রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৫৩ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার গ্রেপ্তার

গ্রেপ্তার হয়েছেন প্রিমিয়ার লিগের দুই ফুটবলার। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার হয়েছেন প্রিমিয়ার লিগের দুই ফুটবলার। ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই যৌন নিপীড়নের এক ঘটনায় পুরো ইংলিশ ফুটবলে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ইংলিশ ফুটবলে ধর্ষণ কাণ্ড। এবার ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই তরুণ ফুটবলারকে গ্রেপ্তার করেছে ইংল্যান্ডের পুলিশ। একই ক্লাবে খেলা গ্রেপ্তারকৃত দুই ফুটবলারেরই বয়স ১৯ বছর। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কোন কিছুই জানা যায়নি।

গ্রেপ্তার করা দুই ফুটবলারকেই রাতভর জিজ্ঞাসাবাদের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালু রেখেছে পুলিশ।

ইংলিশ পত্রিকা দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণের ঘটনাটি গত শুক্রবার ঘটে। ঘটনার পর পুলিশের কাছে ভুক্তভোগী অভিযোগ করেন। প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিপীড়ন ও ধর্ষণে সহায়তার প্রথমে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে তার নিজ ক্লাব স্টেডিয়ামেই জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের ধারণা নিকৃষ্ট ঘটনাটি ক্লাব স্টেডিয়াপমেই ঘটানো হয়েছে

পরের দিন একই অভিযোগে আরেক ফুটবলারকে গ্রেপ্তার করা হয়। দুজনকেই পরে জামিন মুক্তি দেওয়া হয়েছে।

পুলিশের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধর্ষণের অভিযোগে পুলিশ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। ধর্ষণে সহায়তা ও প্ররোচনার অভিযোগে ১৯ বছর বয়সী তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। অপর তরুণকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের অভিযোগে। দুজনেই পুলিশি জামিনে মুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম গুলো জানিয়েছে ঘটনা পুলিশের হাতে থাকায় দুই ফুটবলারকে গ্রেপ্তারের ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি তাদের ক্লাব। যেহেতু স্টেডিয়ামে গ্রেপ্তার করা হয়েছে তাই ধারণা করা হচ্ছে এই সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে খেলা লুটন টাউন, শেফিল্ড ইউনাইটেড, উলভারহ্যাম্পটন, এভারটন, ক্রিস্টাল প্যালেস, অ্যাস্টন ভিলা ও ফুলহামের কোন খেলোয়াড় এই নিকৃষ্টতম কাজটি করেছেন।

এর আগে এ মৌসুমের শুরুতেই প্রিমিয়ার লিগের এক ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তদন্তাধীন এই ফুটবলারের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ।

এছাড়া ধর্ষণ ও নিপীড়ন অভিযোগে ২০২২ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ম্যাসন গ্রিনউডকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে ভুক্তভোগী অভিযোগ প্রত্যাহার করে নিলে মুক্তি পান ইংলিশ ফুটবলার।

তবে ম্যানইউর হয়ে আর খেলা হয়নি তার। সমর্থকগোষ্ঠীর তোপের মুখে তাকে এই মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ধারে স্প্যানিশ ক্লাব গেতাফেতে যেতে হয়েছে। এর আগে ২০২১ সালে ধর্ষণ মামলার অভিযোগে জেলে যেতে হয়েছিল ম্যানসিটির লেফটব্যাক বেঞ্জামিন মেন্ডিকেও। তবে ২০২৩ এর শেষদিকে সব অভিযোগ থেকে মুক্তি পান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১০

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১১

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১২

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৩

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৪

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৫

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৬

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

১৭

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

১৮

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

১৯

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

২০
X