বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৩:২১ এএম
অনলাইন সংস্করণ

ফুটপাতে রিকশার গ্যারেজ, নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য

ফুটপাতে রিকশার গ্যারেজের কারণে নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য। ছবি : কালবেলা
ফুটপাতে রিকশার গ্যারেজের কারণে নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) কটন ও ওয়েট প্রসেস ল্যাবের পেছনের ফুটপাত পরিণত হয়েছে রিকশার গ্যারেজ। দীর্ঘদিন এমন পরিণতির দরুন পথচারীর রাস্তা চলাচলে বিঘ্ন হচ্ছে, নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এবং শঙ্কা তৈরি হয়েছে নিরাপত্তা নিয়ে।

রিকশা গ্যারেজে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও স্থানীয় উচ্ছৃঙ্খল ছেলেদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ফুটপাতটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন। সিটি করপোরেশনকে একাধিকবার বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ তারা নেয়নি বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয় দলীয় নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতায় এসব ভ্রাম্যমাণ গ্যারেজ গড়ে উঠেছে বলে জানায় তারা।

বুটেক্স শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রিয়াজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরাও অবগত এবং চিন্তিত, কেন না এটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে নষ্ট করছে। এটি নিয়ে শীঘ্রই প্রক্টরিয়াল বডির সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রক্টর ড. উম্মুল খায়ের ফাতেমা জানান, আমরাও চাই আমাদের ক্যাম্পাসের আশেপাশের পরিবেশ সুন্দর থাকুক। কিন্তু যেহেতু ফুটপাতের জায়গা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে তাই চাইলেই আমরা গিয়ে ওদের উঠিয়ে দিতে পারি না। এ জায়গা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন। তাই আইনানুগ ব্যবস্থা নিলে তারাই নিতে পারে। এ ক্ষেত্রে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করার।

বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সেকশনে যোগাযোগ করা হলে তারা জানান, বিগত সময় কয়েকবার চিঠি দিয়ে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি। নিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। কিছুদিন ফাঁকা থেকে আবারও ফুটপাত দখল করে গড়ে উঠেছে রিকশা গ্যারেজ।

রেজিস্ট্রার কাবেরী মজুমদার জানান, এই ফুটপাত আমাদের বিশ্ববিদ্যালয়ের জায়গা না। কোনো ব্যবস্থা নিতে হলে তারাই নিবে।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কিছু করছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিষয়টি নিয়ে কাজ করছে। প্রক্টর অফিস থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ব্যাপারটির কোনো অগ্রগতি নেই।

প্রক্টরিয়াল বডি থেকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলে কোনো পদক্ষেপ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই নেব। প্রক্টর অফিস থেকে যদি জানানো হয়, তবে আমরা যে ব্যবস্থা নিতে হয় তা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১০

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১১

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১২

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১৩

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১৪

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১৫

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১৬

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৭

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৯

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

২০
X