ইমাম হওয়ার জন্য বয়স নির্ধারণ করে দিল দুবাই
ইমাম মানে হলো নেতা। ইসলামের পরিভাষায় মসজিদে যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলা হয়। আর এ ইমামই ইসলামে সমাজের নেতা হবেন। প্রত্যেক বাবা-মা এমন স্বপ্ন লালন করেন যে তার সন্তান ইমাম হবেন। তার পেছনে নামাজ পড়বে এলাকাবাসী। বাবা মায়ের এমন স্বপ্নপূরণে ইমাম হওয়ার জন্য বয়স নির্ধারণ করেছে দিয়েছে দুবাই। শনিবার (০৪ মে) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে এখন মাত্র ১৬ বছর বয়সে ইমাম হওয়া যাবে। দুবাইয়ের ছেলেরা এ সুবিধা পাবেন। বাবা মায়ের স্বপ্নপূরণের জন্য দুবাই এ উদ্যোগ নিয়েছে। ইমাম গড়ে তোলার এ উদ্যোগকে ইমাম আল ফারিজ নামে নামকরণ করা হয়েছে। যা বাস্তবায়ন করছে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি)।  দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং আইএসিএডির নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশে এ প্রকল্প চালু করা হয়েছে। এর আগে মুয়াজ্জিন আল ফারিজ চালু করা হয়। সেটির সফলতায় অনুপ্রাণিত হয়ে এ প্রকল্প চালু করা হয়েছে।  আইএসিএডির মহাপরিচালক আহমেদ দারউইশ আল মুহাইরি বলেন, তরুণরা যাতে দুবাইয়ের মসজিদে নামাজের ইমামতি করতে পারেন এবং সমাজ সচেতনতা ও শিক্ষা কার্যক্রমে অবদান রাখতে পারে এজন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।  ইমাম আল ফারিজের আওতায় আসা কিশোরদের বয়সের সীমা নির্ধারণ করে দিয়েছে দুবাই। ১৬ থেকে ২১ বছরের কিশোররা এ প্রকল্পের আওতায় আসবেন। শহরের ৭০টি মসজিদে এ প্রকল্পের আওতায় শিশু ও কিশোরদের প্রশিক্ষণ দেওয়া হবে। এসব শিশু-কিশোরদের চার মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। ১ মে থেকে এ কোর্সে ভর্তি শুরু করেছে দুবাই।  
০৪ মে, ২০২৪

বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর বানাচ্ছে দুবাই
বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর বানাচ্ছে দুবাই। যার নামকরণ করা হয়েছে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার । ধারণা করা হচ্ছে, এ বিমানবন্দরের ধারণক্ষমতা হবে ২৬ কোটি। সোমবার (২৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  দুবাইয়ের প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম রোববার জানিয়েছেন, নতুন টার্মিনালটি বর্তমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আকারের পাঁচগুণ হবে এবং বছরে ২৬ কোটি যাত্রী পরিচালনা করবে। আগামী বছরগুলোতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যকলাপ নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত হবে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় শেখ মোহাম্মদ বলেন, ‘আমরা দক্ষিণ দুবাইয়ের এই বিমানবন্দরের চারপাশে একটি সম্পূর্ণ শহর তৈরি করেছি, যা ১০ লাখ মানুষের আবাসন চাহিদা পূরণ করবে। এটি লজিস্টিক এবং এয়ার ট্রান্সপোর্ট সেক্টরে বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলোকে হোস্ট করবে।’ Today, we approved the designs for the new passenger terminals at Al Maktoum International Airport, and commencing construction of the building at a cost of AED 128 billion as part of Dubai Aviation Corporation's strategy. Al Maktoum International Airport will enjoy the pic.twitter.com/oG973DGRYX — HH Sheikh Mohammed (@HHShkMohd) April 28, 2024 দুবাইয়ের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন প্রকল্প তৈরি করছি। আমাদের সন্তানদের এবং তাদের সন্তানদের জন্য ক্রমাগত এবং স্থিতিশীল বিকাশ নিশ্চিত করছি। দুবাই হবে বিশ্বের বিমানবন্দর, বন্দর, শহুরে হাব এবং এগুলোর নতুন বৈশ্বিক কেন্দ্র।’ আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরটি সম্পন্ন হলে এটি হবে ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এমিরেটসের নতুন ঠিকানা এবং এতে থাকবে ৫টি সমান্তরাল রানওয়ে এবং ৪০০টি বিমানের গেট। এটি একটি নেতৃস্থানীয় বিমান চলাচল কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে মজবুত করবে বলেই জানিয়েছেন দুবাই এয়ারপোর্টের সিইও পল গ্রিফিথস। এক বিবৃতিতে গ্রিফিথস বলেন, ‘দুবাইয়ের সমৃদ্ধি সবসময়ই এর বিমান পরিকাঠামো বৃদ্ধির সঙ্গে জুড়ে রয়েছে এবং আজ আমরা সেই যাত্রায় আরেকটি সাহসী পদক্ষেপ দেখতে পাচ্ছি।’ দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টানা ১০ বছর ধরে আন্তর্জাতিক ভ্রমণের জন্য বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হয়েছে, যা এখন সব ধরনের সুযোগ-সুবিধাসহ ধারণক্ষমতাকে চাপের মধ্যে ফেলেছে। জানা যায়, গত বছর প্রায় ৮৭ মিলিয়ন যাত্রী এই ট্রানজিট হাব ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যের এ দেশ ২০২৩ সালে রেকর্ড ১৭ দশমিক ১৫ মিলিয়ন  আন্তর্জাতিক যাত্রীর ট্রানজিট ঘোষণা করে, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি।  
২৯ এপ্রিল, ২০২৪

এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক দুবাই ছাড়বেন আজ
অবসান ঘটছে সেই প্রতীক্ষার। সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরে ইতোমধ্যে কার্গো লোডিং শেষ করেছে সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আব্দুল্লাহ’। আজ রোববার দুপুরে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে ‘এমভি আব্দুল্লাহ’। আর এতে করেই ফিরবেন ২৩ নাবিক, যাদের অপেক্ষায় পরিবার-স্বজনরা। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন মিজানুল ইসলাম। কালবেলাকে তিনি জানান, গতকাল দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের জেটিতে থাকা এমভি আব্দুল্লাহতে কার্গো (পণ্য) লোড করা শেষ হয়েছে। আজ দিনের বেলায় জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হবে। তবে চট্টগ্রাম বন্দরে পৌঁছতে তাদের সময় লাগবে আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের জেটিতে কয়লা খালাস করে এমভি আব্দুল্লাহ। এর আগে ২২ এপ্রিল সন্ধ্যায় দুবাইয়ের আল-হামরিয়া বন্দরে ভেড়ে জাহাজটি। তখন সেখানকার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ পরিচালনাকারী এসআর শিপিংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১ এপ্রিল এমভি আব্দুল্লাহ ওই বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আব্দুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয় বলে জানায় মালিকপক্ষ। এর ৩৩ দিন পর ১৩ এপ্রিল রাত ৩টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। এরপর গন্তব্য দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয় জাহাজটি। ১৪ এপ্রিল দুপুরে এমভি আব্দুল্লাহর চিফ অফিসার আতিকুল্লাহ খানের দেওয়া ফেসবুক পোস্টের একটি ছবিতে মুক্ত নাবিকদের পাশে অপারেশন আটলান্টার কমান্ডোদের দেখা যায়। তারপর ১৫ এপ্রিল বিকেলে ইইউএনএভিএফওআর অপারেশন আটলান্টা মিশন তাদের এক্স বার্তায় এমভি আব্দুল্লাহকে পাহারা দিয়ে এগিয়ে যাওয়ার ছবি প্রকাশ করে। ওইদিন রাতে কবির গ্রুপ তাদের প্রতিবেদনে জানায়, নিরাপদ এলাকায় না পৌঁছা পর্যন্ত ইইউএনএভিএফওআরের যুদ্ধজাহাজ এমভি আব্দুল্লাহকে পাহারা দিয়ে নিয়ে যাবে। সোমালি উপকূল পেরিয়ে এডেন উপসাগর হয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে এমভি আব্দুল্লাহ। এর মধ্যে মুক্তির পর প্রায় ৪৮০ নটিক্যাল মাইল উচ্চ ঝুঁকির এলাকা পার হতে হয়েছে জাহাজটিকে।
২৮ এপ্রিল, ২০২৪

আবুধাবিতে চালু হচ্ছে উড়ন্ত ট্যাক্সি, ৩০ মিনিটেই দুবাই
উড়ন্ত ট্যাক্সি নিয়ে আগ্রহের কমতি নেই বিশ্ববাসীর। বহুল কাঙ্ক্ষিত এ উড়ন্ত ট্যাক্সি চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এর ফলে মাত্র ৩০ মিনিটে আবুধাবি থেকে যাওয়া যাবে দুবাই। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ বা ২০২৬ সাল নাগাদ উড়ন্ত ট্যাক্সি সেবা চালু হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা জোবি অ্যাভিয়েশন ইলেকট্রিক টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) পরিষেবা চালু করবে বলে আশা করা হচ্ছে।  জোবি অ্যভিয়েশনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, আমাদের উড়ন্ত ট্যাক্সি ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যে আবুধাবি থেকে দুবাাইয়ে যেতে সক্ষম হবে।  জোবি অ্যভিয়েশনের সিইও জোবেন বেভার্ট বলেন, সংযুক্ত আরব আমিরাত অবকাঠামো তৈরি ও স্বনিয়ন্ত্রিত উড়ন্ত ট্যাক্সি অনুমোদন দেওয়ার বিষয়ে যে গতি দেখিয়েছে তা দুর্দান্ত।  তিনি বলেন, নিরাপত্তা ও শব্দ নিয়ন্ত্রণ জোবি অ্যাভিয়েশনের প্রধান গুরুত্বের বিষয়। আমিরাত সর্বাধুনিক অবকাঠামো নির্মাণের পদক্ষেপকে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছে।  চলতি বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় জোবি অ্যাভিয়েশন। ওই চুক্তি মোতাবেক ২০২৬ সালের প্রথম দিকে দেশটিতে উড়ন্ত ট্যাক্সি চালুর কথা রয়েছে।  সংবাদমাধ্যম জানিয়েছে, ইভিটিওএল প্রস্তুতকারী আর্চার অ্যাভিয়েশন এবং আরব আমিরাতের অ্যাভিয়েশন সার্ভিস অপারেটর ফ্যালকন অ্যাভিয়েশন  এরইমধ্যে আবুধাবি ও দুবাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোর জন্য ভার্টিপোর্ট অবকাঠামো নির্মাণের পরিকল্পনা ঘোষণা দিয়েছে। এছাড়া আবুধাবি বিনিয়োগ অফিসের (আডিও) সঙ্গে জোভি ও আর্চার উভয়ের চুক্তি হয়েছে।  আডিওর সঙ্গে আর্চারের সহযোগিতার মূল বিষয়ের মধ্যে ভার্টিপোর্ট নির্মাণ, আমিরাতে এয়ার ট্যাক্সি অপারেশনের সক্ষমতা অর্জন এবং ট্যাক্সি তৈরি করার বিষয় রয়েছে।  চুক্তির অধীনে আডিও আমিরাতের স্থানীয় কর্মী উন্নয়ন কর্মসূচি নিশ্চিত করবে। এছাড়া তারা আবুধাবিতে আর্চারের আন্তর্জাতিক সদর দপ্তর স্থাপন করবে।  এর বাইরে প্রতিষ্ঠানতি সেন্টার অব এক্সিলেন্স সুবিধাও দেবে।  আর্চারের প্রতিষ্ঠাতা এবং সিইও অ্যাডাম গোল্ডস্টেইন বলেন, ‘আবুধাবির সঙ্গে এই চুক্তিটি আমিরাতজুড়ে আর্চারের বাণিজ্যিকীকরণ প্রচেষ্টার জন্য স্মরণীয় মুহূর্ত। এটি ২০২৫ সালের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে আমাদের  উড়ন্ত ট্যাক্সি সেবা ত্বরান্বিত করার সুযোগ দেবে।’  
২৬ এপ্রিল, ২০২৪

এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছাবে আজ
জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছেন এমভি আব্দুল্লাহসহ জাহাজটির ২৩ নাবিক। যদিও এ জন্য দিতে হয়েছে মোটা অঙ্কের মুক্তিপণ। জাহাজটি মুক্তির পর আরব আমিরাতের দিকে রওনা দেয়।  আজ রোববার (২১ এপ্রিল) সকালে আল হারমিয়া বন্দরে পৌঁছবে জাহাজটি। জানা গেছে, সেখান থেকে দুজন নেমে গিয়ে বিমানযোগে দেশে ফিরবেন। বাকিরা জাহাজে করেই দেশে ফিরবেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে জাহাজটি বহিনোর্ঙরে অবস্থান নেবে।  একদিন পর ভিড়তে পারে জেটিতে। হামরিয়া বন্দরে ৫৫ হাজার টন কয়লা খালাস করা হবে বলে জানা গেছে। এদিকে সূত্র বলছে, নাবিকদের দেখভালের জন্য জাহাজের মালিকপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের একটি দল দুবাই যাচ্ছে। শনিবার এসব তথ্য জানিয়েছে জাহাজের মালিকপক্ষ। ২৩ নাবিকের ২১ জন জাহাজেই ফিরবেন। ২৫ থেকে ২৬ দিন পর তারা দেশে এসে পৌঁছাতে পারেন। অপর দুই নাবিক দুবাই থেকে ফ্লাইটে দেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। গত ১৩ এপ্রিল দিবাগত রাত ৩টা ৮ মিনিটের দিকে এমভি আবদুল্লাহ থেকে দস্যুরা নেমে যায়। এর আগে একইদিন বিকেলে দস্যুরা তাদের দাবি অনুযায়ী মুক্তিপণ বুঝে নেয়। একটি বিশেষ উড়োজাহাজে মুক্তিপণ বাবদ ৩ ব্যাগ ডলার এমভি আবদুল্লাহর পাশে সাগরে ছুড়ে ফেলা হয়। স্পিড বোট দিয়ে দস্যুরা ব্যাগ ৩টি কুড়িয়ে নেন। দস্যুমুক্ত হয়ে শনিবার রাতে সোমালিয়ার উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় এমভি আবদুল্লাহ। এরপর নিরাপদ জলসীমায় আনা পর্যন্ত এমভি আবদুল্লাহকে নিরাপত্তা দেয় ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ। একইসঙ্গে এমভি আবদুল্লাহর চারদিকে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী লাগানো হয়। এর আগে গত ১২ মার্চ দুপুরে জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। সেখানে থাকা ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। ৫৮ হাজার টন কয়লা নিয়ে ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।
২১ এপ্রিল, ২০২৪

ঢাকা থেকে দুবাই-শারজাহর ৯ ফ্লাইট বাতিল
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে দুবাই-শারজাহর ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।  বুধবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।  তিনি জানান, রেকর্ড বৃষ্টিপাতের কারণে ১৭ এপ্রিল এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট, ফ্লাই দুবাইয়ের দুটি ও এমিরেটস এয়ারলাইন্সের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের বাসিন্দারা গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের সাক্ষী হয়েছে। ১৯৪৯ সালে দেশটিতে বৃষ্টিপাতের তথ্য সংগ্রহ ও নথিভুক্ত করা শুরু হওয়ার পর থেকে সব রেকর্ডকে ছাপিয়ে গেছে এই বৃষ্টিপাত। সারা দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি নিশ্চিত করেছে, ১৬ এপ্রিল মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে দেশজুড়ে যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, তা জলবায়ু সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার শুরু থেকে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা।  রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত, আল আইনের ‘খাতম আল শাকলা’ এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টার কম সময়ে ২৫৪ মিলিমিটারে পৌঁছেছে।  দেশটির গণমাধ্যমগুলো বলছে, সাধারণত শুষ্ক জলবায়ু এবং গরমের জন্য পরিচিত দুবাই শহর গতকাল মঙ্গলবার ভারী বর্ষণের পর সব ধরনের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বৃষ্টিপাতের কারণে সমগ্র আরব আমিরাতই বিপর্যস্ত হয়ে পড়েছে।
১৭ এপ্রিল, ২০২৪

মদ নিয়ে নতুন যেসব নির্দেশনা দিল দুবাই
মদ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সংযুক্ত আবর আমিরাত। দেশটির বেশিরভাগ এলাকায় আইনত মদ বা মদজাদীয় পানীয় আইনত নিষিদ্ধ নয়। তবে মদ্যপানের ক্ষেত্রে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির ব্যাপারে উৎসাহিত করে দেশটি।  শুক্রবার (১২ এপ্রিল) খালিজ টাইমস জানিয়েছে, মদ্যপানের ব্যাপারে নতুন কিছু নির্দেশনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম রাজ্য দুবাই। রাজ্যটিতে মদ্যপানের ক্ষেত্রে বয়সসীমা ও লাইসেন্সের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যটিতে মদ বা মদজাতীয় পানীয় গ্রহণের ক্ষেত্রে এসব নির্দেশনা মেনে চলতে হবে।  প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের অন্যতম প্রধান শহর দুবাইয়ে ২০২৩ সালে মদ বা মদজাতীয় পানীয় ক্রয়বিষয়ক আইন শিথিল করা হয়েছে। রাজ্যটিতে মদের ওপর ৩০ শতাংশ করও প্রত্যাহার করা হয়েছে। ফলে পর্যটক ও স্থানীয়দের কাছে এটি আরও সহজলভ্য হয়ে ওঠে।  আইনানুসারে দুবাইসহ আরব আমিরাতের সর্বত্রই মদ্যপান ও কেনার জন্য ২১ বছর বয়স হতে হবে। এর চেয়ে কমবয়সী কোনো ব্যক্তি সেখানে এসব কেনা ও গ্রহণ করতে পারবেন না।  মদ্যপানের বিষয়ে সেখানে আরও কিছু বিধিনিষেধ রয়েছে। মধ্যপ্রাচ্যের এ শহরটিতে যেখানে সেখানে মদ্যপান নিষিদ্ধ। রেঁস্তোরা বা লাউঞ্জে বসে মদ্যপান করতে হবে। এ ছাড়া লাউঞ্জ বা রেস্তোরাঁর বৈধ লাইসেন্স থাকতে হবে।  প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাড়ি বা থাকার জায়গায় মদপান করা যাবে। তবে সেক্ষেত্রেও লাইসেন্সে রয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিষয়ে দেশটির আইন অত্যন্ত কড়া। এ আইন লঙ্ঘন করলে আদালত জরিমানা নির্ধারণ করবেন। শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্সে ২৩টি কালো পয়েন্ট যুক্ত হবে। এ ছাড়া গাড়িটি ৬০ দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে।  দুবাইয়ে চাইলেই মদ কেনা যায় না। শহরটিতে যার তার কাছে মদ বিক্রিও নিষিদ্ধ। এটি কেনার জন্য অবশ্যই লাইসেন্সে থাকতে হবে। তবে লাইসেন্সের প্রক্রিয়া অত্যন্ত সহজ। চাইলে অনলাইনেও এটির জন্য আবেদন করা যায়।  অনলাইন ছাড়াও সরাসরি মদের দোকানে গিয়ে যে কেউ চাইলে আবেদন করে লাইসেন্স পেতে পারেন। দেশটির নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র দিতে হবে। আবেদন করার পর যে কেউ চাইলে মদ কিনতে পারবেন।   
১২ এপ্রিল, ২০২৪

ইমাম-মোয়াজ্জিন ও আলেমদের গোল্ডেন ভিসা দেবে দুবাই
ইমাম মোয়াজ্জিন ও আলেমদের সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি এ শ্রেণির লোকদের জন্য গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে। তবে এ জন্য অভিজ্ঞতার শর্তারোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ইমাম, মুফতি, ধর্মীয় স্কলার ও প্রচারক দুবাইয়ে ২০ বছরের বেশি সময় ধরে সেবা দিয়ে যাচ্ছেন তাদের গোল্ডেন ভিসা দেওয়া হবে। ক্রাউন প্রিন্স অব দুবাই এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যার শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এ নির্দেশ দিয়েছেন।  কেবল গোল্ডেন ভিসা নয়, দুবাইয়ের এসব ধর্মীয় বিশেষ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরা ইদুল ফিতর উপলক্ষে আর্থিক অনুদান পাবেন। বার্ষিক সংস্কৃতির অংশ হিসেবে তাদের এ সুবিধা দেওয়া হবে।  অভিবাসনপ্রত্যাশীদের কাছে সোনার হরিণের মতো মূল্যবান গোল্ডেন ভিসা সর্বনিম্ন পাঁচ থেকে ১০ বছরমেয়াদি হয়ে থাকে। এ ধরনের ভিসাপ্রাপ্তরা আমিরাতে দীর্ঘদিন বসবাস করতে পারেন। এ ছাড়া তারা নিজেদের সঙ্গে স্ত্রী-সন্তানসহ পরিবারের দুবাইয়ে আনতে পারা, বিভিন্ন পরিষেবার অন্যদের চেয়ে অনেক বেশি সুবিধা, সাধারণভাবে নির্ধারিত ছয় মাসের বেশি সময় সংযুক্ত আরব আমিরাতের বাইরে থাকার ব্যাপারে নমনীয়তাসহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন।  এর আগে গত মাসে শেখ হামদান দুবাইয়ে ইমাম মোয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগের অধীনে পরিচালিত সকল মসজিদে যারা কর্মরত রয়েছেন তাদের এ সুবিধা দেওয়ার কথা জানান তিনি।  ইসলামি পরিভাষায় মসজিদে নামাজে যিনি ইমামতি করেন সমাজেও তিনিই নেতার ভূমিকা পালন করবেন। মসজিদে আজান এবং ঘোষকের ভূমিকার পালন করেন মোয়াজ্জিনরা। এ ছাড়া মুফতিরা ফতোয়া এবং আলেমরা ধর্মীয় নানা বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন।  মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে অসংখ্য ছোটবড় মসজিদ রয়েছে। মরুভূমির এ দেশের অন্যতম শহর হলো দুবাই। প্রতিদিন হাজারও মানুষ দেশটির মসজিদে নামাজ আদায় করে থাকেন।  
০৫ এপ্রিল, ২০২৪

পুলিশ সামিট উপলক্ষে দুবাই গেলেন আইজিপি
বিশ্ব পুলিশ সামিটে যোগ দিতে সোমবার রাতে সরকারি সফরে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আইজিপি দুবাইয়ে গতকাল মঙ্গলবার শুরু হওয়া সামিটে অংশ নিয়েছেন। সামিট শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। পুলিশপ্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পুলিশপ্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে অংশ নেবেন। সম্মেলন শেষে আগামী শুক্রবার দেশে ফিরবেন আইজিপি।
০৬ মার্চ, ২০২৪

ওয়ার্ল্ড পুলিশ সামিটে যোগ দিতে দুবাই গেলেন আইজিপি 
দুবাইয়ে দ্য ওয়ার্ল্ড পুলিশ সামিট-২০২৪ এ যোগ দিতে দুবাই গেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার (৪ মার্চ) রাতে সরকারি সফরে দুবাইয়ের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন। আইজিপি দুবাইয়ে ৫ থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় দ্য ওয়ার্ল্ড পুলিশ সামিটে অংশগ্রহণ করবেন। সামিটে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। বাংলাদেশের পুলিশ প্রধান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পুলিশ প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠকে অংশ নেবেন। আইজিপি সম্মেলন শেষে আগামী ৮ মার্চ দেশে ফিরবেন।
০৫ মার্চ, ২০২৪
X