কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার

উপজেলা ভোট ঘিরে বহিষ্কারের হিড়িক বিএনপিতে। গ্রাফিক্স : কালবেলা
উপজেলা ভোট ঘিরে বহিষ্কারের হিড়িক বিএনপিতে। গ্রাফিক্স : কালবেলা

আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে বহিষ্কারের হিড়িক পড়েছে বিএনপিতে। সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখতে শক্ত অবস্থান নিয়েছে দলটির হাইকমান্ড। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় দল ও অঙ্গসংগঠন থেকে নতুন করে আরও তিনজনকে শুক্রবার বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছেন। শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা (সোনাহার)। তিনি ২নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

অপর একজন হলেন, চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা মংসুইউ চৌধুরী। তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

এর আগে গতকাল শুক্রবার ৭৩ জনকে বহিষ্কার করেছে দলটি। গতকাল যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন বান্দরবান জেলা মহিলা দলের শিরীন আক্তার, আলীকদম উপজেলা বিএনপির মো. রিটন, কক্সবাজারের মহেশখালী উপজেলা মহিলা দলের জাহানারা জাহাঙ্গীর ও যুবদলের জাহাদুল হুদা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা কায়সার আহমেদ, ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য মো. কামাল উদ্দীন, মহিলা দলের রেশমাতুল আরস রেখা, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মোহা. আনোয়ারুল ইসলাম ও বাবর আলী বিশ্বাস, জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির আতাউর রহমান খসরু, জেলা মহিলা দলের শামীমা আক্তার (বেদেনা), নাটোর সদর উপজেলা বিএনপির ইমতিয়াজ আহমেদ হীরা, নলডাঙ্গা উপজেলা বিএনপির আফজাল হোসেন ও মহিলা দলের মহুয়া পারভিন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির এবিএম কাজল সরকার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সুমি বেগম, মনোয়ারা বেগম, হালুয়াঘাট উপজেলার অ্যাডভোকেট হাসনাত তারেক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের জাহাঙ্গীর আলম খান, ধোবাউড়া উপজেলা বিএনপির শামসুর রশিদ মজনু, ফুলপুর পৌর বিএনপির ইমরান হাসান পল্লব, কিশোরগঞ্জ জেলা বিএনপির নাজমুল আলম ও হোসেনপুর উপজেলা বিএনপির নাজমুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ফরিদ আল-রাজি, শেরপুরের শ্রীবর্দী উপজেলা বিএনপির এবিএম সাইফুল মালেক, শ্রীবর্দী পৌর বিএনপির আব্দুর রহিম বাদশা, ছাত্রদলের সাদমান সৌমিক মুন ও জোবায়দুল ইসলাম রাজন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির মো. আমিনুল ইসলাম বাদশা, স্বেচ্ছাসেবক দলের মেহেদী হাসান মামুন, সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সেবুল মিয়া, গৌউছ খান, সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির ছবি চৌধুরী, মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির রাহেলা বেগম হাসনা, দিরাই উপজেলা বিএনপির গোলাপ মিয়া, শাল্লা উপজেলা বিএনপির গণেন্দ্র চন্দ্র দাস, বিশ্বনাথ উপজেলা বিএনপির স্বপ্না শাহীন বেগম, আব্দুল রব সরকার, স্বেচ্ছাসেবক দলের কাউছার খান, পিরোজপুরের জিয়ানগর উপজেলা বিএনপির ফায়জুল কবির তালুকদার, মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মহিলা দলের আফরোজা রহমান লিপি, হরিরামপুর উপজেলা যুবদলের জাহিদুর রহমান তুষার, সিংগাইর উপজেলা বিএনপির তোফাজ্জল হোসেন তোফাজ, হরিরামপুর উপজেলা বিএনপির মোশারফ হোসেন মুসা, গাজীপুর জেলা বিএনপির ইজাদুর রহমান মিলন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাজ্জাদ মোর্শেদ, উপজেলা বিএনপির ওমরাহ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয় পরিষদের শামীম ইস্কান্দার, সরাইল উপজেলা যুবদলের হানিফ আহমেদ সবুজ, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলা বিএনপির মাজহারুল ইসলাম, মেঘনা উপজেলা মহিলা দলের হালিমা আক্তার শিমু, দিলারা শিরীন, মেঘনা উপজেলা বিএনপির রমিজ উদ্দীন লন্ডনি, মেহেরপুর সদর উপজেলা বিএনপির রোমানা আহমেদ, কুষ্টিয়ার খোকসা উপজেলার ইশরাত জাহান পুনম, বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির মেহেদী হাসান মিন্টু, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপির সরোয়ার হোসেন, যুবদলের মো. সেলিম, হাকিমপুর উপজেলা বিএনপির পারুল নাহার, বিরামপুর পৌর বিএনপির আব্দুল হাই, উপজেলা মহিলা দলের উম্মে কুলসুম বানু, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা মহিলা দলের লতিফা আক্তার, হাতীবান্ধা উপজেলা মহিলা দলের মাকতুফা ওয়াসিম বেলী, কুড়িগ্রামের রৌমারী উপজেলা বিএনপির ইমান আলী ও সেকেন্দার আলী চাঙ্গা, মহিলা দলের তাজমিন নাহার (শাপলা), রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির শাহ মো. ফরহাদ হোসেন অনু, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কৃষক দলের জানে আলম, উপজেলা বিএনপির ফারুক মৃধা, ফরিদপুর সদর উপজেলা কৃষক দলের শাহিদ আল-ফারুক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের একেএম নাজমুল হাসান, সদর উপজেলা বিএনপির রউফ উন-নবী এবং রাজবাড়ী জেলা মহিলা দলের শারমিন আক্তার টুকটুকি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিভিন্ন সময়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বহিষ্কারের কথা জানানো হয়। ওই সময় বহিষ্কার করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান, তাঁতীবিষয়ক সহ-সম্পাদক রাবেয়া ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, শাহ শহীদ সারোয়ার, মতিউর রহমান মন্টু এবং খন্দকার আহসান হাবিব ও একেএম ফখরুল ইসলাম। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও অনেক নেতাকর্মীকে শোকজ এবং বহিষ্কার করা হয়েছে। যেসব নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তারা নাটোর, নীলফামারী, সিলেট, মৌলভীবাজার, গাজীপুর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা, ঢাকা, টাঙ্গাইল, শেরপুর, পঞ্চগড়, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, কিশোরগঞ্জ, পিরোজপুর, খুলনা, চট্টগ্রাম জেলা ও মহানগরের নেতা।

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ কালবেলাকে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা প্রার্থী হয়েছেন আমরা তাদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ ও বৈঠক করে দলের সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম। তারা মনোনয়ন প্রত্যাহারের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে দল এখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী আছে আজ আপনার ভাগ্যে?

ব্রাজিলে ভয়াবহ বন্যা, মৃত্যু বেড়ে ১০০

আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার

পুকুর খনন করতে গিয়ে পাওয়া গেল গ্রেনেড

রবীন্দ্রনাথ মানুষের পরিশুদ্ধতার কথা ভাবতেন : সিমিন হোসেন

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২য় গবেষণা মেলা শুরু

চীনের সঙ্গে পশ্চিমাদের শত্রুতার ইতিকথা

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু

মাটিতেও যেভাবে চলে মার্কিন যুদ্ধজাহাজ

গজারিয়া গণহত্যা দিবস আজ

১০

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৮ জনকে সাজা

১১

উপজেলার জনগণ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে : সালাম

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৫

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১৬

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ 

১৭

উপজেলা চেয়ারম্যানকে হারালেন ভাইস চেয়ারম্যান

১৮

হোসেলুর জোড়া গোলে ফাইনালে মাদ্রিদ

১৯

ময়মনসিংহের ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত যারা

২০
X