ভোট কিনতে গিয়ে গণধোলাই খেলেন প্রার্থীর শ্বশুর
উপজেলা পরিষদের ভোটের আগের দিন রাতে নোয়াখালী সুবর্ণচরে ভোটারদের মধ্যে টাকা বিলি করার সময়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরীর শ্বশুরসহ চারজন ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা৷  আতাহার ইশরাক স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে৷ তিনি এবার জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷  স্থানীয়দের অভিযোগ, চরবাটা কাজল মার্কেট এলাকায় ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে একটি কালো রঙের গাড়িতে করে অর্থ বিলি করছেন আতাহার ইশরাক সাবাব চৌধুরীর শ্বশুর শাহীন এবং এমপি একরামুলের এপিএস সুনীল বাবু৷ স্থানীয়রা ঢাকা মেট্রো-ঘ-২১-৩২৮৯ গাড়িটি আটক করে৷  কাজল মার্কেট থেকে তারা গাড়ি চালিয়ে সেন্টার বাজারে পৌঁছালে অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম সেলিমের সমর্থকরা গাড়িটি আবার আটকায়৷ এ সময় ঘটনার দৃশ্য ভিডিও করে ফেসবুকে প্রচার করেন এক ব্যক্তি৷  পরে এমপি একরামুলের অনুসারীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে খায়রুল আনম সেলিমের সমর্থকদের ওপর হামলা করে আটককৃতদের উদ্ধার করে৷  এ সময়ে আতাহার ইসরাকের সমর্থক এবং খায়রুল আনম সেলিমের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে৷ এ ঘটনায় খায়রুল আনম সেলিমের তিন সমর্থক আহত হন৷ পরে ঘটনাস্থলে বিজিবি এবং পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়৷  এ বিষয়ে অধ্যক্ষ এএইচ খায়রুল আনম সেলিম সংবাদ সম্মেলনে বলেন, ভোটারদের  প্রভাবিত করার জন্য রাতে সাধারণ মানুষের মধ্যে টাকা বিলি করার সময় স্থানীয়রা আমার প্রতিপক্ষ প্রার্থীর শ্বশুরসহ কয়েকজনকে আটক করে৷ তারা কেউ এ এলাকার ভোটারও না৷ বহিরাগতরা আমার নির্বাচনী এলাকায় এসে টাকা বিলি করে ভোট কিনতে চাচ্ছে৷  এ বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী আতহার ইশরাক সাবাব চৌধুরীকে একাধিকবার ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি৷      
০৭ মে, ২০২৪

নোয়াখালী ব্যুরো অফিস পরিদর্শন করলেন কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা
দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা কালবেলার নোয়াখালী ব্যুরো অফিস পরিদর্শন করেছেন। বুধবার (১ মে) সন্ধ্যায় জেলা ব্যুরো অফিস পরিদর্শনে যান তিনি। এ সময় সম্পাদক সন্তোষ শর্মাকে ফুল দিয়ে বরণ করে নেন নোয়াখালীর ব্যুরো চিফ অহিদ উদ্দিন মুকুল। উপস্থিত ছিলেন কালবেলার সিনিয়র রিপোর্টার ইউসুফ আরফিন, দৈনিক কালের কণ্ঠের নোয়াখালী প্রতিনিধি সামছুল হাসান মিলন, কালবেলার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ শহিদুল ইসলাম ও উপকূলীয় সংবাদদাতা আশিকুর রহমানসহ অন্যান্য সাংবাদিকরা। কোভিড-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়ন, দেশের শ্বাসরুদ্ধকর রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ২০২২ সালের ১৬ অক্টোবর বাজারে আসে দৈনিক কালবেলা। অচলায়তন ভাঙার দৃপ্ত শপথে ‘আঁধার পেরিয়ে’ স্লোগানে পত্রিকাটি বাজারে এসেই তুমুল আলোড়ন তোলে। ছাপা পত্রিকায় আস্থা ফেরাতে পাঠকদের উপহার দেয় একের পর এক দুর্দান্ত আলোচিত রিপোর্ট। গণমাধ্যম ও গণমানুষের কণ্ঠস্বর তা ফুটিয়ে তুলতে প্রাণান্তকর প্রচেষ্টা ছিল পত্রিকার প্রতিটি পাতাজুড়ে। চলতে চলতে পাঠকপ্রিয়তার শীর্ষে ওঠা দৈনিক কালবেলা তারুণ্যোদীপ্ত সংবাদকর্মী, দক্ষ ব্যবস্থাপনার মিশেলে দেশের গণমাধ্যম জগতে এখন শক্তিশালী নাম।
০২ মে, ২০২৪

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের নেতৃত্বে সুমন-মহিন
ঢাকায় কর্মরত নোয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটির সভাপতি হয়েছেন ভয়েজ অব বাংলাদেশ ২৪.কমের সম্পাদক জিয়াউল কবির সুমন এবং বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন মহিন। গত ১৭ মার্চ সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে নতুন কমিটি গঠনে তিন সদস্যের নির্বাচন কমিশন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের। আরও ছিলেন সিনিয়র সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী ও এএসএম হানিফ। কমিশন রোববার নতুন কমিটি অনুমোদন দেয়। কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি একরামুল হক সায়েম (এটিএন বাংলা), রফিক উল্যাহ (আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান (আজকের সংবাদ), অর্থ সম্পাদক রাজিব উদ্-দৌলা চৌধুরী (আমার বার্তা), সাংগঠনিক সম্পাদক তাওহীদ আলম মিথুন (যমুনা টিভি), দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন হৃদয় (গ্লোবাল টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সওবিয়া সালসাবিল (এশিয়ান টেলিভিশন), তথ্য প্রযুক্তি সম্পাদক নাজমুল ইসলাম তানিম (আজকের পত্রিকা)। কার্যনির্বাহী সদস্যরা হলেন—এরশাদ উল্যা লিটন (নিরাপদ নিউজ. কম), মহিউদ্দীন আহমেদ (দেশ টিভি), উম্মুল ওয়ারা সুইটি (দেশ রূপান্তর), ফিরোজ আলম মিলন (আমাদের অর্থনীতি), সাঈদুল হোসেন সাহেদ (সরাসরি), হাসান মাহমুদ (এনটিভি), হেদায়েত উল্লাহ সীমান্ত (এস এ টিভি), আব্দুল মালেক (মানিক মিয়াজি) (চ্যানেল টিটি), মিজানুর রহমান (ভোরের কাগজ), সামছুদ্দিন আহমেদ (ইত্তেফাক), মুস্তফা মনওয়ার হাসেম (গ্লোবাল টিভি)।
০৯ এপ্রিল, ২০২৪

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের সভাপতি সুমন, সম্পাদক মহিন
ঢাকায় কর্মরত নোয়াখালী জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন ‘নোয়াখালী জার্নালিস্ট ফোরাম’ (এনজেএফ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।  নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন ভয়েজ অব বাংলাদেশ ২৪.কম এর সম্পাদক জিয়াউল কবির সুমন এবং বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন মহিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।  এর আগে ১৭ মার্চ সংগঠনের বার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিলে নতুন কমিটি গঠনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়।  প্রধান নির্বাচন কমিশনার হলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের, সিনিয়র সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী ও এএসএম হানিফ। তিন সদস্যের এ কমিশন সর্বসম্মতিক্রমে আজ এ কমিটি অনুমোদন দেয়।  কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ একরামুল হক সায়েম (এটিএন বাংলা) ও মো: রফিক উল্যাহ (আমাদের অর্থনীতি)। যুগ্ম সম্পাদক –সৈয়দ মুশফিকুর রহমান (আজকের সংবাদ), অর্থ সম্পাদক- মো: রাজিব উদ্-দৌলা চৌধুরী (আমার বার্তা), সাংগঠনিক সম্পাদক- তাওহীদ আলম মিথুন (যমুনা টিভি), দপ্তর সম্পাদক- মো: নিজাম উদ্দিন হৃদয় (গ্লোবাল টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক- সওবিয়া সালসাবিল (এশিয়ান টেলিভিশন), তথ্য প্রযুক্তি সম্পাদক- মো: নাজমুল ইসলাম তানিম (আজকের পত্রিকা),  কার্যনির্বাহী সদস্যরা হলেন,- মো: এরশাদ উল্যা লিটন (নিরাপদ নিউজ. কম), মহিউদ্দীন আহমেদ (দেশ টিভি), উম্মুল ওয়ারা সুইটি (দেশ রূপান্তর), ফিরোজ আলম মিলন (আমাদের অর্থনীতি), সাঈদুল হোসেন সাহেদ (সরাসরি), হাসান মাহমুদ (এনটিভি), হেদায়েত উল্লাহ সীমান্ত (এস এ টিভি), আব্দুল মালেক (মানিক মিয়াজি) (চ্যানেল টিটি), মিজানুর রহমান (ভোরের কাগজ), মো: সামছুদ্দিন আহমেদ (ইত্তেফাক), মুস্তফা মনওয়ার হাসেম (গ্লোবাল টিভি)।
০৮ এপ্রিল, ২০২৪

১৩৯ জনকে নিয়োগ দেবে নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে রাজস্ব খাতে বিভিন্ন গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ২ ক্যাটাগরিতে মোট ১৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন ১ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  প্রতিষ্ঠানের নাম : সিভিল সার্জনের কার্যালয় নোয়াখালী  ১. পদের নাম : পরিসংখ্যানবিদ পদসংখ্যা : ৬টি বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। ২. পদের নাম : স্বাস্থ্য সহকারী পদসংখ্যা : ১৩৩টি বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনের বয়সসীমা :  আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : প্রতিটি পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে। আবেদনের নিয়ম : আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ সময় : ২৮ এপ্রিল ২০২৪
০১ এপ্রিল, ২০২৪

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৩০ মার্চ) রাজধানীর বাংলামোটরে একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনজেএফ-ঢাকার সভাপতি শাহাদৎ হোসেন নিজামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নারায়ণগঞ্জের ফতুল্লার সহকমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, খিলগাঁও জোনের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন লিয়ন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনজেএফ সহসভাপতি শফিক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর, দপ্তর সম্পাদকসহ প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর হায়দার লেলিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানন আরা বেগম, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা হিরণ, এজেআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ রিয়াদ, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোশাররফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এনজেএফের সুন্দর এ আয়োজনের প্রশংসা করে বলেন, এমন আয়োজন একে- অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে। নোয়াখালীর মানুষ ও ঐতিহ্যকে তুলে ধরতে কাজ করবে এই ফোরাম। তারা আরও বলেন, নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনার দিকগুলো বস্তুনিষ্ঠভাবে জাতীয় গণমাধ্যমে তুলে ধরে নোয়াখালীর উন্নয়নে আরও জোরাল ভূমিকা রাখবে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম। ইফতার পরবর্তী আড্ডায় বিশিষ্টজনরা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও নোয়াখালীর উন্নয়নে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় এনজেএফকে সবসময় সহযোগিতার আশ্বাস দেন তারা। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে ফোরামের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেন।
৩০ মার্চ, ২০২৪

খতনায় অতিরিক্ত রক্তপাত হওয়া সেই শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালে শিশুর খতনা করার সময় ভুলে বিশেষ অঙ্গের সামনের অংশে বাড়তি কাটায় অতিরিক্ত রক্তপাতের ঘটনা ঘটেছে। এতে অসুস্থ শিশু আল নাহিয়ান তাজবীবের (৭) চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে।   শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর বাবা প্রবাসী আলমগীর হোসেন ওরফে বাদল। তিনি গণমাধ্যমকর্মীদের নিকট অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাদের ব্যাপক আশ্বাস দিয়ে আমার ছেলে তাজবীরকে উন্নত চিকিৎসা দিতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে নিয়ে আসেন। এখানে বর্তমানে আমার ছেলে আশানুরূপ চিকিৎসা সেবা পাচ্ছে না। শুক্রবার সকাল থেকে জ্বরে ছেলের শরীর পুড়ে যাচ্ছে। কিন্তু ডাক্তার একবারের জন্যও তাকে দেখতে আসেনি। হাসপাতাল থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার তাই ডাক্তার আসবে না।     অপরদিকে, এ ঘটনায় অভিযুক্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে’কে শাস্তিমূলক বদলি করা হয়েছে। একই সঙ্গে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. যোবায়েরকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে অভিযোগ নাকচ করে দিয়ে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, আজ (শুক্রবার) বিকেলে হাসপাতালে ডাক্তার সাইফুদ্দিন ওই শিশুকে দেখতে যাবে।    ভুক্তভোগী শিশু আল নাহিয়ান তাজবীব উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আলমগীর হোসেন বাদলের ছেলে। সে বসুরহাট পৌরসভা এলাকার চাইল্ড কেয়ার স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।  উল্লেখ্য, বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। ওই সময় ছেলেকে খতনা করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছেলে নিয়ে যান তার বাবা। এক পর্যায়ে তিনি চিকিৎসকের খোঁজ করলে স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ্যপ্রহরীসহ তিনজন শিশুটিকে তার বাবার কাছ থেকে জরুরি বিভাগে নিয়ে নিজেরাই খতনা করাতে থাকেন। এ সময় তিনি আবারও চিকিৎসকের খোঁজ করলে তারা নিজেদের এ বিষয়ে অভিজ্ঞ দাবি করে ছেলের বাবাকে আশ্বস্ত করে সেখান থেকে বের করে দেন। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে তিনি সেখানে গিয়ে দেখেন শিশুর অতিরিক্ত রক্তপাতে সব ভিজে গেছে।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগের ভরাডুবি
নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিতদের নিরঙ্কুশ বিজয় হয়েছে। সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে তাদের ‘নীল প্যানেল’-এর প্রার্থীরা জয়ী হন। অপরদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) সভাপতি ও এক সদস্যসহ মাত্র দুটি পদে বিজয় লাভ করে।  শুক্রবার (২৬ জানুয়ারি) গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এজেডএম ফারুক। এ নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ইউনাইটেড ল'ইর্য়াস ফন্ট্র (নীল প্যানেল) ১৫ পদের মধ্যে ১৩টি পদে জয়ী হয়ে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) সভাপতি ও একটি সদস্য পদসহ দুটিতে জয়ী হয়।  ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল সমর্থিত সভাপতি প্রার্থী একেএম সিরাজুল ইসলাম ৩৩০ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল অ্যাডভোকেট তাজুল ইসলাম পান ২৮৭ ভোট। বিএনপি ও জামায়াত-সমর্থিত ইউনাইটেড ল'ইর্য়াস ফন্ট্র (নীল প্যানেল) থেকে সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নুরুল আমিন ২৩৩ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ তাহের পান ১৭৯ ভোট, আওয়ামী লীগ সমর্থিত সাইফুল ইসলাম হারুন পান ১৬৮ ভোট।  এ ছাড়া বিএনপি-জামায়াত সমর্থিত ইউনাইটেড ল'ইর্য়াস ফন্ট্র (নীল প্যানেল) থেকে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে অ্যাডভোকেট এনামুল হক হাজারী, অ্যাডভোকেট সামসুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইবনে ওয়ালিদ সুমন, সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু রুশদ ছায়েদুর রহমান (রঞ্জু), ট্রেজারার পদে অ্যাডভোকেট মো. হানিফ লিটন, লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক পদে অ্যাডভোকেট মওদুদু আহমেদ চৌধুরী ইভান, আপ্যায়ন ও সমাজকল্যাণ সস্পাদক পদে অ্যাডভোকেট আবদুল্যাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আলাউদ্দিন সুজন, সদস্য পদে অ্যাডভোকেট আলা উদ্দিন বকশী, অ্যাডভোকেট মাইন উদ্দিন মানু, অ্যাডভোকেট আলী আহমেদ রোমান, অ্যাডভোকেট আবদুল হালিম।   বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে ২টা পর্যন্ত ভোট গণনা করা হয়। নির্বাচন ৬২৫ জন ভোটারের মধ্যে ৫৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  
২৮ জানুয়ারি, ২০২৪

গাজীপুর, রাজশাহী, বরিশাল, নোয়াখালী ও বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মী ও উলামায়ে কেরামের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ডে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল-পরবর্তী সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হোসেন আলির সঞ্চালনায় মিছিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন, মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি মো. মহিউদ্দিন, মহানগর শিবির সভাপতি আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।  সমাবেশে জামায়াত নেতারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বর্তমান সরকার নিশি রাতে ভোট চুরি করে ক্ষমতায় আসে। ভোটারবিহীন সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাই জনগণের দুঃখ কষ্ট লাঘবের পরিবর্তে নিজেদের ভাগ্য গড়া নিয়ে তারা ব্যস্ত। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণের টাকা হরণ করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে ও আলিশান বাড়ি-ঘর তৈরি করছে। ক্রমাগত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণ দিশাহারা। চাল-ডাল-তেল-চিনি আলু- পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের বাহিরে।সরকার মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করতে পারছে না। চারদিকে ভুখা নাঙ্গা অভাবী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ব্যর্থ ও লুঠেরা দুর্নীতিবাজ সরকারকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকারের হঠকারী ভূমিকার কারণে যদি কোনো অশুভ শক্তি ক্ষমতায় আসলে তার দায়ভার  আওয়ামী লীগকে নিতে হবে। অবিলম্বে সংসদ বিলুপ্ত এবং পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের গণদাবি মেনে নিতে হবে। অন্যথায় জনতার রুদ্র রোষ থেকে রেহায় পাবেন না। জামায়াত নেতারা বলেন, এই সরকার জামায়াতের দেশপ্রেমিক মানবতাবাদী নেতারা এবং উলামায়ে কেরামকে অন্যায়ভাবে আটক করে জেলে বন্দি করে রেখেছে। ফ্যাসিস্ট সরকার দেশপ্রেমিক নেতাদের বন্দি করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। অবিলম্বে ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ওলামায়ে কেরাম এবং সকল রাজবন্দির মুক্তি এবং দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। রাজশাহী জেলা পশ্চিম কেন্দ্র ঘোষিত কর্মসূচি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ রাজনৈতিক নেতাকর্মী, ওলামা মাশায়েখের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী জেলা পশ্চিমের বিক্ষোভ মিছিল শেষে জেলা উলামা সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, মুন্ডুমালা পৌরসভা ও মোহনপুর উপজেলা আমির যথাক্রমে মাওলানা আনিসুর রহমান অধ্যাপক আব্দুল আওয়ালসহ জামায়াত-শিবির নেতারা। বিক্ষোভ মিছিলটি তানোর উপজেলার তানোর পৌরসভার তালন্দ বাজারের বটগাছ থেকে শুরু হয়ে তালন্দ খেলার মাঠে গিয়ে শেষ হয়। নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং আলেম - ওলামাসহ সকল রাজবন্দিদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল জেলা শহর মাইজদীতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।  নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার বিএসসি বিএডের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা নিজাম উদ্দিন ফারুক।  বিক্ষোভ মিছিল ও সমাবেশ আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অন্যতম নেতা ইসমাইল হোসেন মানিক, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি ইমরান বিন মর্তুজা, শহর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইউছুফ, শ্রমিক নেতা মাওলানা মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ মায়াজ, মাওলানা মোহাম্মদ আইয়ুব, আবদুল্লাহ আল রাকিব, দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন মেম্বার প্রমুখ। বাগেরহাট জেলা বাগেরহাট, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে অবিলম্বে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানসহ সকল আলেম-উলামা ও সকল বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের মুক্তি এবং অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বাগেরহাট জেলা সদরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব প্রদান করেন বাগেরহাট পৌরসভার আমির জেলা মজলিসে শূরাও কর্ম পরিষদ সদস্য হাফেজ মুবারক হোসাইন। বক্তব্য রাখেন বাগেরহাট সদর থানা সেক্রেটারি ও শূরা সদস্য জননেতা মাওলানা ফেরদৌস হোসাইন। বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, গ্রেপ্তার ৮ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে চরম দমনপীড়নের পথ বেছে নিয়েছে। জামায়াত নেতাদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছেন। তাদের নির্মমতা অতীতের সকল স্বৈরাচারী শাসনকে হার মানিয়েছে। একের পর এক শীর্ষ নেতাদের বিচারের নামে ফরমায়েসী সাজা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে সরকার ক্ষান্ত হয়নি। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদের বছরের পর বছর বিনা বিচারে কারাগারে আটকে রেখেছে। তিনি বলেন, দেশব্যাপী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বায়বীয় মামলা দিয়ে গ্রেপ্তার নির্যাতন চালাচ্ছে। আদালত থেকে জামিন লাভ করলেও সরকার তাদের মুক্তি না দিয়ে ফের মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার দেখাচ্ছে। যা আইন ও মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন। সরকার গণতান্ত্রিক ব্যবস্থা, বিচার ও প্রশাসনিকসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ অবস্থায় জাতির মুক্তির জন্য জুলুমবাজ সরকারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। দেশ ও জাতিকে বাঁচাতে এ সরকারের পতনের বিকল্প নেই। রাতের ভোটের এই সরকারকে জনগণ আর এক মুহূর্ত দেখতে চায়না। অবিলম্বে আমিরে জামায়াতসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিন ও নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনরায় চালু করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন। জামায়াতের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বরিশাল মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা শফিউল্লাহ তালুকদার, মোস্তাফিজুর রহমান, শামীম কবির ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরী সভাপতি আহমদ বাইজিদ প্রমুখ।
২৭ সেপ্টেম্বর, ২০২৩

বীর মুক্তিযোদ্ধারা অমর হয়ে থাকবেন: নোবিপ্রবি উপাচার্য
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধারা জাতির কাছে চিরদিন অমর হয়ে থাকবেন। তাদের আত্মত্যাগ দেশের মানুষ সারাজীবন মনে রাখবে।  শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীতে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া রচিত ‘আমার স্মৃতি আমার কথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম আরও বলেন, মানুষের জীবনকাল অনেক ছোট কিন্তু তার কর্মকাল অনেক বড়। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়াও বেঁচে থাকবেন তার ভালো কর্মের মাঝে। তিনি কখনো মারা যাবে না। তিনি এ সমাজের মানুষের মাঝে বেঁচে থাকবেন তার মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও পরবর্তীতে মানুষের কল্যাণে সমাজ বিনির্মাণে তার কর্মের মধ্যদিয়ে। অনুষ্ঠানে নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কাজী মো. রফিক উল্যার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রকাশনা উৎসব কমিটির সদস্য সচিব মনীন্দ্র কুমার মজুমদার, গ্রন্থের রচয়িতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া, চৌমুহনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাংলাদেশ স্কাউট নোয়াখালী জেলা শাখার কমিশনার অধ্যাপক আবুল বাশার, অতিরিক্ত সচিব (অব.) বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মিলন, আতাউর রহমান, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, অন্ধ কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম বাকের, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান বাহার, বীর মুক্তিযোদ্ধা হাতিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এনামুল হক, নোয়াখালী জেলা মাধ্যমিক স্কুল সমিতির সভাপতি আবুল কাসেম প্রমুখ। ‘আমার স্মৃতি আমার কথা’ বইটিতে মুক্তি সংগ্রামের শুরু থেকে মুক্তিযুদ্ধে দুঃসহ স্মৃতির কথা, দুজন মুক্তিযোদ্ধার জীবন উৎসর্গের করুন গাঁথা, এ সময়কার রাজনীতি, মুক্তিযুদ্ধকালীন তিন দিনের দিনপঞ্জি, মুক্তিযুদ্ধে তথ্য কণিকা, মুক্ত নোয়াখালী, মুজিব বাহীনি (বিএলএফ) গঠন, জাসদের রাজনীতি, বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখা, জেল জীবনের স্মৃতি, সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি গঠন, গণপাঠাগারসহ বিভিন্ন বিষয় নিবিড়ভাবে ফুটে উঠেছে বলে মনে করে পাঠকরা। বইয়ের রচয়িতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা ও একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে গর্ববোধ করি। আমার অনেক অর্জন ও অনেক কষ্টের স্মৃতি রয়েছে। জীবনের নিয়মে আমরা সবাই একদিন চলে যাবো কিন্তু তার আগে জীবনের কিছু স্মৃতি ও অনুস্মৃতি পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়ার তাগিদেই বইটি লেখা চেষ্টা করেছি। চৌমুহনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার বলেন, মহান মুক্তিযুদ্ধে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ও একজন সফল সংগঠক হিসেবে গোলাম মোস্তফা ভূঁইয়া সমাদৃত। মুক্তিযুদ্ধের পরবর্তী রাজনৈতিক অ্বস্থায় সমাজ পরিবর্তনের অঙ্গিকার তার অবস্থানই প্রমাণ করে তিনি কেমন যোদ্ধা ছিলেন। একজন নিবেদিত প্রাণ গণমানুষের মুক্তির জন্য লড়ে যাওয়া সংগঠকের দীর্ঘায়ু কামনা করি। অতিরিক্ত সচিব (অব.) আতাউর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া একজন সৎ, পরোপকারী ও নিবেদিত সমাজকর্মী। নির্লোভ এ মানুষটির মধ্যে যদি লোভ লালসা থাকতো তাহলে আরও ওপরে ওঠতে পারতো। ২০০৭ সালে আমি সোনাইমুড়ী উপজেলার নির্বাহী অফিসার থাকাকালীন সাদা মনের একজন মানুষ হিসেবে তার নাম লিখিত প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। ‘আমার স্মৃতি আমার কথা’ বইটির প্রকাশক রাবেয়া বসরী সুবর্ণা। ১৯০ পৃষ্টার বইটির মুল্য ৩০০ টাকা।
১০ সেপ্টেম্বর, ২০২৩
X