একুশে ফেব্রুয়ারি ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার নিয়ম থাকলেও নিয়ম মেনে পতাকা উড়ছে না সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রধান ডাকঘরে। বুধবার (২১ শে) ফেব্রুয়ারি উপজেলার প্রধান ডাকঘরে সংলগ্ন জাতীয় পতাকা দণ্ডায়মান পাইপের শেষ পর্যন্ত তুলে রেখেছে ডাকঘর কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাকঘর ভবনের সামনে ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দণ্ডায়মান জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ থাকলেও সেটি পুরোপুরি উঠানো হয়েছে।
পথচারী জসিম উদ্দিন বলেন, ডাকঘরের যে বেহাল দশা তাতে আর কয়দিন টিকবে আমরা জানি না। এক সময় ডাকঘর খুব জনপ্রিয় থাকলেও বর্তমানে তা নেই । এখানকার পোস্ট অফিস কর্মকর্তা হয়তো আদৌ জানে না কোন দিবসে কীভাবে পতাকা ওঠাতে হয়। অনেকটা অবহেলায় দেখা হয় এই দিবসগুলোকে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, আমি ২১ শে ফেব্রুয়ারির একটি প্রোগ্রামে রয়েছি। আমি বিষয়টি দেখে ব্যবস্থা নিচ্ছি।
মন্তব্য করুন