বৃদ্ধা মাকে বেধড়ক পেটাল ছেলে ও তার বউ
সিরাজগঞ্জের কামারখন্দে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছেলে শাহ আলমের বিরুদ্ধে।  শুক্রবার (১০ মে) রায়দৌলতপুর ইউনিয়নের হায়দারপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহনাজ খাতুন (৬৭) কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহত শাহনাজ খাতুন উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের হায়দারপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয়রা জানান, গত শুক্রবার শহিদুল ইসলাম এবং শাহনাজ খাতুন দম্পতির বড় ছেলে শাহ আলম সামান্য কথাকাটাকাটির জেরে বৃদ্ধ মায়ের কাছ থেকে তারই চলাফেরায় ব্যবহৃত হাতের লাঠি কেড়ে নিয়ে আঘাত করতে থাকে। একপর্যায়ে লাঠির আঘাতে মাথা ফেটে যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়।  রোববার (১২ মে) সকালে শাহ আলমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী মর্জিনা খাতুন বলেন, আমার স্বামীকে শ্বশুর-শ্বাশুড়ি ঘর থেকে বের করে দিতে চায়। জমিজমা ও টাকা তার ছোট ছেলে ও তার মেয়েকে দিয়ে দিয়েছেন। আমার স্বামী ঋণ করে ঘর তৈরি করে দিয়েছে। সেই ঘর থেকে তারা এখন আমাদের বের করে দিতে চায়। এটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে। গত শুক্রবার দুপুরে এ বিষয়গুলো নিয়ে আবারও কথাকাটাকাটি হয়। তখন আমার স্বামী তাকে ধাক্কা দেয় এবং আমার শ্বাশুড়িকে মারপিট করে। তবে আমি শ্বাশুড়িকে মারপিট করিনি। উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদুল ইসলাম হ্যাপি বলেন, ঘটনাটি কেউ আমাকে এখনো জানায়নি। আপনাদের মাধ্যমেই শুনলাম। আমি হাসপাতালে গিয়ে খোঁজ নেব। ঘটনা সত্য হলে এই ছেলে ও তার স্ত্রীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিথিলা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে জরুরি বিভাগে শাহনাজ খাতুনকে নিয়ে আসলে আমরা তার মাথায় ৪টা সেলাই দিই এবং শরীরের অন্যান্য স্থানে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে রাখা হয়। কামারখন্দ থানার ওসি মো. রেজাউল ইসলাম বলেন, আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।  
১২ মে, ২০২৪

ইউক্রেনের ৯৮ বছরের বৃদ্ধা কেন হাঁটলেন ১০ কিলোমিটার?
ইউক্রেনের ৯৮ বছর বয়সী বৃদ্ধা লিদিয়া লোমিকোভস্কা। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা দেখেছেন। এরপর বিশ্ব শান্ত হলে বুকভরা আশা নিয়ে পার করেছেন জীবনের শ্রেষ্ঠ কিছু সময়। কিন্তু কে জানত, জীবনের শেষ মুহূর্তে এসে তাকে আবারও যুদ্ধের মুখোমুখি হতে হবে। যুদ্ধের মধ্যে একা প্রায় ১০ কিলোমিটার হেঁটে লিদিয়া আলোচনায় এসেছেন। রাশিয়ার অধিকৃত অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে তিনি এ অসাধ্য সাধন করেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পুলিশ তাকে খুঁজে পান। এরপর এ নারীর করুণ কাহিনী বিশ্বকে জানাতে একটি ভিডিও তৈরি করে তারা। সেখানে দেখা যায়, লিদিয়া আশ্রয়কেন্দ্রের একটি শয্যায় বসে আছেন। তার মাথায় একটি স্কার্ফ বাঁধা। গায়ে অপেক্ষাকৃত বড় মাপের একটি কোট। হাতে একটি কাঠের লাঠি।  ইউক্রেনের পুলিশ জানায়, এ নারী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ওসেরেন এলাকার বাসিন্দা ছিলেন। সেখানে হামলা করে রাশিয়া। দিন-রাত বোমা ফেলা হয়। শহরটি ধ্বংসস্তূপ এবং ধুলায় পরিণত হয়।  এ অবস্থায় স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। রাশিয়ার হামলার মাত্রা আরও বাড়তে থাকে। পুরোপুরি দখল হয়ে যায় তার গ্রামটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন, তাকে এলাকা ত্যাগ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের পর আর অপেক্ষার সময় ছিল না। তিনি বলেন, আমি একটি লাঠি ও কাঠের টুকরো নিয়ে হাঁটা শুরু করি। আমার পা আমাকে বহন করতে চাইছিল না। কিন্তু আমাকে যেতেই হতো। তিনি আরও বলেন, এভাবে হাঁটতে হাঁটতে কখনো আমি ভারসাম্য হারিয়ে পড়ে গেছি। ঘাসের ওপর শুয়েছিলাম। এরপর আবার হেঁটেছি। সে সময়ের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমার মাথার ওপর রাশিয়ার যুদ্ধবিমানগুলো উড়ছিল। আর্টিলারি থেকে গোলা ছোড়া হচ্ছিল। দুপক্ষের গোলাগুলির মধ্যেও হাঁটা থামাইনি। একপর্যায়ে তিনি অব্যাহত যুদ্ধের মধ্যে ইউক্রেন–নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছেছেন। সেখানে ইউক্রেনের পুলিশের আশ্রয় পেয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ইউক্রেনের সেনাবাহিনী ওই নারীকে দেখতে পায়। তারপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। তবে এ যাত্রার সঠিক দিনক্ষণ জানায়নি তারা। এদিকে ইউক্রেন কর্তৃপক্ষ লিদিয়ার নাতনি স্বিতলানাকে খুঁজে পেয়েছে। তার সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করে বিবিসি। নাতনী জানান, দীর্ঘদিন ধরে দাদিকে খুঁজছিলেন তারা। যুদ্ধের মধ্যে দাদিকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়েছেন। দাদিকে আর হারাতে চান না। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। গত দুই বছর ধরে চলমান এই অভিযানে এরই মধ্যে নিহত হয়েছেন হাজার হাজার রুশ এবং ইউক্রেনীয় সেনা।
০২ মে, ২০২৪

ছেড়ে গেছেন সন্তানরা, সংসার টানছেন ১০৭ বছরের বৃদ্ধা
চোখের পানিতে ঝরে পড়ছে কতশত আক্ষেপ। ছেলে, মেয়ে, নাতি-নাতনি, সবাই আছে, কিন্তু না থাকার মতোই। খোঁজ, খবর নেয় না কেউই। জীবনযুদ্ধে তাই তিনি একা। এখন কেবলই মৃত্যুর জন্য অপেক্ষা।  সন্তান আর নাতি-নাতনিদের মায়া মহব্বতের মধ্যে দিন কাটানোর কথা ছিল ১০৭ বছর বয়সী ডালিম খাতুনের। কিন্তু নিজ বাড়িতে একাকী রাত কাটাতে হয় বয়সের ভারে নুয়ে পড়া এ বৃদ্ধার।  ৪০ বছর আগে স্বামী জসিম উদ্দিনকে হারান ডালিম খাতুন। দুই ছেলে ও চার মেয়ে নিজেদের সম্পত্তি বিক্রি করে মাকে রেখে চলে গেছে একে একে। এর মধ্যে মারা গেছেন এক মেয়ে। এখনও বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছেন বাকিরা। মায়ের খোঁজখবর পর্যন্ত নেন না তারা। এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনেও এই অভাগা বৃদ্ধার খোঁজ নেননি কোনো সন্তান। জীবনের শেষ পর্যায়ে এসেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ডালিম খাতুন।  বয়সের কারণে চলাফেরা ও কাজ করা ডালিম খাতুনের জন্য অত্যন্ত ঝুঁকির। তবুও সবই করতে হয় নিজেকেই। রান্না করতে না পারলে থাকতে হয় না খেয়ে। মাঝে মধ্যে খাবার দিয়ে যান প্রতিবেশীরা। বৃদ্ধা ডালিম খাতুন বলেন, আমাকে কেউ দেখে না। এ ঘরের মধ্যে পড়ে যদি মরে থাকি কেউ তো জানবেই না। চার মেয়ের মধ্যে একজন মারা গেছেন। কেউ আমার দিকে ফিরেও চায় না।  অস্পষ্ট স্বরে ডালিম খাতুন আরও বলেন, তিনি বয়স্ক ভাতা পান। কিন্তু টাকার গন্ধে হঠাৎ হঠাৎ উদয় হন তার কোন এক ছেলে। ফুসলিয়ে তাকে শুন্য হাতে রেখে সব নিয়ে যান হাসতে হাসতে।  ডালিম খাতুনের এক প্রতিবেশী বলেন, এখানে ওনাকে দেখাশোনার কেউ নেই। আমার যারা আছি সহায়তা করি। ডালিম খাতুনের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চকনিহাল গ্রামে। শতবর্ষী এই বৃদ্ধার দুঃখ দুর্দশা দেখে পাশে দাঁড়িয়েছেন মামুন বিশ্বাস নামের এক সমাজকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁজ পেয়ে তার মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই। সেই সাহায্য থেকে বৃদ্ধা ডালিম খাতুনের হাতে তুলে দেওয়া হয়েছে নগদ টাকাসহ নতুন পরনের কাপড়, বিছানার চাদর, জায়নামাজ, চার্জার ফ্যান, জুতা, চালের বস্তা এবং নিত্যপ্রয়োজনীয় খাবার। বৃদ্ধার কাছ থেকে আবারও কেউ টাকা লুটে নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
২০ এপ্রিল, ২০২৪

সবাই বের হয়ে গেলেও পুড়ে যান ঘুমন্ত বৃদ্ধা
বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বসতঘরে আগুন লাগার পর পরিবারের ছয় সদস্যের পাঁচজন ঘর থেকে বের হতে পারলেও বৃদ্ধা নূরজাহান বেগম বের হতে পারেননি। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। সোমবার (১ এপ্রিল) ভোরে উপজেলার পূর্ব কদমহাটায় প্রবাসী মিন্টু মিয়ার বাড়ির কেয়ার টেকার ময়না মিয়ার বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ময়না মিয়ার পরিবারের সবাই সেহেরি খেয়ে ঘুমানোর পর বসতঘরে আগুন লাগে। এসময় প্রাণে বাঁচতে পরিবারের সবাই ঘরের বাইরে চলে আসলে অসুস্থ নূরজাহান বেগম ঘর থেকে বেরিয়ে আসতে পারেননি। তিনি ঘরের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। ৬ সদস্যদের পরিবার নিয়ে প্রবাসীর একটি টিনশেড বাড়িতে থাকতেন বৃদ্ধা নূরজাহান বেগম। এদিকে এ ঘটনার পর প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে কল দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরের ভেতর থেকে নূরজাহান বেগমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল কিংবা সিলিন্ডারের গ্যাস বা বিদ্যুৎ থেকে আগুন লাগতে পারে। রাজনগর থানার ওসি আব্দুস ছালেক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা জেনেছি, নিহত নারী প্যারালাইজডে আক্রান্ত ছিলেন। যে কারণে আগুন লাগার পর তড়িঘড়ির মধ্যে তিনি বের হতে পারেননি। ফলে, দগ্ধ হয়ে ভেতরেই মারা যান তিনি।
০১ এপ্রিল, ২০২৪

বসতঘরে আগুনে অঙ্গার ঘুমন্ত বৃদ্ধা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বসতঘরে ঘুমন্ত এক নারী আগুনে পুড়ে মারা গেছেন। নিহত ললিতা বালা দাস (৮০) হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী। শনিবার (৯ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ললিতা বালা দাস বসতঘরে একা থাকতেন। তার দুই ছেলে পরিবার নিয়ে ওমান থাকেন। ভোর রাতের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বসতঘরে ঘুমন্ত অবস্থায় তিনি পুড়ে অঙ্গার হয়ে যান। হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ভুঁঞা বলেন, ভোর ৫টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযানে বসতঘর থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে প্রাথমিক আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।  নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১০ মার্চ, ২০২৪

‘চাপ দিলাম আর হয়ে গেল’- ইভিএমে ভোট দিয়ে শতবর্ষী বৃদ্ধা
কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আস্রাফপুর গ্রামের বাসিন্দা রাবেয়া বেগম। নাতি বেলালের সঙ্গে অটোরিকশায় করে তিনি এসেছেন মাজার মসজিদ সংলগ্ন সিটি কলেজ কেন্দ্রে।  জীবনে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে রাবেয়া অনেক খুশি। বললেন, ভালোই তো লাগল। চাপ দিলাম আর হয়ে গেল। শরীরের অবস্থা ভালো না, জীবনের শেষ ভোট মেশিনের মাধ্যমে দিতে পেরে আমি খুশি। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে শনিবার (৯ মার্চ) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। সকাল ৯টার দিকে নাতি বেলালের সঙ্গে ভোট দিতে আসেন প্রায় শতবর্ষী রাবেয়া বেগম। ভোট দিতে ঢোকার আগে নাতি মুঠোফোনে দাদিকে দেখান কীভাবে ভোট দিতে হবে। দাদি নির্বিঘ্নেই ভোট দিয়ে বের হয়ে আসেন। রাবেয়ার সঙ্গে আসা নাতি বেলাল বলেন, ভোটের ব্যাপারে দাদির আগ্রহ অনেক। এই নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ আগেই তিনি জানিয়ে রেখেছিলেন। মুঠোফোনে তাকে দেখিয়েছি, ইভিএমে কীভাবে ভোট দিতে হবে। সেটা দেখেই ভোট দিয়েছেন। এদিকে ৬নং ওয়ার্ডের পূর্ব চাঁনপুর হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোয়া ১০টায় ভোট দেন শারীরিক প্রতিবন্ধী রাকিব হোসেন। তার দুই পা নেই। এক হাতেও সমস্যা। তিনিও এসে লাইন ছাড়াই দ্রুত ভোট দেন।  ভোট দিয়ে বের হয়ে তিনি বলেন, ভোট দিতে অসুবিধা হয়নি। দেশের নাগরিক হিসেবে ভোট দিতে এসেছি। আমার মতো প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরায় কষ্ট হয়। নতুন মেয়র যেন এই বিষয়ে গুরুত্ব দেন।
০৯ মার্চ, ২০২৪

মেসির নাম বলায় অপহরণ থেকে বাঁচলেন বৃদ্ধা
একবার ভাবুন তো, বিশাল বিশাল অস্ত্র হাতে একদল গোষ্ঠী আপনার বাড়িতে এসে হাজির। তাদের উদ্দেশ্যে আপনাকে অপহরণ করে নিয়ে যাওয়া। কিন্তু আপনি এমন একজনের নাম বললেন, তা শুনে অপহরণ তো দূরের কথা, আপনার অনেক যত্ন নেয় তারা। এমনকি যাওয়ার সময় স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য আপনার ছবিও তুলে তারা। বলতে পারেন নামটি কি? নামটি লিওনেল মেসি! যিনি আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি। তার পায়ের জাদুতে মুগ্ধ বিশ্বের অনেক ফুটবলপ্রেমি। যার ফুটবলীয় কারুচার্যে ৩৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তার নাম শুনে আর্জেন্টিনার ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে অপহরণ করা থেকে বিরত থাকে একগোষ্ঠী। সেই বৃদ্ধার বর্ণনা অনুযায়ী গোষ্ঠীর নাম হামাস। যারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ইসরায়েলে হামলা চালিয়ে আলোচনায় সংগঠনটি। তাদের একটি গ্রুপ হাজির হয় আর্জেন্টাইন বৃদ্ধার বাড়িতে। পরে ৯০ বছর বয়সী বর্ণনা দেন সেই ঘটনার। হামাস সদস্যদের দ্বারা অপহরণ থেকে বাঁচতে মেসির নাম বলেন তিনি। এতে অপহরণ না করে, তার সঙ্গে ছবিও তুলেন হামাস সদস্য। ঘটনার বর্ণনায় বৃদ্ধা বলেন, ‘‘যখন তারা আমার বাড়িতে এসেছিল, আমি তাদের বলেছিলাম যে আমি তাদের ভাষা জানি না এবং আমি আর্জেন্টাইন স্প্যানিশ বলতে পারি। তাদের একজন আমাকে উত্তর দিল, 'আর্জেন্টিনা কী? আমি বললাম, ‘তুমি ফুটবল ফলো করো? সে আমাকে হ্যাঁ বলেছে এবং আমি তাকে বলেছি, মেসি যে জায়গা থেকে এসেছে আমি সেই জায়গা থেকে এসেছি।’ উত্তরে তিনি বলেন, ‘মেসি? আমিও মেসিকে পছন্দ করি’ তারপর আমার সঙ্গে একটি ছবি তুলে চলে যায়।’’
০৮ মার্চ, ২০২৪

বাসচাপায় টাঙ্গাইলে মা-ছেলে, টঙ্গীতে বৃদ্ধা নিহত
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। টাঙ্গাইলে নিহতরা হলেন গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)। গোপালপুর থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব জানান, শাকিব মোটরসাইকেলে করে মাকে নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। ঝাওয়াইল এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মা-ছেলে। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছে। এদিকে গতকাল দুপুরে টঙ্গীর গাজীপুরা এলাকায় বাসচাপায় ফরিদা ইয়াসমিন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি টঙ্গীর ভরান এলাকার আবদুল ওহাব মোল্লার স্ত্রী। পুলিশ জানায়, গাজীপুরা তামিরুল মিল্লাত মাদ্রাসা ছুটি শেষে নাতনি আশরাকে নিয়ে বাসায় ফিরতে গাজীপুরা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন ফরিদা। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশের লেনে শেরপুর থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহন নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশুটির কোনো ক্ষতি হয়নি। টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাসের সহকারী লোকমানকে (৪৫) আটক করেছে পুলিশ।
১৮ ফেব্রুয়ারি, ২০২৪

নওগাঁ-২ আসন / লাঠি হাতে ভোট দিতে এলেন বৃদ্ধা
স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীর প্রতীকে নিজেদের ভোট প্রদান করছেন। অনেক দিন পর ভোট পেয়ে ভোটাররা উৎসবমুখর ও আনন্দে ভোট প্রদান করছেন। ভোটের পরিবেশ সুন্দর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চোখে পড়ার মতো। অপরদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে পত্নীতলা উপজেলার ৫৬নং পুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাঠি হাতে ভোট দিতে আসেন অভিরান নামের এক বৃদ্ধা। সবার আগে ভোট দিয়ে শহিদুল আলম বেন্টু বলেন, খুব ভালো লাগছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। তার মতো ৮০ বছরের ছলিম উদ্দীন ভোট দিতে এসে বলেন, ভোট দিতে আসতে পেরে খুব ভালো লাগছে। কারণ জাতীয় ভোট ৫ বছর পর আসে। তাই ভোট দেওয়া মিস করব না। কারণ আগামীতে ভোট দেওয়ার সৌভাগ্য নাও হতে পারে। এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৮০ জন। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ইতোমধ্যই সকল প্রস্তুতি শেষ করে ভোটগ্রহণ শুরু করেছি। আশা রাখি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় আমরা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে ভোট গ্রহণ শেষে ফলাফল প্রদান করতে পারব। পত্নীতলা উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার সংখ্যা ৯৯ হাজার ৮৪৬ জন। নির্বাচনে ৭১ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৮০৪ জন।  ভোটের দিন ১২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবে। অপরদিকে ধামইরহাট উপজেলায় আট ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩০১ জন, নারী ৭৮ হাজার ৭১৩ ও ট্রান্সজেন্ডার ১ জন। নির্বাচনে ৫৩ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ৩০৪ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ৬০৮ জন। এবার নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে ভোটযুদ্ধে লড়ছেন ৪জন প্রার্থী। ভোটের মাঠে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী সাবেক এমপি শহীদুজ্জামান সরকার বাবলু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ট্রাক প্রতীকের আখতারুল আলম, ঈগল প্রতীকের মেহেদী মাহমুদ রেজা ও লাঙ্গল প্রতীকের তোফাজ্জল হোসেন। স্থানীয়রা বলছেন, প্রতিদ্বন্দ্বিতায় চারজন থাকলেও মূল লড়াই হবে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ট্রাক প্রতীকের প্রার্থীর মধ্যে।
১২ ফেব্রুয়ারি, ২০২৪

দিনাজপুরে অজ্ঞাত গাড়িচাপায় আদিবাসী বৃদ্ধা নিহত
দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাত গাড়িচাপায় মনি মার্ডি (৬২) নামে এক আদিবাসী বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত মনি মার্ডি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণ ভিটা গ্রামের রামদাস মুর্মুর স্ত্রী। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাতোর ইউনিয়নের ঘাষপাড়ায় দিনাজপুর-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার এসআই মো: শাহাজাহান সিরাজ জানান, উপজেলার সাতোর ইউনিয়নের ঘাষপাড়ায় বিকেলে দিনাজপুর-পঞ্চগড় সড়ক পারাপারের সময় মনি মার্ডিকে অজ্ঞাত এক গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মত্যু হয়।  বীরগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
০৬ ফেব্রুয়ারি, ২০২৪
X