জাজিরা প্রেস ক্লাবের সভাপতি পলাশ, সম্পাদক শাওন
শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দৈনিক সংবাদের প্রতিনিধি মো. পলাশ খানকে সভাপতি ও দৈনিক আজকের দর্পণের জাজিরা প্রতিনিধি শাওন বেপারিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ মে) বিকেলে জাজিরায় অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে জাজিরা উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদ পুনঃগঠন ও মফস্বল সাংবাদিকতাবিষয়ক শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ওই কমিটি ঘোষণা করা হয়। দৈনিক সংবাদের প্রতিনিধি মো. পলাশ খানকে সভাপতি ও দৈনিক আজকের দর্পণের জাজিরা প্রতিনিধি শাওন বেপারিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন স্বপন খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বুলেটের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি অনল কুমার দে।  এ ছাড়াও উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা, জাজিরা পৌরসভা মেয়র ইদ্রিস মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, সময় টিভির জেলা প্রতিনিধি বিএম ইস্রাফিল, চ্যানেল২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল আমিন রবিন, ভোরের পাতার জেলা ব্যুরো প্রধান জামাল মল্লিক, এশিয়ান টিভির প্রতিনিধি ফারুক আহম্মেদ মোল্লা, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ছগির হোসাইন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম শাকিল, মাইটিভির প্রতিনিধি সজিব শিকদার, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শরিফুল আলম ইমন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহিদ হাসান রনি, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি বেলাল আহমেদ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইফ রুদাদ, জাগো নিউজ২৪ এর জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি মো. হৃদয়, কালেরকণ্ঠের জাজিরা প্রতিনিধি মাহবুব আলম, প্রতিদিন খবরের জেলা প্রতিনিধি মিরাজ পালোয়ান, আজকের দর্পণের শিবচর প্রতিনিধি মীর ইমরান, যায়যায়দিনের নড়িয়া প্রতিনিধি মো. রাব্বি ছৈয়ালসহ জেলা ও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। কমিটির অন্যরা হলেন নির্বাহী সভাপতি জামাল মাদবর (দেশ২৪নিউজ), সহসভাপতি সাইদ আকন (দিন প্রতিদিন), মুহাম্মদ বরকত উল্লাহ্ (বিডি স্টার টিভি ও ঢাকা ক্যানভাস) ও মানজারুল ইসলাম মিলন (দৈনিক মাতৃজগত), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম (দৈনিক কালবেলা), সাংগঠনিক সম্পাদক সাগর মিয়া (দৈনিক খবরপত্র), দপ্তর সম্পাদক হানিফ বেপারী (দৈনিক দিনের কণ্ঠ), কোষাধ্যক্ষ রাসেদুল ইসলাম রিয়াদ (বাংলাদেশ সমাচার), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ (আমাদের মাতৃভূমি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মিয়া (আজকের দৈনিক)। ওই কমিটির নির্বাহী সদস্যরা হলেন, মাহমুদুল হাসান, শাহিন আলম, দেলোয়ার মুন্সি, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বাবু এবং সদস্য জাফর আহমেদ, মো. মাহবুব আলম, মনির হোসেন ও শফিকুজ্জামান রুবেল। ২০১৫ সালে তৎকালীন একাত্তর টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি প্রায়ত আনোয়ার হোসেন পলাশ ও নুরুল আমিন বুলেট এর উদ্যোগে জাজিরা উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাতা সভাপতি মারা যাওয়ায় সংগঠনটি স্থবির হয়েছিল। জাজিরা উপজেলার সাংবাদিকদের মধ্যে শৃঙ্খলা রক্ষার স্বার্থে সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে গত জানুয়ারির ২৩ তারিখে নতুন কমিটি গঠন করা হয়।
১১ মে, ২০২৪

৩ সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার মামলা
বরগুনার পাথরঘাটা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করায় ৩ সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান। আল মামুন নামের এক ব্যক্তির পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তার চাচাতো ভাই লিটন হাওলাদার এ মামলা দায়ের করেন।   মামলার আসামিরা হলেন- সংবাদ সম্মেলনকারী ভুক্তভোগী আসমা আক্তার, চরদুয়ানী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবর রহমান, আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি তারিকুল ইসলাম ওরফে কাজী রাকিব, দৈনিক কালবেলার পাথরঘাটা প্রতিনিধি আল আমিন ফোরকান, মোহনা টেলিভিশনের পাথরঘাটা প্রতিনিধি সুমন মোল্লা ও অলি উল্লাহ নামে এক যুবক। পাথরঘাটার সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আল মামুন নামে এক প্রবাসী ভুক্তভোগী আসমার স্বামী মনিরকে সৌদি আরব নিয়ে যায়। এরপর থেকে আসমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়। পরে মামুন দেশে এসে আসমাকে বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাব দেন। আসমা এ প্রস্তাবে রাজি না হওয়ায় তার স্বামী মনিরকে সৌদি আরবে বসে মামুনের লোকজন জিম্মি করে নির্যাতন করে। এ ছাড়া আসমাকে তালাক দিতে চাপ প্রয়োগ করে। পরে মামুন দেশে এসে সৌদী আরবে জিম্মি রাখা মনিরকে হত্যা করার ভয় দেখিয়ে আসমাকে এক মাস আটকে রেখে ধর্ষণ করে। পরবর্তীতে আসমাকে তালাক দিতে মনিরকে দেশে পাঠায় মামুন। মনির তার স্ত্রী আসমাকে তালাক না দেওয়ায় বিভিন্ন জেলায় মনির ও আসমার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করায় আল মামুন। এর একটি মামলায় গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয় মনির। এতে অতিষ্ঠ হয়ে গত ৮ ফেব্রুয়ারি পাথরঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আসমা। এই সংবাদ সম্মেলনের জের ধরে সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করান আল মামুন। ওই সময় আরও বেশ কয়েকজন সাংবাদিককেও মামলার হুমকি দেন তিনি। এদিকে পাথরঘাটার তিন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক জাফর ইকবাল ও পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জয় বিশ্বাস ও আরিফ তাওহীদ। অতি শিগগিরই এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। পাথরঘাটা প্রেস ক্লাবে সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভুক্তভোগীরা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করবেন। তাতে সাংবাদিকরা বিভিন্ন মাধ্যমে প্রচার করবে। যদি সাংবাদিকরা ভুক্তভোগীদের অভিযোগ প্রকাশ করায় মামলার শিকার হন তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? অতি শিগগিরই সাইবার ট্রাইব্যুনাল আইন বাতিলসহ এ মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান জানান, চলতি মাসের ৪ তারিখে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য আদালত কর্তৃক পাথরঘাটা থানায় প্রেরণ করা হয়েছে।
২৯ এপ্রিল, ২০২৪

‘বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে’
বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী।  শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রুহুল আমিন গাজী বলেন, গণমাধ্যমের টুঁটি এমনভাবে চেপে ধরা হয়েছে যে এর স্বাধীনতা এখন পুরোপুরি বিপন্ন। দুঃশাসন পাকাপোক্ত করতে গণমাধ্যমকে হুমকি, ভয় প্রদর্শন, সাংবাদিক হত্যা, গ্রেপ্তার ,নির্যাতন চলছেই। কথায় কথায় গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। সাংবাদিকদের জেলে ঢুকানো হচ্ছে। নানান কালা কানুন তৈরি করে গণমাধ্যমকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলা হয়েছে। গণমাধ্যম শিল্পে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করায় গণমাধ্যম এখন সত্য তুলে ধরতে পারছে না। এসব কারণে গণমাধ্যম দিন দিন জনগনের আস্থা হারিয়ে ফেলছে। সাংবাদিক নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, স্মরণকালের ইতিহাসে মিডিয়া এবং মিডিয়া কর্মীদের এমন দুর্দিন আর কখনো দেখা যায়নি। সমাজ-রাষ্ট্রের অনিয়ম-দুর্নীতি, ত্রুটি-বিচ্যুতি, নিপীড়ন-নির্যাতন ও বীভৎসতার স্বরূপ নাগরিক সমাজের সামনে প্রকাশ করার শক্তিশালী ঘটনাধারী এ মহান  মাধ্যম এবং মাধ্যমটির কর্মীগণ-ই আজ ভয়ংকর এক পরিস্থিতিতে আবর্তিত হচ্ছে। গত ১৫ বছরে ৬০ জন সাংবাদিক হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলে ঢুকানো হয়েছে অনেক সাংবাদিককে। সত্য প্রকাশ করতে কিংবা পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে হামলা-মামলা ও নিষ্ঠুর  নির্যাতনের শিকার হয়েছেন বহু সাংবাদিক। এমনকি কখনো কখনো প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হচ্ছে। সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যম গণমাধ্যমের হতে পারছে না। সত্য তুলে ধরতে না পারায় সংবাদমাধ্যম দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে। যা সংবাদমাধ্যমকে অস্তিত্বের সংকটে ধাবিত করছে। গণমাধ্যম সব সময় জনগণের পক্ষে থাকার কথা। কিন্তু কীভাবে জানি না, জনগণের সঙ্গে গণমাধ্যমের একটা দূরত্ব তৈরি হয়েছে। কালে কালে সে দূরত্বটা বাড়ছেই শুধু। আমরা জানি না আমাদের মিডিয়া মালিকরা তা অনুধাবন করছেন কি না! আমাদের সবচেয়ে বড় সঙ্কট হচ্ছে গণতন্ত্রের সঙ্কট। গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের যে স্বাধীনতা থাকে না তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আলোচনায় অংশ নেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, আবু বকর, ম হামিদুল হক মানিক, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেইউএম'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
২৭ এপ্রিল, ২০২৪

পাবনায় সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দিল সন্ত্রাসীরা
নকল দুধ তৈরির সংবাদ প্রকাশের জেরে পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দিয়েছে নকল দুধ ব্যবসায়ীদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা।  মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার পুঁইবিল গ্রামে এ মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আহত ওই সাংবাদিকের নাম মানিক হোসেন। তিনি দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি ও ভাঙ্গুড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। মারধরের সময় মানিকের মোটরসাইকেল ও মোবাইল কেড়ে নেয় সন্ত্রাসীরা।  অভিযোগে জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের চক লক্ষীকোল গ্রামের দুগ্ধ ব্যবসায়ী রাজীব আহমেদ এবং কৈডাঙ্গা গ্রামের আবুল বাশার দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে বাজারজাত করে আসছেন। এ নিয়ে কিছুদিন আগে মানিকসহ কয়েকজন সাংবাদিক নকল দুধ তৈরির ভিডিও ধারণ করেন। এসব ভিডিও উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে দেখালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগ ও সুশীল সমাজের বক্তারা এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেন।  পরে এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাজিব আহমেদ ও আবুল বাশারের নেতৃত্বে বায়েজিদ, রাজিব ও মাহাতাবসহ দশ বারোজন ভাড়াটিয়া সন্ত্রাসী মঙ্গলবার সকালে পুঁইবিল সড়কে মানিককে একা পেয়ে পিটিয়ে পা ভেঙে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মানিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থা মুমূর্ষু হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা মানিককে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।  আহত সাংবাদিক মানিক বলেন, সংবাদ প্রকাশের পর থেকেই নকল দুধ তৈরির ব্যবসায়ীরা বাড়িতে এসে কয়েকদিন হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে এবং সেই পেটানোর ভিডিও করেছে তারা। আমার মোটরসাইকেল ও মোবাইল কেড়ে নিয়েছে। আমি আমার পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইকরামুন নাহার শেলী বলেন, এক্স-রেতে দেখা যায় মানিকের পায়ের হাড় ডিসপ্লেস হয়ে গেছে। এর চিকিৎসা ভাঙ্গুড়ায় সম্ভব নয়। তাই পাবনায় পাঠানো হয়েছে।  ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ বিষয়ে মামলা রুজু হলে আসামিদের আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া নকল দুধ তৈরির বিষয়টি বর্তমানে খুবই আলোচিত। এ বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৬ এপ্রিল, ২০২৪

প্রতিবন্ধী মনিরুল ইসলামের পাশে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর প্রেসক্লাব
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার শাজাহানপুর ইউপির নরেন্দ্রপুর গ্রামের পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী মনিরুল ইসলামের (৩৫) পাশে দাঁড়িয়েছে নবগঠিত ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর প্রেসক্লাব’। শনিবার (৬ এপ্রিল) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে তাকে হুইলচেয়ার দেওয়া হয়।    জানা গেছে, সদর উপজেলার শাজাহানপুর ইউপির নরেন্দ্রপুর গ্রামের প্রতিবন্ধী মনিরুল ইসলাম টাকার অভাবে হুইলচেয়ার কিনতে পারছিলেন না। আবার হুইলচেয়ার না থাকায় চলাচলেও বেশ কষ্ট হতো। সকালে তাকে একটি হুইলচেয়ার উপহার দেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কালবেলা প্রতিনিধি মহা. আবুল হায়াত শাহীন।  তিনি বলেন, গণমাধ্যম কর্মীদেরকে বলা হয় সমাজের দর্পণ। সমাজের সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি আমারাও দুস্থ মানুষের পাশে দাঁড়াব।‌ আমাদের এ প্রেসক্লাবের যাত্রার শুরুতে একজন পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছি। আগামী দিনেও এ প্রেসক্লাবের সদস্যরা মানবিক সহযোগিতা অব্যাহত রাখবে।  এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও যায়যায়দিন এর প্রতিনিধি সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধাক্ষ মো হাফিজুর রহমান, খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।  প্রসঙ্গত, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি নাম। এখানে তার নাম স্মরণীয় করে রাখতে এবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ’ এর শুভ উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের‌ বিশিষ্টজনদের উপস্থিতিতে আত্মপ্রকাশ করে অন্যতম বৃহত্তর একটি প্রেসক্লাব।
০৬ এপ্রিল, ২০২৪

নন্দীগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি তুহিন, সম্পাদক হানিফ
বগুড়ার নন্দীগ্রামে অনলাইন গণমাধ্যম সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত অনলাইন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় প্রথমবারের মতো একটি সাংবাদিক সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যায়। নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে তুহিন আহমেদ (নতুন সময়) ও সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন হানিফ (কালবেলা) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুই ঘণ্টা ভোটগ্রহণ চলে। জাতীয় অনলাইন প্রেসক্লাব ঢাকার অন্তর্ভুক্ত এই শাখা সংগঠনের ৩৯ জন ভোটারের মধ্যে ৩৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১টি ভোট বাতিল হয়েছে। সভাপতি পদে তুহিন আহমেদ ২২ ভোটে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বী রাসেল মাহমুদ পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন ৩৩ ভোটে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বি আব্দুল আহাদ পেয়েছেন ২ ভোট। সহসভাপতি পদে আব্দুল মান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
২৯ মার্চ, ২০২৪

ভেনিস-বাংলাদেশ প্রেস ক্লাবের আয়োজনে ইতালিতে তুষার পর্বত ভ্রমণ
ইতালির ভেনিসে ইউরোপের আলোড়ন সৃষ্টিকারী গণতান্ত্রিক পন্থায় নির্বাচন করে ভেনিসে প্রথম পূর্ণাঙ্গ কমিটি করে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির আত্মপ্রকাশ ঘটে।  প্রেস ক্লাবের প্রথম তুষার পর্বত ভ্রমণে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দের পরিবার ও ভেনিসে বসবাসরত এক ঝাঁক প্রবাসী বাংলাদেশিদের নিয়ে একটি বাস যোগে ইতালির অন্যতম ভূপৃষ্ঠ থেকে ২৭০০ মিটার উচ্চতায় সানমারতিনো দ্য কাসটোরোচ্ছা শুভ্র বরফের রাজ্যে ভ্রমণ করেন। সুন্দর রৌদ্রোজ্জ্বল চমৎকার একটি দিন থাকায় পরিবার-পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠেন। উপরে উঠতে অপরূপ সৌন্দর্য দেখার জন্য দুবার কেবল কার পরিবর্তন করতে হয়। ভ্রমণে অংশগ্রহণকারীদের শুভ্র তুষার দেখে মন জুড়িয়ে যায় আয়োজকদের ধন্যবাদ জানান। তুষার পর্বত ভ্রমণে অংশগ্রহণকারীদের আনন্দ আরও বাড়িয়ে দেওয়ার জন্য র‌্যাফেল ড্র’য়ের আয়োজন করা হয়। প্রথম পুরস্কার একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দ্বিতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন, তৃতীয় পুরস্কার হ্যান্ড ব্লেন্ডার এবং সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার প্রদান করেন এ আর হেল্প সার্ভিসের স্বত্বাধিকারী মশিউর রহমান। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সভাপতি জাকির হোসেন সুমন সাধারণ সম্পাদক মোহাম্মাদউল্লাহ সোহেল, সিনিয়র সহসভাপতি সোহেলা আক্তার বিপ্লবী, মহিলা সম্পাদক দিলরুবা জামান, সম্মানিত সদস্য নাজনীন কাকনসহ আরও অনেকেই।
২৫ জানুয়ারি, ২০২৪

উদ্বোধন হলো ‘প্রেস ক্লাব আলফাডাঙ্গা'র অস্থায়ী কার্যালয়
ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘প্রেস ক্লাব আলফাডাঙ্গা’র অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় ফিতা কেটে আলফাডাঙ্গা চৌরাস্তায় অস্থায়ী কার্যালয়টি শুভ উদ্বোধন এবং নতুন কমিটি ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আকরাম হোসেন। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তন্ময় উদ্দৌলার সঞ্চালনায় ও আরিফুজ্জামান চাকলাদার আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম সোজা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা এবং উপজেলার বুড়াইচ ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান তারিকুল ইসলাম।  উদ্বোধনী অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজি কাওসার টিটো, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ খানসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। এ সময় দৈনিক বাঙ্গালির সময় আলফাডাঙ্গা প্রতিনিধি আরিফুজ্জামান চাকলাদার আপেলকে সভাপতি এবং দৈনিক কালবেলা’র আলফাডাঙ্গা প্রতিনিধি তন্ময় উদ্দৌলাকে সাধারণ সম্পাদক করে একটি ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ফাতেহাবাদ প্রতিনিধি সৈয়দা নাজনীনকে সিনিয়র সহসভাপতি, মানবদর্পণ প্রতিনিধি মুকুল শরীফকে সহসভাপতি, জনবাণীর স্টাফ রিপোর্টার স্বপন মাহমুদকে যুগ্ম সাধারণ সম্পাদক, আমার সংবাদ প্রতিনিধি শাহিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, সরেজমিন প্রতিনিধি নাঈম হাসানকে অর্থ সম্পাদক, গণসংহতি প্রতিনিধি তৈয়বুর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, একুশের বাণী প্রতিনিধি কাজী কামরুল ইসলামকে সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ঘোষণা করা হয়।   কার্যনির্বাহী সদস্য পদে স্বাধীন সংবাদ প্রতিনিধি মামুন অর রশিদ, আমাদের নতুন সময় এবং আমাদের অর্থনীতি প্রতিনিধি ইস্রাফিল ফকির এবং ওয়ানলাইন মুক্তিযোদ্ধা টিভি প্রতিনিধি রাজু আহমেদ। এ ছাড়াও ‘প্রেস ক্লাব আলফাডাঙ্গা’ সাধারণ সদস্যরা হলেন- পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা থেকে কালবেলা প্রতিনিধি মিল্টন খন্দকার, পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা থেকে বাঙ্গালির সময় স্টাফ রিপোর্টার খন্দকার আব্দুল্লাহ, সাপ্তাহিক আল-হেলাল প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস, কালের চাকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান আসাদ।
১২ ডিসেম্বর, ২০২৩

রাজধানীতে পুলিশ বক্সে আগুন
জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।  এদিকে সারাদেশে ৫৫ ঘণ্টায় অন্তত ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) একটি, রাজশাহী বিভাগে (নাটোর,বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও একটি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৮ ইউনিট ও ১৫৩ জন জনবল কাজ করে।
১৭ নভেম্বর, ২০২৩

নির্বাচনকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া বিদেশিরাও সমর্থন করে না : তথ্যমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্ত করে দেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার পথে হাঁটছে, সেটি এই দেশের মানুষ হতে দিবে না।  তিনি বলেন, ‘যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালালে দেশের মানুষ যেমন প্রতিহত করবে, একইভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়া কখনো বিদেশিরাও সমর্থন করে না।’ শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে দোয়া মাহফিল ও শোকসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন জননেত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না, এতেই প্রমাণিত হয় তারা নির্বাচনকে ভয় পাচ্ছে। কারণ তাদের কর্মসূচি ও সমাবেশগুলোতে মানুষ হচ্ছে না। ফলে তারা বুঝতে পেরেছে নির্বাচনে জয়লাভের সম্ভাবনা নাই, তাই নির্বাচনকে ভয় পাচ্ছে। এজন্য নির্বাচনকে বাধাগ্রস্ত করার পথে তারা হাঁটছে।’ ড. হাছান মাহমুদ বলেন, এ রকম আল্টিমেটাম তো বিএনপি গত ১৩-১৪ বছরে বহুবার দিয়েছে। গত ডিসেম্বরেও তাদের আল্টিমেটাম ছিল, তারপর খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশ পাঠানোর আল্টিমেটামও ছিল। এখন ১৮ তারিখ আবার আল্টিমেটাম দিয়েছে। এই বছরের ১৮ তারিখ নাকি আগামী বছরের ১৮ তারিখ, নাকি তারও পরের বছরের ১৮ তারিখ সেটিও অনেকে প্রশ্ন রেখেছে। বিএনপির আল্টিমেটাম ফাঁকা বুলি ছাড়া অন্য কোনো কিছু নয়। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে রোডমার্চ শেষে যে বক্তব্য রেখেছেন, সেখানে যে সংখ্যক মানুষ হয়েছে, চট্টগ্রামের লালদিঘির পাড়ে অনেক সময় যখন পাগল নাচে তখনও এর কাছাকাছি মানুষ হয়। সুতরাং তাদের কর্মসূচিতে লোক সমাগম সেভাবে হয়নি এবং তারা প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। আশা করেছিল, বিদেশিরা তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে, সেই আশাও বুমেরাং হয়েছে। সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, আপনারা দেখেছন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে। জি-২০ সম্মেলনে কীভাবে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। জো বাইডেনসহ অন্যান্য বিশ্বনেতাদের শুভেচ্ছা বিনিময় হয়েছে, এতে বিএনপি হতাশ হয়ে পড়েছে। তিনি বলেন, অনেক হাঁকডাক করে বিএনপি একটা রোডমার্চ করেছে, সেখানে আশানুরূপ মানুষ হয় নাই। আমি দেখতে পেলাম গতকাল তারা কুমিল্লা থেকে চট্টগ্রাম আসার পথে প্রচণ্ড যানজট তৈরি করা ছাড়া লোকসমাগম করতে পারেনি। একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল কবির দীপুর সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সরওয়ার প্রমুখ।
০৬ অক্টোবর, ২০২৩
X