বিএনপি নেতা খোকন জামিনে কারামুক্ত
সাড়ে ছয় মাস কারাবাসের পর উচ্চ আদালতের জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার সভাপতি খায়রুল কবির খোকন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। কারামুক্তির পর কারাফটকে খোকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, সদস্য রফিকুল আমিন ভূঁইয়া রুহেলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। নরসিংদী থানার একটি মামলায় গত বছরের ২৫ অক্টোবর খোকনকে ঢাকায় তার ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে

দল ছাড়ার ২৪ ঘণ্টা পর ভোল পাল্টালেন বিএনপি নেতা
বগুড়ার শেরপুরে বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতেই ভোল পাল্টিয়েছেন ইউপি চেয়ারম্যান আলহাজ শাহ আলম পান্না। মঙ্গলবার (৭ মে) রাতে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ শেরপুর প্রেস ক্লাব কার্যালয়ে তিনি নিজেই সংবাদ সম্মেলন ডেকে ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি অস্বীকার করেন।  এ সময় শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শাহ আলম পান্না বলেন, স্থানীয় ও জাতীয় একাধিক গণমাধ্যম থেকে জানতে পারলাম, আমি নাকি বিএনপি থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। বহুদিন আগে থেকেই তাদের কার্যক্রম আমাকে আকৃষ্ট করে। ওনাদের দাওয়াত পেয়ে আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। কিন্তু আমি বিএনপি থেকে পদত্যাগ করে তাদের দলে যোগ দিয়েছি, এই কথা সঠিক নয়। আমি অন্য কোনো দলে যোগদান করিনি। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই অনেকে ওই মিথ্যা প্রচার চালাচ্ছেন। তবে দলে যোগদানের বিষয়টি অস্বীকার করার এই ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন শেরপুর উপজেলার সহসভাপতি ইমরান খান। তিনি বলেন, আমাদের দলে যোগদানের বিষয়ে শাহ আলমের সঙ্গে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে রোববার (৫ মে) আমাদের দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপস্থিতিতে সদস্য ফরম পূরণ করেন। পরে ওয়াজ মাহফিলে হাজার হাজার মানুষের সামনে আজীবন ইসলামী আন্দোলনের সঙ্গে থাকার অঙ্গীকার করেন। হয়তো তিনি পারিবারিক ও পারিপার্শ্বিক চাপে এখন ওই ধরনের বক্তব্য দিচ্ছেন। এ বিষয়ে শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, শাহ আলম পান্না হাজার হাজার মানুষের সামনে ইসলামী আন্দোলনে যোগদানের ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি শপথবাক্য পাঠ করে সেই দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন। আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী তিনি বিএনপিতে থাকার যোগ্যতা হারিয়েছেন। প্রসঙ্গত, আলহাজ শাহ আলম পান্না টানা একযুগ ধরে শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিএনপি দলীয় প্রার্থী হিসেবে তিনি পাঁচবার উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখনো তিনি চেয়ারম্যান পদে অধিষ্ঠিত আছেন।
১৫ ঘণ্টা আগে

বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারামুক্ত
দীর্ঘ ছয় মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বুধবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। এসময় কারাফটকে খোকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরে এলাহী, জেলা বিএনপির সদস্য রফিকুল আমিন ভূঁইয়া রুহেলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর একটি বাসা থেকে খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের গত ২৬ জানুয়ারি নরসিংদী জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাইন উদ্দিন ভূঁইয়াকে সিনিয়র সহসভাপতি পদ দেওয়া হয়। এতে তার অনুসারী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেন এবং পরে ভাঙচুর করেন। এরপর কমিটি বাতিলের দাবিতে বিভিন্নস্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেন পদবঞ্চিতরা। এরই ধারাবাহিকতায় ২৫ মে বিকেলে ছাত্রদলের বহিষ্কৃত নেতারা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে শতাধিক মোটরসাইকেল বহন নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির চিনিশপুরের অস্থায়ী কার্যালয়ের সড়কে ঢোকার পর দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ছাদিকুর রহমান ও তার অনুসারী আশরাফুল হক (২২)। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পরে ওই ঘটনায় নিহত ছাদিকুরের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানাসহ জেলা বিএনপির ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় খোকন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেয় তিনি। গত বছরের ২৭ জুলাই তার জামিনের মেয়াদ শেষে হয়ে যাওয়ার পর খোকন আদালত থেকে আর স্থায়ী জামিন নেয়নি। এই প্রেক্ষিতে ২৫ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে ঢাকায় তার ভাইয়ের বাসা থেকে গ্রেপ্তার করে। পর দিন তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। সেই থেকে কারাগারেই ছিলেন খায়রুল কবির খোকন।
২১ ঘণ্টা আগে

কারাবন্দি নেতাদের বাসায় বিএনপি নেতা সালাম
কারাবন্দি বিএনপি নেতাদের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসভবনে যান দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ সিনিয়র নেতারা।   শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তারা কারাবন্দি ৩৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দীন সিরাজ, ৩৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেন্টু আহমেদ শাখি, নবাবপাড়া ইউনিট সভাপতি মোহাম্মদ ফালান, ওয়ার্ড নেতা মোহাম্মদ ইকবাল, ৩৩নং ওয়ার্ডের প্রচার সম্পাদক আনিস, ৩৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমর ফারুক, ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বল্লাম রাজু, ৩৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন, আব্দুল রউফ রনি, বংশাল থানা নেতা মোহাম্মদ সোহেল এবং শাহিদের বাসভবনে যান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহন, আব্দুস সাত্তার, সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু, আরিফুর রহমান নাদিম, বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তরের কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা, বংশাল থানা বিএনপির সাবেক সভাপতি তাজউদ্দীন আহমদ তাইজু, সাবেক সাধারণ সম্পাদক কমিশনার মামুন আহমদ, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডালিম হোসেন, ৩৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোলেক্স পারভেজ হ্যাপিসহ বংশাল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  
২৭ এপ্রিল, ২০২৪

বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার
আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে বহিষ্কারের হিড়িক পড়েছে বিএনপিতে। সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখতে শক্ত অবস্থান নিয়েছে দলটির হাইকমান্ড। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দল ও অঙ্গসংগঠন থেকে নতুন করে আরও তিনজনকে শুক্রবার বহিষ্কার করেছে বিএনপি। শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।  বহিষ্কৃতরা হলেন ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছেন। শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা (সোনাহার)। তিনি ২নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।   অপর একজন হলেন, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা মংসুইউ চৌধুরী। তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।  এর আগে গতকাল শুক্রবার ৭৩ জনকে বহিষ্কার করেছে দলটি। গতকাল যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন বান্দরবান জেলা মহিলা দলের শিরীন আক্তার, আলীকদম উপজেলা বিএনপির মো. রিটন, কক্সবাজারের মহেশখালী উপজেলা মহিলা দলের জাহানারা জাহাঙ্গীর ও যুবদলের জাহাদুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা কায়সার আহমেদ, ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য মো. কামাল উদ্দীন, মহিলা দলের রেশমাতুল আরস রেখা, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মোহা. আনোয়ারুল ইসলাম ও বাবর আলী বিশ্বাস, জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির আতাউর রহমান খসরু, জেলা মহিলা দলের শামীমা আক্তার (বেদেনা), নাটোর সদর উপজেলা বিএনপির ইমতিয়াজ আহমেদ হীরা, নলডাঙ্গা উপজেলা বিএনপির আফজাল হোসেন ও মহিলা দলের মহুয়া পারভিন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির এবিএম কাজল সরকার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সুমি বেগম, মনোয়ারা বেগম, হালুয়াঘাট উপজেলার অ্যাডভোকেট হাসনাত তারেক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের জাহাঙ্গীর আলম খান, ধোবাউড়া উপজেলা বিএনপির শামসুর রশিদ মজনু, ফুলপুর পৌর বিএনপির ইমরান হাসান পল্লব, কিশোরগঞ্জ জেলা বিএনপির নাজমুল আলম ও হোসেনপুর উপজেলা বিএনপির নাজমুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ফরিদ আল-রাজি, শেরপুরের শ্রীবর্দী উপজেলা বিএনপির এবিএম সাইফুল মালেক, শ্রীবর্দী পৌর বিএনপির আব্দুর রহিম বাদশা, ছাত্রদলের সাদমান সৌমিক মুন ও জোবায়দুল ইসলাম রাজন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির মো. আমিনুল ইসলাম বাদশা, স্বেচ্ছাসেবক দলের মেহেদী হাসান মামুন, সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সেবুল মিয়া, গৌউছ খান, সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির ছবি চৌধুরী, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির রাহেলা বেগম হাসনা, দিরাই উপজেলা বিএনপির গোলাপ মিয়া, শাল্লা উপজেলা বিএনপির গণেন্দ্র চন্দ্র দাস, বিশ্বনাথ উপজেলা বিএনপির স্বপ্না শাহীন বেগম, আব্দুল রব সরকার, স্বেচ্ছাসেবক দলের কাউছার খান, পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির ফায়জুল কবির তালুকদার, মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মহিলা দলের আফরোজা রহমান লিপি, হরিরামপুর উপজেলা যুবদলের জাহিদুর রহমান তুষার, সিংগাইর উপজেলা বিএনপির তোফাজ্জল হোসেন তোফাজ, হরিরামপুর উপজেলা বিএনপির মোশারফ হোসেন মুসা, গাজীপুর জেলা বিএনপির ইজাদুর রহমান মিলন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাজ্জাদ মোর্শেদ, উপজেলা বিএনপির ওমরাহ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয় পরিষদের শামীম ইস্কান্দার, সরাইল উপজেলা যুবদলের হানিফ আহমেদ সবুজ, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলা বিএনপির মাজহারুল ইসলাম, মেঘনা উপজেলা মহিলা দলের হালিমা আক্তার শিমু, দিলারা শিরীন, মেঘনা উপজেলা বিএনপির রমিজ উদ্দীন লন্ডনি, মেহেরপুর সদর উপজেলা বিএনপির রোমানা আহমেদ, কুষ্টিয়ার খোকসা উপজেলার ইশরাত জাহান পুনম, বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির মেহেদী হাসান মিন্টু, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপির সরোয়ার হোসেন, যুবদলের মো. সেলিম, হাকিমপুর উপজেলা বিএনপির পারুল নাহার, বিরামপুর পৌর বিএনপির আব্দুল হাই, উপজেলা মহিলা দলের উম্মে কুলসুম বানু, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা মহিলা দলের লতিফা আক্তার, হাতীবান্ধা উপজেলা মহিলা দলের মাকতুফা ওয়াসিম বেলী, কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির ইমান আলী ও সেকেন্দার আলী চাঙ্গা, মহিলা দলের তাজমিন নাহার (শাপলা), রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির শাহ মো. ফরহাদ হোসেন অনু, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষক দলের জানে আলম, উপজেলা বিএনপির ফারুক মৃধা, ফরিদপুর সদর উপজেলা কৃষক দলের শাহিদ আল-ফারুক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের একেএম নাজমুল হাসান, সদর উপজেলা বিএনপির রউফ উন-নবী এবং রাজবাড়ী জেলা মহিলা দলের শারমিন আক্তার টুকটুকি। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিভিন্ন সময়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বহিষ্কারের কথা জানানো হয়। ওই সময় বহিষ্কার করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান, তাঁতীবিষয়ক সহ-সম্পাদক রাবেয়া ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, শাহ শহীদ সারোয়ার, মতিউর রহমান মন্টু এবং খন্দকার আহসান হাবিব ও একেএম ফখরুল ইসলাম। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও অনেক নেতাকর্মীকে শোকজ এবং বহিষ্কার করা হয়েছে। যেসব নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তারা নাটোর, নীলফামারী, সিলেট, মৌলভীবাজার, গাজীপুর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা, ঢাকা, টাঙ্গাইল, শেরপুর, পঞ্চগড়, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, পিরোজপুর, খুলনা, চট্টগ্রাম জেলা ও মহানগরের নেতা। বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ কালবেলাকে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা প্রার্থী হয়েছেন আমরা তাদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ ও বৈঠক করে দলের সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। তারা মনোনয়ন প্রত্যাহারের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে দল এখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।
২৭ এপ্রিল, ২০২৪

বিএনপি নেতা গয়েশ্বরের জামিন
নাশকতার পৃথক ছয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। এর মধ্যে রাজধানীর পল্টন থানার চার মামলা ও রমনা থানার দুটি মামলা রয়েছে।  এর আগে গত ২২ জানুয়ারি বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গয়েশ্বর চন্দ্র রায়কে ২৫ মার্চ পর্যন্ত আগাম জামিন দেন। উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।  শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় তার বিরুদ্ধে ৬টি মামলা হয়েছিল।
২৫ এপ্রিল, ২০২৪

ব্যাংককে নেওয়া হলো বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হয়েছে।  মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে আবদুল আউয়াল মিন্টুকে নিয়ে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে তার স্ত্রী নাসরিন আউয়াল ও ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল আছেন। গত শুক্রবার রাতে আবদুল আউয়াল মিন্টু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে বাসায় ঘুমাতে যাওয়ার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। একপর্যায়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়। এ সময় দ্রুত তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেই তাকে ব্যাংককে নেওয়া হয়েছে। আবদুল আউয়াল মিন্টুর বড় ছেলে বিএনপি নেতা তাবিথ আউয়াল বলেন, ইউনাইটেড হাসপাতালে ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ ধরনের ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে আবার আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে। সে জন্য তাকে বামরুনগ্রাদে নেওয়া হয়েছে। এখন তার হৃদযন্ত্র কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা পরীক্ষা-নিরীক্ষায় জানা যাবে। আবদুল আউয়াল মিন্টুর পরিবারের সদস্যরা তার দ্রুত সুস্থতার জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।  
২৩ এপ্রিল, ২০২৪

বিএনপি নেতা হাবিব জামিনে মুক্ত
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি পেয়েছেন।  রোববার (২১ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেকেই উপস্থিত ছিলেন। গত বছরের অক্টোবরের শুরুতে নাশকতার এক মামলায় তাকে চার বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এ ছাড়া হাইকোর্টের একজন বিচারককে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ জন্য আদালতের তলবে হাজির না হওয়ায় হাবিবকে গত ২০ নভেম্বর তাকে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।
২১ এপ্রিল, ২০২৪

বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মিন্টুর ছেলে ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে গত শুক্রবার রাত ২টার দিকে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের আশঙ্কা, উনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত রক্তের তিনটি পরীক্ষা হয়েছে। দুটিতে নেগেটিভ এসেছে। তৃতীয় রিপোর্ট হাতে পাওয়ার পর অসুস্থতার কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে। তাদের পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তাবিথ। এদিকে গতকাল শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবদুল আউয়াল মিন্টু দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের কর্ণধার।
২১ এপ্রিল, ২০২৪

চেয়ারম্যান প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা কামাল
কেন্দ্রের নির্দেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরফরাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল উদ্দিন (ভিপি কামাল)।  শনিবার (২০ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এর আগে সোমবার ১৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন বিএনপির এই নেতা।  সংবাদ সম্মেলনে মো. কামাল উদ্দিন বলেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিগত ৩৮ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছি। বিএনপির সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এবারের উপজেলা নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলাম। যেহেতু দল এই নির্বাচন বর্জন করেছে এবং প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে, তাই আমি দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এই উপজেলা নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোববার (২১ এপ্রিল) জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করব।  উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ ৮ মে। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রিপন, জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, প্রবীণ বিএনপি নেতা রেজাউল করিম বজলু ও ফজলুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি শামছুল হক মিঠু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জর্জ, পৌর বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহীন আলম জনি, চরফরাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন মেম্বারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২০ এপ্রিল, ২০২৪
X