ফ্রান্সের মৌসুম সেরা ফুটবলার এমবাপ্পে
এখনো শেষ হয়নি ফ্রান্সে পিএসজির মৌসুম। ফ্রেঞ্চ লিগের দুই এবং ফ্রেঞ্চ কাপের ফাইনালসহ সর্বমোট তিনটি ম্যাচ বাকি লুইস এনরিকের শিষ্যদের। এর আগে ফ্রান্সের সেরা ফুটবলারের পুরস্কারটি নিজের করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। টানা পঞ্চমবারের মতো ফ্রেঞ্চ প্লেয়ার্স ইউনিয়নের এই পুরস্কার জিতলেন ২৫ বছর বয়সী এই তারকা। সাত মৌসুম কাটিয়ে গত সপ্তাহে প্যারিসের ক্লাবটি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। গন্তব্য কোথায় তা বললেও তার ঠিকানা যে রিয়াল মাদ্রিদ তা অনেকের জানা। বরাবরের মতো চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে ছিলেন এমবাপ্পে। পিএসজির জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ৪৪ গোল। এরই মধ্যে ঘরের মাঠে খেলে ফেলেছেন নিজের শেষ ম্যাচ। সে ম্যাচে তুলুজের কাছে ৩-১ গোলে হেরে যায় পিএসজি। ম্যাচে পিএসজির একমাত্র গোলটি আসে তার পা থেকে। চলতি মৌসুমে ফরাসি লিগে তিনি গোল করেছেন ২৭টি। তারচেয়ে ৮ গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিলের জোনাথন ডেভিড। গত এক যুগ ধরে ঘরোয়া ফুটবলের পিএসজির আধিপত্য। এর ছাপ রয়েছে পুরস্কার পাওয়াদের তালিকাতেও। ফ্রান্সের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছে ফরাসি চ্যাম্পিয়নদের মিডফিল্ডার ওয়ারেন জেইর-এমরি। আর বর্ষসেরা গোলকিপার খেতাব জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে বর্ষসেরা কোচের পুরস্কারটি জিতেছেন ব্রেস্তের এরিক রয়। ফরাসি এই কোচের অধীনে প্রথমবারের ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি। এক ম্যাচ বাকি থাকতে টেবিলের পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করতে যাচ্ছে ক্লাবটি। ফলে আগামী মৌসুমে ইউরোপা লিগে ব্রেস্তের খেলা নিশ্চিত।
১৪ মে, ২০২৪

অ্যাপোলোর উদ্যোগে তিন ফুটবলার ইংল্যান্ড যাবেন
‘ইউনাইটেড ইউ প্লে’ প্রোগ্রামের আওতায় ভারতের বেঙ্গালুরুতে দীর্ঘমেয়াদে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন সিরাজগঞ্জের সাদমান সাজিদ অয়ন, জয়পুরহাটের পাপন রায় ও গাইবান্ধার রাহাত শেখ। ভারত, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও নেপাল থেকে নির্বাচিত প্রতিভাবান ফুটবলারদের সঙ্গে প্রশিক্ষণ নেবেন তারা। ‘ইউনাইটেড ইউ প্লে’ ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাপোলো টায়ারসের যৌথ কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় ১ ও ২ মে ঢাকায় খুদে ফুটবলারদের এক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রম থেকে সেরা তিন ফুটবলার বাছাই করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি। বেঙ্গালুরুর ক্যাম্প শেষে ফুটবলাররা ম্যানচেস্টার ইউনাইটেড ভ্রমণে যাবেন। সেখানে ক্লাবটির হোম গ্রাউন্ড ওল্ড ট্র্যাফোর্ড ভ্রমণের পাশাপাশি ফুটবলারদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।
০৪ মে, ২০২৪

ঢাকায় ফুটবলার খুঁজছে ম্যান ইউ
‘ঢাকায় ফুটবলার খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড’ এই শিরোনাম দেখেই অনেকের নড়ে চড়ে বসার কথা। মানা গেল পৃথিবীর অন্যতম বিখ্যাত এই ক্লাবটির খারাপ অবস্থা চলছে তাই বলে বাংলাদেশে এসে খেলোয়াড় সন্ধানের মতো অবস্থা তো হওয়ার কথা না! আসলে মূল ব্যাপারটি হলো ক্লাবটি বাংলাদেশে শুরু করতে চলেছে এক ব্যতিক্রমী কার্যক্রম। তাদের অধীনে দেশের প্রতিভাবান ফুটবলারদের নিয়ে শুরু হবে এই ট্যালেন্ট হান্ট। বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাপোলো টায়ার্সের পৃষ্ঠপোষকতায় এবং ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রাসরুট ফুটবলার কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় দুদিনব্যাপী প্রতিভাবান ফুটবলার হান্ট ক্যাম্প শুরু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘ইউনাইটেড উই প্লে-২০২৪’। বুধবার (০১ মে) রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাবে বিকাল ৪টায় ফুটবলার বাছাই শুরু হয়েছে যা চলবে রাত ৮টা পর্যন্ত। এই কার্যক্রম পরের দিনেও অব্যাহত থাকবে। সারা দেশের এক হাজারের বেশি ফুটবলার এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন যা পরিচালনা করবেন ইউনাইটেড সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি। এর আগে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মতো বেশ কিছু দেশে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘ইউনাইটেড উই প্লে’ থেকে চূড়ান্তভাবে মনোনীত ফুটবলাররা ম্যানচেস্টারের ক্যারিংটনে একাডেমি ফুটবলারদের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবেন। এ ছাড়া ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ দেখানো হবে তাদের। বিষয়টি নিয়ে অ্যাপোলো টায়ার্সের বাংলাদেশ প্রধান মো. আরিফুল করিম বলেন, ‘বাংলাদেশে প্রথমবার ইউনাইটেড উই প্লে ক্যাম্প আনতে পেরে আমরা দারুণ খুশি। আমরা বিশ্বের সেরা কিছু জিনিস বাংলাদেশে আনতে চাই। খেলাধুলাও এর বাইরে নয়।’
০১ মে, ২০২৪

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার
কিছুদিন আগেই যৌন নিপীড়নের এক ঘটনায় পুরো ইংলিশ ফুটবলে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ইংলিশ ফুটবলে ধর্ষণ কাণ্ড। এবার ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই তরুণ ফুটবলারকে গ্রেপ্তার করেছে ইংল্যান্ডের পুলিশ। একই ক্লাবে খেলা গ্রেপ্তারকৃত দুই ফুটবলারেরই বয়স ১৯ বছর। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কোন কিছুই জানা যায়নি।   গ্রেপ্তার করা দুই ফুটবলারকেই রাতভর জিজ্ঞাসাবাদের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালু রেখেছে পুলিশ। ইংলিশ পত্রিকা দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের ঘটনাটি গত শুক্রবার ঘটে। ঘটনার পর পুলিশের কাছে ভুক্তভোগী অভিযোগ করেন। প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিপীড়ন ও ধর্ষণে সহায়তার প্রথমে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে তার নিজ ক্লাব স্টেডিয়ামেই জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের ধারণা নিকৃষ্ট ঘটনাটি ক্লাব স্টেডিয়াপমেই ঘটানো হয়েছে পরের দিন একই অভিযোগে আরেক ফুটবলারকে গ্রেপ্তার করা হয়। দুজনকেই পরে জামিন মুক্তি দেওয়া হয়েছে। পুলিশের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের অভিযোগে পুলিশ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। ধর্ষণে সহায়তা ও প্ররোচনার অভিযোগে ১৯ বছর বয়সী তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। অপর তরুণকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের অভিযোগে। দুজনেই পুলিশি জামিনে মুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম গুলো জানিয়েছে ঘটনা পুলিশের হাতে থাকায় দুই ফুটবলারকে গ্রেপ্তারের ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি তাদের ক্লাব। যেহেতু স্টেডিয়ামে গ্রেপ্তার করা হয়েছে তাই ধারণা করা হচ্ছে এই সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে খেলা লুটন টাউন, শেফিল্ড ইউনাইটেড, উলভারহ্যাম্পটন, এভারটন, ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা ও ফুলহামের কোন খেলোয়াড় এই নিকৃষ্টতম কাজটি করেছেন। এর আগে এ মৌসুমের শুরুতেই প্রিমিয়ার লিগের এক ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তদন্তাধীন এই ফুটবলারের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি । এছাড়া ধর্ষণ ও নিপীড়ন অভিযোগে ২০২২ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ম্যাসন গ্রিনউডকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে ভুক্তভোগী অভিযোগ প্রত্যাহার করে নিলে মুক্তি পান ইংলিশ ফুটবলার। তবে ম্যানইউর হয়ে আর খেলা হয়নি তার। সমর্থকগোষ্ঠীর তোপের মুখে তাকে এই মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ধারে স্প্যানিশ ক্লাব গেতাফেতে যেতে হয়েছে। এর আগে ২০২১ সালে ধর্ষণ মামলার অভিযোগে জেলে যেতে হয়েছিল ম্যানসিটির লেফটব্যাক বেঞ্জামিন মেন্ডিকেও। তবে ২০২৩ এর শেষদিকে সব অভিযোগ থেকে মুক্তি পান তিনি।
২৪ এপ্রিল, ২০২৪

নারী ভক্তকে জড়িয়ে ধরে নিষিদ্ধ ইরানি ফুটবলার
পৃথিবীতে প্রচলিত খেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমর্থক ফুটবলেরই। তাই খেলাটিকে ঘিরে ভক্তদের আবেগ-ভালোবাসাও অনান্য খেলার সমর্থকদের চেয়ে বেশি। ফুটবলারদের রীতিমতো নায়কের চোখে দেখে ভক্তরা। তাই খেলার মাঠে মাঝে মধ্যেই এই নায়কদের দর্শন পেতে ঢুকে পড়ে ভক্ত সমর্থকরা। মাঝে মধ্যেই খেলোয়াড়দের সাথে তাদের এই ক্ষণিক মিলনে ধরা পড়ে আবেগঘন কিছু দৃশ্য। তবে এবার এই কাজ করে এক ইরানি ফুটবলারকে বিপদে ফেলে দিয়েছেন তার এক নারী ভক্ত। ইরান জাতীয় দল ও ইরানের ক্লাব ইস্তেগলাল তেহরানের গোলরক্ষক হোসেইন হোসেইনি মাঠে ঢুকে পড়া এক নারী ভক্তকে বাঁচাতে গিয়ে রোষানলে পড়েছেন। ইরানের হয়ে ১১ ম্যাচ খেলা এই গোলকিপারকে ম্যাচ কর্মকর্তাদের সাথে খারাপ আচরণের জন্য ইরানি ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করেছে। ইরানের এই গোলকিপার হোসেইন হোসেইনি পারসিয়ান গালফ প্রো লিগে এস্তেঘলাল তেহরান এবং অ্যালুমিনিয়াম আরাকের মধ্যকার ম্যাচে হঠাৎ করে ঢুকে পড়া এক মহিলা ভক্তকে তেড়ে আসা নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচাতে জড়িয়ে ধরেন। যার কারণে ইরানের ফুটবল ফেডারেশন তাকে জরিমানার সাথে বরখাস্তও করেছে। মাঠে স্ট্যান্ড থেকে ঢুকে হিজাব পরা সেই ভক্ত হোসেইন হোসেইনির কাছে পৌঁছাতে সক্ষম হন। হোসেইনি তাকে অল্প সময় জড়িয়ে ধরে শান্ত করেন। ইরানের সংবাদপত্র দৈনিক ‘খবর ভার্জেশি’ তাদের করা প্রতিবেদনে জানায়, ১২ এপ্রিল দুই দলের মধ্যকার ম্যাচ চলার সময় ইরানের হয়ে ১১ ম্যাচ খেলা গোলকিপার  “ম্যাচের নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি খারাপ আচরণ” করার জন্য তাকে এক ম্যাচের জন্য বরখাস্ত করেছে এবং ৪.৪০০ ইউরো জরিমানাও করেছে। তবে ইরানে কিন্তু নারীদের ফুটবল ম্যাচ দেখার ইতিহাস বেশ পুরাতন নয়। ‘নীল মেয়ে’ নামে পরিচিতি পাওয়া সাহার খোদায়ারির মৃত্যু ইরানের ফুটবল ইতিহাস রীতিমতো পাল্টে দিয়েছে। সাহারের মৃত্যুতে ২০১৯ সালে ৪০ বছর পর ইরানের নারীদের স্টেডিয়ামে বসে ফুটবল খেলা দেখার অনুমতি দেওয়া হয়।
২৩ এপ্রিল, ২০২৪

রোজাকে যেভাবে আপন করেছে ইউরোপীয় ফুটবল
সবে মাত্র ইউরোপীয় ক্লাব ফুটবল পা রেখেছেন ইউসেফ চিপ্পো। নিজেকে প্রমাণে মরিয়া মরক্কোর এই মিডফিল্ডার। এর মধ্যে চলে আসে রমজান। রোজা রেখে অনুশীলন চালিয়ে যান তিনি। ১৯৯৭ সালে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর কর্তাদের কাছে রোজা রাখার বিষয়টি ছিল প্রত্যাশিত। সকাল-বিকাল, দুবেলা অনুশীলন ছিল কষ্টসাধ্য। তার উপর খাবার-পানি ছাড়া সারাদিন কাটিয়ে দেওয়া ছিল অসম্ভব। কিন্তু রোজা রেখে অনুশীলনের পরও ইউসেফের স্বাস্থ্য ঠিক রাখার পরিকল্পনা করে পোর্তো। দশকের পর দশক, মুসলিম ফুটবলারদের রোজা রাখা নিয়ে ক্লাবগুলোর আনুষ্ঠানিক কোনো ভাবনা ছিল না। ফুটবলে প্রায় পুরো মাঠ চষে বেড়াতে হয়। আবার বদলি খেলোয়াড়ের নিয়মও সীমিত। তাই রোজাদার মুসলিম ফুটবলাররা ম্যাচের মাঝখানে বিশ্রাম নেবেন কিংবা একটু সময় নিয়ে ইফতার করবেন সেই সুযোগ ছিল না। রোজা রাখা ফুটবলারদের বুদ্ধি দিয়ে ইফতারের উপায় বের করতেন। বেশিভাগ সময় দেখা যেত ইফতারের সময় চোটের অভিনয় করছেন কেউ। এই সুযোগে সাইডলাইনে গিয়ে রোজা ভাঙতেন তারা। ইউরোপে বেড়েছে মুসলিম ফুটবলারের সংখ্যা ও গুরুত্ব। তাই লিগ ও ক্লাব কর্তৃপক্ষ ফুটবলারদের রোজা রাখার বিষয়টি ইতিবাচক চোখে দেখছে। তবে এখনো এ পথে হাঁটেনি ফ্রেঞ্চ লিগ। মুসলিম ফুটবলারদের জন্য অনুশীলন পরিবর্তনের পাশাপাশি পুষ্টি-পরিকল্পনাও ভিন্নতা আনা হয়েছে। এমনকি ইফতার জন্য খেলায় কিছু সময় বিরতির অনুমোদনও দিয়েছে কয়েকটি লিগ। দুই মৌসুম আগে সাদিও মানের অনুরোধে রোজার মাসে অনুশীলন সূচি বদলে দেন কোচ ইয়ুর্গেন ক্লপ। একই ব্যবস্থা নিয়ে ছিল ইংলিশ আরেক ক্লাব আর্সেনাল। প্রিমিয়ার লিগের অন্যান্য ক্লাব এবং ইউরোপে বেশ কিছু ক্লাব মুসলিম ফুটবলারদের রোজা রাখাকে গুরুত্ব সহকারে নেয়। ইফতারের সময় বিরতির নিয়ম চালু রয়েছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের। রেফারিদের একই ক্ষমতা দেওয়া হয়েছে জার্মানিতেও। তবে এ পথে হাঁটেনি ফ্রান্স। জাতীয় দল ও বয়স ভিক্তি দলের কেউ রোজা রেখে অনুশীলনে নামলে সেই ফুটবলারকে নিষিদ্ধ করতে বলেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। মজার ব্যাপার, মুসলিম ফুটবলারের দেখাদেখি অনেক অমুসলিম ফুটবলার সারা দিন না খেয়ে থাকতেন। ইংল্যান্ডে ১০ বছরের বেশি সময় ধরে খেলা মিসরীয় ডিফেন্ডার আহমেদ এলমোহাম্মেদী জানান, তার সাবেক সতীর্থ আয়ারল্যান্ডের পল ম্যাকশেন এক দিনের জন্য তার দেখাদেখি রোজাও রেখেছিলেন
০৭ এপ্রিল, ২০২৪

ব্রাজিলের বিদায়ে খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন তারকা ফুটবলার
২০২২ সালে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে শেষ আট থেকে বিদায় নেয় আসরের অন্যতম ফেভারিট ব্রাজিল। টুর্নামেন্টে অসাধারণ ফুটবল উপহার দিলেও বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। যা সহজে মেনে নিতে পারেননি সেলেসাও ফুটবলের ভক্তরা। এবার আসরটি শেষ হওয়ার দুই বছর পর জানা গেল সেলেসাও তারকা ফুটবলার রিচার্লিসনও ভক্তদের মতো অবস্থায় ছিলেন। এমনকি সেসময়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের অবস্থা এতটাই খারাপের দিকে গিয়েছিল যে নিজের জীবন শেষ করার কথা পর্যন্ত ভেবেছিলেন তিনি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে সেলেসাওদের ছিটকে যাওয়ার পর নিজের মানসিক অবস্থা সম্পর্কে কথা বলেন রিচার্লিসন। অবস্থা কতটা খারাপ ছিল সম্প্রতি তারই ব্যাখ্যা দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ টটেনহ্যামের এই স্ট্রাইকার। নিজেদের সেরা ছন্দে থাকার পরেও একেবারে কাছে এসে এভাবে বিদায় নেয়াটা কোনোভাবেই মানতে পারেননি রিচা। তাই বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি এবং একপর্যায় ফুটবল ছাড়া থেকে শুরু করে আত্মহত্যাও করতে চান এ ফুটবলার। ইএসপিএন ব্রাজিলে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। হতাশা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলো যে জানান, ওই সময়ে খেলাই ছাড়তে চেয়েছিলেন তিনি। রিচার্লিসন বলেন, ‘অনুশীলনে যাওয়ার আগে আমার মনে হতো, বাড়ি ফিরে যাওয়াই ভালো। বাড়িতে ফিরে গিয়ে নিজের ঘরে বসে থাকতে ইচ্ছে হতো আমার… জানি না মাথার ভেতর কী চলছিল। এমনকি বাবার কাছে গিয়েও বলেছি, আমি (খেলা) ছেড়ে দিতে চাই।’   এ ছাড়াও গুগলে মৃত্যু নিয়ে খোঁজখবরও করছিলেন তিনি। সে সময় মৃত্যু নিয়ে বাজে ভাবনায় ডুবে যাওয়ার কথাও বলেছেন এ ব্রাজিলিয়ান। ‘বিশ্বকাপের পর যেসবের ভেতর দিয়ে যাচ্ছিলাম আমি… বাবার সঙ্গে এসব কথা বলা ছিল খুবই দুঃখজনক। যে ছিল আমার পথচলার সঙ্গী এবং একসঙ্গেই স্বপ্নটাকে তাড়া করেছি আমরা… তার কাছে গিয়ে বলা, বাবা, আমি (খেলা) ছেড়ে দিতে চাই… পুরো পাগলাটে ব্যাপার ছিল এটা।’ এমন পরিস্থিতিতে মনোবিদের কাছে যাওয়া সেরা সিদ্ধান্ত ছিল বলে জানান তিনি। রিচার্লিসন বলেন, ‘থেরাপিস্ট তখন আমাকে বাঁচিয়েছে… পছন্দ করুন আর না করুন, আমার জীবন বাঁচিয়েছেন তিনি। তখন আমি স্রেফ আজেবাজে কথাই ভেবেছি…।’ তিনি বলেন, ‘কারও যদি মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে যাওয়া উচিত, কারণ কারও কাছে এভাবে খোলামেলা হওয়া, মন খুলে কথা বলা, এসব খুবই জরুরি এই সময়ে।
০৩ এপ্রিল, ২০২৪

সন্তান জন্মদানের পর সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু
সন্তান জন্মের কয়েক ঘণ্টা পর অসুস্থ হয়ে সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানা মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। গত বুধবার রাত ৪টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জের লক্ষ্মীনাথপুর গ্রামে বাবার বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাজিয়ার ভাই ফজলুল হক বলেন, ২০২০ সালে চট্টগ্রামের কাপ্তাই এলাকার একটি পোশাক কারখানার কর্মকর্তা ইয়াম রহমানের সঙ্গে রাজিয়ার বিয়ে হয়। বুধবার রাত ১০টার দিকে এক ছেলে সন্তানের জন্ম দেন রাজিয়া সুলতানা। সন্তান জন্মের পর রাজিয়া সুস্থ ছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে রাত ৪টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রাজিয়া সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার লক্ষ্মীনাথপুর গ্রামের নূরআলী সরদারের মেয়ে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২০ বছর। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ হয়। অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের হয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। তবে কিছুদিন আগে পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। গতকাল বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
১৫ মার্চ, ২০২৪

রোজার প্রথম দিনে বোমা হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত
সোমবার (১১ মার্চ) ফিলিস্তিনে ছিলো রোজার প্রথম দিন। অন্যদিনের মতো সেদিনও গাজায় বোমা হামলা অব্যাহত রাখে ইসরায়েল। এই হামলায় মারা যান ফিলিস্তিন জাতীয় ফুটবলে দলের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা মোহাম্মদ বারাকাত। তিনি দেশটির ঘরোয়া লিগে আহলি গাজা ফুটবল ক্লাবের হয়ে খেলতেন। ক্লাবের জার্সিতে ১১৪ গোল করেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তিনি প্রথম ফুটবলার যিনি গাজাভিত্তিক কোনো ক্লাবের হয়ে ১০০টি গোলের রেকর্ড গড়েন। শুধু বারাকাতই নন, ইসরায়েলের বোমা হামলায় মারা গেছেন গাজার আরও অনেক  ক্রীড়াবিদরা। এই যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন বাস্কেটবল খেলোয়াড় আল-ব্রেইজ, বাসিম-আল নাবহিন, ফুটবলার রাশিদ দাবুর এবং ফিলিস্তিন জাতীয় দলের আরেক ফুটবলার আহমাদ আওয়াদ। গত জানুয়ারিতে ঘটে দেশটির সবচেয়ে বড় তারকা নিহত হওয়ার ঘটনা। ইসরায়েল মিসাইল হামলায় গাজায় নিজ বাড়িতে নিহত হন ফিলিস্তিনের সর্বকালের সেরা ফুটবলারদের একজন এবং অলিম্পিক দলের ম্যানেজার হানি আল-মাসদার।
১৩ মার্চ, ২০২৪

রমজানে মুসলিম ফুটবলারদের জন্য অস্ট্রেলিয়ায় বিশেষ উদ্যোগ
বছর ঘুরে সারা বিশ্বে আবারও শুরু হয়েছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস রমজান। মহাপবিত্র এই মাসে প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নর-নারীর ওপর রোজা রাখা ফরজ করা হয়েছে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থাকা মুসলমানরা সূর্যাস্তের পরপরই রোজা ভঙ্গ করেন। মুসলমান অধ্যুষিত দেশগুলোতে ইফতারের সময় বিরতি থাকলেও পশ্চিমা অনেক দেশেই তা থাকে না তবে এবার পবিত্র এই মাসে নিজেদের পুরোনো রীতি বদল করছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তর ‘অস্ট্রেলিয়ান এ-লিগ’।     লিগ কর্তৃপক্ষ এই মৌসুমে অস্ট্রেলিয়ার লিগে খেলা মুসলিম ফুটবলারদের কথা মাথায় রেখে এবারের রমজানেই প্রথমবারের মতো চালু করছে ইফতার ব্রেক। লিগের যেসব ম্যাচ সূর্যাস্তের সময় পর্যন্ত চলবে সেসব ম্যাচে এই নিয়মের প্রয়োগ দেখা যাবে। এর অধীনে কোনো দল মাঠে থাকা রেফারির অনুমতি সাপেক্ষে ৯০ সেকেন্ডের জন্য ইফতারির বিরতি পাবে। এই সময়ের মধ্যে মুসলমান খেলোয়াড়রা নিজেদের ইফতার শেষ করবেন। এরপরেই তারা আবার মাঠের খেলায় ফিরে যাবেন। অস্ট্রেলিয়াতে মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র এই মাস। বিশেষ এই নিয়ম অবশ্য আগে থেকেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে চালু রয়েছে। প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার (পিএফএ) প্রধান নির্বাহী কর্মকর্তা বিয়াউ বুশ নিজেদের লিগে ইফতার বিরতি চালুর কথা নিশ্চিত করে। তিনি বলেন, ‘পূর্বের মৌসুমে রমজান যারা পালন করেছেন, তাদের বেলায় আমরা লক্ষ্য করেছি, তারা শুধু প্র্যাকটিস বা প্রস্তুতিই না, ম্যাচ চলাকালেও আমাদের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছেন।’ আমাদের খেলোয়াড়রা ভিন্ন ভিন্ন সমাজ এবং বিশ্বাস থেকে উঠে এসেছেন আর আমাদের এটা নিশ্চিত করতে হবে, তারা আমাদের খেলার পরিবেশে পর্যাপ্ত সমর্থন পাবে। আর এমন পদক্ষেপ নিশ্চিতভাবে এই পরিস্থিতি তৈরিতে ভূমিকা রাখবে।’ ইরাকি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফুটবলার আলি আগলাহ এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ম্যাকার্থার এফসির এই ফরোয়ার্ড জানান, এই বিরতি তাকে খেজুর এবং কিছু পানি খাওয়ার সময় করে দেবে। এর আগে, গত রোববার অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশটিতে মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। ইমামদের ফেডারেল কাউন্সিল, ফতোয়া ও শরিয়াহ বিভাগের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি এই তারিখ জানিয়েছেন।
১২ মার্চ, ২০২৪
X