৭০ বছরেও প্রেমিকা খুঁজতে বিজ্ঞাপন, সপ্তাহে খরচ ৪৩ হাজার টাকা
এআই গিলবার্টের বয়স ৭০ বছর। এত বয়স হলেও এই মার্কিন নাগরিকের কোনো বউ বা প্রেমিকা নেই। তাই দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগতে ভুগতে বিরক্ত হয়ে পড়েছেন। আর এই একাকিত্ব দূর বেছে নিয়েছেন অভিনব এক পন্থা। প্রেমিকার খুঁজে বিশাল বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন। এ জন্য সপ্তাহে তাকে গুনতে হয়েছে ৪০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় ৪৩ হাজার টাকারও বেশি। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাসের সুইটওয়াটারের কাছে এই বিলবোর্ড টানিয়েছেন গিলবার্ট। এমন তুঘলকি কাণ্ড করে অবশ্য সফলতাও পেয়েছেন তিনি। এক সপ্তাহের মধ্যে ৪০০ ফোন কল এবং ৫০টি ইমেইল পেয়েছেন তিনি। ২০ ফুটের ওই বিলবোর্ডে গিলবার্টের একটি ছবি প্রদর্শন করা রয়েছে। তার ছবির পাশে লেখা আছে, ‘লোনলি মেইল ক্যান রিলোকেট সুইটওয়াটার। বিয়ে করতে আগ্রহী এমন নারীর প্রয়োজন। বিলবোর্ডে বিয়ে করতে আগ্রহী এমন নারী খোঁজার কারণ নিজেই ব্যাখ্যা করেছেন গিলবার্ট। তিনি জানান, এর আগে বিয়ে করতে গিয়ে তাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। সে সময়ে অনেকে তার অর্থের পরিমাণ জানতে চেয়ে যোগাযোগ করেছেন। তবে এবার আর সেই ফাঁদে পা দেবেন না তিনি। একজন সঠিক মানুষের দেখা পাবেন বলে আশা করছেন এই বৃদ্ধ। গিলবার্ট বলেন, আমি সঠিক ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আমি এখনো সেই ব্যক্তির কল পাইনি। যদি আমি সঠিক ব্যক্তির দেখা পেয়ে যায় তাহলে আমি তার চোখের দিকে তাকিয়ে সে কীভাবে জবাব দেয় তা পর্যবেক্ষণ করব। এমনকি সঠিক মানুষের দেখা পেলে আমি ইউরোপে পর্যন্ত যেতে রাজি আছি।
৩০ এপ্রিল, ২০২৪

প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক
নাটোরের লালপুরে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার লালপুর পুরোনো বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই যুবকের নাম এমদাদুল হক। সে উপজেলার রামানান্দপুর গ্রামের মৃত সের আলীর ছেলে। অভিযুক্ত সেই নারী একই এলাকায় বাসিন্দা।  স্থানীয় সূত্রে জানা যায়, সেই মেয়ের প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এমদাদুল। গত ৬ মাস পূর্বে ওই প্রেমিকযুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পরে এক সপ্তাহের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এমদাদুল সুকৌশলে পালিয়ে যান। ৬ মাস পর ঈদে বাড়ি ফেরায় এমদাদুলকে পুনরায় বিয়ের জন্য চাপ দিয়ে থাকে ওই নারী। বিয়েতে রাজি না হওয়ায় সকাল ৬টার দিকে এমদাদুলকে লালপুর পুরোনো বাজার এলাকায় ওই নারী, তার পিতাসহ আরও কয়েকজন মিলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় প্রেমিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
১৯ এপ্রিল, ২০২৪

প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করলে প্রেমিকা দায়ী নন : দিল্লি হাইকোর্ট
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে যদি কোনো প্রেমিক বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, সেজন্য প্রেমিকা দায়ী থাকবেন না। এক্ষেত্রে প্রেমিকার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা যাবে না। বুধবার এমনই এক রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট।  আদালত বলেছে, দুর্বল ও ভঙ্গুর মানসিকতার জন্য যদি একজন পুরুষ এমন ভুল সিদ্ধান্ত নেন তাহলে প্রেমিকাকে দায়ী করা যাবে না।  আত্মহত্যার প্ররোচণায় দুই ব্যক্তিকে গ্রেপ্তারপূর্ব জামিন আবেদন নিয়ে শুনানিকালে এমন পর্যবেক্ষণ দেয় আদালত। বিচারক অমিত মহাজন আরও বলেন, একজন শিক্ষার্থী যদি পরিক্ষায় খারাপ করার কারণে আত্মহত্যা করে তার জন্য তো কাউকে দোষারোপ করা যায় না। খবর টাইমস অব ইন্ডিয়ার।  এর আগে এমনই রায় দিয়েছিল ছত্রিশগড়ের একটি আদালত।  একজন নারী ও তার এক বন্ধুর জন্য আগাম জামিনের শুনানিকালে দিল্লি হাইকোর্ট আজ এই মন্তব্য করেন। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তাদের উসকানিতে ২০২৩ সালে একজন পুরুষ আত্মহত্যা করেছেন। নিহত ব্যক্তির পিতা থানায় অভিযোগে বলেছেন, আগে থেকেই তার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবতীর। একই সঙ্গে তিনি অন্য এক যুবকের সঙ্গে প্রেম করতে থাকেন।  নিহত ব্যক্তির পিতা আরও অভিযোগ করেন, ওই যুবতীর দ্বিতীয় প্রেমিক প্রথম প্রেমিকের কাছে জানায়, যুবতীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক আছে এবং তারা খুব তাড়াতাড়িই বিয়ে করতে যাচ্ছেন। এ কথা শুনে প্রথম প্রেমিক আত্মহত্যা করেন। তার মা তার রুম থেকে মৃতদেহ উদ্ধার করেন। সেখানে একটি আত্মহত্যার চিরকুট পাওয়া যায়।  চিরকুটে তিনি লিখেন, ওই যুবতী ও তার দ্বিতীয় প্রেমিকের কারণে আত্মহত্যা করেছেন। আদালত এটা আমলে নিয়ে বলেছে, চিরকুটে নাম উল্লেখ করে গেছেন মৃত ব্যক্তি। কিন্তু তার অর্থ এই নয়, আত্মহত্যায় প্ররোচণা দিয়েছেন তিনি। 
১৮ এপ্রিল, ২০২৪

প্রেমিকের হাতে প্রেমিকা খুন
ঢাকার সাভারে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন শিমুল আলী রেজা ও ববিতা নামে দুই তরুণ-তরুণী। বাসা ভাড়া নেওয়ার মাত্র ৩ দিনের মাথায় নিজ প্রেমিকা ববিতাকে খুন করে শিমুল আলী রেজা। খুনের দায়ে শিমুল আলী ওরফে শিমুল রেজাকে (২৬) মঙ্গলবার ভোররাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম। গ্রেপ্তার শিমুল রাজশাহী জেলার দুর্গাপুর থানার জয়কৃষ্ণপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। নিহত ববিতা গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার পশ্চিম খাটিয়ামারি গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, নিহত ববিতা গাজীপুরে থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন। প্রায় ছয় মাস আগে তার পূর্বের স্বামীর সাথে বিচ্ছেদ হলে আশুলিয়ার ইউনিক এলাকায় এসে ভাড়া থাকতে শুরু করেন। পরে শিমুলের সঙ্গে নিহত ববিতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ববিতা শিমুলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। তবে শিমুল বিয়েতে রাজি না থাকায় ববিতাকে হত্যার পরিকল্পনা করে।  সে অনুযায়ী শিমুল স্বামী-স্ত্রীর পরিচয়ে আশুলিয়ার ইউনিক এলাকার দ্বীন মোহাম্মদের বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার দুই দিন পর ববিতাকে শ্বাসরোধে হত্যা করে কক্ষের বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায় শিমুল। এ ঘটনায় নিহতের ভাই বাদশা মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আবুল মালেক বলেন, হত্যাকারী খুব চালাক প্রকৃতির লোক। তিনি হত্যাকাণ্ডের পরে নিহতের ভোটার আইডি কার্ডসহ সমস্ত কাগজপত্র লোপাট করে নিয়ে যায়। তাকে গ্রেপ্তার করতে ববিতার পূর্বের স্বামীর সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করি। পরে তথ্যের ভিত্তিতে আমরা শিমুলকে গ্রেপ্তার করি।
৩০ জানুয়ারি, ২০২৪

কমবয়সী প্রেমিকের কাছে বয়স লুকাতে জাল পাসপোর্ট বানালেন প্রেমিকা
বেইজিং বিমানবন্দরে চীনের এক নারী জাল পাসপোর্ট ব্যবহার করার জন্য ধরা পড়েছেন। বয়সে ১৭ বছরের ছোট প্রেমিকের কাছ থেকে তার আসল বয়স লুকানোর জন্য তিনি এমন কাজ করেছেন বলে জানা গেছে।  সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) এক প্রতিবেদনে জানায়, ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের পরিদর্শনের জন্য তার পাসপোর্ট দিয়েছিলেন। এসময় এক কর্মকর্তা তার পাসপোর্টের তথ্য পরীক্ষা করে কিছু ‘অস্বাভাবিকতা লক্ষ্য করেন। কর্তৃপক্ষ জানায়, ওই নারী ১৯৮২ সালে জন্মগ্রহণ করেছিলেন। কর্মকর্তারা ওই নারীকে নথিপত্র দেখাতে বললে তিনি হতাশ ও নার্ভাস হয়ে পড়েন। তিনি কর্মকর্তাদের কাছ থেকে পাসপোর্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তিনি প্রেমিককে চেকপয়েন্ট দিয়ে এগিয়ে যাওয়ার জন্য একান্তে অনুরোধ বলেছিল। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, একসময় জানা যায়, ওই নারীর দুটি চাইনিজ পাসপোর্ট রয়েছে। একটিতে দেওয়া আছে তার আসল বয়স ৪১, অন্যটিতে তার বয়স ২৭। তিনি বিমানবন্দর  কর্মকর্তাদের জানান, তার ২৪ বছর বয়সী প্রেমিকের কাছ থেকে তার আসল বয়স লুকাতে চান বলেই এমনটা করেছেন। কারণ তার আশঙ্কা, এটি তাদের সম্পর্ককে প্রভাবিত করবে।  যখন এ দম্পতি জাপানে যাওয়ার পরিকল্পনা করেন, তখন তিনি একটি জাল পাসপোর্ট পেতে ৯শ ডলার খরচ করেছিলেন। সেখানে তার জন্মের বছর ১৯৯৬ উল্লেখ করা হয়।  অভিবাসন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে তিনি হতাশার সাথে চিৎকার করে বলেন, ‘আমি কেবল আমার বয়স পরিবর্তন করেছি।’ তাকে অবশেষে ৩ হাজার ইউয়ান জরিমানা করা হয় এবং তার জাল পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। ঘটনাটি চীনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অবাক করেছে, যারা ওয়েইবো এবং অন্যান্য প্ল্যাটফর্মে হাস্যকর মন্তব্য পোস্ট করেছেন।   সাউথ চায়না মর্নিং পোস্ট একজন সামাজিক যোগাযোগমাধ্যমকারীকে উদ্ধৃত করে লিখেছে, ‘তিনি ১৯৮২ থেকে তার জন্মের বছর পরিবর্তন করে ১৯৯৬ করেছেন, এটি একটি উল্লেখযোগ্য বয়সের ব্যবধান। তার প্রেমিক কি আগে লক্ষ্য করেনি?  
০৬ ডিসেম্বর, ২০২৩

অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুই ঢুকিয়ে দিলেন প্রেমিকা
প্রেমিকার সঙ্গে তর্কের জেরে সুই দিয়ে জখম করা হলো প্রেমিকের চোখ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি-ডেড কাউন্টিতে স্থানীয় সময় শনিবার এমন ঘটনা ঘটেছে।  যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, পুলিশ জানায়, অন্য নারীর দিকে তাকানো  নিয়ে  ৪৪ বছর বয়সী  সানড্রা  জিমেনেজের সঙ্গে তার প্রেমিকের  বাক-বিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে  জিমেনেজ  তার প্রেমিকের চোখে ইনজেকশনের সুঁই ঢুকিয়ে দেন। কুকুরের জলাতঙ্ক চিকিৎসার জন্য দুইটি ইনজেকশনের সুই এনেছিলেন ভুক্তভোগী ব্যক্তি।  ভুক্তভোগী ব্যক্তি জানান, তার সঙ্গে আট বছর ধরে প্রেম চলছিল জিমেনেজের। একটি সোফায় শুয়ে থাকার সময় তার ওপর সুই নিয়ে ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত ওই নারী।  স্থানীয় সংবাদমাধ্যম জানায়, চোখে আঘাত পাওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি ৯১১-এ ফোন দিয়ে পুলিশ ডাকেন।  জিমেনেজ এসময় পালিয়ে তার নিজের বাসায় যান। সেখান থেকে পুলিশ তাকে আটক করে।  তবে জাতীয় সফল অভিযোগ অস্বীকার করেছেন জিমেনেজ। তার দাবি ভুক্তভোগী নিজের কারণে চোখে আঘাত পেয়েছেন। 
২৯ নভেম্বর, ২০২৩

আবারও বিয়ে করলেন কণ্ঠশিল্পী নোবেল
আবারও বিয়ে করলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে ফারজান আরিশা নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবি। এর আগে রোববার রাতে আরিশার সঙ্গে কিছু ছবি প্রকাশ করেন নোবেল। যেখানে তাদের বেশ ঘনিষ্ঠ দেখা গেছে।  জানা গেছে, আরিশা খুলনার মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলরে সঙ্গে পরিচয় হয় তার। এরপর নড়াইলে দুজনে দেখাও করেছেন অনেকবার। সেখান থেকেই সম্পর্কের সুচনা।  আরও জানা যায়, এর আগে একটি বিয়ে হয়েছে আরিশার। তার সেই স্বামী একজন ফুড ব্লগার। গত বছরই বিয়ে হয়েছিল তাদের। নোবেলের সঙ্গে আরিশার বেশ কিছু ছবি প্রকাশ্যে আসার পর আরিশার প্রথম সংসার নিয়েও চলছে আলোচনা। সেই সংসারে তার বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে এখনও অনিশ্চিত।  বিয়ের বিষয়ে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।  এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। তবে কয়েক বছর পরই নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল। তখন গায়কের স্ত্রী অভিযোগ করেছিলেন, নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত। তাকে নানাভাবে নির্যাতন করেন এই কণ্ঠশিল্পী। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন সালসাবিল।
২০ নভেম্বর, ২০২৩

প্রেমিকের বাড়িতে গিয়ে হত্যাচেষ্টার শিকার প্রেমিকা
ভালোবাসার মানুষকে নিজের করে না পেয়ে অনেকে সারা জীবন কাটিয়ে দেন একাকী। আত্মহত্যা করেন অনেকে। এমনি এক ঘটনা ঘটেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকার ৬নং ওয়ার্ডে। উপজেলা শহরের পার্শ্ববর্তী ইউনিয়ন গারুড়িয়ার কান্তা হাসান মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর (১৬) সঙ্গে গত দেড় বছর আগে পরিচয় হয় পৌরসভার ৬নং ওয়ার্ডের এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে। একপর্যায়ে দুজনে মিলে ঘর ছেড়ে কিছুদিন আগে পালিয়ে ছিলেন ঘর বাঁধার স্বপ্ন নিয়ে। কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রেমিক প্রেমিকাকে ফিরতে হয় বাড়িতে। এসব ঘটনা স্থানীয়ভাবে, সালিশ মীমাংসার মাধ্যমে প্রেমিক-প্রেমিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।  এই ঘটনার কিছুদিন পার হতে না হতেই ৭ অক্টোবর রাতে প্রেমিক তার প্রেমিকাকে ফোন করে ডেকে আনে তার নিজেদের দোকানে। প্রেমিকের পরিবার আজ সকালে দোকানের ভেতরে মেয়েকে দেখে ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। পরে প্রেমিকের বাবা শাহ আলম ও তার খালা মেয়েটির গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। গলায় ফাঁস পড়ে জ্ঞান হারালে তাকে মৃত ভেবে দোকানের সামনে রাস্তায় ফেলে দেয়।  স্থানীয়রা তাকে সড়কে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চার ঘণ্টা পর মেয়েটির জ্ঞান ফিরলে তার মা-বাবাকে খবর দেওয়া হয়। প্রেমিকার মা আক্ষেপ করে বলেন, আমার মেয়েকে যারা হত্যা করতে চেয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।  এ বিষয়ে বাকেরগঞ্জ থানা ওসি তদন্ত মোস্তফা জানান, রুবি বেগম নামে একজন লিখিত অভিযোগ করেন, তার মেয়েকে মারধর করেছে। বর্তমানে সে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
০৭ অক্টোবর, ২০২৩

প্রেমিকা চলে যাওয়ায় আধমণ দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
গোপালগঞ্জের মুকসুদপুরে বেকারত্বের অজুহাত দিয়ে প্রেমিকা চলে যাওয়ায় সুরমান মোল্লা (২২) নামের এক যুবক আধমণ দুধ দিয়ে গোসল করেছেন। প্রেমিকা চলে যাওয়ার শোকে আত্মহননের সিদ্ধান্তও নিয়েছিলেন ওই যুবক। পরে বন্ধুদের পরামর্শে আত্মহননের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেংরাখোলা গ্রামের শত শত মানুষের সামনে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন সুরমান। গোসল শেষে গ্রামবাসীর মধ্যে মিষ্টিও বিতরণ করেন তিনি। এ সময় বন্ধুরা গলায় ফুলের মালা দিয়ে তাকে অভিনন্দন জানায়। সুরমান ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।  এ বিষয়ে সুরমান মোল্লা বলেন, ‘আমার সঙ্গে ওই মেয়ের পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সে আমার বেকারত্ব, অসহায়ত্ব সবকিছুই জানত। আমাকে অভয় দিত, ‘আমার কিছু থাকা লাগবে না। শুধু ভালোবাসা দিলেই চলবে।’ কিন্তু কয়েকদিন আগে আমি বেকার, সেই অজুহাতে আমার সে সম্পর্কের ছেদ টানে।’ তিনি বলেন, ‘বিষয়টি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ভেবেছিলাম আত্মহত্যা করব। বন্ধুরা আমাকে অনেক বুঝিয়ে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনে। তারা দুধ দিয়ে গোসল করে প্রেমের ব্যর্থতা ভোলার পরামর্শ দেয়। সে কারণে বৃহস্পতিবার আমি ২০ লিটার দুধ দিয়ে ৩০০ মানুষের সামনে গোসল করেছি। শুধু তাই নয়, গ্রামবাসীর মধ্যে মিষ্টিও বিতরণ করেছি। জীবনে আর কোনোদিন প্রেম করব না বলে ওয়াদা করেছি। সৃজনশীল কাজ করে সমাজে প্রতিষ্ঠিত হব। এটি এখন আমার সবচেয়ে বড় লক্ষ্য।’ ওই গ্রামের বাসিন্দা ফোরকান মোল্লা বলেন, ‘ট্যাংরাখোলা গ্রামের এক মেয়ের সঙ্গে টানা ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল সুরমান মোল্লার। সুরমান বেকার তাই গত ২২ সেপ্টেম্বর তার প্রেমিকা সম্পর্কের ইতি টানেন। এতে সুরমান মুষড়ে পড়েন। বন্ধুদের পরামর্শে প্রেমে ব্যর্থতার গ্লানি ঘোঁচাতে গ্রামের ৩ শতাধিক মানুষের সামনে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন। শুধু তাই নয়, গ্রামবাসীকে মিষ্টি খাইয়েছেন ও বিতরণ করেছেন। তার এ সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার যৌক্তিকতা নেই।’
২৯ সেপ্টেম্বর, ২০২৩

প্রেমিকা মোবাইল নম্বর ব্লক করায় প্রেমিকের আত্মহত্যা
প্রেমিকা মোবাইল নম্বর ব্লক করায় প্রেমিক আহসান হাবিব (১৮) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (১৬ আগস্ট) শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গতকাল রাতে উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের বটুয়া বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাবিব সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। পরে আর লেখাপড়া না করে ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করে। প্রায় দু’বছর আগে পার্শ্ববর্তী দেবকরা গ্রামের লদের বাড়ির এক স্কুলছাত্রীর সঙ্গে পরিচয় হয়। এরপর মোবাইলে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে ছয় মাস আগে তারা বিবাদে জড়িয়ে প্রেমের ইতি টানেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তারা পরিবারের অগোচরে আবার মোবাইলে কথা বলা শুরু করে। তবে গত ১৪ আগস্ট হঠাৎ করে আহসানের সঙ্গে স্কুলছাত্রীর (প্রেমিকা) মোবাইলে কথা বলার সময় তর্কবিতর্ক হয়। আহসানের বড় বোন শারমীন আক্তার রুনু পুলিশকে জানান, আমার ভাই ওই রাতে তার প্রেমিকাকে মোবাইল নম্বর ব্লক না করার অনুরোধ করে। কিন্তু তার প্রেমিকা নাম্বার ব্লক করে দেওয়ার হুমকি দিলে আহসানও আত্মহত্যার হুমকি দেয়। একপর্যায়ে নিজ ঘরে একটি সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে গতকাল সকালে পরিবারের সদস্যরা আহসানের সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে থানা পুলিশকে খবর দেয়। শাহরাস্তি থানার ওসি জানান, এ ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
১৬ আগস্ট, ২০২৩
X