বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৩:২১ এএম
অনলাইন সংস্করণ

ফুটপাতে রিকশার গ্যারেজ, নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য

ফুটপাতে রিকশার গ্যারেজের কারণে নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য। ছবি : কালবেলা
ফুটপাতে রিকশার গ্যারেজের কারণে নষ্ট হচ্ছে বুটেক্সের সৌন্দর্য। ছবি : কালবেলা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) কটন ও ওয়েট প্রসেস ল্যাবের পেছনের ফুটপাত পরিণত হয়েছে রিকশার গ্যারেজ। দীর্ঘদিন এমন পরিণতির দরুন পথচারীর রাস্তা চলাচলে বিঘ্ন হচ্ছে, নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এবং শঙ্কা তৈরি হয়েছে নিরাপত্তা নিয়ে।

রিকশা গ্যারেজে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও স্থানীয় উচ্ছৃঙ্খল ছেলেদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ফুটপাতটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন। সিটি করপোরেশনকে একাধিকবার বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ তারা নেয়নি বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি স্থানীয় দলীয় নেতাকর্মীদের পৃষ্ঠপোষকতায় এসব ভ্রাম্যমাণ গ্যারেজ গড়ে উঠেছে বলে জানায় তারা।

বুটেক্স শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রিয়াজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরাও অবগত এবং চিন্তিত, কেন না এটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে নষ্ট করছে। এটি নিয়ে শীঘ্রই প্রক্টরিয়াল বডির সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রক্টর ড. উম্মুল খায়ের ফাতেমা জানান, আমরাও চাই আমাদের ক্যাম্পাসের আশেপাশের পরিবেশ সুন্দর থাকুক। কিন্তু যেহেতু ফুটপাতের জায়গা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে তাই চাইলেই আমরা গিয়ে ওদের উঠিয়ে দিতে পারি না। এ জায়গা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন। তাই আইনানুগ ব্যবস্থা নিলে তারাই নিতে পারে। এ ক্ষেত্রে আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করার।

বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সেকশনে যোগাযোগ করা হলে তারা জানান, বিগত সময় কয়েকবার চিঠি দিয়ে সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি। নিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। কিছুদিন ফাঁকা থেকে আবারও ফুটপাত দখল করে গড়ে উঠেছে রিকশা গ্যারেজ।

রেজিস্ট্রার কাবেরী মজুমদার জানান, এই ফুটপাত আমাদের বিশ্ববিদ্যালয়ের জায়গা না। কোনো ব্যবস্থা নিতে হলে তারাই নিবে।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কিছু করছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিষয়টি নিয়ে কাজ করছে। প্রক্টর অফিস থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ব্যাপারটির কোনো অগ্রগতি নেই।

প্রক্টরিয়াল বডি থেকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হলে কোনো পদক্ষেপ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই নেব। প্রক্টর অফিস থেকে যদি জানানো হয়, তবে আমরা যে ব্যবস্থা নিতে হয় তা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুদ্ধবিরতির অনুরোধ করেনি পাকিস্তান’

‘আগামী নির্বাচনে জনগণ আ.লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করবে’

আধিপত্য নিয়ে সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু, বিএনপি নেতার বাড়িতে আগুন

হাসনাতকে অভিবাদন জানালেন সারজিস

‘ড. ইউনূসের প্রশংসা করেছেন ট্রাম্প’ প্রচারে যা জানা গেল

যুদ্ধবিরতি বৈঠক / ‘আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব’

‘পিন্ডি না ঢাকা’ বিষয়ে মাহিন সরকারের ব্যাখ্যা

সামনে বহু লড়াই বাকি : হান্নান মাসউদ

‘তারেক রহমান ডাক দিলে নির্বাচনের দাবিতে ঢাকায় লাখো লোক জমায়েত হবে’

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

১০

মাদকসেবির হামলায় পুলিশের এসআই আহত

১১

লঞ্চে দুই তরুণীকে মারধরের ঘটনায় মামলা

১২

ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেপ্তার

১৩

দেশের প্রথম বন খেজুর গাছের সন্ধান দিনাজপুরে

১৪

ইতালি পালেরমোতে দুই বাংলাদেশি আটক

১৫

বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬

আ.লীগকে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানাল গণসংহতি আন্দোলন

১৭

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার

১৮

ভারত-পাকিস্তান উত্তেজনায় বিশ্বকাপ স্থগিত

১৯

ইবিতে ‘ডি’ ইউনিটের ফলাফল ঘোষণা

২০
X