ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরও একজনের নাম যুক্ত হচ্ছে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর প্রথম ধাপে ঝিনাইদহ সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে আরও একজন প্রার্থীর নাম যুক্ত হতে যাচ্ছে।  তিনি হলেন ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আনিচুর রহমান খোকা।  গত ১৫ এপ্রিল মনোনায়নপত্র দাখিলের শেষ দিনে সার্ভার জটিলতার কারণে মো. আনিচুর রহমানের অনলাইন মনোনায়নপত্র জমা হয়নি। ফলে তার নাম প্রার্থী তালিকায় ছিল না। পরবর্তীতে ১৫ এপ্রিল অনলাইনে নির্বাচন কমিশন বরাবর আবেদন করে কোনো ফল না পেয়ে তিনি ১৯ এপ্রিল হাইকোর্টে আপিল করেন। পরবর্তীতে ২০ তারিখ আপিলটি গ্রহণ করা হয়। ২২ ও ২৩ এপ্রিল শুনানি শেষে মহামান্য হাই কোর্ট তার প্রার্থী করার জন্য ২৩ এপ্রিল আদেশ প্রদান করেন। মো. আনিচুর রহমান জানিয়েছেন, তিনি হাইকোর্টের আদেশের কপি মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করে প্রতীক হিসাবে টেলিফোন মার্কা দাবি করেন। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মোখলেছুর রহমান হাইকোর্টের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি অনুমোদনের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করেছেন। অনুমোদন আসার পর তিনি এই প্রার্থীকে প্রতীক বরাদ্দ করে প্রার্থী হিসাবে ঘোষণা দিবেন। তিনি আরও জানান, একই কারণে প্রার্থী হতে না পারা ভাইস চেয়ারম্যান পদে মো. আলমগীর হুসাইন নামে আরও একজন হাইকোর্টের নির্দেশে  প্রার্থী হতে যাচ্ছেন। এই অবস্থায় ঝিনাইদহ সদর হতে ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে  প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। এর আগে ২২ এপ্রিল জামায়াত নেতা মো. হাবিবুর রহমান তার মনোনায়নপত্র প্রত্যাহার করে নিলে চূড়ান্ত প্রার্থী দাঁড়ায় ৪ জন। এখন হাইকোর্টের নির্দেশে আনিচুর রহমান খোকা চেয়ারম্যান প্রার্থী হলে আবারও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় সংখ্যা হবে ৫ জন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দাঁড়াবে ৭ জন।
২৩ এপ্রিল, ২০২৪

ঝিনাইদহ ব্যবসায়ী হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন
ঝিনাইদহের কালীগঞ্জ ব্যবসায়ী আমিরুল বিশ্বাস হত্যা মামলায় শাহীন মন্ডল জাম্বু নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ মার্চ) দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি শাহীন মন্ডল কালীগঞ্জ উপজলার দৌলতপুর গ্রামের মৃত সামছুল মন্ডলের ছেলে।   মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ জুন কালীগঞ্জ উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের বাজারে আমিরুল ইসলাম বিশ্বাসের সঙ্গে আসামি শাহীন মন্ডল জাম্বু’র সালিশের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আমিরুল সন্ধ্যায় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে শাহীন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। আহত আমিরুলকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরদিন ১৩ জুন নিহতের স্ত্রী রমেছা বেগম বাদী হয় শাহীন মন্ডলের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।  মামলার তদন্ত শেষে ২০২০ সালর ৩০ জুন আসামির বিরুদ্ধে পুলিশ আদালত চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে শাহীনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
২৫ মার্চ, ২০২৪

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু
বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি পদে মো. শফিকুল ইসলাম অপুকে দায়িত্ব প্রদান করা হয়েছে।  রোববার (২৪ মার্চ) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শফিকুল ইসলাম অপু ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাইয়ের মৃত্যুজনিত কারণে জেলা শাখার সভাপতির শূন্য পদে মো. শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন প্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সাথে দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। পাশাপাশি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ আরও সুদৃঢ়, সুসংগঠিত ও শক্তিশালী শাখায় পরিণত হবে। প্রসঙ্গত, গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২৪ মার্চ, ২০২৪

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান শেষ হয়েছে। শুক্রবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে ঝিনাইদহ কালেক্টরেট স্কুলের অষ্টম ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, বাংলাদেশ গণশিল্পী সংস্থার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সালাম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সুর্ষেন্দু কুমার ভৌমিক। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও একক গান পরিবেশনার মাধ্যমে আগত অভিভাবক ও দর্শনার্থীদের মুগ্ধ করে।
১৪ ফেব্রুয়ারি, ২০২৪

নিজ গাড়ির নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় বাদশা আলী (৩২) নামের এক আলমসাধুচালক নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) ভোরে উপজেলার হলবাজার-ফলসী সড়কের কাছারিপাড়া এলাকার সড়কের পাশ থেকে তার চালানো আলমসাধুর নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার  কেসমতপুর গ্রামের পিন্টু আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় ঘটনাস্থলে নিজের আলমসাধু উল্টে তার নিচে পড়ে যান বাদশা আলী। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তিনি আর উঠে দাঁড়াতে পারেননি। রোববার ভোরে ফজরের নামাজের পর স্থানীয়রা আলমসাধুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। নিহতের স্বজন আবুল বাশার জানান, শনিবার সকালে বাদশা নিজের গ্রাম থেকে আলমসাধুতে পাটকাঠি নিয়ে বিক্রির জন্য উপজেলার ভবানীপুর বাজারে যান। সেখানে পাটকাঠি বিক্রি করে রাত দুইটা বা আড়াইটার দিকে শ্রীফলতলা গ্রামে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথেই ঘটনাস্থলে গাড়ি উল্টে তিনি মারা যান। হরিণাকুণ্ডু থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল খায়ের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দেওয়া হয়েছে।
২৮ জানুয়ারি, ২০২৪

ঝিনাইদহে আমেনা খাতুন কলেজে পিঠা উৎসব
ঝিনাইদহে আমেনা খাতুন কলেজে পিঠা উৎসব হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এ আনন্দ আয়োজন। রবি নারিকেলবাড়িয়া কলেজের অধ্যক্ষ মো. মহিদুজ্জামান অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন পিঠা উৎসবের উদ্বোধন করেন। পিঠার এ আয়োজন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। শীতকাল এলেই গ্রামাঞ্চলের বাড়িতে বাড়িতে বাহারি সব পিঠা বানানোর আয়োজন চলে। তেমনি শীতকালে বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করে পিঠা উৎসবের। আমেনা খাতুন কলেজে ‘সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন রাঙাই’ স্লোগানে সামনে রেখে তেমনি এক পিঠা উৎসবের আয়োজন হয়েছিল ঝিনাইদহ সদর উপজেলার রবি নারকেলবাড়িয়ার আমেনা খাতুন কলেজে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা খাতুন কলেজ পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি ভাষাসৈনিক মুসা মিয়ার ছেলে আবু শাহরিয়ার জাহেদী পিপুল। আরও উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকুসহ কলেজের শিক্ষকরা। উৎসবে আমেনা খাতুন কলেজসহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উৎসবে রকমারি সব পিঠার আয়োজনে বসেছিল ২২টি স্টল। প্রতিটি স্টলে ছিল মানুষের উপচেপড়া ভিড়। উৎসব শেষে প্রধান অতিথি সেরা তিনটি স্টলের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। পিঠা উৎসবে ঘুরতে আসা শাওন হাসান বলেন, আমি একজন শিক্ষকের মাধ্যমে জানতে পেরে পিঠা উৎসব দেখতে এসেছি। বিভিন্ন ধরনের পিঠা খেয়েছি। খুব মজার হয়েছে পিঠাগুলো। আমি চাই প্রতি বছর এমন আয়োজন করা হোক। আয়োজক আমেনা খাতুন কলেজের অধ্যক্ষ মো. মহিদুজ্জামান বলেন, বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে রকমারি পিঠার আয়োজন আমরা করেছি। কলেজের সভাপতি আবু শাহরিয়ার জাহেদী পিপুল বলেন, পিঠা উৎসবের মাধ্যমে  শিক্ষার্থীসহ আগতরা বিভিন্ন ধরনের পিঠা খেতে এবং পিঠা সম্পর্কে জানতে পাড়ছে। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখলে বাঙ্গালির ঐতিহ্য পিঠা সম্পর্কে শিক্ষার্থীসহ এলাকবাসী  আরও তথ্য জানতে পারবে।
২৫ জানুয়ারি, ২০২৪

নৌকা ও ঈগলের সমাবেশ ঘিরে ঝিনাইদহ ১৪৪ ধারা জারি
ঝিনাইদহ নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শহরের দুটি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম এই আদেশ জারি করেন।  আদেশে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলজ মাঠে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী ও একই সময়ে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী জনসভার আয়োজন করেন। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করে গোয়েন্দরা রিপোর্ট করেন। ফলে ওই দুটি স্থানে ও এর পার্শ্ববর্তী ৪০০ গজর মধ্যে সকল ধরনের সভা, সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।  এই আদেশ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বলবৎ থাকে। আদেশ জারি করার পর ওইসব স্থানে থেকে জনসভা মঞ্চের সকল সরঞ্জাম খুলে নেয় আয়োজকরা। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইমলাম।
০৪ জানুয়ারি, ২০২৪

ঝিনাইদহ সদর ও শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় ৯ জন আহত, আটক ২ 
ঝিনাইদহের শৈলকুপার রয়েড়া বাজার ও সদরের গোয়ালপাড়া বাজারে নির্বাচনী সহিংসতায় অনন্ত  ৯  জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালপাড়া ও শৈলকূপার রয়েড়া বাজারে এ ঘটনা ঘটে।  ঘটনায় শৈলকুপায় ৫ জন ও ঝিনাইদহ সদরে স্বতন্ত্র প্রার্থীর ৪ জন নৌকার সমর্থকদের হামলায় গুরতর আহত হয়েছেন। এঘটনায় নৌকা প্রতীকের সমর্থক দুই কর্মীকে আটক করেছে পুলিশ।  আহতরা হলেন- শৈলকূপা উপজেলার রয়েড়া বাজারের গহর বিশ্বাসের ছেলে সিঙ্গাপুর প্রবাসী খায়রুল ইসলাম (৪০) ও মো. আইয়ুব আলীর ছেলে ইউসুফ আলী (৬০), একই গ্রামের মো. জাহিদুল কবির ফিরোজের ছেলে মো. শুভ্র (৪৬), ওয়াজের আলীর ছেলে ইমরান (২২), আব্দুর রশীদ মোল্লার ছেলে পাভেল (২৩), সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের লিয়াকত লস্কারের ছেলে আকিজ লস্কার, রোজদার মন্ডল এর ছেলে আকাশ মন্ডল, ও মৃত হানেফ বিশ্বাসের ছেলে সেনাসদস্য রজব হোসেন ও বাজিতপুর গ্রামের মহসিন  লস্কার এর ছেলে শুকুর আলী লস্কর।আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এ ছাড়া শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের ট্রাক মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয় এবং ট্রাক মার্কার সমস্ত পোস্টার ছিড়ে ফেলা হয়।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই এর পক্ষে উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, বাচ্চু মোল্লা ও রুবেল হোসেনের নেতৃত্বে একটি মিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নজরুল ইসলাম দুলালের ৫ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় নজরুল ইসলাম দুলালের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কর্মীরা গোয়ালপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করছিল।  এ সময় নৌকা প্রতীকের সমর্থক চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজলের নেতৃত্বে মিরাজ হোসেনসহ একদল ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তারা। আহতদের মধ্যে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের রজবের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।    এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া শৈলকুপার রয়েড়া বাজার ও সদরের গোয়াল পাড়া বাজারের সহিংসতার ঘটনা নিশ্চিত করে জানান, নির্বাচনী সহিংসতারোধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২ জনকে আটক করা হয়েছে। কে কোন প্রতীকের প্রার্থী সেটা আমাদের দেখার সময় নেই। যে ব্যক্তিই সহিংসতায় লিপ্ত হবে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
২২ ডিসেম্বর, ২০২৩

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পরিষদের বিজয়
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ নিরংকুশ বিজয় অর্জন করেছে। ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী হয়েছেন। সদস্য পদের ৩টিতে কেবল বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।  গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বার ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি ও আওয়ামী আইনজীবী পরিষদের দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।  বৃহস্পতিবার মধ্য রাতে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস ফল ঘোষণা করেন। নির্বাচনে ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাড. ইসমাইল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের কাজী মো. একরামুল হক আলম পেয়েছেন ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী আইনজীবী পরিষদের মো. মঞ্জুরুল ইসলাম ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্যানেলের মো. আব্দুর রশিদ বিম্বাস পেয়েছেন ১৩০ ভোট।  এ ছাড়া সহসভাপতি পদে আব্দুল খালেক-১, সহসাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম-৩, হিসাব নিরীক্ষক পদে শাহিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি পদে জাহিদুল ইসলাম জাহিদ, প্রমোদ সম্পাদক পদে আ.ম সোহানুর জোয়ার্দ্দার ও ধর্মীয় সম্পাদক পদে আব্দুল মান্না-২ জয়ী হন।  সদস্য পদে বিএনপি সমর্থিত প্যানেলের মো. দবির হোসেন, মো. রাশিদুল হাসান জাহাঙ্গীর, মো. শামছুজ্জামান লাকী, আওয়ামী আইনজীবী পরিষদের হাবিবুল্লাহ বাহার, আব্দুল মতিন, মীর আক্কাছ আলী, আসাদুজ্জামান বাবু, ওবাইদুর রহমান মিলন ও কামাল হোসেন নির্বাচিত হয়েছেন।  প্রধান নির্বাচন কমিশনার প্রমোদ কুমার বিশ্বাস শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে জানান, নির্বাচনে মোট ২৮৭ জন ভোটারের মধ্যে ২৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী আইনজীবী পরিষদ নিরংকুশ বিজয় অর্জন করায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবনির্বাচিত নির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
০১ ডিসেম্বর, ২০২৩

ঝিনাইদহ ৪ আসনে ৩৪ জনের মনোনয়নপত্র দাখিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪ আসনে সর্বমোট ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। ৪টি আসনে ৩৪ জনের মধ্যে ১৩ জন স্বতন্ত্র ও অন্যরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও জাকের পার্টির দলীয় প্রার্থী। নির্বাচন অফিসার জানান, ঝিনাইদহ ১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাই, স্বতন্ত্র প্রার্থী বিশ্বাস বিল্ডার্স ও কালবেলার এমডি নজরুল ইসলাম দুলাল, জাতীয় পার্টির মনিকা আলম, তৃণমূল বিএনপির কে এম জাহাঙ্গীর মাজমাদার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবু বকর, স্বতন্ত্র মুনিয়া আফরিন, ন্যাশনাল পিপলস পার্টির আনিছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিহাবুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেছেন। ঝিনাইদহ-২ আসন থেকে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত তাহজীব আলম সিদ্দিকী, স্বতন্ত্র নাসের শাহরিয়ার জাহেদী, জাসদ সমর্থিত ফজলুল কবির, স্বতন্ত্র নাসির উদ্দিন, জাতীয় পার্টির মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তৃণমূল বিএনপির জামিরুল ইসলাম, বিএসপি নজরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বুলবুল হায়দার, এনপিপির মিজানুর রহমান মিজু, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খাঁ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সমর্থিক খোন্দকার হাফিজুর রহমান ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন। ঝিনাইদহ-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল স্বতন্ত্র, আব্দুর রহমান জাতীয় পার্টি, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ স্বতন্ত্র, টি এম আজিবর রহমান স্বতন্ত্র, জাকের পার্টির বাবুল হোসেন, আওয়ামী লীগ মনোনীত সালাহ উদ্দিন মিয়াজী ও নাজিম উদ্দিন স্বতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ, জাকের পার্টির ইসাহাক আলী বিশ্বাস, জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু, স্বতন্ত্র নজরুল ইসলাম ও তৃণমূল বিএনপির নুর উদ্দিন আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন। সবকিছু ঠিক থাকলে ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন রাজনীতিবিদরা।
৩০ নভেম্বর, ২০২৩
X