৪ বছরের ছেলেকে ৪১ বার ছুরিকাঘাত করেন মা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সন্তান হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার চার বছর বয়সী ছেলেকে ৪১ বার ছুরিকাঘাত করে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ ও আদালতের বরাতে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, জ্যানেট গার্সিয়া (২৭) নামের ওই মায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ শুক্রবার আদালত আমলে নিয়েছে। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওয়াশিংটনের এভারেটে সন্তানদের নিয়ে বসবাস করেন জ্যানেট। ২৭ মার্চ তিনি তার ছেলে এরিয়েল গার্সিয়াকে তীক্ষ্ণ ও ধারাল কিছু দিয়ে আঘাত করেন। প্রাথমিকভাবে পুলিশ ১৬টি আঘাত শনাক্ত করে। পরে ময়নাতদন্তে ৪১ বার ছুরিকাঘাত করার বিষয়টি নিশ্চিত হয়। পুলিশ জানায়, জ্যানেটের এক প্রতিবেশী রক্তের দাগ দেখে পুলিশকে জানান। পরে পুলিশ তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত স্থানে কম্বলে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। এদিকে মায়ের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও আনা হয়েছে। শিশুটির দাদি পুলিশকে এ ব্যাপারে জানিয়েছেন।  দাদির নাম প্রকাশ না করে পুলিশ জানায়, ঘটনার কয়েক দিন আগে দাদি পুলিশের দ্বারস্থ হন। তিনি দাবি করেন, দুই সন্তানের জননি জ্যানেট দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শিশুদের দ্রুত সেফ হোমে নেওয়া দরকার। ওই মায়ের আরেক শিশুর বয়স ৭ বছর। সেও মায়ের আগ্রাসী আচরণের কথা পুলিশকে জানায়। শিশুটি বলে, তার মা তাকে মারধর করতেন। খুব বকতেন। পুলিশ এ ব্যাপারে আরও তদন্ত করছে। অভিযুক্ত মা কারাগারে রয়েছেন। তিনি দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন।
২৪ এপ্রিল, ২০২৪

ধূমপানে নিষেধ করায় শিক্ষককে ছুরিকাঘাত
কুষ্টিয়ায় প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করায় শামীম হোসেন নামে এক কলেজ শিক্ষক ও তার স্বজনকে ছুরিকাঘাত করেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা। ভাঙচুর করা হয়েছে ওই শিক্ষকের বাড়িঘর। শুক্রবার রাতের ওই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের ফারাজীপাড়া জামে মসজিদের পাশের একটি দোকানে সিগারেট খাচ্ছিল স্থানীয় একটি কলেজের প্রভাষক শামীম হোসেনের এক ছাত্র ও তার বন্ধুরা। এ সময় শামীম এশার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এই দৃশ্য দেখে ওই কিশোদের সিগারেট খেতে বারণ করেন তিনি। এ নিয়ে ক্ষুব্ধ হয় কিশোররা লাঠি নিয়ে শিক্ষকের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয়রা কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে শিক্ষককে রক্ষা করেন। পরে শিক্ষকের বাড়িতে গিয়ে আবারও হামলা চালায় তারা। এবার ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয় শিক্ষক শামীম হোসেন এবং তার বড় ভাই শাহীন বিশ্বাসকে। ভাঙচুর করা হয় বাড়িঘর। শিক্ষক শামীম হোসেন বলেন, তাদের একজন আমার ছাত্র। যেহেতু ওরা আমার ছাত্র, তাই তাদের সিগারেট খেতে বারণ করি। এতে ক্ষুব্ধ হয়ে আমার ওপর হামলা চালায়। পরে আমার বাড়িতে গিয়ে স্থানীয় হ্যাপী নামে এক যুবকের নেতৃত্বে ধারালো অস্ত্র আর লাঠি দিয়ে হামলা চালায়। আমার বড় ভাই শাহীন, আমাকে ও আমার ভাতিজাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমার বাড়িঘরও ভাঙচুর করে। পরে স্থানীয়দের সহায়তায় আমরা কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে ভর্তি হই। এ বিষয়ে রাতেই কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করা হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
২১ এপ্রিল, ২০২৪

অস্ট্রেলিয়ায় এবার গির্জায় বিশপকে ছুরিকাঘাত
অস্ট্রেলিয়ার সিডনিতে ফের ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এবার প্রার্থনা চলাকালে একটি গির্জায় হামলা হয়। হামলাকারী সরাসরি বিশপকে ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরও কয়েকজন।  বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সিডনির ওয়াকলি এলাকার ‘খ্রিস্ট দ্য গুড শেফার্ড চার্চ’ গির্জায় এ হামলা হয়। তখন প্রার্থনাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এর আগে সিডনিতে একটি শপিংমলে ছুরি হামলায় সাতজন নিহত হন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে এ ঘটনা ঘটে। এতে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। সোমবারের হামলার বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, গির্জায় বিশপ মার মারি ইমানুয়েল প্রার্থনা পরিচালনা করছিলেন। তার সঙ্গে স্বাভাবিক সময়ের মতো ধর্মভীরুরা প্রার্থনায় অংশ নেন। এর মধ্যে এক ব্যক্তি বিশপের সামনে চলে যান। তিনি হঠাৎ ছুরি বের করে বিশপকে আঘাত করেন। এ সময় অন্যান্য প্রার্থনাকারীরা হামলাকারীকে ঠেকানোর চেষ্টা করেন। এতে তাদেরও ছুরিকাঘাত করেন হামলাকারী। এ-সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন স্থানীয়রা। এতে হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে পুলিশ জানায়, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করেনি তারা। এ ব্যাপারে তদন্ত করে পেছনের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করছে দেশটির আইনশৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন সংস্থা। এএফপি বার্তা সংস্থার তথ্যমতে, আশপাশের এলাকাটি খ্রিস্টান অ্যাসিরিয়ান ছোট একটি সম্প্রদায়ের কেন্দ্রস্থল; যাদের মধ্যে অনেকেই ইরাক ও সিরিয়ায় নিপীড়ন ও যুদ্ধের কবল থেকে পালিয়ে এসেছেন।
১৫ এপ্রিল, ২০২৪

থানার সামনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
রাজশাহীর দুর্গাপুর থানার মোড়ে ফিরোজ আহম্মেদ (৩৮) নামের এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছেন এক যুবক। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।  দুর্গাপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। আহত ফিরোজ আহম্মেদ দুর্গাপুর থানায় কনস্টেবল পদে কর্মরত আছেন।  এদিকে ধাওয়া করে অভিযুক্ত যুবক সেলিম রেজাকে (২৫) ধরে পুলিশে দিয়েছেন পথচারীরা। সেলিম উপজেলার হোজা গ্রামের আনসার আলীর ছেলে। তবে কী কারণে ওই যুবক পুলিশ সদস্যকে প্রকাশ্যে ছুরিকাঘাত করল, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদস্য ফিরোজ আহম্মেদ মোটরসাইকেলে পুলিশের ড্রেস পরিহিত অবস্থায় থানা থেকে বের হয়ে রাস্তায় আসছিলেন। এ সময় ওই যুবক দৌড়ে গিয়ে তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন। তখন ওই পুলিশ সদস্য ফিরোজ মোটরসাইকেল দ্রুত টেনে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছু দূরে যেতেই তিনি পড়েন যান। পরে পথচারী ও থানার পুলিশের সহযোগিতায় তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তামান্না খানম বলেন, তার বুকের ডান পাঁজরে ছুরিকাঘাত করা হয়েছে। অনেকটাই জখম হয়েছেন। রক্তক্ষরণ হচ্ছিল। স্বাস্থ্যের অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ধাওয়া করে ছুরি হাতে আটক করার পর থানায় কথা বলার সময় সেলিম জানান, তিনি আপেল খাওয়ার জন্য ছুরিটি কিনেছিলেন। ওই পুলিশ সদস্যকে ইচ্ছে করে ছুরিকাঘাত করেননি। কীভাবে যেন লেগে গেছে। অপর দিকে আহত পুলিশ সদস্য ফিরোজ আহম্মেদের কাছে সহকর্মীরা এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘ওই যুবককে আমি চিনি না। কোনো দিন দেখিওনি। থানা থেকে বের হতেই একটা যুবক দৌড়ে এসে ছুরিকাঘাত করে।’ দুর্গাপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে ওই পুলিশ সদস্যকে দিনের বেলায় প্রকাশ্যে রাস্তায় ছুরিকাঘাত করল- এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ, তারা একে অপরকে কেউ চিনে না। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

ফেসবুকে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় যুবককে ছুরিকাঘাত
জামালপুরের মাদারগঞ্জে ফেসবুক স্টোরিতে হা হা রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে আলমগীর বেপারী (২৬) নামে এক যুবকের পেটে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।  সোমবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের জোনাইল বাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী আলমগীরের পরিবার ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মূল ঘটনা ১৫ দিন আগের। উপজেলার তারতাপাড়া এলাকার লিটনের (১৭) ফেসবুকের একটি স্টোরিতে হা হা রিয়েক্ট দেন ভুক্তভোগী আলমগীর বেপারী।  এ নিয়ে আলমগীরকে অভিযুক্ত লিটন গালাগাল করে এবং তাকে জোনাইল বাজারে আসতে বলে। পরে ভুক্তভোগী আলমগীর ও তার ছোট ভাই নাজমুল বেপারী লিটনের সাথে দেখা করতে গেলে দু’পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে ঘটনাটি এলাকার মুরুব্বিগণ সালিশের মাধ্যমে মীমাংসা করে দেন।  ঘটনার ১৪ দিন পর ২৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী ইমরান বনভোজনের টাকা দেওয়ার কথা বলে আলমগীরকে অভিযুক্ত পলাশ ও লিটনসহ তাদের সঙ্গে থাকা ১০-১২ জনের হাতে তুলে দেয়।  এ সময় আলমগীরকে অভিযুক্ত এলোপাতাড়ি মারধর করে। বিষয়টি ফোনের মাধ্যমে আলমগীর তার ছোট ভাই নাজমুলকে জানালে তিনি ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে আলমগীরের পেটে ছুরি মেরে পালিয়ে যায় তারা। পরে নাজমুল ও ঘটনার প্রত্যক্ষদর্শী শাকিল আশপাশের লোকজনকে এনে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় আলমগীরকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।  ঘটনার প্রত্যক্ষদর্শী শাকিল বেপারী বলেন, রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা আলমগীরকে মারধর করার এক পর্যায়ে পেটে ছুরি মেরে পালিয়ে যায়।  এদিকে আলমগীরের সঙ্গে হওয়া এই ঘটনার বিচার চান ভুক্তভোগীর মা নাজমা বেগমসহ এলাকাবাসী। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।  মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লিখিত অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩০ জানুয়ারি, ২০২৪

১০৮ বার ছুরিকাঘাত করা প্রেমিকার শাস্তি ১০০ ঘণ্টা সমাজসেবা!
মানুষ নেশার ঘোরে কত করমের বিচিত্র আচরণ করে থাকে। তবে এবার সামনে এসেছে বিচিত্র এক ঘটনা। গাঁজা খেয়ে প্রেমিককে ১০৮ বার ছুরিকাঘাত করেছেন প্রেমিকা। তবে এজন্য তাকে বিচিত্র সাজাও দিয়েছেন আদালত। এজন্য ১০০ ঘণ্টা সমাজসেবার সাজা দেওয়া হয়েছে ওই প্রেমিকাকে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে, প্রেমিককে ১০৮ বার ছুরিকাঘাতের দায়ে অভিযুক্ত হয়েছেন এক প্রেমিকা। আদালত জানিয়েছেন, ছুরিকাঘাতের সময় তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। এ সময় তিনি গাজা খেয়ে নেশার ঘোরে ছিলেন। ফলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।  ছুরিকাঘাত করা ওই নারীর নাম ব্রায়ান স্পেজচার। তাকে ২০১৮ সালে প্রেমিক চাঁদ ওমেলিয়া নামের এক যুবককে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। মঙ্গলবার তাকে দুই বছরের প্রবেশন ও ১০০ ঘণ্টা সমাজসেবার নির্দেশ দেওয়া হয়েছে।  প্রতিবেদন অনুসারে, উচ্চতর আদালতের বিচারক ডেভিড ওরলি জানিয়েছেন, ঘটনার সময়ে ব্রায়ানের নিজের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ ছিল না। ওই সময়ে তিনি মনস্তাত্ত্বিক জগতে প্রবেশ করেছিলেন এবং ওমেলিয়াকে ছুরিকাঘাত করেন।  আইনজীবীরা জানিয়েছেন, ২০১৮ সালের ২৭ ও ২৮ মে ওমেলিয়ার অ্যাপার্টমেন্টে ব্রায়ান তাকে ছুরিকাঘাত করেন। এ সময় তারা দুজনে একসাথে নেশা করছিলেন। তখন তাকে প্রায় ১০৮ বারের মতো ছুরিকাঘাত করা হয়।  সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞরা তার এ অবস্থাকে ক্যানাবিস-ইনডিউসড সাইকোটিক ডিসঅর্ডার বলে অভিহিত করেছেন। এটি তার ওই সময়ের মানসিক অবস্থার প্রতিক্রিয়া ছিল। মনস্তাত্ত্বিক অবস্থার কারণে তিনি তাকে বারবার ছুরিকাঘাত করে হত্যা করেন।  আদালতে ব্রায়ানের আইনজীবীরা জানান, তিনি অনভিজ্ঞ ধূমপায়ী ছিলেন। হত্যার সময় ‘অনিচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত’ হয়ে পড়েন তিনি।  আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভিকিটিম ওমেলিয়ার বাবা। তিনি বলেন, বিচারক এমন রায়ের মাধ্যমে ক্যালিফোর্নিয়া রাজ্যে যারা গাঁজার নেশাগ্রস্ত তাদের তিনি যে কারও হত্যার লাইসেন্সে দিয়েছেন।  তবে আদালতের এ রায়ের সন্তোষ প্রকাশ করেছেন ব্রায়ানের আইনজীবী। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে বিচারক সঠিক এবং সাহসী কাজ করেছেন।   
২৫ জানুয়ারি, ২০২৪

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত
দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিউংকে (৫৯) ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে দেশটির দক্ষিণ-পূর্ব বন্দর শহর বুসান সফরের সময় তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়, বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান লি জায়ে-মিউং মঙ্গলবার সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে যাওয়ার সময় তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। এ সময় ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ।  প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ওই হামলাকারী প্রতারণার আশ্রয় নিয়ে একটি অটোগ্রাফের জন্য লির কাছে গিয়েছিলেন। তারপর তিনি ২০ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা একটি ধারাল অস্ত্র দিয়ে লির ওপর আক্রমণ করেন। এ সময় পুলিশ তাকে আটক করে।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক ভিডিও থেকে দেখা গেছে, লোকটি লির সামনে ঝুঁকে রয়েছে। হঠাৎ সে লাফ দিয়ে উঠে আগে বেড়ে তার হাত লম্বা করে লির গলায় ছুরিকাঘাত করে। পুরো বিষয়টি ঘটতে খুব বেশি সময় লাগেনি। ছুরিকাঘাতের পরপরই লি মাটিতে পড়ে যান। পরে লিকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।  দক্ষিণ কোরিয়ায় আগ্নেয়াস্ত্র রাখা বা বহন করার ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে রাজনৈতিক সহিংসতার ইতিহাস রয়েছে। এর আগে, ২০০৬ সালে তৎকালীন রক্ষণশীল বিরোধীদলীয় নেতা পার্ক জিউন-হাই এক অনুষ্ঠানে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন।
০২ জানুয়ারি, ২০২৪

স্বতন্ত্র প্রার্থীর কর্মীর আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাত
নওগাঁর আত্রাইয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদলকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে। এ বিষয়ে চৌধুরী গোলাম মোস্তফা বাদল বলেন, নির্বাচনী ক্যাম্পে যাবার উদ্দেশ্যে সাহেবগঞ্জ বাজারে চা খেয়ে মোটরসাইকেলে উঠছিলাম, এমন সময় পেছন থেকে পিঠে চাকু মারলে চিৎকার দেই। তখন লোকজন এগিয়ে আসে। আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, শীতের পোশাক থাকায় ছুরি দুই ইঞ্চির মতো গভীরে গেছে। তবে আর একটু ভেতরে গেলে ফুসফুসের বড় ক্ষতি হতো। ট্রাক প্রতীকের প্রার্থী ওমর ফারুক সুমন গণমাধ্যমকর্মীকে জানান, চৌধুরী গোলাম মোস্তফা বাদল ভোটের শুরু থেকে প্রচার চালাচ্ছেন। তিনি আমার নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন। ঘটনার পেছনে যারা আছেন তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক।   উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে আমরাও চাই এর সঠিক রহস্য উদঘাটন হোক।  আত্রাই থানার ওসি জহুরুল ইসলাম বলেন, শামিম হোসেন সানি (২৫) নামের একজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩০ ডিসেম্বর, ২০২৩

ধূমপান করতে নিষেধ করায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত
ফেনীতে তুচ্ছ ঘটনায় একজন ছাত্রলীগ নেতা ছুরিকাহত হয়েছেন। তার নাম প্রসেনজিত ভৌমিক প্রকাশ রূপম (২৭)। তিনি ফেনী পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। শহরের ডাক্তার পাড়ায় পরিবারের সাথে থাকেন। পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের বসন্তপুর। অপরজন আহত জাহিদ হোসেন। তাকেও হামলাকারীরা পেছন থেকে ছুরিকাঘাত করে। তিনি ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বর্তমানে সে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।  রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের ডাক্তার পাড়ায় নুরুজ্জামান উকিল সড়ক এলাকায় তার তলপেটে ছুরিকাঘাত করা হয়।  প্রথমে তাকে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  পুলিশ জানায়, তারা একজনকে ছুরিকাঘাত করার ঘটনার কথা শুনেছে। তবে বিস্তারিত জানাতে পারেননি। থানায় কোনো অভিযোগও করা হয়নি। আহত রূপমের বন্ধু মো. রিয়াজ জানায়, অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়েরা রূপমকে ছুরিকাহত করেছে। দুপুরে সিনিয়রদের সামনে জুনিয়রদের সিগারেট খেতে নিষেধ করেছিলেন রূপমের সাথে থাকা অন্য একজন। এ নিয়ে একটু কথাকাটাকাটি হয়। তখন তারা চলে যায়। দুপুরের পর আরও কয়েকজনকে সাথে নিয়ে আসে এবং রূপমকে একা পেয়ে ছুরিকাঘাত করে চলে যায়। জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মদ জানান, তিনি নির্বাচনসংক্রান্ত কাজে শহরের বাইরে রয়েছেন। ঘটনার বিষয়ে খবর নিয়ে জানাবেন।  ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান,  পুলিশ ওই ঘটনা শুনেছেন। তবে কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
২৪ ডিসেম্বর, ২০২৩

বাড়িওয়ালাকে ছুরিকাঘাত করলেন টিকটকার তরুণী
সাভারে বাড়িওয়ালাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছেন এক টিকটকার তরুণী। আহত বাড়িওয়ালা ইব্রাহিমকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার এসআই রাজু আহমেদ। এর আগে গত শনিবার রাতে দেওগাঁও খ্রিষ্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতের ভাই দিপু জানান, রিয়ামনি টিকটকে আসক্ত ছিলেন। তার ভাইকে রিয়ার স্বামী বাবু চেপে ধরলে রিয়া ছুরিকাঘাত করে। তিনি এখন মৃত্যুশয্যায়। কী কারণে তার ভাইকে ছুরিকাঘাত করা হয়েছে, তা জানাতে পারেননি। তবে বাড়িওয়ালা ইব্রাহিমের সঙ্গে কথা বলতে পারলে এ ব্যাপারে জানা যাবে বলে জানান তিনি। এসআই রাজু আহমেদ বলেন, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। ছুরিকাঘাতের ঘটনাটি সঠিক। রিয়া কিংবা তার স্বামী ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
১৮ ডিসেম্বর, ২০২৩
X