শিক্ষার্থীদের বাস নিয়ে প্রোগ্রামে তিতুমীর কলেজ ছাত্রলীগ
শিক্ষার্থীদের যাতায়াতের বাস নিয়ে ছাত্রলীগের প্রোগ্রামে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে তিতুমীর কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ মে) কলেজ থেকে ২টি বাস নিয়ে ছাত্রলীগের একটি প্রোগ্রামে অংশ নেয় তিতুমীর কলেজ ছাত্রলীগ। এতে যাতায়াত ভোগান্তিতে পড়তে হয় সাধারণ শিক্ষার্থীদের। অভিযোগ উঠেছে কলেজ থেকে স্ব স্ব গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা বাস থেকে শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ৫টি বাস নিয়ে চলে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। বিআরটিসি বাসে যাতায়াতকারী এক শিক্ষার্থী বলেন, কিছু দিন পর পর ছাত্রলীগের নেতারা বাস নিয়ে প্রোগ্রামে চলে যায়। আমাদের আগে থেকে নোটিশ দেয় না। ক্লাস শেষ করে বাসের জন্য অপেক্ষা করি। বাস যখন গ্যারেজ থেকে বের করে হেল্পার মামা বলেন, বাস ছাত্রলীগের নেতারা নিয়ে যাবে। আগে আমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিলে অপেক্ষা করতে হতো না। আজকে ক্লাস শেষে আমরা বাসে ব্যাগ রাখছিলাম, আমাদের ব্যাগ নামিয়ে দিয়ে ছাত্রলীগ বাস নিয়ে গেছে। নরসিংদী থেকে আসা আরেক শিক্ষার্থী বলেন, আজ আমাদের প্রথম বর্ষের শেষ ক্লাস ছিল। ১৯ তারিখ থেকে মূল্যায়ন পরীক্ষা হবে। সকালে আসার সময় নরসিংদী থেকে আমাদের নিয়ে আসছে, কিন্তু যাওয়ার সময় ছাত্রলীগের প্রোগ্রামে বাস নিয়ে গেছে। এখন বাস না যাওয়ায় আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানজট পেরিয়ে বাড়িতে যেতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সৌহার্দ্য বাসে যাতায়াতকারী এক শিক্ষার্থী বলেন, বিভিন্ন সময় বিভিন্ন কারণে ছাত্রলীগ নেতারা কলেজ বাস নিয়ে যায়। আমার প্রশ্ন হলো কিছু দিন আগে আমাদের প্রিন্সিপাল ম্যাম বললেন, আমাদের পরিবহনের ব্যয় বেশি। তাই নাকি ভর্তি ফি বেশি নেওয়া হয়েছে। তাহলে আমাদের টাকায় ছাত্রলীগ কেন বাস নিয়ে যাবে? আবার পেইজে নিউজ পড়ে উচিৎ মন্তব্য করলে দেখি, অধ্যক্ষ রুমে ডেকে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে পরিবহন পুলের দায়িত্বে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান বলেন, ‘বাসগুলো তো বিভিন্ন প্রোগ্রামে যায়, আজকে ছাত্রলীগের প্রোগ্রামে পাঠানো হয়েছে। এই বিষয়ে সকালেই শিক্ষার্থীদের অবগত করা হয়েছে।’ এ বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির সঙ্গে মুঠফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি।
৫ ঘণ্টা আগে

‘এয়ার বাস কেনার প্রস্তাব মূল্যায়ন করছে বিমান’
উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস বাংলাদেশের কাছে তাদের তৈরি উড়োজাহাজ বিক্রির যে প্রস্তাব জমা দিয়েছে, তা মূল্যায়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। ওই প্রস্তাবটি মূল্যায়নে বিমানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।  বাংলাদেশে সফররত এয়ারবাস ইন্টারন্যাশনালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও এয়ারবাস গ্রুপের নির্বাহী কমিটির সদস্য ওয়াটার ভ্যান ওয়ার্শের সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রী এই তথ্য জানান।  বুধবার (১৫ মে) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসডুপে এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশের ফ্লিট সম্প্রসারণের জন্য আমরা নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া শুরু করেছি। এর অংশ হিসেবে এরই মধ্যে এয়ারবাস তাদের প্রস্তাব জমা দিয়েছে। সেই প্রস্তাবটি মূল্যায়নের জন্য বিমানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির মূল্যায়ন প্রতিবেদন পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  তিনি বলেন, এরই মধ্যে বোয়িং কোম্পানিও তাদের প্রস্তাব জমা দিয়েছে। এটিও যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। বাংলাদেশ ও বিমানের জন্য যেটি ভালো হবে সেটিই করা হবে।  বৈঠকে বিমানমন্ত্রী বলেন, বাংলাদেশের এভিয়েশন শিল্পের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তরের জন্য কাজ করছি। সেই লক্ষ্যে সারা দেশের সব বিমানবন্দরের উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সের ফ্লিট সম্প্রসারণ, মানবসম্পদের উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ চলমান।  এভিয়েশন শিল্প মানে শুধুই উড়োজাহাজ বা বিমানবন্দর নয় উল্লেখ করে প্রতিনিধি দলকে ফারুক খান বলেন, এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দক্ষ মানবসম্পদ। আমরা দক্ষ মানবসম্পদ তৈরি এবং তাদের নিয়মিত ও যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্ব দিচ্ছি। সেই লক্ষ্যে বাংলাদেশে ইতোমধ্যে একটি এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এ ছাড়াও এভিয়েশন শিল্পের উপর প্রশিক্ষণ দিতে আমাদের কিছু প্রতিষ্ঠান রয়েছে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করতে চাই, যাতে এভিয়েশন শিল্পের সঙ্গে জড়িত সব প্রশিক্ষণ ভবিষ্যতে বাংলাদেশেই দেওয়া সম্ভব হয়। এয়ারবাসের এখানে কাজ করার সুযোগ রয়েছে। বৈঠকে এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ঈর্ষণীয়। বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের এভিয়েশন শিল্প একটি সম্ভাবনাময় খাত। একটি টেকসই এভিয়েশন শিল্প নিশ্চিতে এয়ারবাস বাংলাদেশের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি সম্পর্কে আবদ্ধ হতে চায়। তিনি আরও বলেন, কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি এভিয়েশন শিল্পের সঙ্গে সম্পৃক্ত সব ধরনের কর্মীদের এবং মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ সহায়তা দিতে এয়ারবাস আগ্রহী। এ জন্য বাংলাদেশের এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আমরা কৌশলগত অংশীদারিত্ব তৈরি করার কাজ করছি। বাংলাদেশকে একটি এভিয়েশন হাবে রূপান্তরের যে কাজ শুরু হয়েছে, সেই ভিশনকে বাস্তবে রূপান্তরের জন্য এয়ারবাস অংশীদার হতে চায়।  উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ২১টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৬টিই মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। আর ড্যাশ-৮ মডেলের পাঁচটি কানাডার ডি-হ্যাভিল্যান্ডের। তবে গত বছর ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস বাংলাদেশে তাদের তৈরি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয়। প্রতিষ্ঠানটি থেকে কার্গোসহ ১০টি উড়োজাহাজ কেনার আলোচনা শুরু হয়। পাশাপাশি বোয়িং কোম্পানিও তাদের উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দেয় বাংলাদেশকে। 
১৫ মে, ২০২৪

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার অভিযোগে ১৭টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করা মৌমিতা পরিবহনের ১৭টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।  বুধবার (১৫ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ফটকে গিয়ে বাসগুলো আটকাতে থাকেন শিক্ষার্থীরা। হেনস্তার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর অধ্যাপক মো. আলমগীর কবিরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ৫১তম ব্যাচের ওই নারী শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী ও প্রক্টরের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় ওই ছাত্রী সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে টিউশন শেষে মৌমিতা পরিবহনে করে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় ভাড়া হিসাবে ১০০ টাকার একটি নোট দেন তিনি। চালকের সহযোগী ভাংতি নেই বলে জানান। পরে সাভারের রেডিও কলোনি এলাকায় গিয়ে বাসটি থেমে যায় এবং যাত্রীদের জানানো হয়, বাস আর সামনে যাবে না। তখন ওই ছাত্রী তার বাকি টাকা ফেরত চাইলে বাসের সহযোগী তার সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন।  এরইমধ্যে বাসের চালক ওই ছাত্রীকে একা বাসে রেখেই বাস চালাতে শুরু করে। ভয়ে ছাত্রী বাস থেকে ঝাঁপ দেন এবং পায়ে আঘাত পান। ভুক্তভোগী শিক্ষার্থী মুঠোফোনে জানান, এ ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ বিষয়ে কথা বলতে পারছেন না। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে মৌমিতা পরিবহনের ১৭টি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে। এক বাসচালক বলেন, সকাল ৯টার পর থেকে শিক্ষার্থীরা বাস আটকাতে শুরু করেন। শিক্ষার্থীরা আমাদের চাবি নিয়ে চলে গেছেন। তারা কেউ খারাপ ব্যবহার করেননি। মৌমিতা পরিবহনের পরিচালকদের একজন মো. বাদশা জানান, তাদের লোকজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছেন। তারা কথা বলে বিষয়টির সমাধান করবেন। বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর মো. আলমগীর কবির বলেন, গতকাল মৌমিতা পরিবহনের একটি বাসের সহযোগী আমাদের ছাত্রীকে হেনস্তা করেছে। আমরা পুলিশকে জানিয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে ওই বাস শনাক্ত করার চেষ্টা চলছে।
১৫ মে, ২০২৪

তিন দিন বন্ধ থাকবে আগরতলা-আখাউড়া-কলকাতা বাস সার্ভিস
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সড়কের গাজীর বাজার এলাকায় জাজী গাংয়ের ওপর নির্মাণাধীন সেতুর পাশে একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হবে। যে কারণে বৃহস্পতিবার (১৬ মে) থেকে ১৮ মে পর্যন্ত সড়কের ওই অংশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এতে প্রভাব পড়বে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে। বন্ধ থাকবে আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীরবাজার এলাকায় বেইলি সেতুর বদলে নতুন পি সি গার্ডার সেতুর নির্মাণকাজ চলমান। নির্মাণাধীন সেতুর পাশে বিদ্যমান বিকল্প সড়কটি বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ বিধায় সেখানে বেইলি সেতু স্থাপনের কাজ করার জন্য আগামী ১৬ মে রাত ১০টা থেকে ১৮ মে রাত ১০টা নাগাদ সব প্রকার যানবাহন বন্ধ থাকবে। তাই জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকার বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হলে সেখানে আরেকটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তার কাজ চলমান। এদিকে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচলের জন্য একটি বিকল্প সড়ক করে দেওয়া হয়। কিন্তু বর্ষা মৌসুমে ওই বিকল্প সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। ভারত থেকে পাহাড়ি ঢল নেমে এলে বিকল্প সড়কটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সড়কের ওই অংশ থেকে আখাউড়া স্থলবন্দরের দূরত্ব আধা কিলোমিটারের মতো। বড় যানবাহন চলাচল করতে ওই সড়কটি বাদে আর বিকল্প সড়ক নেই। যে কারণে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমের প্রভাব পড়বে। পাশাপাশি উল্লেখিত সময়ে বন্ধ থাকবে আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস। আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাসিবুল হাসান সাংবাদিকদের বলেন, ‘সড়ক বন্ধ সংক্রান্ত চিঠি পেয়েছি। তবে ওই সময়ে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রাখা বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। বিকল্প সড়ক দিয়ে ছোট যানবাহনে করে মাছ রপ্তানি স্বাভাবিক রাখা ও আমদানি করা পণ্য এনে বন্দরে রাখা সম্ভব বিধায় আমরা বাণিজ্যিক কার্যক্রম ঘোষণা দিয়ে বন্ধ না করার বিষয়টি চিন্তা করছি। বড় যানবাহন চলাচলে বিকল্প সড়ক না থাকায় আন্তর্জাতিক বাস সার্ভিস বন্ধ থাকবে বলেও তিনি জানান। উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে দেড় লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি হয় উত্তর-পূর্ব ভারতে। রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে- হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
১৩ মে, ২০২৪

বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বায় ধাক্কা, অতঃপর...
সিলেটের তামাবিল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খাম্বায় ধাক্কা লেগে খাদে পড়ে ৪৫ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও বাসযাত্রী সূত্রে জানা যায়, শনিবার (১১ মে) সকাল ৯টায় জৈন্তাপুর বাজার হতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে পাখিটিকি এলাকায় পৌঁছালে বাসটি (সিলেট জ-১১-০৩৭৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ৪০-৪৫ জন যাত্রী আহত হন। যাত্রীরা বলেন, বাস ছাড়ার পর হতে বাসের চালক বারবার অন্যের সঙ্গে কথা বলেন। সামনের দিকে দৃষ্টি না রেখে বাম পাশে ঘন ঘন দৃষ্টি রেখে গাড়িটি পরিচালনা করছিলেন। অন্যদিকে দৃষ্টি রেখে গাড়ি পরিচালনার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে যাত্রী নিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। ঘটনার পরপর স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তারা হলেন, নিজপাট কমলাবাড়ী গ্রামের ছায়েদ আালীর ছেলে মো. আব্দুল মুতালিব (৬০), একই গ্রামের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহল টিম ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম কালবেলাকে বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র আমার টহল টিমের সদস্যরা পৌঁছে খোঁজখবর নেন। দুর্ঘটনায় গুরুতর দুজনকে সিলেটে প্রেরণ করা হয়। অন্যান্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
১১ মে, ২০২৪

বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা গাছের সঙ্গে, আহত ২৫
দিনাজপুরের হিলিতে আজমেরি পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ধানকাটা শ্রমিকসহ প্রায় ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পার্শ্ববতী উপজেলা বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাকিমপুর থানার এসআই শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরের জেলা দিনাজপুর থেকে হিলির দিকে ছেড়ে আসা আজমেরি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডাঙ্গাপাড়া পুলিশ বক্স এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসে থাকা যাত্রী ও ধানকাটা শ্রমিকসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। পুলিশ তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে। 
১০ মে, ২০২৪

গাজীপুরে বিআরটিসির শাটল বাস চালু
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি)। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর ২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল। উদ্বোধন শেষে সংসদ সদস্য রাসেল বলেন, বিআরটিসির এ সার্ভিসটি রাজধানীর আব্দুল্লাহপুর থেকে উত্তরা দিয়াবাড়ির মেট্রো রেলস্টেশন পর্যন্ত চালু ছিল। এতে গাজীপুর ও টঙ্গীবাসী মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল। এ বাস সার্ভিস সেবার নতুন মাত্রা যুক্ত করেছে। বিআরটিসির আন্তরিক সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেট্রোরেল সেবাটি উত্তরা দিয়াবাড়ি থেকে টঙ্গী হয়ে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত সম্প্রসারণের দাবি জানিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (বিআরটিসি) জেনারেল ম্যানেজার মেজর নিজাম উদ্দিন, বিআরটিসির জোয়ার সাহারা বাস ডিপোর ম্যানেজার অ্যান্ড অপারেশন মো. কামরুজ্জামান, গাজীপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুল হক প্রমুখ। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বাস সার্ভিস দেওয়া হবে। প্রথম ধাপে টঙ্গী স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশন পর্যন্ত এ সার্ভিস চালু হলেও পরবর্তীতে টঙ্গীর স্টেশন রোড থেকে এলিভেটেড এক্সপ্রেস ফার্মগেট পর্যন্ত এ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন বিআরটিসি কর্তৃপক্ষ। বিআরটিসি জেনারেল ম্যানেজার মেজর নিজাম উদ্দিন বলেন, আজ থেকে ১১টি শাটল বাস সার্ভিসটি চালু হয়েছে। প্রতি দশ মিনিট পর পর একটি বাস ছেড়ে যাবে। প্রতিদিন প্রায় এক লাখ যাত্রী এ সুবিধা ভোগ করবেন। প্রথম ধাপের এই কার্যক্রমে টঙ্গী স্টেশন রোড থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত যাত্রীকে ২২ টাকা ভাড়া গুনতে হবে। স্থানীয় বাসিন্দারা জানান, এ যাত্রা আমাদের জন্য খুবই আরামদায়ক হবে। মেট্রোরেলে যাতায়াত করতে টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় গিয়ে বাস পরিবর্তন করে বিআরটিসির বাসে চেপে উত্তরা মেট্রোরেল স্টেশনে যেতে হতো। এখন বাস পরিবর্তনের ঝামেলা নেই।
০৯ মে, ২০২৪

পাকিস্তানে বাস গিরিখাতে নিহত ২০
পাকিস্তানের উত্তরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে ২০ জন প্রাণ হারিয়েছেন। আহত আরও ২১ জন হাসপাতালে ভর্তি আছেন। বাসটি রাওয়ালপিন্ডি থেকে উত্তরের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে যাচ্ছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে কারাকোরাম হাইওয়েতে ওই দুর্ঘটনাটি ঘটে। খবর দ্য ডনের। স্থানীয় সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বাসটি গিলগিত-বালতিস্তানের দিয়ামের জেলা দিয়ে যাচ্ছিল। হঠাৎই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে যায়।’ দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন থেকে উদ্ধার অভিযান শুরু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি। প্রাথমিকভাবে ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর কয়েকজন মারা গেছেন বলে জানান এক উদ্ধারকর্মী। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ হয়েছে। এখনো যে ২১ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তানে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটতে দেখা যায়। যাতে বহু মানুষের প্রাণ যায়। দেশটিতে গাড়িচালকরা ট্রাফিক আইন যেমন মানেন না তেমন অনেক প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ। যানবাহনের অবস্থাও মানসম্মত নয়।
০৪ মে, ২০২৪

গাজীপুরে ছাত্র ও পরিবহন শ্রমিকের মারামারি, বাস চলাচল বন্ধ
গাজীপুরে তুচ্ছ ঘটনার জেরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র ও শ্রমিকদের সঙ্গে মারামারি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর জেরে গাজীপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য রোডের বাস চলাচল স্বাভাবিক আছে। সদর থানার ওসি (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, গত রাত একটার দিকে ডুয়েটের তিনজন শিক্ষার্থী মোটরসাইকেলে শিববাড়ি মোড় থেকে ডুয়েট যাওয়ার সময়ে বাস স্ট্যান্ড এলাকায় পেছন থেকে মোটরসাইকেলটিকে প্রায় ধাক্কা লাগিয়ে দেয়। এতে ওই শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে  শ্রমিকদের ওপর চড়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ডুয়েট শিক্ষার্থীরা এসে বাস স্ট্যান্ড এলাকায় কয়েকটি বাসের জানালা-কাচ ভাঙচুর করে এবং শ্রমিকদের ওপর হামলা করে। এই ঘটনার জেরে সকাল থেকে গাজীপুর বাস স্ট্যান্ডের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে বাস চলাচল বন্ধ রাখে। তবে অন্যান্য সকল পরিবহন স্বাভাবিক রয়েছে। বিষয়টি সুরাহা করে বাস চালানোর চেষ্টা চলছে বলে জানান ওসি।
০৩ মে, ২০২৪

পাহাড়ি সড়ক থেকে খাদে যাত্রীবাহী বাস, নিহত ২০
পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানের দিয়ামের জেলার প্রত্যন্ত অঞ্চলে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ মে) পাকিস্তানি পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দিয়ামের কারাকোরাম হাইওয়ের যশোখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাওয়ালপিন্ডি থেকে গিলগিটের দিকে যাচ্ছিল। এ সময় এতে ৩৮ জনের মতো যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার দল পাঠানো হয়েছে। আহত ব্যক্তি ও মরদেহ চিলাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। দিয়ামের জেলা প্রশাসক ফাইয়াজ আহমেদ জিও নিউজকে বলেছেন, আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। দুজনকে গিলগিট শহরে স্থানান্তরিত করা হয়েছে। তিনি বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। এতে সেনা হেলিকপ্টারও অংশ নিয়েছিল। হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন বলেও যোগ করেন ডিসি। ফাইয়াজ আহমেদ বলেন, চিলাস শহর থেকে ২০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত গতি বা বাঁক নেওয়ার সময় বাসটি এই দুর্ঘটনার শিকার হয়েছে। বাস দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি হওয়ায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
০৩ মে, ২০২৪
X