রাইসিকে উদ্ধারের সর্বশেষ অবস্থা জানাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

২০
X