চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫১ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ এএম
অনলাইন সংস্করণ

চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কৃষককে গুলি করে হত্যা

কক্সবাজার জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
কক্সবাজার জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ সেলিম (৩৮) নামে এক কৃষককে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় শফিউল আলম (৪৫) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার সেকেন্ড অফিসার রাজিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম সেলিম। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মানিকপুরের বাসিন্দা নুর মোহম্মদের পুত্র। গুরুতর আহত শফিউল আলম একই এলাকার মৃত আবু সালামের পুত্র। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চকরিয়া সরকারি হাসপাতাল ও পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেকে প্রেরণ করা হয়েছে।

নিহত সেলিমের পিতা নুর মোহাম্মদ জানান, গত কয়েকদিন ধরে তার পুত্রকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন একই ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ সিকদার। তার ছেলে মোহাম্মদ সেলিম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার দুই মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় শফিউল আলম প্রকাশ, সাবেক চকিদার শফি তার ছেলে মোহাম্মদ সেলিমকে বাড়ি থেকে ডেকে এনে পূর্ব থেকে সশস্ত্র অবস্থায় ওৎপেতে থাকা ইউপি সদস্য জাহেদ সিকদারের হাতে তুলে দেন। এসময় জাহেদ সিকদার ও তার ভাগিনা বাবুসহ ৭-৮ জন সশস্ত্র সন্ত্রাসী সেলিমকে প্রথমে নিকট থেকে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এসময় শফিউল আলম প্রকাশ, চকিদার শফি এগিয়ে আসলে তাকেও গুলি করে এবং কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সেলিমের স্ত্রী শফিকা খানম জানায় কেউ তার স্বামীকে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসছিলেন। হুমকি দেওয়ার পর থেকে তার স্বামী বাইরে বের হতো না। তার স্বামী তামাক চাষ করতেন।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে মোহাম্মদ সেলিম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন বর্তমান ইউপি সদস্য জাহেদ সিকদার। সেলিম পরাজিত হওয়ার পরও প্রতিশোধ নিতে নানাভাবে হুমকি-ধমকি দিত জাহেদ সিকদার।

সরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক জানান, পূর্বের ঘটনার জের ধরে ও আধিপত্যকে কেন্দ্র করে সন্ত্রাসীরা কুপিয়ে দুজনকে জখম করেছে। পরে মূমুর্ষু অবস্থায় সেলিমকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়ার সার্কেল) রকীব উর রাজা জানান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে সন্ত্রাসীরা এক ব্যক্তিকে হত্যা করেছে। এঘটনায় পুলিশ জড়িতদের গ্রেপ্তার করতে অভিযানে রয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট ভিক্ষা করেই পার্লামেন্টে হাজির হব : ওসমান হাদি

গার্দিওলার ১,০০০তম ম্যাচে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি

মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদলালেন প্রাথমিকের শিক্ষকরা

সুপার টাইফুন ‘ফাং-ওং’র তাণ্ডব

গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু

ঢাবিতে বিভিন্ন ছাত্রসংগঠনকে ছাত্রদল নেতার বই উপহার

জাহানারার অভিযোগে যে প্রতিক্রিয়া দিলেন বিসিবি সভাপতি

শিল্প-শিক্ষা সংযোগ জোরদারে আইএসইউতে এসআইসিআইপি ক্যারিয়ার সেশন

তামিম-শান্তকে দলে ভেড়ালো রাজশাহী

১০

জমির বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

১১

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল বিদ্যুৎ চমকানোর মতো : টুকু

১২

কারাগার থেকে দুই আসামি পলাতক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

১৪

হাসপাতালে জিলাপি বিতরণ করে অভিনব প্রতিবাদ

১৫

আবু তাহেরকে ধানের শীষে মনোনয়নের দাবিতে পথসভা

১৬

আ.লীগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক

১৭

সরকারের ভেতরে অদৃশ্য সরকার রয়েছে : রাশেদ খাঁন

১৮

হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ ১১ বছর পর আপেল আমদানি

১৯

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি

২০
X