জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার অভিযোগে ১৭টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা

১৭টি বাস আটক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
১৭টি বাস আটক করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করা মৌমিতা পরিবহনের ১৭টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৫ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ফটকে গিয়ে বাসগুলো আটকাতে থাকেন শিক্ষার্থীরা।

হেনস্তার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর অধ্যাপক মো. আলমগীর কবিরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ৫১তম ব্যাচের ওই নারী শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠী ও প্রক্টরের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় ওই ছাত্রী সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে টিউশন শেষে মৌমিতা পরিবহনে করে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় ভাড়া হিসাবে ১০০ টাকার একটি নোট দেন তিনি। চালকের সহযোগী ভাংতি নেই বলে জানান। পরে সাভারের রেডিও কলোনি এলাকায় গিয়ে বাসটি থেমে যায় এবং যাত্রীদের জানানো হয়, বাস আর সামনে যাবে না। তখন ওই ছাত্রী তার বাকি টাকা ফেরত চাইলে বাসের সহযোগী তার সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন এবং বাজে ইঙ্গিত দেন। এরইমধ্যে বাসের চালক ওই ছাত্রীকে একা বাসে রেখেই বাস চালাতে শুরু করে। ভয়ে ছাত্রী বাস থেকে ঝাঁপ দেন এবং পায়ে আঘাত পান।

ভুক্তভোগী শিক্ষার্থী মুঠোফোনে জানান, এ ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ বিষয়ে কথা বলতে পারছেন না।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে মৌমিতা পরিবহনের ১৭টি বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে।

এক বাসচালক বলেন, সকাল ৯টার পর থেকে শিক্ষার্থীরা বাস আটকাতে শুরু করেন। শিক্ষার্থীরা আমাদের চাবি নিয়ে চলে গেছেন। তারা কেউ খারাপ ব্যবহার করেননি।

মৌমিতা পরিবহনের পরিচালকদের একজন মো. বাদশা জানান, তাদের লোকজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছেন। তারা কথা বলে বিষয়টির সমাধান করবেন।

বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর মো. আলমগীর কবির বলেন, গতকাল মৌমিতা পরিবহনের একটি বাসের সহযোগী আমাদের ছাত্রীকে হেনস্তা করেছে। আমরা পুলিশকে জানিয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে ওই বাস শনাক্ত করার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে হঠাৎ সুযোগের পর বড় সংকটে স্কটল্যান্ড

পাচারের সময় ২০০ বস্তা সার জব্দ করল স্থানীয়রা

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

এনসিপির প্রার্থীসহ দুজনকে জরিমানা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / বিদায়ের পর আইসিসির দিকে বাংলাদেশের অভিযোগের তীর 

আফগান আদালতে অপরাধ নয়, শ্রেণি দেখে শাস্তি

শিশুর আত্মবিশ্বাস গড়তে প্রতিদিনের কথার গুরুত্ব

সিম কার্ডের এক কোনা কেন কাটা থাকে

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

তিতাসের নেতৃত্বে ঐশী-রিফতি

১০

ভারত থেকে এলো ৫১০ টন চাল

১১

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ

১২

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

১৩

মদ্যপ অবস্থায় সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রেপ্তার

১৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ বছরে হতাহত ১৮ লক্ষাধিক সেনা

১৫

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী বকুলকে শোকজ

১৬

হরমুজ প্রণালির আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান

১৭

ইতালির ইমিগ্রেশন এবং নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

১৮

বিএনপির আরও ৪ নেতাকে দুঃসংবাদ

১৯

মস্তিষ্ক ভালো রাখবে ফাইবার

২০
X