বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) জিএমএজি ওসমানী হলের মাঠে বহিরাগতদের সব প্রকার খেলাধুলা ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হল প্রশাসনের স্বাক্ষরিত এক নোটিশে এমন তথ্য জানা যায়।
জানা গেছে, হলে অবস্থানরত শিক্ষার্থীদের বিভিন্ন লেভেল ও টর্মের সেমিস্টার পরীক্ষা চলমান রয়েছে। এমতাবস্তায় হলের মাঠে বহিরাগতদের প্রবেশে যেন হলের পরিবেশের বিঘ্নিত না হয় তাই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, সবসময় হলের মাঠ ছাত্র নেতারা বহিরাগতদের ভাড়া দিয়ে আসত। তারা খেলাধুলার সময় হইহুল্লড়ে স্বাভাবিক পড়াশোনা বিঘ্ন ঘটছিল। তা ছাড়া বহিরাগতরা হলের ওয়াশরুম ব্যবহার করে পরিবেশ নষ্ট করত। হল কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা খুশি, এ সিদ্ধান্ত যেন বজায় থাকে।
এ ব্যাপারে জিএমএজি ওসমানী হলের প্রভোস্ট ড. মো. সাইদুজ্জামান বলেন, হলের মাঠে কেবল হলের শিক্ষার্থীরাই খেলাধুলা করবে। বহিরাগত কেউ খেলাধুলা করতে পারবে না। আর সেমিস্টার পরীক্ষার পরও এই সিদ্ধান্ত বজায় থাকবে। হলের প্রবেশাধিকার সম্পূর্ণ হল প্রশাসনের সিদ্ধান্তে হবে।
মন্তব্য করুন