মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
৬০ শতাংশ আসন ফাঁকা রেখে বুটেক্সের প্রথম দিনের ভর্তি সম্পন্ন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম দিনের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) প্রথম দিনের ভর্তি কার্যক্রম শেষে ৬০ শতাংশ আসন ফাঁকা রয়েছে। দশটি বিভাগের অধীনে মোট ৬১০ আসন পূরণের জন্য মেধাক্রম ১ থেকে ২০০০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়। যার মধ্যে ভর্তি হয় ২৪১ জন শিক্ষার্থী। এতে আসন ফাঁকা রয়েছে ৩৬৯টি। এদিকে আশানুরূপ শিক্ষার্থী না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চলছে সমালোচনার ঝড়। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, ভর্তির দিন নির্ধারণ, এক দিনে অনেক বেশি শিক্ষার্থী ডাকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। ভর্তিচ্ছুদের অনেকে দোটানায় পড়ে আসন পাওয়ার অনিশ্চয়তায় ভর্তি হতে পারেনি। একাধিক সূত্র হতে জানা গেছে, অন্যান্য বছরে ১৫০০ থেকে ১৮০০ মেরিট লিস্টের মধ্যে আসন সম্পন্ন হয় বুটেক্সে। যদিও তখন একাধিক দিনে ভর্তি কার্যক্রম চলত। এ বছর একাধিক দিন ভর্তি কার্যক্রম যেন না হয়ে প্রথম দিনে ৬০০ আসন পূরণ হয় সেজন্য ২ হাজার শিক্ষার্থী ডাকা হয়। কিন্তু একই দিনে প্রকৌশল গুচ্ছে (চুয়েট, কুয়েট, রুয়েট) দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম চলায় বেশিরভাগ শিক্ষার্থীরা বুটেক্সে আসন পাবে কিনা সন্দিহানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়। আসন ফাঁকা থাকা এবং কম শিক্ষার্থী ভর্তি হওয়ার আপডেট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানার পর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে তারাও বুটেক্সে ভর্তি হতে না পেরে এবং একই দিনে কেন এত বেশি শিক্ষার্থী ডাকা হলো তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বুটেক্স ও প্রকৌশল গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে একই দিনে ভর্তি কার্যক্রম চলায় বেশিরভাগ শিক্ষার্থী ও অভিভাবক হয়রানির শিকার হয়েছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থী ফাহাদ বলেন, আমার বুটেক্সে মেধাক্রম ১৮শ এর কাছাকাছি। আবার প্রকৌশল গুচ্ছেও ২য় পর্যায়ে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে। আগের বছরগুলোয় বুটেক্সে সাধারণত মেধাক্রম ১৫০০-১৬০০ তে প্রায় শেষ হয়ে যেত তাই বুটেক্সে সাবজেক্ট আসবে না মনে করে চুয়েটে ভর্তি হয়েছি। কিন্তু এখন দেখছি যদি বুটেক্সে উপস্থিত থাকতে পারতাম এখানেই সাবজেক্ট পেতাম। পড়ার ইচ্ছা ছিল বুটেক্সে কিন্তু সময় স্বল্পতার কারণে ভর্তি হতে পারলাম না। উল্লেখ্য, বুটেক্সের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ১৭ এপ্রিল এবং প্রকৌশল গুচ্ছের দ্বিতীয় পর্যায়ের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ৩০ এপ্রিল।
০৮ মে, ২০২৪

বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর এ সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ও জিএমএজি ওসমানী হল মাঠে এই সমাবর্তনের আয়োজন করা হবে। চার হাজারের অধিক গ্রাজুয়েটে অংশগ্রহণ করতে যাচ্ছে এ সমাবর্তনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর আগে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি সমাবর্তনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তখন রাষ্ট্রপতির সময় না পাওয়ায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করা যায়নি। এদিকে ৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সমাবর্তন হওয়ার তারিখ ঘোষণায় আনন্দ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, এ সমাবর্তনের জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি। আশা করি, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। তবে শিক্ষার্থীদের অভিভাবকদের সমাবর্তনে অনুমতি না দিতে পারায় তিনি দুঃখ প্রকাশ করেন। 
৩০ এপ্রিল, ২০২৪

ফুটপাতে রিকশার গ্যারেজ, নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) কটন ও ওয়েট প্রসেস ল্যাবের পেছনের ফুটপাত পরিণত হয়েছে রিকশার গ্যারেজ। দীর্ঘদিন এমন পরিণতির দরুন পথচারীর রাস্তা চলাচলে বিঘ্ন হচ্ছে, নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এবং শঙ্কা তৈরি হয়েছে নিরাপত্তা নিয়ে। রিকশা গ্যারেজে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও স্থানীয় উচ্ছৃঙ্খল ছেলেদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। জানা গেছে, ফুটপাতটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন। সিটি করপোরেশনকে একাধিকবার বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ তারা নেয়নি বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয় দলীয় নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতায় এসব ভ্রাম্যমাণ গ্যারেজ গড়ে উঠেছে বলে জানায় তারা। বুটেক্স শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রিয়াজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরাও অবগত এবং চিন্তিত, কেন না এটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে নষ্ট করছে। এটি নিয়ে শীঘ্রই প্রক্টরিয়াল বডির সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রক্টর ড. উম্মুল খায়ের ফাতেমা জানান, আমরাও চাই আমাদের ক্যাম্পাসের আশেপাশের পরিবেশ সুন্দর থাকুক। কিন্তু যেহেতু ফুটপাতের জায়গা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে তাই চাইলেই আমরা গিয়ে ওদের উঠিয়ে দিতে পারি না। এ জায়গা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন। তাই আইনানুগ ব্যবস্থা নিলে তারাই নিতে পারে। এ ক্ষেত্রে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করার। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সেকশনে যোগাযোগ করা হলে তারা জানান, বিগত সময় কয়েকবার চিঠি দিয়ে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি। নিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। কিছুদিন ফাঁকা থেকে আবারও ফুটপাত দখল করে গড়ে উঠেছে রিকশা গ্যারেজ।  রেজিস্ট্রার কাবেরী মজুমদার জানান, এই ফুটপাত আমাদের বিশ্ববিদ্যালয়ের জায়গা না। কোনো ব্যবস্থা নিতে হলে তারাই নিবে। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কিছু করছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিষয়টি নিয়ে কাজ করছে। প্রক্টর অফিস থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ব্যাপারটির কোনো অগ্রগতি নেই। প্রক্টরিয়াল বডি থেকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলে কোনো পদক্ষেপ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই নেব। প্রক্টর অফিস থেকে যদি জানানো হয়, তবে আমরা যে ব্যবস্থা নিতে হয় তা নেব।
২৩ মার্চ, ২০২৪

বুটেক্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। মেধাতালিকায় স্থান পেয়েছেন ৩ হাজার চারজন। এতে প্রথম স্থান অর্জন করেছেন আমির হামজা আসিফ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে তাসনিমুল হাসান ও রোহান নন্দী। এর আগে গত ৮ মার্চ (শুক্রবার) বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৬৩ শতাংশ। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে ১০টি বিভাগে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চার বছর মেয়াদি কোর্সের আবেদন শুরু হয় ২৮ জানুয়ারি। ১৯ ফেব্রুয়ারি আবেদন শেষ হয়। এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হয়। ভর্তি পরীক্ষায় মোট ২০০ নম্বরের পরীক্ষা হয়। এর মধ্যে গণিত ৬০, পদার্থবিজ্ঞান ৬০, রসায়ন ৬০ এবং ইংরেজি ২০ নম্বর। ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা হয়। ফল দেখতে এখানে ক্লিক করুন
১৪ মার্চ, ২০২৪

বুটেক্সের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের (৮ মার্চ) এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ৬৩ শতাংশ। গতবারের মতো এবারও কেবল বুটেক্স কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়।  এর আগে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য ৭ হাজার ৩১৪ জন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যাদের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করেন ৬ হাজার ৩২ পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষক এবং পরীক্ষাকেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকা সবাই অত্যন্ত সুন্দরভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন। পরীক্ষার্থীদের উপস্থিতির হারও আশানুরূপ ছিল। তিনি আরও বলেন, অতি শিগগির ফল প্রকাশ করে ভর্তি কার্যক্রম শুরু করব। আগামী জুলাই থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে।  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে ১০টি বিভাগে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের চার বছর মেয়াদি কোর্সের আবেদন শুরু হয় ২৮ জানুয়ারি। ১৯ ফেব্রুয়ারি আবেদন শেষ হয়। এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিতে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হয়। আজকের ভর্তি পরীক্ষায় মোট ২০০ নম্বরের পরীক্ষা হয়। এর মধ্যে গণিত ৬০, পদার্থবিজ্ঞান ৬০, রসায়ন ৬০ এবং ইংরেজি ২০ নম্বর। ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহ কর্তৃক পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা হয়।
০৮ মার্চ, ২০২৪

বুটেক্সের হলে পাওয়া গেল বিপুল মাদক
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সৈয়দ নজরুল ইসলাম হলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে হল প্রশাসন। অভিযানকালে বিভিন্ন রুম থেকে পাওয়া গেছে বিপুল মাদক। মাদক অভিযানের পাশাপাশি অবৈধভাবে দখলকৃত রুমে সিলগালাও করেছে হল প্রশাসন। সরেজমিনে দেখা যায়, সৈয়দ নজরুল ইসলাম হলের ৩০২, ৩০৪, ৩০৯, ৪০১ ও ৪০৫নং রুম অবৈধভাবে দখল করে রাখায় দখলকারীদের বের করে রুম সিলগালা করা হয়। নজরুল হল পরিদর্শন প্রসঙ্গে সৈয়দ নজরুল ইসলাম হলের সহকারী প্রভোস্ট রুবেল খান বলেন, হলে মাদক ও অবৈধ রুম দখল নিয়ে অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এতে ৩০৯ ও ৫০৫ নং রুমে বিপুল মাদক উদ্ধারসহ অবৈধভাবে দখল করা রুম সিলগালা করা হয়। এ ছাড়াও হলের শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। হল প্রদর্শন নিয়ে হল প্রশাসনের পক্ষ থেকে ড. মো. সাইদুজ্জামান বলেন, মূলত দুটি উদ্দেশে হল পরিদর্শনে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত ছাত্রদের হলে অবস্থান এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগের সাপেক্ষে হলে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করতে। সৈয়দ নজরুল ইসলাম হলের দুটি রুমে মাদক প্রাপ্তির ঘটনায় রুম সিলগালা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ক্যাম্পাস প্রক্টরিয়াল বডিকে জানানো হয়েছে। হলে অবস্থানরত ৪২, ৪৩ এবং তদূর্ধ্ব ব্যাচের বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত শিক্ষার্থীদের শনাক্ত করে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
২৫ জানুয়ারি, ২০২৪

বুটেক্সের হলগুলোতে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বর্ধিতকরণে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) জিএমএজি ওসমানী হল, সৈয়দ নজরুল ইসলাম হল ও শেখ হাসিনা হলে ওয়াইফাই ও ডাবল ফেজের বিদ্যুৎ সংযোগ সুবিধা নেই। এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য রোববার (১৪ জানুয়ারি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রভোস্ট বরাবর স্মারকলিপি প্রদান করে বুটেক্স সাংবাদিক সমিতি। স্মারকলিপিতে শিক্ষার্থীরা ওয়াইফাই সংযোগ না থাকায় সাধারণ শিক্ষার্থীরা নানা ক্ষেত্রে সমস্যায় পড়ছে উল্লেখ করে তারা বলেন, অনেক সময় দেশের নানা পরিস্থিতিতে অনলাইনে ক্লাস হয়। অনেকের পক্ষেই ইন্টারনেট ক্রয় করে অনলাইনে ক্লাস করা কষ্টকর। তাছাড়া হলগুলোতে লোডশেডিংয়ের সমস্যার কথা উল্লেখ করে তারা ডাবল ফেজের বিদ্যুৎ সংযোগের দাবি করেন। এ সময় সাংবাদিক সমিতির সভাপতি ফরমান হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে ওয়াইফাই সুবিধা সাধারণ শিক্ষার্থীদের মৌলিক অধিকার। এর আগে উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন বাধার কারণে তা সম্ভব হয়নি। আমরা আশা করব হল প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। বিদ্যুতের দুই ফেইজের সুবিধা আগে থাকলেও বেশ কয়েক বছর ধরে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। এসব সমস্যা নিরসনে প্রশাসনের দ্রুত পদক্ষেপ আশা করছি। সাধারণ সম্পাদক মিনহাজ উল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে লোডশেডিং হওয়া ও ইন্টারনেট সুবিধা না থাকাটা খুবই দুঃখজনক। সবচেয়ে বড় ব্যাপার হলো সরকার সব বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে, অথচ বুটেক্সের হল ও শিক্ষক কোয়ার্টারগুলোতে এ সুবিধা পৌঁছায়নি। এরই পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী ও  শিক্ষক-কর্মকর্তাদের পক্ষ থেকে বুটেক্স সাংবাদিক সমিতি হল প্রভোস্টদের কাছে স্মারকলিপি দেয়। স্মারকলিপি প্রদানকালে হল প্রভোস্ট ড. মো. সাইদুজ্জামান খুব দ্রুত ইন্টারনেট সেবার বিষয়টি সমাধান করার আশ্বাস দেন এবং চলতি সপ্তাহেই কাজ শুরু করার কথা বলেন। এ ছাড়া দুই ফেজের বৈদ্যুতিক সংযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তিনি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে অবগত আছেন এবং চেষ্টা করছেন বিষয়টি সমাধান করার।
১৫ জানুয়ারি, ২০২৪

বুটেক্সের ওসমানী হলে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) জিএমএজি ওসমানী হলের মাঠে বহিরাগতদের সব প্রকার খেলাধুলা ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হল প্রশাসনের স্বাক্ষরিত এক নোটিশে এমন তথ্য জানা যায়। জানা গেছে, হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিভিন্ন লেভেল ও টর্মের সেমিস্টার পরীক্ষা চলমান রয়েছে। এমতাবস্তায় হলের মাঠে বহিরাগতদের প্রবেশে যেন হলের পরিবেশের বিঘ্নিত না হয় তাই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, সবসময় হলের মাঠ ছাত্র নেতারা বহিরাগতদের ভাড়া দিয়ে আসত। তারা খেলাধুলার সময় হইহুল্লড়ে স্বাভাবিক পড়াশোনা বিঘ্ন ঘটছিল। তা ছাড়া বহিরাগতরা হলের ওয়াশরুম ব্যবহার করে পরিবেশ নষ্ট করত। হল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা খুশি, এ সিদ্ধান্ত যেন বজায় থাকে। এ ব্যাপারে জিএমএজি ওসমানী হলের প্রভোস্ট ড. মো. সাইদুজ্জামান বলেন, হলের মাঠে কেবল হলের শিক্ষার্থীরাই খেলাধুলা করবে। বহিরাগত কেউ খেলাধুলা করতে পারবে না। আর সেমিস্টার পরীক্ষার পরও এই সিদ্ধান্ত বজায় থাকবে। হলের প্রবেশাধিকার সম্পূর্ণ হল প্রশাসনের সিদ্ধান্তে হবে।
৩০ নভেম্বর, ২০২৩

বুটেক্সের ওসমানী হলে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) জিএমএজি ওসমানী হলের মাঠে বহিরাগতদের সব ধরনের খেলাধুলা ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হল প্রশাসনের স্বাক্ষরিত নোটিশে এমন তথ্য জানা যায়। জানা যায়, হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিভিন্ন লেভেল ও টার্মের সেমিস্টার পরীক্ষা চলমান। এ অবস্থায় হলের মাঠে বহিরাগতদের প্রবেশে যেন হলের পরিবেশের বিঘ্নিত না হয় তাই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, সবসময় হলের মাঠ ছাত্র নেতারা বহিরাগতদের ভাড়া দিয়ে আসত। এসব কারণে স্বাভাবিক পড়াশোনায় বিঘ্ন ঘটছিল। তা ছাড়া বহিরাগতরা হলের ওয়াশরুম ব্যবহার করে পরিবেশ নষ্ট করত। হল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা খুশি, এ সিদ্ধান্ত যেন বজায় থাকে। এ ব্যাপারে জিএমএজি ওসমানী হলের প্রভোস্ট ড. মো. সাইদুজ্জামান বলেন, হলের মাঠে কেবল হলের শিক্ষার্থীরাই খেলাধুলা করবে। বহিরাগত কেউ খেলাধুলা করতে পারবে না। আর সেমিস্টার পরীক্ষার পরও এ সিদ্ধান্ত বজায় থাকবে। হলের প্রবেশাধিকার সম্পূর্ণ হল প্রশাসনের সিদ্ধান্তে হবে।
২৯ নভেম্বর, ২০২৩

বুটেক্সের নজরুল হলে অবৈধ ক্যান্টিন উচ্ছেদে কঠোর নির্দেশনা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) সৈয়দ নজরুল ইসলাম হলে ক্যান্টিন পরিচালনাকারীদের বিরুদ্ধে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সাত কর্মদিবসের মধ্যে যাবতীয় মালামাল ও সরঞ্জাম নিয়ে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার (২৮ নভেম্বর) হল প্রভোস্ট ড. মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত নোটিশে তা নির্দেশ করা হয়। ক্যান্টিনের বিরুদ্ধে অত্যন্ত অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশে খাবার রান্না করা, দীর্ঘদিন ধরে হলের ডাইনিংয়ের দেয়াল ভেঙে ভেতরের জায়গা দখল করে তা পরিচালনা করা, অবৈধভাবে হলের গ্যাস, পানি ও বিদ্যুৎ ব্যবহার করা, বিভিন্ন সময়ে ডাইনিংয়ের গ্লাস-প্লেট-বাটি ইত্যাদি ডাইনিং থেকে নিয়ে যাওয়াসহ নানা অভিযোগ রয়েছে। এ ছাড়া ডাইনিংয়ের খাবার সরবরাহে বাধা প্রদান, হলের স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার, হলের মধ্যে প্রকাশ্যে মাদক গ্রহণ করা, ক্যান্টিনের খাবারের জন্য হলে বহিরাগতদের অবাধ প্রবেশ, হলের সীমানা প্রাচীর ভেঙে বহিরাগতদের নিয়মিত খাবার প্রদান করাসহও বিভিন্ন অভিযোগও ক্যান্টিনের বিরুদ্ধে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিত জবাব দিতে বলা হয়। পাশাপাশি বলা হয়, আগামী সাত কর্মদিবসের মধ্যে হল ত্যাগ না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যান্টিন পরিচালনাকারী মো. জিকরুল হক বলেন, এ ব্যাপারে নেতারা জানে। আমাকে এখানে আগের কমিটির নেতারা আনছে। বর্তমান নেতারা আমাকে নিশ্চিন্তে থাকতে বলছে, তারাই বিষয়টা দেখবে।
২৯ নভেম্বর, ২০২৩
X