মহাসড়কে চলন্ত গাড়িতে রড ছুঁড়ে ডাকাতি করতে ওঁৎপেতে থাকা আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
গ্রেপ্তার করার বিষয়ে পুলিশ সুপার আরও জানান, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তাদের সাথে থাকা বাকি ১০ ডাকাত পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিবি) নাজমুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার রঘুনাথপুর এলাকার হযরত আলী, একই গ্রামের মো. হাসান, চান্দিনা উপজেলার বাগমারা গ্রামের রুহুল আমিন, একই উপজেলার পরচঙ্গা গ্রামের মো. কাউছার ও ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোমকাড়া গ্রামের মো. জহির। বিভিন্ন অপরাধে জহিরের বিরুদ্ধে ১৩টি, হযরত আলীর বিরুদ্ধে আটটি ও কাউছারের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।
ডাকাতি করার কৌশল নিয়ে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা মহাসড়কে লোহার রড নিয়ে ওঁৎপেতে থাকে। তারা দুটি গ্রুপে থাকে। এক দল চলন্ত গাড়িতে রড ছুঁড়ে মারে। গাড়িটি থামলে অন্য গ্রুপ যাত্রীদের আতঙ্কিত করে ডাকাতি করে।
মন্তব্য করুন