বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৩:২১ এএম
অনলাইন সংস্করণ

ফুটপাতে রিকশার গ্যারেজ, নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য

ফুটপাতে রিকশার গ্যারেজের কারণে নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য। ছবি : কালবেলা
ফুটপাতে রিকশার গ্যারেজের কারণে নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) কটন ও ওয়েট প্রসেস ল্যাবের পেছনের ফুটপাত পরিণত হয়েছে রিকশার গ্যারেজ। দীর্ঘদিন এমন পরিণতির দরুন পথচারীর রাস্তা চলাচলে বিঘ্ন হচ্ছে, নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এবং শঙ্কা তৈরি হয়েছে নিরাপত্তা নিয়ে।

রিকশা গ্যারেজে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও স্থানীয় উচ্ছৃঙ্খল ছেলেদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ফুটপাতটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন। সিটি করপোরেশনকে একাধিকবার বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ তারা নেয়নি বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয় দলীয় নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতায় এসব ভ্রাম্যমাণ গ্যারেজ গড়ে উঠেছে বলে জানায় তারা।

বুটেক্স শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রিয়াজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরাও অবগত এবং চিন্তিত, কেন না এটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে নষ্ট করছে। এটি নিয়ে শীঘ্রই প্রক্টরিয়াল বডির সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রক্টর ড. উম্মুল খায়ের ফাতেমা জানান, আমরাও চাই আমাদের ক্যাম্পাসের আশেপাশের পরিবেশ সুন্দর থাকুক। কিন্তু যেহেতু ফুটপাতের জায়গা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে তাই চাইলেই আমরা গিয়ে ওদের উঠিয়ে দিতে পারি না। এ জায়গা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন। তাই আইনানুগ ব্যবস্থা নিলে তারাই নিতে পারে। এ ক্ষেত্রে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করার।

বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সেকশনে যোগাযোগ করা হলে তারা জানান, বিগত সময় কয়েকবার চিঠি দিয়ে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি। নিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। কিছুদিন ফাঁকা থেকে আবারও ফুটপাত দখল করে গড়ে উঠেছে রিকশা গ্যারেজ।

রেজিস্ট্রার কাবেরী মজুমদার জানান, এই ফুটপাত আমাদের বিশ্ববিদ্যালয়ের জায়গা না। কোনো ব্যবস্থা নিতে হলে তারাই নিবে।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কিছু করছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিষয়টি নিয়ে কাজ করছে। প্রক্টর অফিস থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ব্যাপারটির কোনো অগ্রগতি নেই।

প্রক্টরিয়াল বডি থেকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলে কোনো পদক্ষেপ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই নেব। প্রক্টর অফিস থেকে যদি জানানো হয়, তবে আমরা যে ব্যবস্থা নিতে হয় তা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে জেলায়

উইমেন এমপাওয়ারমেন্ট ফেলোশিপ পেলেন মহিলা দল নেত্রী সুমাইয়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বড় নিয়োগ

আজ বিশ্ব চিঠি দিবস : হারিয়ে যাওয়া আবেগের দস্তাবেজ

বিতর্কিত পেনাল্টির পরও রায়োর সঙ্গে বার্সার ড্র

বিদেশ ভ্রমণের সুবিধাসহ স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ

আরেক দেশে হামলা করে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি নিহত, কাঁপল পাকিস্তানও

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

১ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১১

আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, থাকছে যেসব কর্মসূচি

১২

শিক্ষার্থীদের গালি দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৩

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

১৪

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

১৫

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

১৬

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

১৭

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

১৮

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

১৯

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

২০
X