গাজীপুরে তুচ্ছ ঘটনার জেরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র ও শ্রমিকদের সঙ্গে মারামারি ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর জেরে গাজীপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যান্য রোডের বাস চলাচল স্বাভাবিক আছে।
সদর থানার ওসি (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, গত রাত একটার দিকে ডুয়েটের তিনজন শিক্ষার্থী মোটরসাইকেলে শিববাড়ি মোড় থেকে ডুয়েট যাওয়ার সময়ে বাস স্ট্যান্ড এলাকায় পেছন থেকে মোটরসাইকেলটিকে প্রায় ধাক্কা লাগিয়ে দেয়। এতে ওই শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের ওপর চড়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে ডুয়েট শিক্ষার্থীরা এসে বাস স্ট্যান্ড এলাকায় কয়েকটি বাসের জানালা-কাচ ভাঙচুর করে এবং শ্রমিকদের ওপর হামলা করে। এই ঘটনার জেরে সকাল থেকে গাজীপুর বাস স্ট্যান্ডের শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে বাস চলাচল বন্ধ রাখে। তবে অন্যান্য সকল পরিবহন স্বাভাবিক রয়েছে। বিষয়টি সুরাহা করে বাস চালানোর চেষ্টা চলছে বলে জানান ওসি।
মন্তব্য করুন