সিলেটের তামাবিল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খাম্বায় ধাক্কা লেগে খাদে পড়ে ৪৫ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও বাসযাত্রী সূত্রে জানা যায়, শনিবার (১১ মে) সকাল ৯টায় জৈন্তাপুর বাজার হতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে পাখিটিকি এলাকায় পৌঁছালে বাসটি (সিলেট জ-১১-০৩৭৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খাম্বার সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ৪০-৪৫ জন যাত্রী আহত হন।
যাত্রীরা বলেন, বাস ছাড়ার পর হতে বাসের চালক বারবার অন্যের সঙ্গে কথা বলেন। সামনের দিকে দৃষ্টি না রেখে বাম পাশে ঘন ঘন দৃষ্টি রেখে গাড়িটি পরিচালনা করছিলেন। অন্যদিকে দৃষ্টি রেখে গাড়ি পরিচালনার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে যাত্রী নিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।
ঘটনার পরপর স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
তারা হলেন, নিজপাট কমলাবাড়ী গ্রামের ছায়েদ আালীর ছেলে মো. আব্দুল মুতালিব (৬০), একই গ্রামের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহল টিম ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম কালবেলাকে বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র আমার টহল টিমের সদস্যরা পৌঁছে খোঁজখবর নেন। দুর্ঘটনায় গুরুতর দুজনকে সিলেটে প্রেরণ করা হয়। অন্যান্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
মন্তব্য করুন