কী কারণে ধনকুবেরের মৃত্যুদণ্ডের রায় পাল্টাল ইরান
ধনকুবের বাবাক জানজানির মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে ইরান। শাস্তি কমিয়ে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগ পরিচালিত বার্তা সংস্থা মিজানকে এর কারণ জানিয়েছেন ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর বিবিসির। মঙ্গলবার (৩০ এপ্রিল) ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানান, প্রায় ৩০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ আত্মসাতের দায়ে বাবাক জানজানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সে সাজা কমিয়ে তার কারাদণ্ডাদেশ দেওয়া হয়। কারণ, আদালতের দেওয়া শর্ত তিনি মেনে নিয়েছেন। তিনি আরও জানান, ইরানি কর্তৃপক্ষকে জানজানি সহায়তা করতে রাজি হয়েছেন। বিদেশে থাকা তার সম্পদ ফিরিয়ে এনে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে জানজানি বলেছিলেন, তার ওপর নিষেধাজ্ঞা থাকার কারণে ওই নগদ অর্থ তিনি হস্তান্তর করতে পারেননি। জানা গেছে, ২৭০ কোটি ডলার পরিমাণ সরকারি অর্থ আত্মসাতের কারণে জানজানিকে ২০১৩ সালে গ্রেপ্তার করা হয়। ইরানের তেল মন্ত্রণালয় থেকে অভিযোগটি করা হয়। ২০১৬ সালে জানজানিকে দোষী সাব্যস্ত করে আদালত। ইরানের প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আহমাদিনেজাদের শাসনামলে পারমাণবিক অস্ত্র তৈরির গুঞ্জনে বিশ্বে উত্তেজনা দেখা দেয়। এ সময় পশ্চিমা জোট একত্রিত হয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই সময় ইরান সরকারে দোসর হিসেবে জানজানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তাই বিভিন্ন দেশের কাছে গোপনে  তাকে তেল বিক্রি করতে হয়েছে বলে দাবি করে আসছেন জানজানি।
০১ মে, ২০২৪

চার মাস বয়সেই ৩৩০ কোটি টাকার মালিক!
মাত্র চার মাস বয়সী নাতিকে প্রায় ৩ কোটি ডলারের শেয়ার উপহার দিয়েছেন ভারতীয় ধনকুবের ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর নারায়ণ মূর্তি। বাংলাদেশি মুদ্রায় যার অর্থমূল্য ৩৩০ কোটি টাকা। সোমবার (১৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। নারায়ণ মূর্তি টেক জায়েন্ট ইনফোসিসের প্রতিষ্ঠাতা। তার স্ত্রীর নাম সুধা মূর্তি। তাদের ঘরে রোহান ও অক্ষতা নামে দুই সন্তান রয়েছে। ২০০৯ সালে অক্ষতা মূর্তি সুনাককে বিয়ে করেন। ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুনাক। অন্যদিকে রোহানের স্ত্রীর নাম অপর্ণা। ২০২৩ সালে নভেম্বরে তাদের ঘরে একটি পুত্র সন্তান আসে। এই নাতিকেই তিন কোটি ডলারের শেয়ার দিয়েছেন নারায়ণ মূর্তি। এ ছাড়া নারায়ণের আরও দুই নাতনি রয়েছে। তারা সুনাক-অক্ষতার দুই মেয়ে কৃষ্ণা ও আনুস্কা। সম্প্রতি ইনফোসিসের তথ্যে দেখা যায়, রোহানের ছেলে একগ্রহ মূর্তির নামে ইনফোসিসের দেড় লাখ শেয়ার রয়েছে। এসব শেয়ারবাজার মূল্য প্রায় তিন কোটি মার্কিন ডলার। বর্তমানে ইনফোসিসের বাজার মূল্য ৮১ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এটি বিশ্বের ২০৬তম ধনী কোম্পানি। মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, নারায়ণ মূর্তি প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের মালিক। তিনি ভারতের অন্যতম ধনী ব্যক্তি। তার মেয়ে অক্ষতার নামে ইনফোসিসের মোট পরিশোধিত মূলধনের এক দশমিক ০৫ শতাংশ শেয়ার রয়েছে। গত বছরের সানডে টাইমসের ধনী ব্যক্তিদের তালিকা অনুসারে, সুনাক ও তার স্ত্রীর সম্পদের বাজারমূল্য প্রায় ৫২৯ মিলিয়ন ডলার। এ ছাড়া ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তি সম্প্রতি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য (এমপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে গত বছর সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ তিনি দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পদক ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছিলেন।
১৯ মার্চ, ২০২৪

শরীয়তপুরে কর্মীর বাড়িতে ৪ কোটি টাকার মসজিদ বানালেন সৌদি ধনকুবের
হাজার কিংবা লাখ নয়, চার কোটি টাকা খরচ করে কর্মীর বাড়িতে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে দিলেন সৌদি আরবের এক ধনকুবের। শুধু তাই নয়, সেই মসজিদে নামাজ আদায় করতে খোদ সপরিবারে চলে এসেছেন বাংলাদেশে। এলাকাবাসীও দারুণ উচ্ছ্বাসে বরণ করে নিয়েছে ওই সৌদি নাগরিককে। শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কুলকুড়ি এলাকায় কর্মচারী মোক্তার ঢালীর মাধ্যমে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করে দেন সৌদি নাগরিক শেখ হামুদ আলী আল খালাফ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চার মেয়েকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন তিনি। এলাকায় পৌঁছালে তাকে তাদেরকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। খোঁজ জানা যায়, কুলকুড়ির সৌদি প্রবাসী মোক্তার ঢালী প্রায় ২০ বছর ধরে শেখ হামুদ আলী আল খালাফের অধীনে কাজ করছেন। মালিকের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। একদিন নিজ এলাকার ভাঙা মসজিদের ছবি দেখিয়ে সংস্কারের জন্য কিছু অর্থ দেওয়ার অনুরোধ করেন মালিককে। বড় হৃদয়ের খালাফ সংস্কার নয়, গড়ে দিলেন বিশালাকার দৃষ্টিনন্দন মসজিদ। মোক্তার ঢালী বলেন, আমার মালিক অনেক বেশি আন্তরিক এবং কর্মীবান্ধব। আমি মসজিদের কথা বলার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। সবাই আমার মালিকের জন্য দোয়া রাখবেন। তিনি যেন দীর্ঘজীবী হন। আমরা সত্যিই অনেক আনন্দিত। এদিকে, বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে মসজিদ নির্মাণ করে দিতে পেরে দারুণ খুশি সৌদি নাগরিক শেখ হামুদ আলী আল খালাফ। এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞ তিনি। সৌদি নাগরিক শেখ হামুদ আলী আল খালাফ বলেন, বাংলাদেশে মসজিদ নির্মাণ করতে পেরে আমি অনেক আনন্দিত। এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মসজিদটি নিজের চোখে দেখার জন্য আমার চার মেয়েকে নিয়ে জুমার নামাজ আদায় করতে বাংলাদেশে ছুটে এসেছি। মসজিদ নির্মাণ থেকে শুরু করে এ সংক্রান্ত সকল কাজে সহযোগিতা করেছে আমার কর্মী মোক্তার, তাই তার প্রতি কৃতজ্ঞতা। এ ছাড়া এখানে এসে এলাকাবাসীর যে ভালোবাসা পেয়েছি, সেটা অতুলনীয়। সচেতন মহল বলছেন, প্রবাসীরা শুধু অর্থ পাঠানো নয়, নিজেদের কর্মগুণে দেশকেও যে সম্মানিত করতে পারেন, তারই উদাহরণ সৌদি প্রবাসী মোক্তার।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

ম্যানইউ কিনলেন ব্রিটিশ ধনকুবের
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী একটি ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির বর্তমান মালিকানা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবারের হাতে। রেড ডেভিলদের নতুন মালিক হতে বেশ কয়েকবার প্রস্তাব দিয়েছিলেন স্যার জিম র‌্যাটক্লিফ। অবশেষে চেষ্টায় সফলই হলেন ৭১ বছর বয়সী এই ব্রিটিশ ধনকুবের।  রোববার (২৪ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে ম্যানচেস্টার ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবটির ২৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছেন জিম র‌্যাটক্লিফ। বিবিসি, গার্ডিয়ান, স্কাই স্পোর্টস, ইএসপিএনসহ বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে। ২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৯৮৮ কোটি টাকায় ম্যানইউয়ের মালিকানা কিনে নিয়েছিল মার্কিন গ্লেজার পরিবার। এরপর দীর্ঘ ১৮ বছর পর ২৫ শতাংশ শেয়ার বিক্রি করলো পরিবারটি। ১২৫ কোটি পাউন্ড বা বাংলাদেশি ১৭ হাজার ৩৮৬ কোটি টাকা খরচ করে ওল্ড ট্রাফোর্ডের দলটিকে কিনে নিলেন ব্রিটিশ ধনকুবের জিম র‌্যাটক্লিফ।  OFFICIAL: Manchester United plc announces today that it has entered into an agreement under which Chairman of INEOS, Sir Jim Ratcliffe, will acquire 25 per cent of Manchester United's Class B shares and up to 25 per cent of Manchester United's Class A shares. pic.twitter.com/lmTD9xMnsX— Fabrizio Romano (@FabrizioRomano) December 24, 2023 মালিকানা গ্রহণের পর ম্যানইউতে ভবিষ্যতে আরও ২ কোটি ৩৬ লাখ পাউন্ড বা ৩ হাজার ২৮২ কোটি টাকা বিনিয়োগ করবেন এই ধনকুবের। তাছাড়া চুক্তির শর্ত অনুযায়ী ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবে র‌্যাটক্লিফের প্রতিষ্ঠান ইনেওস গ্রুপ লিমিটেড। ইংল্যান্ডের ম্যানচেস্টারে জন্মগ্রহণ করেন ধনকুবের জিম র‌্যাটক্লিফ। রাসায়নিক কোম্পানি ইনেওসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ৭১ বছর বয়সী ব্যবসায়ী। ম্যানইউ কেনার পর র‌্যাটক্লিফ জানিয়েছেন, তিনি ক্লাবটির আজীবন ভক্ত, সাম্প্রতিক সময়ে আমরা সাফল্য পায়নি। কিন্তু আমাদের মিলিত লক্ষ্য পরিষ্কার। সবাই মিলে ম্যানইউকে ইংল্যান্ড, ইউরোপ ও বিশ্ব ফুটবলের একদম চূড়ায় নিতে চাই।’ গ্লেজার পরিবার গতবছর ক্লাব বিক্রির কথা জানানোর পর ম্যানইউ কিনতে আগ্রহ প্রকাশ করেছিল কাতারের শেখ জসিম বিন হামাদ বিন খালিফা আল থানি। সর্বশেষ প্রস্তাবে ৫০০ কোটি পাউন্ড বা ৬৯ হাজার ৫৪৭ কোটি টাকা দাম হাঁকিয়েছিলেন কাতারি ধনকুবের। তিনি ক্লাবের শতভাগ মালিকানা কিনে নিতে চেয়েছিলেন। এমনকি রেড ডেভিলদের সব দেনাও মেটাতে চেয়েছিলেন। কিন্তু গ্লেজার পরিবার ক্লাবের পুরো মালিকানা বিক্রি করতে রাজি ছিলেন না।
২৫ ডিসেম্বর, ২০২৩

বিমান বিধ্বস্ত হয়ে ছেলেসহ ভারতীয় ধনকুবের নিহত
জিম্বাবুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে ছেলেসহ ভারতীয় এক ধনকুবের নিহত হয়েছেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়। সোমবার (২ অক্টোবর) পিটিআিইয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  নিহত ওই ধনকুবের হলেন হরপাল রনধাওয়া। তিনি জিম্বাবুয়েতে খনির ব্যবসা করতেন। রিওজিম মাইনিং কোম্পানির মালিক তিনি। আর তার ছেলে আমের রনধাওয়া একজন পাইলট ছিলেন। সংবাদমাধ্যম জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে ধনকুবেরের মালিকানাধীন ব্যক্তিগত বিমান সেসনা ২০৬। এ সময় বিমানে ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন। এ ধনকুবের ছাড়াও সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনওনো ওই সময় বিমানে ছিলেন।  দ্য হেরাল্ড পত্রিকা পুলিশের বরাতে জানিয়েছে, দুর্ঘটনার সময় হারারে থেকে মুরোভা এলাকায় একটি হীরার খনিতে যাচ্ছিলেন তারা। এ সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার কারণে উড়ন্ত অবস্থায় বিস্ফোরণ ঘটে। হরপালের বন্ধু চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনোনো এক্সে (সাবেক টুইটার) এই দুর্ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, উড়োজাহাজ দুর্ঘটনায় হরপালের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার স্ত্রী, পরিবার, বন্ধুবান্ধব এবং রিওজিম কমিউনিটিকে সমবেদনা জানাচ্ছি।
০৩ অক্টোবর, ২০২৩

অর্থপাচারের অভিযোগে ইউক্রেনীয় ধনকুবের আটক
জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে ইউক্রেনের অন্যতম ক্ষমতাধর ধনকুবের ইহোর কোলোমোইস্কিকে আটক করা হয়েছে। আজ রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির খবরে বলা হয়েছে, ইহোর কোলোমোইস্কি সাত বছরে নিজের ব্যাংকের মাধ্যমে এক কোটি ৪০ লাখ মার্কিন ডলার পাচার করেছেন। স্থানীয় টিভি ফুটেজে দেখা গেছে, গতকাল শনিবার কিয়েভের একটি জেলা আদালত থেকে কোলোমোইস্কিকে নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে তাকে ইউক্রেনের নিরাপত্তা সার্ভিসের (এসবিইউ) সদর দপ্তরে রাখা হয়েছে। তবে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন এই ধনকুবেরের আইনজীবীরা। এক বিবৃতিতে এসবিইউ জানিয়েছে, ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে এক কোটি ৪০ লাখ ডলার অবৈধভাবে বিদেশে পাচার করেছেন তিনি। এ কাজে তিনি নিজের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো ব্যবহার করেছেন। সম্প্রতি ইউক্রেনের বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযানে নেমেছে ভলোদিমির জেলেনস্কি সরকার। সবশেষ ধনকুবের ইহোর কোলোমোইস্কিকে আটক করা হলো। তবে এবারই প্রথম নয়, এর আগেও এই ইউক্রেনীয় ধনকুবের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। দুটি বৃহত্তম তেল কোম্পানির অর্থ আত্মসাৎ এবং কর ফাঁকির অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোতে তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল। গতকাল শনিবার রাতে এক নিয়মিত বক্তব্যে এ মামলার দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যারা ইউক্রেনকে লুট করছে এবং আইনের ঊর্ধ্বে নিজেদের স্থাপন করেছে তারা আর স্বাভাবিকভাবে ব্যবসায় ক্ষেত্রে ফিরতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের মতো পশ্চিমা বিশ্বের বিভিন্ন জোটে যোগদানের বিষয়ে বার বার দুর্নীতির বিষয়টি বাধা হয়ে দাঁড়ানোয় ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই দুর্নীতিবিরোধী অভিযান সামনে নিয়ে আসতে চাইছে জেলেনস্কি সরকার। সামরিক-বেসামরিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে আসছে তার সরকার।
০৩ সেপ্টেম্বর, ২০২৩
X