চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার শাজাহানপুর ইউপির নরেন্দ্রপুর গ্রামের পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধী মনিরুল ইসলামের (৩৫) পাশে দাঁড়িয়েছে নবগঠিত ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর প্রেসক্লাব’। শনিবার (৬ এপ্রিল) সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে তাকে হুইলচেয়ার দেওয়া হয়।
জানা গেছে, সদর উপজেলার শাজাহানপুর ইউপির নরেন্দ্রপুর গ্রামের প্রতিবন্ধী মনিরুল ইসলাম টাকার অভাবে হুইলচেয়ার কিনতে পারছিলেন না। আবার হুইলচেয়ার না থাকায় চলাচলেও বেশ কষ্ট হতো। সকালে তাকে একটি হুইলচেয়ার উপহার দেন বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কালবেলা প্রতিনিধি মহা. আবুল হায়াত শাহীন।
তিনি বলেন, গণমাধ্যম কর্মীদেরকে বলা হয় সমাজের দর্পণ। সমাজের সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি আমারাও দুস্থ মানুষের পাশে দাঁড়াব। আমাদের এ প্রেসক্লাবের যাত্রার শুরুতে একজন পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছি। আগামী দিনেও এ প্রেসক্লাবের সদস্যরা মানবিক সহযোগিতা অব্যাহত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও যায়যায়দিন এর প্রতিনিধি সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধাক্ষ মো হাফিজুর রহমান, খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
প্রসঙ্গত, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি নাম। এখানে তার নাম স্মরণীয় করে রাখতে এবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ’ এর শুভ উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্টজনদের উপস্থিতিতে আত্মপ্রকাশ করে অন্যতম বৃহত্তর একটি প্রেসক্লাব।
মন্তব্য করুন