জাতীয় পতাকা উত্তোলন হয়নি ৩ সরকারি অফিসে
মহান স্বাধীনতা দিবসে মেহেরপুরের তিনটি সরকারি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা ও সচেতন সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারি অফিসগুলো হলো— মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিস এবং বিআরটিএ অফিস।  ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি বিধি অনুযায়ী বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি এবং গুরুত্বপূর্ণ ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের প্রজ্ঞাপন জারি রয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সূচিতেও বলা ছিল সব সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের কথা। কিন্তু মেহেরপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, মেহেরপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয় এবং বিআরটিএ অফিসের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইদ্রিস আলী বলেন, এ পতাকার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি। দেশ স্বাধীন করেছি। আজকে দেখছি, খোদ সরকারি অফিসগুলোতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ ছাড়া খবর পাচ্ছি অনেক স্বায়ত্তশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয়নি। বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক। এজন্য আমরা দেশ স্বাধীন করিনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় মসিউর রহমান বলেন, মেহেরপুরের সরকারি অফিসগুলোতে জাতীয় পতাকার অবমাননা দীর্ঘদিন ধরেই একটি নিয়মিত ব্যাপার হয়ে উঠেছে। মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হোসেন স্বাধীনতা দিবসের বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ব্যস্ত থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। 
২৭ মার্চ, ২০২৪

স্বাধীনতা দিবসে সরকারি দপ্তরে উত্তোলন হয়নি জাতীয় পতাকা
মেহেরপুরে কয়েকটি সরকারি দপ্তরের বিরুদ্ধে জাতীয় পতাকার প্রতি অবমাননার অভিযোগ উঠেছে। সেই দপ্তরগুলোতে মহান স্বাধীনতা দিবসে সরকারি বিধি অনুযায়ী উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। এতে মুক্তিযোদ্ধা ও সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।  মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের অনুষ্ঠান সূচিতেও পতাকা উত্তোলনের কথা বলা হয়েছে। তবে সরকারি নির্দেশনাকে মানেনি মেহেরপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, সদর উপজেলা ভূমি অফিস এবং বিআরটিএ অফিস। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জাতীয় পতাকার অবমাননার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধারা। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বলেন, ‘এই পতাকার জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি?। আজকে দেখছি খোদ সরকারি অফিসগুলোতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এ ছাড়াও অনেক স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন করা হয়নি।’ তিনি বলেন, ‘বিষয়টা আমাদের জন্য লজ্জাজনক। এ জন্য আমরা দেশ স্বাধীন করিনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আর কি কথা বলব। আমি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।’ ক্ষোভ প্রকাশ করে মসিউর রহমান নামে এক ব্যক্তি বলেন, ‘মেহেরপুরের সরকারি অফিসে জাতীয় পতাকার অবমাননা দীর্ঘদিন ধরে। ইতোপূর্বে শিশু দিবসে কয়েকটি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকতে দেখা গেছে। আজ পর্যন্ত তাদের সতর্ক করা হয়েছে কিনা জানি না। জাতীয় দিবসে পতাকা উত্তোলন না করার কারণ জানতে মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালীউল্লাহ এবং সদর এসিল্যান্ড মাজহারুল ইসলামকে কয়েকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।  মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসান কালবেলাকে বলেন, ‘বিভিন্ন সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন না করার বিষয়টি আমি শুনেছি। তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।’ তিনি আরও বলেন, ‘গত ২৫ মার্চেও অনেকে সরকারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়েছে। তাদের ইতোমধ্যে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’
২৬ মার্চ, ২০২৪

শহীদ দিবসেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখেনি ডাকঘর অফিস
একুশে ফেব্রুয়ারি ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার নিয়ম থাকলেও নিয়ম মেনে পতাকা উড়ছে না সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রধান ডাকঘরে। বুধবার (২১ শে) ফেব্রুয়ারি উপজেলার প্রধান ডাকঘরে সংলগ্ন জাতীয় পতাকা দণ্ডায়মান পাইপের শেষ পর্যন্ত তুলে রেখেছে ডাকঘর কর্তৃপক্ষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাকঘর ভবনের সামনে ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দণ্ডায়মান জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ থাকলেও সেটি পুরোপুরি উঠানো হয়েছে। পথচারী জসিম উদ্দিন বলেন, ডাকঘরের যে বেহাল দশা তাতে আর কয়দিন টিকবে আমরা জানি না। এক সময় ডাকঘর খুব জনপ্রিয় থাকলেও বর্তমানে তা নেই । এখানকার পোস্ট অফিস কর্মকর্তা হয়তো আদৌ জানে না কোন দিবসে কীভাবে পতাকা ওঠাতে হয়। অনেকটা অবহেলায় দেখা হয় এই দিবসগুলোকে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, আমি ২১ শে ফেব্রুয়ারির একটি প্রোগ্রামে রয়েছি। আমি বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছি।
২১ ফেব্রুয়ারি, ২০২৪

সাতক্ষীরায় বিজয় দিবসে নতুন প্রজন্মের কাছে জাতীয় পতাকা হস্তান্তর
সাতক্ষীরায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উৎযাপদন উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সাতক্ষীরায় ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে জাতীর শ্রেষ্ঠ সন্দান বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নতুন প্রজন্মদের কাছে জাতীয় পতাক হস্তান্তর করা হয়। দিবসটি উপলক্ষে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর মূর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা।  এদিক শহরের পলাশপোলস্থ জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ও ফেস্টুন উড়িয়ে নতুন প্রজন্মদের কাছে জাতীয় পতাকা হন্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নতুন প্রজন্মদের কাছে জাতীয় পতাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির, জেলা নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ।
১৭ ডিসেম্বর, ২০২৩

জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২
ঢাকার গাজীপুরে টঙ্গী বিসিক এলাকায় জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুইজন নিহত হয়েছেন। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকায় ফকির মার্কেটের আইএফএল গার্মেন্টস এর নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল (৩৫) নওগাঁ জেলার নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিমদ্দিনে ছেলে, সে পরিবার নিয়ে টঙ্গীর মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন, নিহত অপরজন মো. আশরাফুল (৪৫) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। আয়নাল নির্মার্ণাধীন কারখানার নিরাপত্তা প্রহরী ও মো. আশরাফুল ওই কারখানার নির্মাণ শ্রমিক। টঙ্গীর পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, টঙ্গী পূর্ব থানার বিসিক ফকির মার্কেট এলাকায় আইএফএল গার্মেন্টস কারখানার নিরাপত্তা প্রহরী আয়নাল ও নির্মাণ শ্রমিক মো. আশরাফুল শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় লোহার রড দিয়ে কারখানার পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করতে যায়। এ সময় অসাবধানতাবশত জাতীয় পতাকা টানানোর লোহার রডটি পাশে বিদ্যুতের তারে স্পর্শ করলে আয়নাল ও আশরাফুল গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  টঙ্গীর পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৬ ডিসেম্বর, ২০২৩
X