বড় ধাক্কা খেল ইমরান খানের পিটিআই
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলকে (এসআইসি) সংরক্ষিত আসন বরাদ্দ দেয়নি দেশটির নির্বাচন কমিশন ইসিপি। ইতিমধ্যে বিভিন্ন জটিলতায় হিমশিম খাওয়া দলটির জন্য ইসিপির এই সিদ্ধান্তকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর জিও নিউজের। সোমবার (৪ মার্চ) পাকিস্তানের নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়। প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে কমিশনের পাঁচ সদস্যের মধ্যে চার সদস্য এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছেন। তবে পাঞ্জাবের ইসিপি সদস্য হাসান ভারওয়ানা এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছেন। রায়ে ইসিপি বলেছে, নারীদের সংরক্ষিত আসনের জন্য অগ্রাধিকার তালিকা জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। এরপরও ৮ ফেব্রুয়ারির নির্বাচনের আগে এসআইসি প্রয়োজনীয় তালিকা জমা দেয়নি। এই তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক ছিল। এই কারণে তাদের সংরক্ষিত আসন বরাদ্দ দেওয়া হয়নি। পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসন রয়েছে। এর মধ্যে ৭০টি আসন সংরক্ষিত। নারীদের ৬০টি ও সংখ্যালঘুদের জন্য ১০টি। জাতীয় পরিষদে রাজনৈতিক দলের প্রাপ্ত আসনের বিপরীতে এসব আসন বরাদ্দ দেওয়া হয়ে থাকে। ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তাই নির্বাচনে জয়ী পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের সংরক্ষিত আসনের ভাগ পেতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেন। যোগদানের পর সংরক্ষিত আসনের জন্য তারা ইসিপির কাছে আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানাল ইসিপি।
০৪ মার্চ, ২০২৪

প্রেসিডেন্ট প্রার্থী দিল ইমরান খানের পিটিআই সমর্থিত দল
পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মাহমুদ খান আচাকজাইয়ের নাম ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)। শনিবার (২ মার্চ) তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি। খবর জিও নিউজের। মাহমুদ খান পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টির (পিকেএমএপি) প্রধান। তিনি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কোচেয়ারম্যান আসিফ আলি জারদারির বিরুদ্ধে দেশের শীর্ষ সাংবিধানিক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসিফ আলি পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ও অন্যান্য রাজনৈতিক দলের যৌথ প্রার্থী। পিকেএমএপির প্রধান মাহমুদ খান বেলুচিস্তানের কিল্লা আবদুল্লাহ-কাম-চামান আসন থেকে এবারের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন। তাকে ভোট দিতে দলের এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান প্রেসিডেন্ট পদে মাহমুদ খানের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শুক্রবার (১ মার্চ) পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি থেকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন জাতীয় পরিষদের সদস্যরা দেশের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন।
০২ মার্চ, ২০২৪

রাজপথ দখলে আবারও মাঠে নামছে ইমরান খানের পিটিআই
পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে কারচুপির প্রতিবাদে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। আগামী ২ মার্চ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। তাদের সঙ্গে এবার অন্যান্য রাজনৈতিক দলও অংশগ্রহণ করবে বলে জানিয়েছে পিটিআই। খবর জিও নিউজের। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করছে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে বন্দি পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব ৮ ফেব্রুয়ারির ভোটে বড় ধরনের কারচুপির জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে পিটিআই। শুধু একটা কলমের খোঁচায় আমাদের আসন চুরি করে নেওয়া হয়েছে। জনগণ সাবেক পিটিআই চেয়ারম্যানকে ম্যান্ডেট দিয়েছে। জাতির ম্যান্ডেট ও আমাদের আসন আক্রমণের শিকার হয়েছে। আদিয়ালা কারাগারের বাইরে প্রথম আরেক সংবাদ সম্মেলেন পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খান শনিবার (২ মার্চ) সারা দেশে বিক্ষোভ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পিটিআই-এর নির্বাচিত সদস্যরা ২৯ ফেব্রুয়ারি শপথ নিতে সংসদে যাবেন।
২৮ ফেব্রুয়ারি, ২০২৪

আমার লিডার ইমরান খান, অন্য কেউ না : পিটিআই নেতা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সাবেক চেয়ারম্যান গহর আলি খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শোকজ নোটিশ পেয়েছেন দলটির নেতা শের আফজাল মারওয়াত। শোকজ নোটিশের প্রতিক্রিয়ায় আফজাল বলেছেন, তার লিডার ইমরান খান, অন্য কেউ না। খবর জিও নিউজের। পিটিআই নেতা আফজাল বলেন, যদি ইমরান খান আমাকে ক্ষমা চাইতে বলেন, আমি চাইব। ওমর আইয়ুবের জন্য একটি শালীন উপায় ছিল যে তিনি ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে ক্ষমা চাইতে বলতে পারতেন। সম্প্রতি পিটিআইয়ের দলের অভ্যন্তরীণ নির্বাচনকে অবৈধ ঘোষণা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। অভ্যন্তরীণ নির্বাচন বাতিল করার কারণে গহর আলি খান আর পিটিআই চেয়ারম্যান পদে ছিলেন না। এক মাসের বেশি সময় ধরে পিটিআইয়ের শীর্ষ পদটি শূন্য পড়ে ছিল। এমন পরিস্থিতিতে দলের নতুন নেতা নির্বাচন করতে চেয়ারম্যান হিসেবে আলি জাফর এবং মহাসচিব হিসেবে ওমর আইয়ুবকে মনোনয়ন দেওয়া হয়। তাদের মনোনয়ন দেওয়ার পর জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটিআই নেতা আফজাল মারওয়াত বলেন, ‘অসন্তোষজনক’ ভূমিকার কারণে গহর আলি খানকে দলীয় চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অদক্ষতা ও দুর্বল ভূমিকা গহর খানকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের কারণ। ব্যারিস্টার গহর ভদ্রলোক হলেও তার কার্যক্ষমতা সন্তোষজনক নয়। পিটিআইয়ের এই নেতা আরও বলেন, দলীয় কর্মীদের প্রত্যাশা পূরণে গহর খান ব্যর্থ হয়েছেন। একটি দলীয় কার্যালয় পরিচালনার দায়িত্ব সামলাতে গেলে ওই ব্যক্তিকে সব সময় সক্রিয় থাকতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা ঘটেনি। সাধারণ নির্বাচনের পর দলীয় নেতৃত্বে গহর খান কোনো প্রশংসনীয় ভূমিকা রাখতে পারেননি। নির্বাচনের পর তারই দলের নেতৃত্বে থাকা উচিত ছিল। কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন।
২৫ ফেব্রুয়ারি, ২০২৪

বড় দুঃসংবাদ পেল ইমরান খানের পিটিআই
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ইসলামাবাদের তিন আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তবে তাদের আপত্তি প্রত্যাখ্যান করে বিষয়টি নির্বাচন কমিশন ইসিপির কাছে পাঠান হাইকোর্ট। অবশেষে সব পক্ষ নিয়ে শুনানি শেষে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) তিন প্রার্থীকে ওই তিন আসনে বিজয়ী ঘোষণা করেছে ইসিপি। খবর দ্য নিউজের। বিজয়ী তিন পিএমএল-এন প্রার্থী হলেন আঞ্জুম আকিল, তারিক ফজল চৌধুরী ও রাজা খুররম নওয়াজ। তারা যথাক্রমে এনএ-৪৬, এনএ-৪৭ ও এনএ-৪৮ আস থেকে বিজয়ী হয়েছেন। এর আগে ইসিপির নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) আবেদন করেছিলেন পিটিআই সমর্থিত তিন প্রার্থী। তবে গত বুধবার বিষয়টি সুরাহার জন্য আদলত তাদের কমিশনে যাওয়ার নির্দেশ দেন। হাইকোর্ট থেকে এমন নির্দেশনা আসার পর শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সব পক্ষের শুনানি শেষে পিএমএল-এন প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম, পিএমএল-এন দ্বিতীয় ও পিপিপি তৃতীয় স্থান অর্জন করেছে। তবে কোনো কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ভোট কারচুপির অভিযোগ করছে আসছে পিটিআই। দলটির দাবি, অনেক আসনে তাদের সমর্থিত প্রার্থীকে ফল পরিবর্তনের মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নির্বাচনের পর থেকে দেশজুড়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে পিটিআই। এমনকি নির্বাচনে কারচুপি ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

’৭১-এর ঘটনা থেকে শিক্ষা নিতে বলল পিটিআই
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, এখন সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এবং জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর। দিনের আলোয় ভোট কারচুপির কারণে ১৯৭১ সালে আমরা ঢাকা তথা পূর্ব পাকিস্তানকে হারিয়েছিলাম, যা পাকিস্তানের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা। নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি জোট সরকার গঠনের ঘোষণা দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দলটি এ কথা বলেছে। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। পিটিআই অভিযোগ করেছে, পিএমএল-এন ও পিপিপি জনগণের রায় চুরি করেছে এবং জাতি ‘পিডিএম ২.০’ মেনে নেবে না। ২০২০-এর সেপ্টেম্বরে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নামে একটি জোট গঠন করে পাকিস্তানের বেশ কয়েকটি রাজনৈতিক দল। এই জোটে বেশ কয়েকটি দল থাকলেও এতে মূল ভূমিকায় ছিল বর্তমান জোটের পিএলএম-এন ও পিপিপি। এই জোট সফলভাবে তৎকালীন সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে উৎখাত করতে সমর্থ হয়। পদ হারান প্রধানমন্ত্রী ইমরান খান এবং পরবর্তী সময়ে তাকে বিভিন্ন মামলায় অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়। পিটিআই আরও অভিযোগ করেছে, ‘দেশের ক্ষমতা পরিবর্তনের ষড়যন্ত্রে’ প্রধান নির্বাচন কমিশনার সমর্থন দিয়েছেন এবং এর মাধ্যমে সংবিধান ও দেশের আইন প্রহসনে পরিণত হয়েছে। দলের এক মুখপাত্র বলেন, এই গোষ্ঠীকে ‘জাতি নাকচ করেছে’, কিন্তু তারা আবারও একত্রিত হয়ে পিডিএম ২.০-এর ‘নাটক’ মঞ্চস্থ করতে যাচ্ছে। মুখপাত্র দাবি করেন, ইমরান খান কারাবন্দি থাকা সত্ত্বেও জাতি পিটিআইর পক্ষে কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার সরকার গঠনের সুস্পষ্ট রায় দিয়েছে। এমনকি দলের নির্বাচনী প্রতীক ‘ক্রিকেট ব্যাট’ ছিনিয়ে নিয়েও আরও নানারকম বাধার সৃষ্টি করে পিটিআইকে দমিয়ে রাখা যায়নি। তিনি বলেন, ‘এখন সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এবং জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর। দিনের আলোয় ভোট কারচুপির কারণে ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানকে হারিয়েছিলাম, যা পাকিস্তানের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা।’ তিনি অভিযোগ করেন, যারা ‘পাকিস্তানকে বিভাজিত’ করেছিল, তাদের উত্তরসূরিরা আবারও সক্রিয় হয়ে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে জনগণের রায়কে পদদলিত করার চেষ্টা করছে। তিনি পরিষ্কার করেন, পাকিস্তানের মানুষ তাদের ভোট চুরি এবং সংবিধান ও গণতন্ত্রকে প্রহসনে পরিণত করার কোনো অপচেষ্টা সহ্য করবে না। তিনি অঙ্গীকার করেন, পিটিআই জনগণের রায় চুরির সব চেষ্টা বানচাল করবে। ঋণ সহায়তা বন্ধ করতে আইএমএফকে চিঠি দেবেন ইমরান খান : এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আইএমএফ যাতে পাকিস্তানে ঋণ সহায়তা দেওয়া বন্ধ করে, সেজন্য তিনি এ সংস্থাটিকে চিঠি দেবেন। আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করে দলের নেতা আলী জাফর সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ইমরান খান তাকে বলেছেন, আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নসহ বৈশ্বিক সংস্থাগুলোর সনদে রয়েছে কোনো দেশে সুশাসন অনুপস্থিত থাকলে সেখানে কোনো ঋণ দেওয়া যাবে না। সুশাসনের অন্যতম শর্ত হলো গণতন্ত্র। অথচ সম্প্রতি পাকিস্তানে ইতিহাসের সবচেয়ে বড় ধরনের কারচুপির নির্বাচন হয়েছে। জনরায় এখানে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাই আইএমএফ ঋণ দিয়ে এখানকার কোনো অবৈধ সরকারকে সহায়তা করতে পারে না।
২৩ ফেব্রুয়ারি, ২০২৪

শাহবাজ-বিলাওয়ালকে ৭১ থেকে শিক্ষা নিতে বলল পিটিআই
পাকিস্তানে নির্বাচনের পর প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো সরকার গঠন চূড়ান্ত হয়নি। তবে জোটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পিএলএম-এন (পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ) এবং বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এবার তাদের হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পিটিআই জানিয়েছে, জাতি জনগণের রায় চুরি করা সরকার মেনে নেবে না। তাদের অভিযোগ, পিএমএল-এন ও পিপিপি জনগণের রায় চুরি করেছে। জাতি ‘পিডিএম ২.০’ মেনে নেবে না।  পাকিস্তানের কয়েকটি রাজনৈতিক দল মিলে ২০২০ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) নামের একটি জোট গঠন করে। এ জোটে মূল ভূমিকায় ছিল পিএমএল-এন ও পিপিপি। তাদের অনাস্থা ভোটে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হন। এরপর বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।  পিটিআইয়ের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার দেশের ক্ষমতা পরিবর্তনের ষড়যন্ত্রে সমর্থন দিয়েছেন। এর মাধ্যমে সংবিধান ও দেশের আইন প্রহসনে পরিণত হয়েছে। এই গোষ্ঠীকে জাতি প্রত্যাখ্যান করছে। কিন্তু তারা আবার একসঙ্গে হয়ে নতুন নাটক পিডিএম ২.০ মঞ্চস্থ করতে যাচ্ছে বলেও দলের এক মুখপাত্র সমালোচনা করেছেন।  মুখপাত্র বলেন, কারাবন্দি হয়েও ইমরান খান পিটিআইয়ের পক্ষ থেকে কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনের বার্তা দিয়েছেন। দলের নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট ছিনিয়ে নেওয়া এবং নানাভাবে বাধা দিয়েও তাদের দমিয়ে রাখা যায়নি। তিনি বলেন, এটা সবচেয়ে ভালো সময় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এবং জনগণের রায়ের প্রতি সম্মান জানানোর।  জনরায় না মানায় পাকিস্তানকে ঢাকার পতনের মতো দুঃখজনক ঘটনার ভেতর দিয়ে যেতে হয়েছিল।  তিনি আরও অভিযোগ করেন, যারা পাকিস্তানকে বিভাজিত করেছিল তাদের উত্তরসূরিরা আবার সক্রিয় হয়েছে। রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে জনগণের রায়কে তারা পদদলিত করার চেষ্টা করছে। পাকিস্তানের মানুষ ভোট চুরি এবং সংবিধান ও গণতন্ত্রকে প্রহসনে পরিণত করার কোনো চেষ্টা সহ্য করবে না। পিটিআই জনগণের রায় চুরির সব চেষ্টা বানচাল করেছে। 
২২ ফেব্রুয়ারি, ২০২৪

দুই দলের সঙ্গে জোট গড়বে না ইমরান খানের পিটিআই
পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ১০ দিন পার হলেও এখনো কোনো সরকার গঠিত হয়নি। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলছে জোট সরকার গঠন নিয়ে আলোচনা। এই জোট গঠনের দৌড়ে পিছিয়ে নেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। তবে দলটি বলেছে, পিএমএল-এন ও পিপিপি ছাড়া অন্য যে কোনো দলের সঙ্গে তারা জোট গঠন করতে পারে। খবর জিও নিউজের। রোববার (১৮ ফেব্রুয়ারি) পিটিআইয়ের নেতা আলি মুহাম্মদ খান বলেছেন, তার দল সরকার গঠনের জন্য পিএমএল-এন বা পিপিপি ছাড়া যে কোনো দলের সঙ্গে আলোচনা করতে পারে। এর আগে গতকাল রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খান জানান, কেন্দ্র ও প্রদেশে সরকার গঠন করবে পিটিআই। পিটিআইয়ের এই নেতা বলেন, দেশের জনগণ ইমরান খানকে চায়। জনগণের ম্যান্ডেট মেনে নিতে তিনি দেশটির অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন। পিপিপি ও পিএমএল-এনকে ইঙ্গিত করে ওমর আইয়ুব বলেন, এই দলগুলো ৪০টি আসনও জিততে পারেনি। তাদের এবং অন্য সবাইকে জনগণের কথা শুনতে হবে। দেশের জনগণ ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে এবং তারা সুন্দর পাকিস্তান চায়। বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও নওয়াজ শরিফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ঘটে যাওয়া জালিয়াতির প্রধান সুবিধাভোগী বলে মন্তব্য করেছেন তিনি। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে জোট গঠন করে সরকার আসার চেষ্টা করছে বড় দলগুলো। ইতোমধ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপিসহ পাঁচটি দলের সঙ্গে জোট গড়ে সরকারের আসার কথা জানিয়েছে। তবে তারা জোট গঠন নিয়ে প্রায় সমঝোতা করে ফেললেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পিটিআই।
১৯ ফেব্রুয়ারি, ২০২৪

আন্দোলনে সমাধান খুঁজছে ইমরানের পিটিআই
পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকে নানা নাটকীয়তা চলছে। কেন্দ্র ও প্রাদেশিক সরকার গঠনের ব্যাপক তোড়জোড়ের মধ্যে ওই ভোটে কারচুপির অভিযোগে গতকাল শনিবার দেশব্যাপী বিক্ষোভ করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। পাশাপাশি কয়েকটি বিরোধী দলের সঙ্গে আলোচনা করে প্রতিবাদে অংশগ্রহণ ও সমর্থন আদায়ের চেষ্টা করছে তারা। মূলত সরকার গঠন চেষ্টার পাশাপাশি আন্দোলনের মাঠে থেকে দলটি সমাধানের পথ খুঁজছে। এদিকে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে অনিশ্চয়তা চলার পর এ ইস্যুতে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে যখন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, তখন নতুন করে দ্বন্দ্বে জড়িয়েছেন পিএমএল-এনের শীর্ষ নেতারা। যদিও ওই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছেন পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা। পিএমএল-এন ও পিপিপি সমঝোতা করায় তারা সরকার গঠন করতে যাচ্ছে। ভোটের দিন থেকে এ নির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, ফল পাল্টে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলছে পিটিআইসহ কয়েকটি দল। এমনকি এক নির্বাচিত প্রার্থীও তাকে অনিয়ম করে জিতিয়ে দেওয়া হয়েছে বলে আসন ছেড়েছেন। শুধু কি তাই? রাওয়ালপিন্ডি শহরে ভোট জালিয়াতির সঙ্গে নিজের জড়িত থাকার স্বীকারোক্তি দিয়ে গতকাল পদত্যাগ করেছেন ওই ডিভিশনের কমিশনার লিয়াকত আলি চাতা। একই সঙ্গে তিনি নিজের ও প্রধান নির্বাচন কমিশনারসহ জড়িতদের বিচার চেয়েছেন। এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে ইমরান খান জানিয়েছেন, যদি তার দল আবার ক্ষমতায় আসে, তাহলে তিনি কোনো রাজনৈতিক প্রতিশোধ নেবেন না। বরং সবাইকে ক্ষমা করে দিয়ে পাকিস্তানের উন্নতির জন্য কাজ করবেন। এর আগে শুক্রবার পিটিআই নেতা সাবেক স্পিকার আসাদ কায়সার জামায়াত-ই-ইসলামী, কওমি ওয়াতান পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের ভোটে কারচুপির আন্দোলনে সমর্থনের জন্য আহ্বান জানিয়েছেন। গতকাল পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টির সঙ্গে বসেন তিনি। দেশব্যাপী আন্দোলনের চালিয়ে যাওয়ার জন্য দলের প্রধান ইমরান তাকে সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন। আসাদ কায়সার ভোটে কারচুপির প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের পরিকল্পনা ঘোষণা করেছেন। দলীয় সিদ্ধান্তের পর সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ব্যারিস্টার সাইফ সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, সরকার গঠনের চেষ্টা অব্যাহত থাকবে। তা না হলে কেন্দ্রে ও পাঞ্জাবে বিরোধী দলের আসনে বসবে দল। এ ছাড়া খায়বার পাখতুনখোওয়ায় সরকার গঠন করবে পিটিআই। কিউডব্লিউপির প্রধান আফতাব শেরপাওর সঙ্গে বৈঠক করেছেন আসাদ কায়সার। পরে শেরপাও বলেন, এই বিতর্কিত নির্বাচন পাকিস্তানে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে না। সাবেক স্পিকার আসাদ বলেন, জালিয়াতির নির্বাচনের প্রতিবাদে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন করবে পিটিআই। এতে দেশবাসী অংশ নেবে। দেশব্যাপী এ আন্দোলনের মধ্যে লাহোর পিটিআই নেতা সালমান আকরাম রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার নিন্দা জানিয়েছে দল। এরই মধ্যে রাওয়ালপিন্ডি ডিভিশনের কমিশনের অভিযোগের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও দল এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। এ ঘটনাকে পিএমএল-এন রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দিয়েছে। ঘটনায় সন্দেহ প্রকাশ করেছে পিপিপি। পিটিআই বলছে, এগুলো ভোট কারচুপির প্রমাণ। ভোটের ফল পাল্টে দেওয়ার অভিযোগের পর ওই কমিশনারের বিরুদ্ধে জিডি করা হয়েছে। ঘটনাটিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে গুরুত্ব না দিতে বলেছেন দেশটির প্রধান বিচারপতি। এদিকে পিএমএল-এনের জ্যেষ্ঠ নেতাদের একাংশের ভাষ্য, পাকিস্তান এখন সার্বিকভাবে খুবই টালমাটাল অবস্থায় রয়েছে এবং এখন সরকার গঠনের মানে হলো ‘স্বেচ্ছায় মাথায় কাঁটার মুকুট’ পরা। পিএমএল-এনের অন্যতম জ্যেষ্ঠ নেতা খাজা সাদ রফিক দলের এ অংশের নেতৃত্বে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে শুক্রবার খাজা সাদ রফিক বলেন, ‘পিটিআই যেহেতু সবচেয়ে বেশি আসন পেয়েছে; তাই তাদেরই উচিত পিপিপির সঙ্গে জোট করে সরকার গঠন করা। দেশের বর্তমান যে পরিস্থিতি, তাতে এই মুহূর্তে সরকার গঠনে নেতৃত্ব দেওয়ার মানে হলো নিজের মুকুটকে কাঁটা দিয়ে সজ্জিত করা এবং আমরা মনে করি, পিএমএল-এনের এমন কোনো ইচ্ছে নেই।’ এর আগে শুক্রবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে যান পিটিআইর জ্যেষ্ঠ নেতা আলী মুহাম্মদ খান। তখন তাকে ইমরান খান বলেন, তিনি ক্ষমতায় গেলে রাজনৈতিক বিরোধীদের তিনি ক্ষমা করে দেবেন। তিনি আরও জানিয়েছেন, ইমরান খান তাকে বলেছেন, পাকিস্তানকে এগিয়ে নিতে হলে একটি ন্যায় ও সমন্বয়সাধন কমিটি গঠন খুবই গুরুত্বপূর্ণ। এদিকে আলাদা তিনটি মামলায় পিটিআই প্রধানকে কিছুদিন আগে দেওয়া ৩১ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন ইমরান। শুক্রবার এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী। এ ছাড়া বন্দি থাকা তার স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে এবং বর্তমানে তিনি জীবন ঝুঁকিতে রয়েছেন বলে দাবি করেছেন বুশরা বিবির ছোট বোন মরিয়ম রিয়াজ ওয়াত্তু। তার অভিযোগ, গৃহবন্দি বুশরা বিবির স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো চিকিৎসককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরানের সঙ্গে বুশরা বিবিও ১৪ বছর কারাবাসের সাজা পেয়েছেন। রাজধানী ইসলামাবাদের আবাসিক এলাকা বানি গালায় নিজেদের বাসভবনে গৃহবন্দি অবস্থায় আছেন তিনি। সূত্র: দ্য ডন, এক্সপ্রেস ট্রিবিউন, জিওটিভি।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিটিআই
পাকিস্তানের নির্বাচনে ভোটগ্রহণ এক সপ্তাহ পেরিয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সরকার গঠন সম্ভব হয়নি। দেশটিতে নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে সরকার গঠনের মতো আসন পায়নি কোনো রাজনৈতিক দল। এমন অবস্থায় নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে দলটি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আলি সাইফ বলেন, ইমরান খানের দিকনির্দেশনা অনুসারে দল পাঞ্জাব ও কেন্দ্রে বিরোধী দলে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।  ইসলামাবাদে কওমি ওয়াতানের সঙ্গে দেখা করার পর সাইফ বলেন, আমরা বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছি। যদি নির্বাচনের ফলাফল পাল্টে না দেওয়া হতো তাহলে আমরা ১৮০ আসনের জয় নিয়ে সরকার গঠন করতাম। ফরম-৪৫ অনুসারে আমাদের প্রার্থীরা জয় পেয়েছে।  পিটিআইয়ের আরেক নেতা মাশাল ইউসুফজাই বলেন, ২০২২ সালে যেসব রাজনৈতিক দল ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করেছিল তাদের সঙ্গে তারা জোট করবে না। ইমরান খান এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। তবে নির্বাচনে কারচুপির ও আন্দোলনের ব্যাপারে এসব দলের সঙ্গে যুক্ত হতে নির্দেশনা দিয়েছেন তিনি।  এদিকে শুক্রবার এক বিবৃতিতে সিন্ধুভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের জোট গ্র্যান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রধান পীর পাগারা বলেছেন, পাকিস্তানে জরুরি অবস্থা বা সামরিক আইন জারি হতে পারে। সেনাবাহিনী এখন সবাইকে পরীক্ষা করছে। সামরিক বাহিনী ছাড়া কেউ দেশের নিয়ন্ত্রণ নিতে পারবে না। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে জোট গঠন করে সরকার আসার চেষ্টা করছে বড় দলগুলো। ইতোমধ্যে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন নির্বাচনে তৃতীয় স্থান অর্জনকারী বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপিসহ ৫টি দলের সঙ্গে জোট গড়ে সরকারের আসার কথা জানিয়েছে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৪
X