পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ৭ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদের ৭ জনকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।  বুধবার (৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা হতে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।  পদোন্নতিপ্রাপ্ত ৭ কর্মকর্তা হলেন- দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুমিনুল করিম, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আমিনুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কবির আহম্মেদ, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. সুফি উল্লাহ।  প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।  এ ছাড়া জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 
০৮ মে, ২০২৪

উপজেলা নির্বাচনে অনিয়ম হলে চাকরি হারাবেন কর্মকর্তারা : ইসি হাবিব
ভোটে কোনো অনিয়ম হলে চাকরি হারাতে হবে বলে নির্বাচন কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। সোমবার (৩০ এপ্রিল) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ইসি হাবিব।   ইসি হাবিব বলেন, সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীই আমাদের কাছে সমান। যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনী অপরাধ করলে তাৎক্ষণিকভাবে উপযুক্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্রের আশপাশে প্রার্থীর কর্মীরা আচরণবিধি ভঙ্গ করলে বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নির্বাচনে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিরোধ ও প্রতিহিংসা থাকবে না। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, যশোরের পুলিশ সুপার প্রণয় জোয়ার্দারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
৩০ এপ্রিল, ২০২৪

চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে গুলি করে হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ সেলিম (৩৮) নামে এক কৃষককে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় শফিউল আলম (৪৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মানিকপুর এলাকায়  এ ঘটনা ঘটে।  চকরিয়া থানার সেকেন্ড অফিসার রাজিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম সেলিম। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মানিকপুরের বাসিন্দা নুর মোহম্মদের পুত্র। গুরুতর আহত শফিউল আলম একই এলাকার মৃত আবু সালামের পুত্র। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চকরিয়া সরকারি হাসপাতাল ও পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেকে প্রেরণ করা হয়েছে। নিহত সেলিমের পিতা নুর মোহাম্মদ জানান, গত কয়েকদিন ধরে তার পুত্রকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন একই ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ সিকদার। তার ছেলে মোহাম্মদ সেলিম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার দুই মেয়ে রয়েছে। তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় শফিউল আলম প্রকাশ, সাবেক চকিদার শফি তার ছেলে মোহাম্মদ সেলিমকে বাড়ি থেকে ডেকে এনে পূর্ব থেকে সশস্ত্র অবস্থায় ওৎপেতে থাকা ইউপি সদস্য জাহেদ সিকদারের হাতে তুলে দেন। এসময় জাহেদ সিকদার ও তার ভাগিনা বাবুসহ ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী সেলিমকে প্রথমে নিকট থেকে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এসময় শফিউল আলম প্রকাশ, চকিদার শফি এগিয়ে আসলে তাকেও গুলি করে এবং কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেলিমের স্ত্রী শফিকা খানম জানায় কেউ তার স্বামীকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসছিলেন। হুমকি দেওয়ার পর থেকে তার স্বামী বাইরে বের হতো না। তার স্বামী তামাক চাষ করতেন। স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে মোহাম্মদ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বর্তমান ইউপি সদস্য জাহেদ সিকদার। সেলিম পরাজিত হওয়ার পরও প্রতিশোধ নিতে নানাভাবে হুমকি-ধমকি দিত জাহেদ সিকদার। সরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক জানান, পূর্বের ঘটনার জের ধরে ও আধিপত্যকে কেন্দ্র করে  সন্ত্রাসীরা কুপিয়ে দুজনকে জখম করেছে। পরে মূমুর্ষু অবস্থায় সেলিমকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়ার সার্কেল) রকীব উর রাজা জানান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে সন্ত্রাসীরা এক ব্যক্তিকে হত্যা করেছে। এঘটনায় পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে রয়েছে বলেও জানান তিনি।  
১৭ এপ্রিল, ২০২৪

চাঁদপুরে মাংস ব্যবসায়ীদের সতর্ক করলেন পুলিশ সুপার
চাঁদপুর শহরের মাংস ব্যবসায়ীদের প্রকাশ্যে মূল্য তালিকা টানাতে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। একই সঙ্গে তিনি সবাইকে সরকার নির্ধারিত দামে মাংস বিক্রি করতে বলেছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে শহরের পাল বাজার ও চৌধুরীঘাট বাজার দুটি পরিদর্শনকালে তিনি ব্যবসায়ীদের এ সতর্ক করেন। এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, তরমুজের দাম মাঝারি, বড় ও ছোট সাইজ অনুপাতে মূল্য তালিকা প্রদর্শন করতে বলেছি। সরকার নির্ধারিত মূল্যে গরু, খাসি ও মুরগির মাংসের দাম প্রদর্শন করতে হবে। জিলাপিতে রং মেশানো যাবে না। ভাজার পর পুরোনো তেল ফেলে দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজালমুক্ত পণ্য নিশ্চিতে সকল ব্যবসায়ীকে সতর্ক করেছি। পরবর্তীতে পুলিশ সাদা পোশাকে ক্রেতা হিসেবে বাজার তদারকি করবে এবং অনিয়ম করলে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে পুলিশ সুপার কাঁচাবাজার, মুদি দোকান, মাংসের দোকান ও ফলের দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি পাইকারি ও খুচরা বিক্রেতা, বাজার কমিটি এবং ক্রেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন। পাশাপাশি অনুমোদিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বাজারে বেচাকেনা হচ্ছে কিনা এবং সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা আছে কিনা সে বিষয়ে তদারকি করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ডিআই-১ মনিরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মহসিন আলম, চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর হোসেনসহ জেলা পুলিশের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
২০ মার্চ, ২০২৪

সেই তিন যমজ ভাইয়ের পাশে পুলিশ সুপার
বগুড়ার ধুনটে সেই তিন যমজ ভাইয়ের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাদের দুই ভাইয়ের ভর্তির টাকা দেওয়ার দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী। গত বছর মেডিকেলে ভর্তি হওয়া অন্য ভাইকেও প্রয়োজনীয় সহযোগিতার কথা বলেছেন তিনি। গতকাল শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহারসামগ্রী তুলে দেন তিনি। এ সময় তিন যমজ ভাইয়ের মধ্যে মাফিউল হাসান, সাফিউল হাসানসহ তাদের মা আর্জিনা বেগম উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, তাদের দুই ভাইয়ের মেডিকেলে ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার
শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। সভায় জেলার অপরাধ কর্মকাণ্ড দমন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক ও শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিগত ৬ মাসে জেলার অপরাধ দমন এবং দ্রুত তদন্ত কার্যক্রম সমাপ্ত করার অনুরোধ জানান। পাশাপাশি জনগণের কাছে জেলা পুলিশের বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার সম্পূরক তথ্য প্রকাশ করেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নে উত্তর দেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত গ্রহণ করেন। সেই সঙ্গে থানা পুলিশ কর্তৃক যে কোনো ধরনের হয়রানির শিকার হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাৎক্ষণিক জানানোর অনুরোধ জানান তিনি। এ সময় পুলিশ সুপারের যোগদানের ৬ মাসে জেলার আইনশৃঙ্খলার সাফল্য তুলে ধরা হয়।
০৭ ফেব্রুয়ারি, ২০২৪

রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন সাতক্ষীরার পুলিশ সুপার
হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। কাবু হয়ে পড়েছেন গ্রামগঞ্জসহ শহরের লোকজন। কিন্তু সবকিছু উপেক্ষা করে রাতের অন্ধকারে কম্বল নিয়ে বেরিয়ে পড়েন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। সাধারণ মানুষের কষ্ট লাঘবে গত কয়েকদিন ধরে প্রতি রাতে সম্পূর্ণ নিজ উদ্যোগে সাতক্ষীরার বিভিন্ন থানার গ্রামাঞ্চলে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে শহরের খুলনা রোড মোড়, সঙ্গীতা মোড়, হাটের মোড়, মেডিকেল কলেজ মোড়ে ঘুরে খুঁজে খুঁজে অসহায়দের মাঝে এ কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। পুলিশ সুপারের সহায়তামূলক এ কার্যক্রমে সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আমিনুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমি রাতের বেলা শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে গরিব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলব্ধি করেছি। হাড় কাঁপানো শীতে শিশুরাও অসুস্থ হয়ে পড়েছে। তাই একটু উষ্ণতার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীত মৌসুম শেষ না হওয়া পর্যন্ত জেলা পুলিশ ও আমার ব্যক্তিগত সম্ভাব্য সহায়তায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা প্রত্যেকে যদি অন্তত একজন করে শীতার্তকে সহায়তা করেন তবে দরিদ্র জনগণকে শীতের কষ্ট ভোগ করা লাগত না। কম্বল পাওয়া এক বৃদ্ধ বলেন, আমাকে গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন এসপি স্যার। এতদিন কাপড় গায়ে দিয়ে ঘুমাইসি। শীত সহ্য করতে পারছিলাম না। এখন কম্বল গায়ে দিয়ে ঘুমাব।
৩১ জানুয়ারি, ২০২৪

ঢাবিতে উগ্রবাদ বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল কাল
সহিংস উগ্রবাদ বিরোধী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতীযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৬ জানুয়ারি) এন্টি টেররিজম ইউনিটি (এটিইউ) এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এর যৌথ আয়োজন এ প্রতিযোগীতার উদ্বোধন করেন এটিইউ এর ডিআইজি (অপারেশন্স) মো. আব্দুল আলীম মাহমুদ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ টি দল বিতর্কে অংশগ্রহণ করছে। উদ্বোধনী বক্তব্যে ডিআইজি (অপারেশন্স) মো. আব্দুল আলীম মাহমুদ বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা একটা বিশ্ব বিস্তৃত ব্যাধি। সকলের সম্মিলিত মনোযোগ, চিন্তাসমৃদ্ধ বিতর্ক এই ব্যাধি নিরাময়ের বিবিধ দ্বার উন্মোচন করতে পারে। সহিংস চরমপন্থা ও উগ্রবাদী মতবাদ সীমানা অতিক্রম করে সকলকে প্রভাবিত করে তাই আমরা যেন ডিবেটের শক্তির কথা মনে করি। যেসকল বিদ্বেষ, অসমতা ও ঘৃণা মানুষে মানুষে ব্যবধান ও অসহিষ্ণুতা তৈরি করছে তা আমরা শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও মনস্বীতা দিয়ে মোকাবিলা করবো। ইন্টারকানেক্টেড পৃথিবীতে আমরা বাধার পরিবর্তে ব্রীজ তৈরি করতে চাই। আমাদের ডাইভার্সিটিকে আলিঙ্গন ও বিভক্তিকে ডিবেটের মাধ্যমে প্রতিহত করতে হবে।  তরুণরাই আগামীর পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে তাই তাদের দেশের প্রচলিত আইন সম্পর্কে যথাযথ ধারণা, বহুত্ববাদে বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিতে স্বচ্ছতা খুবই জরুরি। তিনি সকলকে প্রিয় মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেন এবং দেশকে উগ্রবাদের ছায়ামুক্ত করার জন্য সকলকে একযোগে কাজ করতে বলেন। এটিইউ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন জানান, শুক্রবার প্রথম দিনের প্রতিযোগিতার ভেন্যু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বর। সেখানে বিতার্কিকরা প্রতিযোগিতায় অংশ নেন। শনিবার সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিইউ এর অ্যাডিশনাল আইজি এস এম রুহুল আমিন।
২৬ জানুয়ারি, ২০২৪

আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
মহাসড়কে চলন্ত গাড়িতে রড ছুঁড়ে ডাকাতি করতে ওঁৎপেতে থাকা আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। গ্রেপ্তার করার বিষয়ে পুলিশ সুপার আরও জানান, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তাদের সাথে থাকা বাকি ১০ ডাকাত পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিবি) নাজমুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর এলাকার হযরত আলী, একই গ্রামের মো. হাসান, চান্দিনা উপজেলার বাগমারা গ্রামের রুহুল আমিন, একই উপজেলার পরচঙ্গা গ্রামের মো. কাউছার ও ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের মো. জহির। বিভিন্ন অপরাধে জহিরের বিরুদ্ধে ১৩টি, হযরত আলীর বিরুদ্ধে আটটি ও কাউছারের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। ডাকাতি করার কৌশল নিয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা মহাসড়কে লোহার রড নিয়ে ওঁৎপেতে থাকে। তারা দুটি গ্রুপে থাকে। এক দল চলন্ত গাড়িতে রড ছুঁড়ে মারে। গাড়িটি থামলে অন্য গ্রুপ যাত্রীদের আতঙ্কিত করে ডাকাতি করে।
১৫ ডিসেম্বর, ২০২৩

ডোন্ট পাবলিশ ইট / পুলিশ সুপার সাদিরার স্বামী আটক
পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো ও আপত্তিক মন্তব্যের জেরে শুভ নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুভ নড়াইল জেলার সাবেক পুলিশ সুপার সাদিরা খাতুনের স্বামী।  পুলিশের এই কর্মকর্তাকে সম্প্রতি নড়াইল থেকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে পাঠানো হয়েছে। আজ সোমবার ডিবির একটি দল তাকে আটক করে। ডিবির সূত্র কালবেলাকে জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা সাদিরার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জানা যায়, শুভ বিভিন্ন সময়ে পুলিশের কর্মকর্তাদের নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছিলেন। তিনি নিজেকে পুলিশ কর্মকর্তার স্বামী পরিচয় দিলেও স্ত্রীর নামেও আপত্তিকর মন্তব্য এবং গুজব ছড়ান। এ সব বিষয়ে  জিজ্ঞাসাবাদ করারর জন্য তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
২৭ নভেম্বর, ২০২৩
X