হজ ভিসায় সৌদি আরবের নতুন নিয়ম জারি
হজ ভিসা নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। নতুন নিয়মে হজ ভিসা দিয়ে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে। এর বাইরে অন্যকোনো স্থানে ভ্রমণ করা যাবে না। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।  সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ ভিসা দিয়ে ২০২৪ সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া মুসল্লিরা শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবেন।   মন্ত্রণালয় এ ব্যাপারে জোর দিয়ে বলেছে, সৌদি আরবে কোনো কাজ করা, বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজ ভিসা বৈধ নয়। এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি না-ও পেতে পারেন। তাকে দেশ (সৌদি আরব) থেকেও বের করে দেওয়া হতে পারে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ছাড়া যেসব আন্তর্জাতিক দর্শনার্থী হজ পালন করতে চান, তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালন বা যে কোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন বিধিতে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন চালু করেছে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। হজ ভিসার আবেদনের জন্য ভিসা প্ল্যাটফর্মে লগইন করে উপযুক্ত পরিষেবা নির্বাচন এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সব নিয়মনীতির প্রতি সম্মতি জানিয়ে আগে থেকেই ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে সাধারণত তিন কার্যদিবস পর্যন্ত সময় লাগে। 
০৬ মে, ২০২৪

মক্কায় প্রবেশে সৌদিবাসীদের জন্য নতুন নিয়ম
মক্কায় প্রবেশে নিজেদের নাগরিকদের জন্য নতুন নিয়ম করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এখন থেকে মক্কায় প্রবেশে সৌদি আরবের বাসিন্দাদেরও অনুমতি লাগবে। শনিবার (০৪ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।  সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের পরিচালক জানিয়েছেন, হজের প্রক্রিয়া বাস্তবায়নের অংশ হেসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার থেকে এ নিয়ম কার্যকর হবে।  সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দেশটির বাসিন্দাদের এখন থেকে মক্বায় প্রবেশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। ফলে এখন থেকে যারা মক্কায় যেতে চান তাদের অনুমতি থাকতে হবে।  প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ আইনের লক্ষ্য হলো হজ প্রক্রিয়াকে সহজতর করা এবং হজযাত্রীদের নিরাপত্তা  নিশ্চিত করা। সেসব বাসিন্দাদের যথাযথ অনুমতিপত্র থাকবে না তাদের মক্কার নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হবে। এগুলোর মধ্যে অন্যতম হলো পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি, স্থায়ী বাসিন্দাদের আইডি কার্ড, ওমরাহর অনুমতিপত্র এবং হজের জন্য বৈধ অনুমতিপত্র। গালফ নিউজ জানিয়েছে, যাদের অনুমতি থাকবে না তাদের চেকপয়েন্ট থেকে ফিরিয়ে দেওয়া হবে। চলতি বছরের হজ মওসুমের প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজতর করার প্রক্রিয়ার অংশ হিসেবে এটি কার্যকর করা হয়েছে।  এর আগে গালফ নিউজ জানায়, হজযাত্রীদের জন্য নতুন নিয়ম বেঁধে দিচ্ছে সৌদি সরকার। মূলত বৈধ ও অবৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে ডিজিটাল ট্যাগ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।  সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবারের হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেওয়া হবে। তাদের উদ্দেশ্য, কোনোভাবেই যেন নিবন্ধন ছাড়া অবৈধভাবে কেউ হজ করতে না পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজযাত্রীদের প্রথম দলটি সৌদি আরবে পৌঁছাবে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে। ঠিক তার আগেই অবৈধ বিদেশি হজযাত্রীদের রুখতে এই উদ্যোগ নিল বাদশা সালমান প্রশাসন।  
০৪ মে, ২০২৪

ইতালির ভিসা পদ্ধতিতে নতুন নিয়ম চালু
ইতালির ভিসা সেবায় নতুন নিয়ম চালু করেছে ইতালি। রোববার (৩১ মার্চ) থেকে ভিসার আবেদনে এ নিয়ম চালু করা হয়। গত শুক্রবার (২৯ মার্চ) ঢাকার ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে।  দূতাবাস জানিয়েছে, রোববার থেকে বিনামূল্যে ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমন্টে বুক করা যাচ্ছে। নতুন এ পদ্ধতিতে অনলাইনে বুকিং করা যাবে।  ইতালির ভিসা আবেদনে সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে,  রোববার থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এজন্য তাদের বিবরণসহ [email protected] ঠিকানায় শুধু ই-মেইল পাঠাতে হবে।  আবেদনের জন্য  ভিএফএস গ্লোবাল যেসব নির্দেশনা দিয়েছে তা হলো  একজন আবেদনকারী শুধু একটি ই-মেইল পাঠাতে পারবেন।  একটি ই-মেইল এবং মোবাইল নম্বর শুধু একজন আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য। একই মেইল থেকে একাধিক আবেদন করা হয়ে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।  অ্যাপয়েন্টমেন্টের জন্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এবং ই-মেইলের ক্রম অনুসারে স্লট বরাদ্দ দেওয়া হবে।  এক মাসের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ যাদের শেষ হবে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।  যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লাওস্তা নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না। এক্ষেত্রে, আবেদনকারীদের বিষয়টি স্পষ্টীকরণের জন্য ইতালিতে তাদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভূল তথ্যের কারণে যাচাইবাছাই ব্যর্থ এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল হতে পারে। এছাড়া জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে অবহিত করা হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য কেউ অর্থ চাইলে তাতে কান দেওয়া যাবে না। সন্দেহজনক কিছু দেখলে ভিএসএফ গ্লোবাল এবং ঢাকার ইতালি দূতাবাসকে জানাতে বলা হয়েছে।  এর আগে ভিসা জটিলতা এড়াতে দূতাবাস ভিএফএস গ্লোবালকে এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি এ উদ্যোগ নেয়।  উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর পর গত ২৬ মার্চ রাতে ঢাকা থেকে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।   
৩১ মার্চ, ২০২৪

ওমরাহকারীদের জন্য নতুন নিয়ম সৌদির
পবিত্র রমজান মাসে সৌদি আরবে ঢল নেমেছে ওমরাহ যাত্রীদের। হজ মৌসুম ছাড়াই লাখ লাখ মুসল্লিকে নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম অবস্থা সৌদি সরকারের। তাই ওমরাহ করতে যাওয়া মুসল্লিদের নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নির্দিষ্ট কিছু জিনিস বহনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বুধবার (২৭ মার্চ) এক নির্দেশনায় বলেছে, ওমরাহ করতে আসা কেউ সৌদিতে লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে প্রবেশ করতে পারবেন না। গালফ নিউজ বলছে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আল্লাহর মেহমানদের, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করতে হবে, নিষিদ্ধ জিনিস বহন করা যাবে না। মূলত সৌদিসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কার পবিত্র কাবা শরিফে ওমরাহ করতে যান। হজ বছরে মাত্র একবার করা গেলেও ওমরাহ করা যায় যে কোনো সময়। তবে পবিত্র রমজান মাসে ওমরাহকারীর সংখ্যা সাধারণত বেশ বৃদ্ধি পায়। ওমরাহ করার দুটি প্রধান শর্ত রয়েছে। সেগুলো হলো পবিত্র কাবাকে ঘিরে তাওয়াফ করা ও সাফাহ এবং মারওয়াহ পাহাড়ে সাতবার আসা-যাওয়া করা। এই পাহাড়গুলো কাবা শরিফের পূর্ব দিকে অবস্থিত। রমজানে মুসল্লিদের ভিড় বাড়ায় এবার রমজানে একজন ব্যক্তিকে শুধু একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি আরব। মূলত সব মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দিতে এবং ভিড় এড়াতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। এর মধ্যেই নতুন নির্দেশনা দিল দেশটি। পবিত্র রমজান মাসের প্রথমার্ধে ৮০ লাখেরও বেশি মুসলমান ওমরাহ পালন করেছেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ ছাড়া হজ বছরের নির্দিষ্ট সময় পালন করা হলেও বছরের যে কোনো সময় মুসলমানরা ওমরাহ পালন করতে পারেন। আর বাধ্যতামূলক না হলেও ওমরাহ মুসলমানদের জন্য আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। আর তাই পবিত্র রমজান মাসে সৌদি আরবের অভ্যন্তরীণ ও বাইরে থেকে থেকে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান ওমরাহ পালন ও নামাজ আদায়ের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে ভিড় করেন।   
২৮ মার্চ, ২০২৪

মসজিদের ইফতারির জন্য নতুন নিয়ম করল সৌদি আরব
আসন্ন রমজানকে সামনে রেখে মসজিদে ইফতারের নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। পবিত্র দুই মসজিদের (মক্কা-মদিনা) সংশ্লিষ্ট সাধারণ কর্তৃপক্ষ নতুন এ নিয়মের ঘোষণা দিয়েছে। সোমবার (০৪ মার্চ) মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজান মাসে মক্কার গ্রান্ড মসজিদে ইফতারের জন্য নতুন ই পোর্টাল চালু করা হয়েছে। ইফতারের আয়োজনের জন্য মুসলিমদের অনুমতির বিষয়ে এ পোর্টালে আবেদন করতে হবে।  সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনানুসারে, আবেদনকারীরা জেনারেল প্রেসিডেন্সি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সাইটটিতে অনুমতির জন্য ইফতারের মেন্যুও যুক্ত করা হয়েছে।  এর আগে সৌদি আরবের কর্তৃপক্ষ পবিত্র রমজানকে সামনে রেখে মসজিদে ইফতারের জন্য জমায়েত নিষিদ্ধ করে। মূলত স্বাস্থ্য সচেতনতার বিষয়টি সামনে রেখে এ নির্দেশনা দেওয়া হয়। এরপরই ইফতারের জন্য নতুন পোর্টালের বিষয়টি জানানো হয়েছে।   এর আগে গত মাসে সৌদি আরবের ইসলামীবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মসজিদের ভেতরে ইফতারের আয়োজন করা যাবে না। মসজিদের পরিচ্ছন্নাতার জন্য এমন নির্দেশনা দেওয়া হয়।  বিবৃতিতে বলা হয়, ইমাম ও মুয়াজ্জিনরা মিলে মসজিদের আঙিনার বাইরে  ইফতারের জায়গা খুঁজে বের করবে। তবে এজন্য অস্থায়ী কোনো রুম বা তাবুও তৈরি করা যাবে না বলেও বিবৃতিতে জানানো হয়।  প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয় ইফতারের আয়োজনের জন্য ইমাম ও মুয়াজ্জিনদের অর্থ সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দিয়েও একটি আদেশ জারি করেছে। 
০৭ মার্চ, ২০২৪

সৌদিতে গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম
অবিবাহিতদের গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। দেশটিতে এ নিয়মের আওতায় অবিবাহিতদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সও নির্ধারণ করে দেওয়া হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  দেশটির সরকারি নিয়মানুসারে, অবিবাহিতদের ক্ষেত্রে গৃহকর্মী নিয়োগ দেওয়ার আগে তাদের বয়স সর্বনিম্ন ২৪ বছর হতে হবে। এর আগে তারা গৃহকর্মী নিয়োগ দিতে পারবেন না।  সৌদির গৃহকর্মী নিয়োগসংক্রান্ত এক সরকারি পোর্টালে জানানো হয়েছে, গৃহকর্মী নিয়োগের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে। এরপর আগ্রহী নিয়োগকর্তার ভিসা ইস্যু করার সক্ষমতা আছে কি না তা যাচাই করা হবে। আগ্রহী নিয়োগকর্তাদের নিজের পেশা ও জাতীয়তা উল্লেখ করে শ্রম মন্ত্রণালয়ের মুসানেদ প্ল্যাটফর্মে জমা দিতে হবে। এ সময় তাদের গৃহকর্মী নিয়োগের কারণও উল্লেখ করতে হবে।  প্রতিবেদনে বলা হয়েছে, আগ্রহী নিয়োগকর্তার আবেদনের পর সক্ষমতার বিষয়টি বিবেচনা করা হবে। এরপর যোগ্য বিবেচিত হলে গৃহকর্মী বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। এ সময় নিয়োগের ফিও পরিশোধ করতে হবে।  সৌদি আরবে গাড়িচালক, গৃহপরিচারিকা, পরিচ্ছন্নতাকর্মী, বাবুর্চি, গার্ড, কৃষক, লিভ-ইন নার্স, টিউটর এবং আয়াকে গৃহকর্মীর আওতায় বিবেচনা করা হয়ে থাকে। দেশটিতে গৃহকর্মী নিয়োগের যে প্রক্রিয়া চলমান রয়েছে তার ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরোপ করতে চায় শ্রম মন্ত্রণালয়।  মুসানেদ নামের ওয়েবসাইটটি সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের একটি পরিষেবা। এর আওতায় নিয়োগকারীদের দায়িত্ব ও কর্তব্য জানানো এবং গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে কাজ পরিচালনা করা হয়।  নতুন নিয়ম শ্রম মন্ত্রণালয়ের তথ্যমতে, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মুসানেদের মাধ্যমে চুক্তি করতে হবে। এর আগে গত বছরের অক্টোবরে মন্ত্রণালয় জানায়, গৃহকর্মীর জন্য অবশ্যই ২১ বছর বয়স হতে হবে। চুক্তির অধিকার রক্ষায় এ বাধ্যবাধকতা রাখা হয়। দেশটির নতুন নিয়মানুসারে, একজন গৃহকর্মী দিনে ১০ ঘণ্টা কাজ করবেন। এ ছাড়া তাকে তাকে সপ্তাহে একদিন ছুটি দিতে হবে।  মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন নিয়মানুসারে নিয়োগকারী কর্মীর পাসপোর্ট, ব্যক্তিগত কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র জিম্মায় নিতে পারবেন না। এটিকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।   
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

এবারের বিপিএলে যেসব নতুন নিয়ম আসছে
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হচ্ছে বাংলাদেশের ফ্লাগশিপ টি-টোয়েন্টি আসর বিপিএলের দশম আসর। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে এবারের আসরের ম্যাচগুলো। এবারের লিগ পর্বে প্রতিদিন থাকবে দুই ম্যাচ। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত দলগুলো। তবে এবারের আসরে বিপিএল আসছে বেশ কিছু নতুন নিয়ম। বেশিরভাগ নিয়ম যদিও আইসিসির নিয়ম পরিবর্তনের কারণেই আনা হয়েছে। বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান নিয়মগুলো সম্পর্কে গণমাধ্যমকে জানান। তিনি প্লেয়িং কন্ডিশনের পরিবর্তন সম্পর্কে জানান এবার ফিল্ডিং দলগুলোর বোলিং পরিবর্তনে ৬০ সেকেন্ডের বেশি সময় নিলে ফিল্ডিং দলকে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয়বারও একই ভুল করলে পেনাল্টি হিসেবে ব্যাটিং দল পাবে ৫ রান। বিপিএলের আগের আসরে ছিল না এই নিয়ম। এদিকে আসন্ন বিপিএলে স্ট্যাম্পিং রিভিউতে নো বল চেক করবেন না আম্পায়ার। টাইমড আউটের পরিবর্তে থাকবে ৫ রানের পেনাল্টি। তবে প্রথমবার সতর্ক করা হবে ব্যাটিং দলকে। কোনো দল বিদেশি কোটা পূরণ করতে না পারলে ম্যাচ রেফারির কাছে আবেদন করতে পারবে। আসন্ন বিপিএলে হাই স্কোরিং উইকেট চায় বিসিবি। সিলেট ও চট্টগ্রামের চেয়ে মিরপুরের উইকেট নিয়ে বেশি চিন্তা থাকলেও টেকনিক্যাল কমিটির আহ্বায়ক আশা করেন, ঢাকাতেও এবার রানের ফুলঝুরি ছুটবে। রকিবুল দাবি করেন, বিপিএলে এবার মিরপুরের উইকেটে ১৮০ থেকে ২০০ রানের ম্যাচ হবে।
১৮ জানুয়ারি, ২০২৪

প্রবাসী গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম করল কুয়েত
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে কয়েক লাখ প্রবাসী গৃহকর্মী কাজ করেন। ঘরের কাজের সহায়তার উদ্দেশ্যে তাদের নিয়োগ দিয়ে থাকেন কুয়েতিরা। তবে এ নিয়ে কুয়েতিদের প্রায় সময় নানান জটিলতায় পড়তে হয়। এ নিয়ে নিয়োগ সংস্থা ও নিয়োগকর্তারা মাঝে মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন। তাদের এই বিবাদ এড়াতে গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম চালু করেছে কুয়েত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনো প্রবাসী গৃহকর্মী নিয়োগ করতে একজন কুয়েতি কত টাকা খরচ করতে পারবেন সেটা বেঁধে দেওয়া হয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে খরচের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে একটি নির্দেশনা জারি করেছেন কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান। দেশটির উপ-প্রধানমন্ত্রী (১) শেখ তালাল খালেদ আল আহমদ আল জাবের আল সাবাহ-এর সুপারিশের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়োগ কাঠামো অনুসারে, এশিয়ার কোনো দেশ থেকে গৃহকর্মী নিয়োগ করতে হলে ৭৫০ এবং আফ্রিকার কোনো দেশের গৃহকর্মী নিয়োগের জন্য ৫৭৫ কুয়েতি দিনার গুণতে হবে। তবে গৃহকর্মী কোনো কুয়েতি নাগরিকের দেওয়া বিশেষ পাসপোর্টধারী হলে ৩৫০ দিনার খরচ করা যাবে। এ ছাড়া গৃহকর্মীদের ভ্রমণের খরচের বিষয়টি যোগ করা হয়েছে। তবে গালফ নিউজের খবরে বলা হয়েছে, অনেক সময় গৃহকর্মীরা চুক্তি ভঙ্গ করে। তখন নিয়োগ সংস্থার সঙ্গে নিয়োগকারীর বিরোধের সৃষ্টি হয়। এমন পরিস্থিতি সৃষ্টি হলে নিয়োগকারী যেন তার ন্যায্য ক্ষতিপূরণটা লাভ করেন তা নিশ্চিত করতেই এ নিয়ম করা হয়েছে। বর্তমানে কুয়েতে ৮ লাখ ১১ হাজার ৩০৭ জন প্রবাসী গৃহকর্মী রয়েছেন। এদের বেশিরভাগ ভারত, ফিলিপাইনস, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের নাগরিক। এ ছাড়া ইথিওপিয়া, বেনিন, ইন্দোনেশিয়া, মালি ও মাদাগাস্কার থেকেও অল্পসংখ্যক গৃহকর্মী দেশটিতে কাজ করেন।
১৫ জানুয়ারি, ২০২৪

মহানবীর (সা.) রওজা জিয়ারতে সৌদিতে নতুন নিয়ম
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নিয়ম করেছে সৌদি আরব। এর ফলে অবাধে রওজা জিয়ারতের সুযোগ পাবেন না উম্মতরা। রোববার (২৪ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  নতুন নিয়মে বলা হয়েছে, মহানবী (সা.)-এর রওজা এখন থেকে চাইলেই জিয়ারত করা যাবে না। ইসলামে দ্বিতীয় পবিত্রতম এ স্থানটি বছরে একবার জিয়ারতের সুযোগ পাবেন।  সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, ৩৬৫ দিনে দর্শনীয় এ স্থানটি একবার জিয়ারতের অনুমতি পাবেন। একবার আবেদন করার ৩৫৬ দিন পর পুনরায় আবেদন করতে পারবেন।  মন্ত্রণালয় জানিয়েছে, আগ্রহী ব্যক্তিরা নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের সময় করোনা আক্রান্ত থেকে সুস্থতার সনদ ও রোগাক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।  এর আগে সৌদি প্রেস এজেন্সি জানায়, ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল সৌদি আরব। দেশটি এবার ভিসার জন্য সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম চালু করেছে। সৌদির পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কেএসএ ভিসা ব্যবস্থা চালু করেছেন। এটি ভিসার আবেদনের জন্য সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম। রিয়াদে ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে এ সেবা চালু করা হয়। নতুন চালু করা এ প্ল্যাটফর্মে ৩০টির অধিক মন্ত্রণালয়, দপ্তর ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। যার ফলে হজ, ওমরা, পর্যটন, ব্যবসা-বাণিজ্যসহ কাজের জন্য ভিসার প্রক্রিয়া সহজীকরণ হবে। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, কেএসএ ভিসার নিজস্ব সার্চ ইঞ্জিন রয়েছে। এটি বেশ স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। কোনো ব্যক্তি ভিসার আবেদন করলে তাকে বিভিন্ন সেবার জন্য পরামর্শ ও গাইড করতে সক্ষম। এ ছাড়া প্ল্যাটফর্মগুলোতে আবেদনকারীদের ব্যক্তিগত প্রোফাইল খোলার সুবিধা রয়েছে।
২৪ ডিসেম্বর, ২০২৩

জন্মনিবন্ধনে ‘নাম’ নিয়ে নতুন নিয়ম
জন্মনিবন্ধনে নাম নিয়ে নতুন নিয়মের সিদ্ধান্ত নিয়েছে জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়। এখন থেকে জন্মনিবন্ধন সনদে প্রত্যেক ব্যক্তির নাম কমপক্ষে দুই শব্দের হতে হবে। এর ব্যত্যয় হলে জন্মনিবন্ধন সনদ দেওয়া হবে না। পাসপোর্ট তৈরি, বিদেশে বিভিন্ন সেবা নিতে সমস্যা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আজ রোববার (৫ নভেম্বর) সংবাদমাধ্যমকে জানিয়েছেন জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মো. রাশেদুল হাসান। তিনি বলেন, ‘জন্মনিবন্ধনে প্রত্যেকের নাম কমপক্ষে দুই শব্দবিশিষ্ট হতে হবে। এখন থেকে সখিনা, মর্জিনা বা রশিদ- এ ধরনের এক শব্দের নামে আর জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হবে না। নাম দুই শব্দবিশিষ্ট যেমন- সখিনা বেগম বা সখিনা খাতুন, আব্দুর রশিদ বা মো. আব্দুর রশিদ সরকার এভাবে লিখতে হবে।’ রাশেদুল হাসান বলেন, ‘জন্মনিবন্ধন ব্যক্তির প্রথম ও প্রাথমিক নিবন্ধন। জন্মনিবন্ধন সনদ ব্যক্তির ও ব্যক্তির পিতা-মাতার পরিচয় বহন করে। এ নিবন্ধনের ওপর ভিত্তি করে ব্যক্তিজীবনের পরবর্তী সব নিবন্ধন হয়ে থাকে। তাই শুধু ডাকনাম বা এক শব্দবিশিষ্ট নাম উল্লেখ করে জন্মনিবন্ধন করা যাবে না।’ জন্মনিবন্ধন আইন করা হয় ২০০৪ সালে, যা কার্যকর হয় ২০০৬ সালে। পাসপোর্ট ইস্যু, বিবাহনিবন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স নেওয়া, জমি রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কাজে জন্মনিবন্ধন সনদ করা হয়েছে বাধ্যতামূলক। শুরুর দিকে হাতে লিখে জন্মনিবন্ধন সনদ দেওয়া হতো। পরে ২০১০ সালের শেষে ডিজিটাল পদ্ধতি অনলাইনে আবেদন করার মাধ্যমে জন্মনিবন্ধন সনদ দেওয়া শুরু হয়।
০৫ নভেম্বর, ২০২৩
X