চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫১ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে গুলি করে হত্যা

কক্সবাজার জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
কক্সবাজার জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ সেলিম (৩৮) নামে এক কৃষককে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় শফিউল আলম (৪৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার সেকেন্ড অফিসার রাজিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম সেলিম। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মানিকপুরের বাসিন্দা নুর মোহম্মদের পুত্র। গুরুতর আহত শফিউল আলম একই এলাকার মৃত আবু সালামের পুত্র। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চকরিয়া সরকারি হাসপাতাল ও পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেকে প্রেরণ করা হয়েছে।

নিহত সেলিমের পিতা নুর মোহাম্মদ জানান, গত কয়েকদিন ধরে তার পুত্রকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন একই ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ সিকদার। তার ছেলে মোহাম্মদ সেলিম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার দুই মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় শফিউল আলম প্রকাশ, সাবেক চকিদার শফি তার ছেলে মোহাম্মদ সেলিমকে বাড়ি থেকে ডেকে এনে পূর্ব থেকে সশস্ত্র অবস্থায় ওৎপেতে থাকা ইউপি সদস্য জাহেদ সিকদারের হাতে তুলে দেন। এসময় জাহেদ সিকদার ও তার ভাগিনা বাবুসহ ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী সেলিমকে প্রথমে নিকট থেকে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এসময় শফিউল আলম প্রকাশ, চকিদার শফি এগিয়ে আসলে তাকেও গুলি করে এবং কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সেলিমের স্ত্রী শফিকা খানম জানায় কেউ তার স্বামীকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসছিলেন। হুমকি দেওয়ার পর থেকে তার স্বামী বাইরে বের হতো না। তার স্বামী তামাক চাষ করতেন।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে মোহাম্মদ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বর্তমান ইউপি সদস্য জাহেদ সিকদার। সেলিম পরাজিত হওয়ার পরও প্রতিশোধ নিতে নানাভাবে হুমকি-ধমকি দিত জাহেদ সিকদার।

সরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক জানান, পূর্বের ঘটনার জের ধরে ও আধিপত্যকে কেন্দ্র করে সন্ত্রাসীরা কুপিয়ে দুজনকে জখম করেছে। পরে মূমুর্ষু অবস্থায় সেলিমকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়ার সার্কেল) রকীব উর রাজা জানান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে সন্ত্রাসীরা এক ব্যক্তিকে হত্যা করেছে। এঘটনায় পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাফিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

অলিম্পিকে উত্তর কোরিয়া বলে পরিচয় করায় ‘ফুঁসছে’ দক্ষিণ কোরিয়া

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেলের সংকট

একদফা আন্দোলনের আহ্বান ছাত্রদলের

ডেমরার ডিএনডি খালে পড়ে থাকে কুকুর-বিড়ালের মৃতদেহ

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় আপত্তি নেই যুক্তরাজ্যের

সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে ইন্টারনেটের ধীরগতি

আলভারেজের দাম বেঁধে দিল ম্যানসিটি

জোট বেঁধে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়া-চীনের যুদ্ধবিমানের হানা

প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, সিদ্ধান্ত রোববার

১০

পাঁচ পদে ২০ জনকে নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়

১১

মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, জানা যাবে কাল

১২

শিশু আহাদের দাফন দিয়ে বাড়িতে শুরু পারিবারিক কবরস্থানের

১৩

প্যারিসে বেরসিক বৃষ্টিতে ভিজল বিশ্ব নেতারা

১৪

শেখ হাসিনার অর্জন ধ্বংস করতে চায় হামলাকারীরা : ওবায়দুল কাদের

১৫

ইরানের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলেন বাইডেন

১৬

ইহুদিদের পছন্দ করেন না কমলা, বললেন ট্রাম্প

১৭

ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের প্রস্তাব ইসরায়েলের

১৮

যানজট সরিয়ে ভোগান্তি দূর করেন নবরু

১৯

বর্ষায় জমে উঠেছে চাক জালের হাট

২০
X