চালকলে বয়লার বিস্ফোরণ শ্রমিক নিহত
সিরাজগঞ্জের কামারখন্দে একটি চালকলের বয়লার বিস্ফোরণে ফজল আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার জামতৈল পশ্চিমপাড়া এলাকার মেসার্স আজাহার অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার জহুরুল শেখ, উজ্জ্বল হোসেন ও কর্ণসূতি পশ্চিম পাড়ার জিন্নাহ মণ্ডল। আহত শ্রমিক জহুরুল শেখ বলেন, ধান সেদ্ধ করার একপর্যায়ে ভোর পৌনে ৫টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। এতে আমি, ফজল ও জিন্নাহ আহত হই। ফজলের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। মেসার্স আজাহার চালকলের স্বত্বাধিকারী আজাহার আলী রাজা দাবি করেন, ছয় মাস আগে বয়লার পরিবর্তন করা হয়েছে এবং কয়েকদিন আগে বয়লারের পাইপ পরিবর্তন করা হয়েছে। বয়লার কেন বিস্ফোরণ হলো বুঝতে পারছেন না। সিরাজগঞ্জের জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক মেহেদী হাসান বলেন, অতিরিক্ত তাপের কারণেই মূলত এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুমনুল হক জানান, বয়লার বিস্ফোরণে আহত তিন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। দুজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মোহা. রেজাউল ইসলাম বলেন, কারও গাফিলতি আছে কি না আমরা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেব।
০৪ মে, ২০২৪

নিকুঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ আহত ১
রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঢাকা অঞ্চল-৩-এর উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিস্ফোরণে আহত একজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। ফাটল ধরায় আপাতত ভবনটি বসবাসের জন্য নিরাপদ নয়। এক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও সিটি করপোরেশনের বিশেষজ্ঞ দলের মত নেওয়া প্রয়োজন বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। খিলক্ষেত থানার ওসি হুমায়ুন কবির বলেন, নিকুঞ্জ-২-এর ১৫ নম্বর সড়কের ১৪ নম্বর ভবনের দোতলায় বিকেল সাড়ে ৫টার দিকে বিস্ফোরণের মতো আওয়াজ পাওয়া যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। ওই তলায় ছেলেদের মেস রয়েছে। বিস্ফোরণের কারণ জানার চেষ্টা চলছে।
০১ মে, ২০২৪

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ
ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রোববার (২৮ এপ্রিল) দেশটির পূর্বাঞ্চলে এ বিস্ফোরণ ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) জানিয়েছে, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের ইবু পর্বতে এ বিস্ফোরণ ঘটেছে।  মাউন্ট ইবুর মনিটরিং পোস্টের কর্মকর্তা অ্যাক্সেল রোয়েরোর রোববার এক বিবৃতিতে বলেন, অগ্ন্যুৎপাতটি তিন মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল। এ সময় অগ্ন্যুৎপাতের ছাই সাড়ে তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে।   তিনি বলেন, মাউন্ট ইবুর কাছাকাছি বাসিন্দা এবং পর্যটকদের দুই-কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো কার্যকলাপ পরিচালনা না করার জন্য বলা হয়েছে।   সংবাদমাধ্যম চিনহুয়া পিভিএমবিজির বরাতে জানিয়েছে, আগ্নেয়গিরির বিস্ফোরণ প্রায় ২০৬ সেকেন্ড ধরে হয়েছিল। এর ফলে পাহাড়ের চূড়া থেকে সাড়ে ৩ হাজার মিটার ওপরে ছাই উঠেছিল। এর আগে চলতি মাসের শুরুতে উত্তর সুলাওয়েসির মাউন্ট রুয়াংয়ে অগ্ন্যুৎপাতের ফলে হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া মানাডো শহরের স্যাম রাতুলাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর তখন কয়েক দিনের জন্য বন্ধ ছিল।
২৯ এপ্রিল, ২০২৪

বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণ
বগুড়া শহরের মালতীনগরে একটি বসতবাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছে। রোবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল ভর্তি করা হয়েছে।  স্থানীয়রা জানায়, ওই বাড়িতে পটকা তৈরি করা হতো।  বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ  বিস্ফোরনের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ এ ঘটনা নিয়ে কাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। তারা এসে দেখতে পান বিস্ফোরণে উড়ে গেছে ঘরের আসবাবপত্র, ভেঙে গেছে বাড়ির দুটি ঘরের সবকিছু। সেসময় বাড়িতে থাকা ৩ শিশুসহ চারজন ভাঙ্গা দেয়ালের নিচে আহত অবস্থায় পড়ে ছিল। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাড়ির মালিক রেজাউল করিম বলেন, বাড়ি থেকে বের হয়ে এশার নামাজ পড়তে যাই। নামাজরত অবস্থায় বিকট শব্দ শুনতে পাই। বের হয়ে শুনি আমার বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এসে দেখি আমার বাড়ি বিধ্বস্ত হয়েছে। আমার স্ত্রী, মেয়ে, ভাতিজি এবং প্রতিবেশী একজনের মেয়ে আহত হয়ে পড়ে আছে। তবে কিভাবে কি হলো কিছু বুঝতে পারছি না। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। ঘরের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখি। এতে তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ বছর বয়সী তাসনীন বুশরার অবস্থা আশংকাজনক। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ হতে পারে। কিন্তু আমরা এই বাড়ি থেকে তিনটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছি। তবে সেগুলো অক্ষত আছে। সিলিন্ডার লিকেজ থেকে এ বিস্ফোরণ কিনা তা আমরাও তদন্ত করছি।
২৮ এপ্রিল, ২০২৪

গরমে স্মার্টফোন বিস্ফোরণ এড়াবেন যেভাবে
প্রবল খরতাপে পুড়ছে নগর-লোকালয়-প্রান্তর। তপ্ত বাতাস আগুনের হলকার মতো শরীর ছুঁয়ে যাচ্ছে। প্রয়োজনে কাজে বের হওয়া মানুষের তেষ্টায় শুকিয়ে যাচ্ছে বুক। তাতানো রোদ্দুর আর হাওয়ারুদ্ধ প্রকৃতিতে নেতিয়ে পড়ছে গাছ-গুল্ম-লতা। দেশজুড়ে যেন বইছে মরুভূমির লু হাওয়া। এমন অবস্থায় পকেটে থাকা স্মার্টফোনটির জন্য প্রয়োজন বাড়তি যত্ন। নয়তো যে কোনো সময় ঘটতে পারে বিস্ফোরণের মতো ঘটনা। অবসরে স্মার্টফোন দেখতে দেখতে প্রায়শই সামনে আসে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার মতো ঘটনা। চলমান তাপপ্রবাহে স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণ বেশি হচ্ছে। যার অন্যতম কারণ স্মার্টফোনের স্বল্প জায়গাজুড়ে থাকে হাই ক্যাপাসিটির ব্যাটারি। স্মার্টফোনে ঘটে যাওয়া বিস্ফোরণের প্রায় প্রতিটির সঙ্গে সম্পর্কিত এ ব্যাটারি। উচ্চ তাপমাত্রা ফোন দীর্ঘসময় সূর্যের আলোতে বা তুলনামূলক গরম স্থানে রেখে দিলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ বা আগুন ধরে যেতে পারে। তাই গরমের এ সময়ে ফোনে লাগিয়ে রাখা কাভার খুলে রাখতে পারেন। এ ছাড়া ফোনে অতিরিক্ত চাপেও এমন ঘটনা ঘটতে পারে। চার্জারে ত্রুটি ফোনের সঙ্গে থাকা চার্জার কিংবা আসল চার্জার ব্যবহার জরুরি। নতুন চার্জার ক্রয়ের সময় অনেকেই টাকা বাঁচাতে কম দামে চার্জার ক্রয় করে থাকেন। যা ফোনের বিস্ফোরণের ঝুঁকি ছাড়াও ক্ষতির কারণ। খারাপ ব্যাটারি নানা কারণে ফোনে ব্যাটারি পরিবর্তন করতে হয়। মানসম্মত ব্যাটারি ব্যবহার না করলেও ফোনে এমন বিস্ফোরণ ঘটতে পারে। এক্ষেত্রে লাখ রাখতে হবে- স্মার্টফোনের ব্যাটারিতে কোনো সমস্যা আছে বা সেটি ফুলে গেছে, তাহলে এই গরমে দ্রুত সার্ভিস সেন্টারে গিয়ে তা পরীক্ষা করুন। অতিরিক্ত চার্জ নির্ধারিত সময় পরই ফোনে পর্যাপ্ত চার্জ হয়ে যায়। যদিও অনেকের ক্ষেত্রে দেখা যায়- সারারাত ফোন চার্জে বসিয়ে রাখেন। যা মোটেই ঠিক নয়। ব্যাটারি নষ্টের আরেকটি কারণ অতিরিক্ত চার্জ দেওয়া। এতে ফোন বিস্ফোরণ হতে পারে। ফোনের ব্যাটারি ১০০ শতাংশ চার্জ হয়ে গেলেই তা চার্জার থেকে খুলে রাখতে হবে। ক্রমাগত ব্যবহার দীর্ঘ সময় ধরে স্মার্টফোনে গেম খেলা বা ভিডিও দেখলে বেশি তাপ উৎপন্ন হয়। এতে আগুন ধরে যেতে পারে। তাই এই সময় একটানা ফোন ব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখুন। চার্জ দিয়ে ফোন ব্যবহার থেকেও বিরত থাকতে হবে। ফোন কোনোভাবে গরম হয়ে গেলে দ্রুত ব্যবহার বন্ধ করুন।  আগুন ধরে গেলে করণীয় ফোনে আগুন ধরেই যদি যায়- যত দ্রুত সম্ভব দূরে ছুড়ে ফেলে দিন। এ আগুন নেভাতে গেলে বিপদ বাড়ার শঙ্কা থাকে। পানি কিংবা বালি ব্যবহারও করার দরকার নেই। তবে ফোনের ওয়ারেন্টি থাকলে অন্য ফোন থেকে দুর্ঘটনাজনিত অবস্থার ভিডিও-ছবি তুলে রাখতে পারেন।
২৬ এপ্রিল, ২০২৪

ফেসবুকে ঘোষণা দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার ওপর হামলা, বোমা বিস্ফোরণ
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। হযরত রহমান মাদবরের ফেসবুক আইডি থেকে ‘বাপের জন্মের হইয়া থাকলে সামনে আইসা মারামারি কর, কাল সকালে শুরু খেলা’ এমন স্ট্যাটাস দিয়ে পূর্ব পরিকল্পনা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন চেয়ারম্যান কুদ্দুস বেপারীর সমর্থকরা বলে অভিযোগ উঠেছে।  বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেংকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুর কুদ্দুস বেপারীর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল মাদবরের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এর আগে গত ২৭ মার্চ বুধবার দুপক্ষের সংঘর্ষে বোমার আঘাতে সজীব মুন্সী নামের এক যুবক গুরুতর আহত হয়। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ঘটনার সূত্র ধরে বুধবার সকালে আবারও দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় তারা ফসলি জমিতে নেমে একে অপরপকে লক্ষ্য করে হামবোমা ছুড়তে থাকে। বোমার শব্দে ভারী হয়ে উঠে আশপাশ। এই ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আব্দুল জলিল মাদবর অভিযোগ করেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কুদ্দুস বেপারীর সমর্থকরা আমাদের ওপর হামলার প্রস্তুতি নেয়। তারা আজ সকালে শাহাবুদ্দিন সারেং নামে আমার এক সমর্থকের হাত-পা ভেঙে দেয়। পরে আমাদের লোকজন খবর পেয়ে তাদের প্রতিরোধ করে। তারা এক ব্যক্তির মৃত্যুর মিথ্যা গুজব রটিয়ে আমাদের লোকজনের বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়ে লুটপাট করে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি। অভিযোগ অস্বীকার করে বিলাসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী বলেন, জলিল মাদবর আমাদের লোকজনকে মারার জন্য অন্য এলাকা থেকে লোক ভাড়া করে এনেছে। পরে আজ সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। আমার এক লোক গুরুতর আহত হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন।  জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
২৪ এপ্রিল, ২০২৪

সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ
সাভারে একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। এদের মধ্য দগ্ধ দুজনকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১০ টার দিকে সাভারের গেন্ডা এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- দোকানের মালিক ইউসুফ ও নাহিদ বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ইউসুফ ও নাহিদ এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইউনিট যায়। তবে ইউনিট পৌঁছার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ বলেন, এসি বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে দুজন এসেছেন। তাদের চিকিৎসা চলছে। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে তা পরে জানানো হবে।
১৬ এপ্রিল, ২০২৪

চুরির গরু নিতে না পেরে কুপিয়ে জখম, হাতবোমা বিস্ফোরণ
গরু চুরি করে নিয়ে যেতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে গরুটিকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে গেছে একদল গরু চোর। যাওয়ার সময় ঘটনাস্থলে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে চোরের দল। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-নওপাড়া সড়কের ধলার মাঠ নামক স্থানে। গরুটি আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা। ঘটনাটি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী। স্থানীয় কাথুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, সোমবার (৮ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বিকট শব্দ শুনে লোকজন মাঠের দিকে যান। সেখানে কোন লোকজন দেখতে পাওয়া যায়নি। তারা বড় সাইজের একটি গরু ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে গ্রামের আরও লোকজন ঘটনাস্থলে যেয়ে গরুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এনে প্রাথমিক চিকিৎসা দেন। ধারণা করা হচ্ছে চোরের দলটি গরুটিকে নিয়ে যেতে না পেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রেখে যায়। যাওয়ার সময় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা। গরুর মালিক গাংনী উপজেলার ভোট গ্রামের কৃষক আরিফুল ইসলাম বলেন, 'গতকাল রোববার রাত দেড়টা পর্যন্ত আমি তামাক পোড়ানোর কাজ করেছি। বাড়িতে এসে গোয়ালঘরে গরুটি না পেয়ে অনেক জায়গায় খুঁজেছি। সকালে ফেসবুকে দেখে ঘটনাস্থলে এসে আমার গরুটি শনাক্ত করি। কোরবানির ঈদে বিক্রি করার জন্য গরুটি পালন করছিলাম। গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং বিস্ফোরিত বোমার আলামত জব্দ করে। উদ্ধারকৃত গরুটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
০৮ এপ্রিল, ২০২৪

মহাবিশ্বের যে ঘটনা জীবনে দেখা মিলবে একবার
জীবনে একবারই একটি দৃশ্য দেখতে চলেছে বিশ্ববাসী। এখন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো দিন রাতে ঘটবে বিরাট এক তারকা বিস্ফোরণ। পৃথিবী থেকে তিন হাজার আলোকবর্ষ দূরে ঘটবে বিস্ময়কর এই ঘটনা। এই খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  মহাকাশের করোনা বোরিয়ালিস নক্ষত্রমণ্ডল খালি চোখে দেখতে খুবই ম্লান। তবে প্রতি ৮০ বছর বা এ রকম সময়ের ব্যবধানে এই নক্ষত্রপুঞ্জের দুটি তারার মধ্যে স্থানচ্যুতি ঘটে। এ সময় বড় সংঘর্ষে জড়ায় তারা। সংঘটিত হয় বিশেষ ধরনের পারমাণবিক বিস্ফোরণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ওই বিস্ফোরণের ফলে যে আলোর দ্যুতি ছড়াবে, সেটি দৃশ্যমান হবে একটি নতুন তারার মতো। আর তা ধ্রুবতারার মতোই উজ্জ্বল। মনে হবে, রাতের আকাশে এ তারা হঠাৎই কয়েক দিনের জন্য হাজির হয়েছে। বিরল ওই ঘটনা যখন ঘটবে, তখন সে দৃশ্য দেখতে টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তির সহায়তা নিতে হবে না। শুধু করোনা বোরেইলিসের দিকে তাকিয়ে থাকলেই দেখা যাবে অভাবনীয় এই দৃশ্য। ১৮৬৬ সালে আইরিশ পণ্ডিত জন বার্মিংহ্যাম প্রথম এটি আবিষ্কার করেন। এরপর ১৯৪৬ সালে এটি আবারও দেখা যায়। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্য বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ সামার স্টারফিল্ড বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই বিস্ফোরণের জন্য তিনি খুবই উচ্ছ্বশিত। নতুন করে দুই তারকার মধ্যে এই বিস্ফোরণ থেকে জ্যোতির্বিদরা কি কি ধারণা পেতে পারেন সেটি নিয়ে এখন কাজ করছেন তিনি। যে সময় বিস্ফোরণটি ঘটবে সে সময় খালি চোখেও এটি দেখা যাবে। তবে তারাগুলোর অবস্থান যেখানে ঠিক সেখানে তাকাতে হবে। নোভা নিয়ে গবেষণা করেছেন জার্মান জ্যোতির্বিদ ইওয়াখিম ক্রাউটার। অবসরে যাওয়া জার্মানির এই বিজ্ঞানী বলেন, টি করোনা বোরিয়ালিসের ওই বিস্ফোরণের দৃশ্যে নজর থাকবে অনেকের মতোই জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপেরও। এই জ্যোতির্বিদ বলেন, ‘বিরল ওই ঘটনা যখন ঘটবে, তখন অবশ্য টেলিস্কোপেরই প্রয়োজন হবে না। শুধু ঘর থেকে বাইরে যেতে হবে এবং করোনা বোরিয়ালিসের দিকে তাকিয়ে থাকতে হবে। এতেই অভাবনীয় সেই দৃশ্য দেখা যাবে।
০৬ এপ্রিল, ২০২৪

বোমা বিস্ফোরণে আহত যুবলীগ নেতার মৃত্যু
শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে আহত যুবলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি হাফিজুর রহমান। তিনি আরও জানান, এ ঘটনায়  মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত সজিব মুন্সী (২৫) বিলাসপুর ইউনিয়নের মিয়া চান মুন্সী কান্দি এলাকার মোহাম্মদ আলী মুন্সির ছেলে। তিনি বিলাশপুর ইউনিয়ন যুবলীগ কমিটির সদস্য। এ বিষয়ে নিহত সজিব মুন্সির ভাই সুমন মুন্সি বলেন, আমার ভাইকে বোমা মেরে নিষ্ঠুরের মতো মেরে ফেলেছে। আমি খুনিদের ফাঁসি চাই। জাজিরা উপজেলা যুবলীগের আহবায়ক আতাউর রহমান মুকুল খান কালবেলাকে বলেন, সজিব একজন ভালো ছেলে ছিল। সে বিলাশপুর ইউনিয়ন যুবলীগ কমিটির সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানাই। সেই সঙ্গে সজিবের পরিবারের প্রতি সমবেদনা জানাই। উল্লেখ্য, গত ২৬ মার্চ সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিয়া চান মুন্সী কান্দি গ্রামের দুই চাচাত ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবর গ্রুপের মধ্যে ওই দিন বিকেলে একই বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটে। সেদিন রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লুটপাট করা হয়। এতে একজনের হাত ভাঙাসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের কয়েকটি টিম টহলরত থাকলেও বুধবার সন্ধ্যা থেকে আবার ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।  এ সময় ককটেলের আঘাতে সেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবর গ্রুপের সমর্থক বিলাশপুর ইউনিয়নের যুবলীগ কর্মী সজিব মুন্সী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সজিব মুন্সীর পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে ঢাকায় পাঠায়। আট দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সজিব মুন্সি।
০৩ এপ্রিল, ২০২৪
X