চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫১ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে গুলি করে হত্যা

কক্সবাজার জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
কক্সবাজার জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ সেলিম (৩৮) নামে এক কৃষককে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় শফিউল আলম (৪৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার সেকেন্ড অফিসার রাজিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম সেলিম। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মানিকপুরের বাসিন্দা নুর মোহম্মদের পুত্র। গুরুতর আহত শফিউল আলম একই এলাকার মৃত আবু সালামের পুত্র। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চকরিয়া সরকারি হাসপাতাল ও পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেকে প্রেরণ করা হয়েছে।

নিহত সেলিমের পিতা নুর মোহাম্মদ জানান, গত কয়েকদিন ধরে তার পুত্রকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন একই ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ সিকদার। তার ছেলে মোহাম্মদ সেলিম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার দুই মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় শফিউল আলম প্রকাশ, সাবেক চকিদার শফি তার ছেলে মোহাম্মদ সেলিমকে বাড়ি থেকে ডেকে এনে পূর্ব থেকে সশস্ত্র অবস্থায় ওৎপেতে থাকা ইউপি সদস্য জাহেদ সিকদারের হাতে তুলে দেন। এসময় জাহেদ সিকদার ও তার ভাগিনা বাবুসহ ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী সেলিমকে প্রথমে নিকট থেকে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এসময় শফিউল আলম প্রকাশ, চকিদার শফি এগিয়ে আসলে তাকেও গুলি করে এবং কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সেলিমের স্ত্রী শফিকা খানম জানায় কেউ তার স্বামীকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসছিলেন। হুমকি দেওয়ার পর থেকে তার স্বামী বাইরে বের হতো না। তার স্বামী তামাক চাষ করতেন।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে মোহাম্মদ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বর্তমান ইউপি সদস্য জাহেদ সিকদার। সেলিম পরাজিত হওয়ার পরও প্রতিশোধ নিতে নানাভাবে হুমকি-ধমকি দিত জাহেদ সিকদার।

সরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক জানান, পূর্বের ঘটনার জের ধরে ও আধিপত্যকে কেন্দ্র করে সন্ত্রাসীরা কুপিয়ে দুজনকে জখম করেছে। পরে মূমুর্ষু অবস্থায় সেলিমকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়ার সার্কেল) রকীব উর রাজা জানান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে সন্ত্রাসীরা এক ব্যক্তিকে হত্যা করেছে। এঘটনায় পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

সিলেটে ১৩টি গাড়ি পুড়ে ছাই

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে নিহত ২

গণতান্ত্রিক আন্দোলনভিত্তিক গবেষণায় ডাকসুর বিশেষ প্রণোদনা ঘোষণা

রাজধানীজুড়ে চেকপোস্ট, পুলিশের তল্লাশি

জবিতে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি

নাশকতার প্রস্তুতির সময় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ 

দেশের প্রথম এআই প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রদর্শনী

স্থানীয়দের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী রবিন 

১০

আবু সাঈদের মৃত্যু কীভাবে, জানালেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী

১১

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জানাল পূজা উদযাপন পরিষদ

১২

২০ বছরেও নির্মাণ হয়নি ধসে পড়া সংযোগ সড়ক

১৩

৩৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

১৪

দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চারা নষ্ট

১৫

র‍্যাবের অভিযানের সময় সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি, গৃহবধূ গুলিবিদ্ধ

১৬

মহাসড়কের বিভাজকে লাগানো গাছ কেটে ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমুজ্জামানের

১৮

কেরানীগঞ্জে থানায় আগুন

১৯

রাজধানীতে বিদেশি রিভলভারসহ ১ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

২০
X