ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে’

ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। ছবি : কালবেলা
ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। ছবি : কালবেলা

বাংলাদেশের গণমাধ্যম ভয়াবহ সঙ্কটকাল পার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রুহুল আমিন গাজী বলেন, গণমাধ্যমের টুঁটি এমনভাবে চেপে ধরা হয়েছে যে এর স্বাধীনতা এখন পুরোপুরি বিপন্ন। দুঃশাসন পাকাপোক্ত করতে গণমাধ্যমকে হুমকি, ভয় প্রদর্শন, সাংবাদিক হত্যা, গ্রেপ্তার ,নির্যাতন চলছেই। কথায় কথায় গণমাধ্যম বন্ধ করে দেওয়া হচ্ছে। সাংবাদিকদের জেলে ঢুকানো হচ্ছে। নানান কালা কানুন তৈরি করে গণমাধ্যমকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলা হয়েছে। গণমাধ্যম শিল্পে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করায় গণমাধ্যম এখন সত্য তুলে ধরতে পারছে না। এসব কারণে গণমাধ্যম দিন দিন জনগনের আস্থা হারিয়ে ফেলছে।

সাংবাদিক নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, স্মরণকালের ইতিহাসে মিডিয়া এবং মিডিয়া কর্মীদের এমন দুর্দিন আর কখনো দেখা যায়নি। সমাজ-রাষ্ট্রের অনিয়ম-দুর্নীতি, ত্রুটি-বিচ্যুতি, নিপীড়ন-নির্যাতন ও বীভৎসতার স্বরূপ নাগরিক সমাজের সামনে প্রকাশ করার শক্তিশালী ঘটনাধারী এ মহান মাধ্যম এবং মাধ্যমটির কর্মীগণ-ই আজ ভয়ংকর এক পরিস্থিতিতে আবর্তিত হচ্ছে।

গত ১৫ বছরে ৬০ জন সাংবাদিক হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলে ঢুকানো হয়েছে অনেক সাংবাদিককে। সত্য প্রকাশ করতে কিংবা পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে হামলা-মামলা ও নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন বহু সাংবাদিক। এমনকি কখনো কখনো প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে হচ্ছে।

সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যম গণমাধ্যমের হতে পারছে না। সত্য তুলে ধরতে না পারায় সংবাদমাধ্যম দিন দিন মানুষের আস্থা হারিয়ে ফেলছে। যা সংবাদমাধ্যমকে অস্তিত্বের সংকটে ধাবিত করছে। গণমাধ্যম সব সময় জনগণের পক্ষে থাকার কথা। কিন্তু কীভাবে জানি না, জনগণের সঙ্গে গণমাধ্যমের একটা দূরত্ব তৈরি হয়েছে। কালে কালে সে দূরত্বটা বাড়ছেই শুধু। আমরা জানি না আমাদের মিডিয়া মালিকরা তা অনুধাবন করছেন কি না! আমাদের সবচেয়ে বড় সঙ্কট হচ্ছে গণতন্ত্রের সঙ্কট। গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের যে স্বাধীনতা থাকে না তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি।

আলোচনায় অংশ নেন বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, আবু বকর, ম হামিদুল হক মানিক, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেইউএম'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসক ছেলের বিরুদ্ধে ইউএনওর কাছে মায়ের অভিযোগ

অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ইউপি সদস্য আটক

বাঘিনীর দিকে তেড়ে গেল ভালুক, ভিডিও ভাইরাল

ময়মনসিংহ যুব মহিলা লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতিকে তুলে নেওয়ার অভিযোগ

মাঝ আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, বিমানের জরুরি অবতরণ

উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র : সাইফুল হক

টানা ৩৭ দিন পর তাপপ্রবাহ থেকে মুক্তি, ১৪ মে পর্যন্ত ঝরবে বৃষ্টি

ওয়ালটন হাই-টেক পার্কে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে কর্মশালা

জরিপ / দেশে ১৩ শতাংশ মানুষ চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছে

১০

জাবিতে প্রথমবারের মতো গ্র্যাজুয়েট রিসার্চ কনফারেন্স আয়োজিত

১১

‘সবার ঢাকা’ অ্যাপে পাওয়া যাবে তাপপ্রবাহের সতর্কতা

১২

জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র বানচাল : গ্রেপ্তার দুই কর্নেল

১৩

নজর কাড়লেন আলিয়া

১৪

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল

১৫

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী পালিত

১৬

থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন

১৭

এইচএসসিতে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

১৮

টানা বৃষ্টি হতে পারে যেসব বিভাগে 

১৯

২০২৬ সালে অর্থনৈতিক সংকট প্রকট হতে পারে : দেবপ্রিয় ভট্টাচার্য

২০
X