সাতক্ষীরায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উৎযাপদন উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সাতক্ষীরায় ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে জাতীর শ্রেষ্ঠ সন্দান বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নতুন প্রজন্মদের কাছে জাতীয় পতাক হস্তান্তর করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা।
এদিক শহরের পলাশপোলস্থ জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ও ফেস্টুন উড়িয়ে নতুন প্রজন্মদের কাছে জাতীয় পতাকা হন্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধারা। পরে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নতুন প্রজন্মদের কাছে জাতীয় পতাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির, জেলা নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন