‘ঢাকায় ফুটবলার খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড’ এই শিরোনাম দেখেই অনেকের নড়ে চড়ে বসার কথা। মানা গেল পৃথিবীর অন্যতম বিখ্যাত এই ক্লাবটির খারাপ অবস্থা চলছে তাই বলে বাংলাদেশে এসে খেলোয়াড় সন্ধানের মতো অবস্থা তো হওয়ার কথা না! আসলে মূল ব্যাপারটি হলো ক্লাবটি বাংলাদেশে শুরু করতে চলেছে এক ব্যতিক্রমী কার্যক্রম। তাদের অধীনে দেশের প্রতিভাবান ফুটবলারদের নিয়ে শুরু হবে এই ট্যালেন্ট হান্ট।
বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাপোলো টায়ার্সের পৃষ্ঠপোষকতায় এবং ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রাসরুট ফুটবলার কার্যক্রমের অংশ হিসেবে ঢাকায় দুদিনব্যাপী প্রতিভাবান ফুটবলার হান্ট ক্যাম্প শুরু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘ইউনাইটেড উই প্লে-২০২৪’।
বুধবার (০১ মে) রাজধানীর শেখ জামাল ধানমন্ডি ক্লাবে বিকাল ৪টায় ফুটবলার বাছাই শুরু হয়েছে যা চলবে রাত ৮টা পর্যন্ত। এই কার্যক্রম পরের দিনেও অব্যাহত থাকবে। সারা দেশের এক হাজারের বেশি ফুটবলার এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন যা পরিচালনা করবেন ইউনাইটেড সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি।
এর আগে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের মতো বেশ কিছু দেশে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘ইউনাইটেড উই প্লে’ থেকে চূড়ান্তভাবে মনোনীত ফুটবলাররা ম্যানচেস্টারের ক্যারিংটনে একাডেমি ফুটবলারদের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবেন। এ ছাড়া ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ দেখানো হবে তাদের।
বিষয়টি নিয়ে অ্যাপোলো টায়ার্সের বাংলাদেশ প্রধান মো. আরিফুল করিম বলেন, ‘বাংলাদেশে প্রথমবার ইউনাইটেড উই প্লে ক্যাম্প আনতে পেরে আমরা দারুণ খুশি। আমরা বিশ্বের সেরা কিছু জিনিস বাংলাদেশে আনতে চাই। খেলাধুলাও এর বাইরে নয়।’
মন্তব্য করুন