যাত্রীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন
নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যাটারিচালিত অটোরিকশাচালকের। সোমবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর বৌবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত অটোরিকশাচালকের নাম ইউনুছ মিয়া (৩৭)। তিনি রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুরের সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থেকে শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো ইউনুছ দুপুরের দিকে অটোরিকশা নিয়ে বের হয়। সন্ধ্যায় খবর পাই কারা যেন ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্ত যাত্রী অজয় দাসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

যাত্রীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন
নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যাটারিচালিত অটোরিকশাচালকের। সোমবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর বৌবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত অটোরিকশাচালকের নাম ইউনুছ মিয়া (৩৭)। তিনি রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুরের সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়া থেকে শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো ইউনুছ দুপুরের দিকে অটোরিকশা নিয়ে বের হয়। সন্ধ্যায় খবর পাই কারা যেন ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে। নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্ত যাত্রী অজয় দাসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল
নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির সর্ববৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) নিউইয়র্কের জ্যামাইকা আল আকসা পার্টি সেন্টারে (সাবেক তাজমহল পার্টি সেন্টার) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশটিতে বসবাসরত তিন শতাধিক সদস্য ও তাদের পরিবার অংশ নেয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সন্তান ও জাতিসংঘের প্রথম বাংলাদেশি মিলিটারি অ্যাফেয়ার্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শামীম গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদের পরিচালনায় দোয়া ও মাহফিলে রোজার ফজিলত সম্পর্কে বয়ান করেন ছারছিনার পীর সাহেব। অনুষ্ঠানে সার্বিক দায়িত্বে ছিলেন আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন ইফতার মাহফিলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মতিউর রহমান, সমন্বয়কারী আবদুল কাইয়ুম, অলিউল্লাহ খন্দকার সুমন, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মোহাম্মদ সাহাদাত হোসাইন, সমিতির সহসভাপতি ইসমাইল হোসেন, মোহাম্মদ ইকবাল এ ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুল আলম, মোহাম্মদ জিয়াউর রহমান, ইয়াসিন মিয়া, মোহাম্মদ রাশেদুল কবির, সজল মোহাম্মদ, মোল্লা সানি, বি এম মাসুদ সালাউদ্দিন খান তুহিন, কাজী কামরুজ্জামান। সমিতির উপদেষ্টাদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আহসানুল হক, ইঞ্জিনিয়ারন নুরুল হক, মোহাম্মদ জসিম উদ্দিন, বি এম মুরাদ, অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবদীন ও মোহাম্মদ মোহসিন হোসেন। আর নির্বাচন কমিশনারদের মাঝে উপস্থিত ছিলেন জাকির খান ও মোহাম্মদ ইকবাল কবির।  গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়োলো সোসাইটির সাবেক সভাপতি আওয়াল ভূঁইয়া, আলী আক্কাস, বর্তমান সভাপতি মাসুদ ও সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দীক।  এ ছাড়াও নরসিংদী জেলার গণ্যমান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. ইরান, মুরাদ, সাইফুল, সাইফুল্লাহ ভূঁইয়া সুমন, ওবায়দুল হোসেন, শাহজালাল, রবি ঊল্লা, রুহল আমিন মোল্লা প্রমুখ।
২৭ মার্চ, ২০২৪

ইঞ্জিনের হুকে আটকা মরদেহ নিয়ে নরসিংদী থেকে ভৈরব গেল ট্রেন
কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে ট্রেনের ইঞ্জিনের হুকে আটকা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনের হুকে মরদেহটি আটকা ছিল। দুর্ঘটনার ঘটনাটি ঘটে নরসিংদী জেলার আমিরগঞ্জ রেলস্টেশন এলাকায়।  নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরার হাসনাবাদ উত্তরপুর এলাকার আব্দুল বারিক (৬০)। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানার এসআই কার্তিক চন্দ্র রায়। পরিবার ও স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত আব্দুল বারিক আমিরগঞ্জ স্টেশন এলাকার একজন পানের দোকানদার। প্রতিদিনের মতো তিনি দোকানে যেতে রেললাইন পারাপার হওয়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে তিনি ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে যান। ৮টা ৪০ মিনিটে ভৈরবে পৌঁছে ট্রেনটি দাঁড়ালে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।  এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার এসআই কার্তিক চন্দ্র রায় জানান, নিহত বৃদ্ধ লোকটি কানে কম শুনতেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় রেল চলাচল কিছুটা সময় বন্ধ ছিল। ৯টার পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
১৫ ফেব্রুয়ারি, ২০২৪

সভাপতি অব্যাহতি দিলেও সাধারণ সম্পাদক রাখলেন পদে বহাল
দলীয় শৃংখলা ভঙ্গের কারণে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে সিরাজুল ইসলামকে অব্যাহতি দিয়ে চিঠি দিয়েছে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন। অন্যদিকে পাল্টা চিঠিতে স্বপদে বহাল রয়েছেন মর্মে সিরাজুল ইসলামকে আরেকটি চিঠি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী।  নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম (বীরপ্রতীক) বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামানের মতবিনিময় সভায় হুমকি প্রদান করেন যে, ‘নৌকার লোকেরা পালাবার পথ খোঁজে পাবে না’। যা টেলিভিশন, সোশ্যাল মিডিয়া ও পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রচারিত হয়। যা দলের ভাবমূর্তি বিনষ্ট, দলীয় শৃংখলা ভঙ্গ, দলীয় নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সংগঠন বিরোধী এহেন কার্যক্রমের কারণে তাকে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধাারার ১১ উপধারা মোতাবেক কেন দল থেকে বহিষ্কার করা হবে না? এই মর্মে পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে নিম্ন স্বক্ষরকারীর নিকট লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে ।’ অন্যদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করা এবং সমর্থন করার বিষয়ে দলীয়ভাবে কোনো বিধিনিষেধ নেই।’ পীরজাদা কাজী মোহাম্মদ আলী স্বাক্ষরিত চিঠিতে অরও বলা হয়, ‘নরসিংদী-১ সদর আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ কোথাও কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি বিধায় সকল নেতাকর্মীরা উন্মুক্ত নির্বাচনে অংশগ্রহণ, সমর্থন করা প্রত্যেকের নিজ নিজ অধিকার। এ বিষয়ে কোনো দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না বিধায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত সভাপতির একক ও ব্যক্তিগত সিদ্ধান্ত যা গ্রহণযোগ্য বা কার্যকর নয়। সুতরাং আপনি  স্বপদে বহাল রয়েছেন।’ এ বিষয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম. তালেব হোসেন বলেন, সাধারণ সম্পাদক তো নিজেই নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। আমি সভাপতি হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী সিরাজুল ইসলামকে অব্যাহতি দিয়েছি। তাছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তিনি নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থীর প্রস্তাবক বা সমর্থন কোনোটাই করতে পারেন না।  উল্লেখ্য, সম্প্রতি মাধবদী হলরুমে সম্প্রতি সিরাজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী কামরুলের নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে একপর্যায়ে বলেন নৌকার সমর্থকরা এবার পালানোরও জায়গা পাবে না। মুহূর্তেই তার এ বক্তব্য ভাইরাল হয়ে যায়।  
২৬ ডিসেম্বর, ২০২৩

জামিন নামঞ্জুর, কারাগারে নরসিংদী ছাত্রলীগের সভাপতি
নরসিংদীতে নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের কৃত মামলায় গ্রেপ্তার নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে পুলিশ আহসানুল ইসলাম রিমনকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসানের আদালতে প্রেরণ করা হলে এ আদেশ আসে। এ সময় তার পক্ষের আইনজীবী কাজী নাজমুল ইসলাম জামিনের প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এদিকে সন্ধ্যায় আহসানুল ইসলাম রিমনের মুক্তির দাবিতে জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে নরসিংদী-১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে ‘মাইরের ওপর ওষুধ নাই’ বলে বক্তব্য দেওয়াসহ আচরণ বিধির অভিযোগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নরিসংদী নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। একই সঙ্গে জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম ওরফে রিমনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্বাচনী আইন লঙ্ঘনের এ ঘটনায় তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়েছে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি।  এদিকে বৃহস্পতিবার রাতে কারণ দর্শানোর ওই নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার নরসিংদী ক্লাবে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মো. নজরুল ইসলাম (বীরপ্রতীক) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়া স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেয়। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ওই ভিডিও।  ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি বলেছেন, ‘কোনো স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। ছাত্রলীগের কোনো পোলাপান স্বতন্ত্ররে মানবে না। সতন্ত্ররে কেমনে পিডাইতে হয়, হেই দেখাইছে। হেরে আমরা হেমনেই পিডামো। এই শহরে, এই সদরের কোনো এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের কোনো জায়গা দেওয়া যাবে না। তারা নৌকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশ বিরোধী। ‘ গ্রেপ্তার হওয়ার আগে দেওয়া এক বক্তব্যে নিজেকে আওয়ামী লীগ তথা দলের নিবেদিত প্রাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড উল্লেখ করে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, দলীয় যারা নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হবে, নৌকাকে ডুবাতে যারা অবস্থান নিবে, আমি মনে করি তারা আওয়ামী লীগের বিরোধী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী। বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে তারা অবস্থান করতেছে। আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছি। নৌকাকে বিজয়ী করতে যা যা করার দরকার তাই করব।  জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নরিসংদী সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তিনি আরও বলেন, এমন বক্তব্য হুমকি-ধমকি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করে। নির্বাচনী আইন লঙ্ঘনের এমন ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার বলেন, সদর থানার মামলার প্রেক্ষিতে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আদালতের নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াধীন।
০১ ডিসেম্বর, ২০২৩

‘মাইরের ওপর ওষুধ নাই’ বক্তব্য দিয়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
নরসিংদীতে নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের কৃত মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এর আগে নরসিংদী-১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে ‘মাইরের ওপর ওষুধ নাই’ বলে বক্তব্য দেওয়া সহ আচরণ বিধির অভিযোগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নরিসংদী নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটানিং অফিসার ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। একইসঙ্গে জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম ওরফে রিমনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্বাচনী আইন লঙ্ঘনের এ ঘটনায় তার বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়েছে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি।  এদিকে বৃহস্পতিবার রাতে কারণ দর্শানোর ওই নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার নরসিংদী ক্লাবে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মো. নজরুল ইসলাম (বীর প্রতিক) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়া সতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেয়। মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ওই ভিডিও।  ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি বলেছেন, ’কোনো স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। ছাত্রলীগের কোনো পোলাপান স্বতন্ত্ররে মানবে না। সতন্ত্ররে কেমনে পিডাইতে হয়, হেই দেখাইছে। হেরে আমরা হেমনেই পিডামো। এই শহরে, এই সদরের কোনো এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের কোনো জায়গা দেওয়া যাবে না। তারা নৌকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশ বিরোধী। ‘ গ্রেপ্তার হওয়ার আগে দেওয়া এক বক্তব্যে নিজেকে আওয়ামী লীগ তথা দলের নিবেদিত প্রাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড উল্লেখ করেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, দলীয় যারা নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হবে, নৌকাকে ডুবাতে যারা অবস্থান নিবে, আমি মনে করি তারা আওয়ামী লীগের বিরোধী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী। বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে তারা অবস্থান করতেছে। আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছি। নৌকাকে বিজয়ী করতে যা যা করার দরকার তাই করবো।  জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে ঊসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নরিসংদী সহকারী রিটানিং কর্মকর্তা ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। একই সাথে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তিনি আরও বলেন, এমন বক্তব্য হুমকি-ধমকি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করে। নির্বাচনী আইন লঙ্ঘনের এমন ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, সদর থানার মামলার প্রেক্ষিতে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। 
০১ ডিসেম্বর, ২০২৩

নরসিংদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদী পৌঁছেছেন। রোববার (১২ নভেম্বর) দুপুর ১২টার কিছুক্ষণ আগে তিনি সেখানে পৌঁছান। কিছুক্ষণের মধ্যে তিনি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন করবেন। বিকেলে মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ইতিমধ্যে মানুষের ঢল নেমেছে। নরসিংদীতে প্রায় ১৬ হাজার কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নরসিংদী। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় এসএসএফ, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়াম ও আশপাশের এলাকা এবং পলাশের ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সারকারখানা এলাকায় নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন। ‍উপস্থিত জনতার জয় বাংলা স্লোগানে আশপাশ মুখরিত হয়ে উঠেছে।
১২ নভেম্বর, ২০২৩

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল সন্ধ্যায় উত্তরার দিয়াবাড়ি এলাকায় স্ত্রীকে নিয়ে একটি শপিং কমপ্লেক্স থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ তাকে নিয়ে নরসিংদীর উদ্দেশ্য রওনা দেয়। নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) খোকন চন্দ্র সরকার এলাহীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশকে সরকারি কাজে বাধা ও মারধর এবং বিস্ফোরক আইনে সদর থানায় দায়েরকৃত মামলার ৫নং আসামি এলাহী। গত রোববার এসআই কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় এলাহী ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খবিরুল ইসলাম বাবুল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, ভিপি ইালিয়াসসহ বিএনপির ৪২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
২৪ অক্টোবর, ২০২৩

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী গ্রেপ্তার
জনমনে ভয়ভীতি ও সরকারবিরোধী কার্যকলাপে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকার উত্তরা ১৮নং সেক্টর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। নরসিংদী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। খোকন চন্দ্র সরকার জানান, ‘রাষ্ট্রকে অস্থিতিশীল করা, আতঙ্ক সৃষ্টি ও জনমনে ভয়ভীতি তৈরি করাসহ সরকারবিরোধী কার্যকলাপ এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ এর আগে রোববার সদর উপজেলার চিনিশপুর এলাকা থেকে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া (৪০), বিএনপি নেতা মোহাম্মদ আলী (৪০), ইকবাল হোসেন (৬০) ও আবু ফারুককে (৫১) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৮টি ককটেল, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় পুলিশ সদস্য কামরুজ্জামান বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৫নং আসামি মঞ্জুর এলাহী। সন্ধ্যায় ঢাকা থেকে গ্রেপ্তারের পর বর্তমানে তাকে নরসিংদীতে আনা হচ্ছে।
২৩ অক্টোবর, ২০২৩
X