ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান শেষ হয়েছে। শুক্রবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে ঝিনাইদহ কালেক্টরেট স্কুলের অষ্টম ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, বাংলাদেশ গণশিল্পী সংস্থার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সালাম।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সুর্ষেন্দু কুমার ভৌমিক।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি ও একক গান পরিবেশনার মাধ্যমে আগত অভিভাবক ও দর্শনার্থীদের মুগ্ধ করে।
মন্তব্য করুন