উপজেলা চেয়ারম্যান প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল
প্রথম ধাপে ৮ মে (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের ঠিক আগের দিন জাকির হোসেন নামে এক চেয়ারম্যান প্রার্থীর টাকা বিতরণের ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৭ মে) দুপুরে তার টাকা দেওয়ার ৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে দেখা যাচ্ছে। পরে বিষয়টি সবার নজরে আসে। জাকির হোসেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান।  ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন একটি স্থানে দাঁড়িয়ে আছেন। তার দুপাশে দাঁড়িয়ে দুই ব্যক্তি। এ সময় তাকে এক ব্যক্তির হাতে অনেক টাকা গুণে দিতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে টাকাগুলো বিতরণ করেছেন তিনি। টাকা বিতরণের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে জাকির হোসেন সাংবাদিকদের বলেন, শুধু নির্বাচন নয়, যে কোনো সময় আমার কাছে অসহায়, হতদরিদ্র লোক আসে সহায়তার জন্য। আমি কাকে, কখন টাকা দিয়েছি মনে পড়ছে না। আপনি যে ভিডিওর কথা বলছেন সেটি আমি দেখিনি। তবে আমি শিশুকাল থেকেই মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি।  এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন,  নির্বাচনে নগদ টাকা বিতরণ, কাউকে উপঢৌকন কিংবা অন্যান্য সুবিধা দেওয়া পরিষ্কার আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানলাম। ভিডিওটি দেখে তেমন কিছু পাওয়া গেলে ম্যাজিস্ট্রেটকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন প্রার্থী। অপর দুইজন হলেন- ঘোড়া প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান এবং দোয়াত কলম প্রতীকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম।
১৬ ঘণ্টা আগে

বাঘিনীর দিকে তেড়ে গেল ভালুক, ভিডিও ভাইরাল
ভারতে বাঘিনী ও ভালুকের মুখোমুখি হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটিতে নেটিজেনরা বনের দুই শক্তিধরের লড়াই আশা করলেও তা ঘটেনি। ভিডিওতে দেখা যায়, জঙ্গলের একটি কাঁচা সড়কের এক মাথায় দাঁড়িয়ে আছে একটি জিপগাড়ি এবং আরেক মাথায় রাজকীয় কেতায় বসে আছে একটি বাঘিনী। হঠাৎ একটি ভাল্লুক পাশের ঝোপে থেকে বেরিয়ে গাড়ি ও বাঘিনীর মাঝামাঝি এসে সড়ক পার হয়ে পাশের ঝোপে ঢুকে যায়। ভালুকটির একপাশে দাঁড়িয়েছিল জিপগাড়ি এবং আরেক পাশে বসে ছিল বাঘিনীটি। উভয়ের অবস্থান থেকে ভালুকটি বেশ দূরে ছিল এবং সড়ক পেরোনোর সময় সে ডানে-বামে কোনো দিকেই তাকায়নি।   ভালুকটি সড়ক পেরোনোর পর বাঘিনী উঠে সামনে এগিয়ে যায় এবং যে জায়গায় ভালুকটি সড়ক পার হয়েছিল, সেখানে গিয়ে ঝোপের ওপর দিয়ে সতর্কভাবে ভালুকটির গতিবিধি দেখতে থাকে। বস্তুত সড়কে ভালুকটি দেখা দেওয়ার পর থেকেই সেটির গতিবিধির ওপর সতর্ক নজর রাখছিল বাঘিনীটি। ভালুকটি চলে যাওয়ার পর সড়কে যখন বাঘটি তার গমনপথের দিকে তাকিয়েছিল, ঠিক তখন আচমকা ঝোপ থেকে বেরিয়ে আসে ভালুকটি, তেড়ে যায় বাঘিনীর দিকে। বাঘিনীটি যদি তার এই তেড়ে আসার প্রতিক্রিয়া আক্রমণাত্মক হতো, তাহলে নিশ্চিত সংঘাত বাঁধতো জঙ্গলের দুই শক্তিমান মাংসাশী বন্যপ্রাণীর মধ্যে। কিন্তু বাঘিনী শান্ত থাকায় তেড়ে এলেও আর আক্রমণ না করে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে পিছু হটে যায় ভালুকটি। উত্তরপ্রদেশের পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের ঘটনাটি দেশটির কেন্দ্রীয় সরকারি প্রশাসনের সাবেক কর্মকর্তা ড. রবি গুপ্ত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন। ওই পোস্টের কমেন্টে নেটিজেনরা ভারতীয় প্রাণীদের স্বভাব বিশ্লেষণ ও তর্কে ব্যস্ত সময় পার করছেন।
১৫ ঘণ্টা আগে

আ.লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
বরিশালের বাকেরগঞ্জে এক আওয়ামী লীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই আওয়ামী লীগ নেতার নাম মো. জাকির হোসেন মৃধা। জাকির হোসেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। এ ছাড়া বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশীবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য তিনি।  ভিডিওতে দেখা গেছে, খালি গায়ে ঘরে বসে ইয়াবা সেবন করছেন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মৃধা। মুখে ইয়াবা সেবনের পাইপ। কেউ একজন তার মুখে আগুন ধরে আছেন। আগুনের তাপে গলে যাওয়া ইয়াবার ধোঁয়া টেনে নিচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরও কয়েকজন ইয়াবাসেবী ছিলেন । তাদের মধ্যে কেউ একজন ভিডিও ধারণ করেছিলেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।  জানতে চাইলে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মৃধা কালবেলাকে বলেন, আমি ইয়াবা সেবন করি না এবং এর সঙ্গে জড়িত নই। আমার মুখে ধরিয়ে দিয়ে ওরা ভিডিও করে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বাকেরগঞ্জ থানা ওসি আফজাল হোসেন বলেন, আমি দেখিনি। যদি ওই রকম কিছু হয়ে থাকে তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে।
২৩ ঘণ্টা আগে

আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন প্রচারের কাজ যখন তুঙ্গে তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থীকে এক নারীর সঙ্গে একান্তে খুনসুটি করতে দেখা যায়। এতে নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী ওই আ.লীগ নেতার নাম মদন মোহন রায়। তিনি শালডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি। বিষয়টি সামনে আসায় মদন মোহন রায়ের নির্বাচনী প্রচার থেকে ইতোমধ্যে অনেকেই নিজেদের সরিয়ে নিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে ভোটের মাঠে সমীকরণে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করেছে। মদন মোহন রায়ের ঘনিষ্ঠ বেশ কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, মদনকে নির্বাচন থেকে মাইনাস করতেই ভিডিও ভাইরালের ঘটনা ঘটেছে। যদিও ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সেটি যে মদন তা তারা নিশ্চিত করেছেন। ভিডিওতে দেখতে পাওয়া ওই নারীর বেশ কয়েকজন প্রতিবেশী মদনের সঙ্গে তার অবৈধ সম্পর্কের বিষয়টি জানতেন। এতদিন লোকমুখে কানাকানি চললেও এবারে তা প্রকাশ্যে আসে। এদিকে মদন মোহন রায় শারীরিক অসুস্থতাজনিত কারণে রংপুরে চিকিৎসাধীন আছেন। তার মোবাইল ফোনে মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, আমরা এখনো এ বিষয়ে অবগত নই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ২১ মে'র দ্বিতীয় ধাপের দেবীগঞ্জ উপজেলা নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতীর ছেলে মখদুম মাসুম মাশরাফি যুক্তি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিঠু, শালডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি মদন মোহন রায় এবং উপজেলা বিএনপি'র আহ্বায়ক রহিমুল ইসলাম বুলবুল।
০৫ মে, ২০২৪

গোপনে ছাত্রীকে বিয়ে করতে গিয়ে ধরা, ভিডিও ভাইরাল
ছাত্রীর সঙ্গে প্রেম ও বিয়ের পরিকল্পনা করার অভিযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক এবং পিয়নকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত গঠন কমিটি গঠন করা হয়েছে। তাদের ১৪ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই কলেজের পিয়ন জিয়াউল হায়দার জুলিয়াসের ঘরের ভেতর উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের মুসলিম বিবাহ রেজিস্ট্রার (কাজী) মাওলানা মো. সোলায়মান আলী রেজিস্ট্রারে লিপিবদ্ধ করছেন। তার পাশে চেয়ারে ফুলবাড়ী ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক খায়রুল বাশার রানা ও একটি মেয়ে তার পাশে বসে আছে। এ সময় একজন লোক তাদের ভিডিও করতে থাকলে প্রভাষক রানা তাকে ভিডিও করতে নিষেধ করছেন। একপর্যায়ে ওই ছাত্রী চেয়ার থেকে উঠে ভিডিও ধারণকারীর দিকে তেড়ে যাচ্ছেন। এরপরও ভিডিও বন্ধ না হলে ওই ছাত্রী প্রভাষকের গলা জড়িয়ে ধরেন। একপর্যায়ে কলেজ পিয়ন ঘরে ঢুকে ভিডিও রেকর্ডকারীকে শাসাতে থাকেন। পরে মেয়ের অভিভাবকের লোকজন এসে ওই মেয়েকে নিয়ে যায়। জানা গেছে, ফুলবাড়ী ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক খাইরুল বাশার রানার সঙ্গে ওই কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর প্রাইভেট পড়ানোর সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সুবাদে অভিযুক্ত প্রভাষক গত ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) ওই ছাত্রীটিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের বাসিন্দা ওই কলেজের পিয়ন জিয়াউল হায়দার জুলিয়াসের বাড়িতে নিয়ে যান। সেখানে কাজী ডেকে বিয়ে রেজেস্ট্রি করার সময় স্থানীয়রা মেয়ের অভিভাবককে খবর দেন। পরে মেয়েটির অভিভাবকরা দ্রুত ওই বাড়িতে এসে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। এ প্রসঙ্গে অভিযুক্ত প্রভাষক খাইরুল বাশারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ আমাকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করেছে। রিপোর্ট এলে সত্য-মিথ্যা জানা যাবে। তবে এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। আর পিয়ন জিয়াউল হায়দার জুলিয়াসের মোবাইলে কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। মুসলিম বিবাহ রেজিস্ট্রার (কাজী) মাওলানা সোলায়মান আলী জানান, মেয়ের বিবাহ রেজিস্ট্রি করার জন্য জুলিয়াস ভাই আমাকে ডেকেছেন। সেখানে গিয়ে দেখি অন্য ঘটনা। তাই রেজিস্ট্রি না করে চলে এসেছি। ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত প্রভাষক ও  পিয়নকে সাময়িক বরখাস্তের পর ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।  কলেজ গভর্নিং বডির সভাপতি আজিজার রহমান মাস্টার জানান, ঘটনাটি দুঃখজনক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এরমধ্যে তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 
২৮ এপ্রিল, ২০২৪

যানজটে স্কুটারে বসে অফিস করছেন নারী, ভিডিও ভাইরাল
চাকরিকে বাড়তি চাপ মনে করেন অনেকে। অনেক সময় বেসরকারি চাকরিজীবীদের অফিস সময়ের বাইরেও অনেক কাজ করতে হয়। থাকে না কোনো কাজের পরিধি। তাই বলে যানজটে স্কুটারে বসেও অফিসের কাজ! শুনতে অবাক লাগলেও এমন দৃশ্যের দেখা মিলেছে। যানজটের মধ্যে স্কুটারে বসে অফিস করছেন এক নারী। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোববার (২৮ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন ঘটনা তুলে ধরা হয়েছে।  ভিডিওতে দেখা গেছে, যানজটে আটকা পড়েছেন এক নারী। এ সময় স্কুটারে নিজের ফোনে মগ্ন থাকতে দেখা যায় তাকে। পরে খেয়াল করলে দেখা যায়, নিজের মোবাইলে জুম অ্যাপে সংযুক্ত রয়েছেন তিনি। অর্থাৎ যানজটের মধ্যেই অফিসের কাজ করছেন তিনি।  ছড়িয়ে পড়া ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ‘যানজটে থেকেও অফিসের কাজ। এগুলো এখন ব্যাঙ্গালুরুর স্বাভাবিক ঘটনা।’ বিচিত্র এ ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর। এলাকাটি একের পর এক বিচিত্র ঘটনার জন্য আলোচনায় আসছে।  যানজটে বসে অফিসের কাজের এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এরপর এতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটির মাধ্যমে কাজের ক্রমবর্ধমান প্রকৃতি, ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর ক্রমবর্ধমান নির্ভরতা এবং দৈনন্দিন জীবনের চাহিদার সঙ্গে পেশাদার প্রতিশ্রুতির ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জের বিষয়টি উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি এমন  ঘটনা প্রকাশ হয়েছে।  சாலையிலும் வேலை வேற என்ன பண்றது அது சரி சிக்னல பாருங்கடாண்ணா இவனுங்க எதுக்கு என்னையே பார்த்துக்கொண்டு இருக்கிறானுங்கள் pic.twitter.com/CiMo58flEQ — SHAAN SUNDAR ️️ (@Sun46982817Shan) April 23, 2024 এর আগে স্কুটার চালানো অবস্থায় ল্যাপটপ খুলে এক প্রযুক্তিকর্মীর কাজ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, প্রযুক্তিকর্মী হিসেবে কর্মরত লোকটি তার কোলে একটি ল্যাপটপ খুলে রেখেছেন। সেখানে মাইক্রোসফ্ট টিমের মিটিংয়ের বিবরণ দেখা যাচ্ছিল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দায়িত্বশীল কাজের অনুশীলন এবং নিরাপদ যাতায়াতের অভ্যাস সম্পর্কে নাগরিকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। পিক বেঙ্গালুরু নামের একটি এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়, বেঙ্গালুরু ইজ নট ফর বিগেনার্স। সেই ভিডিওর নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ওই ব্যক্তির জন্য সহমর্মিতা দেখানোর পাশাপাশি বিনোদনমূলক মন্তব্যও করছেন। এক ব্যক্তি মন্তব্যের ঘরে লিখেন, ভাই নিশ্চয়ই কোনো প্রযুক্তি কোম্পানির হয়ে কাজ করেন এবং তার সাপ্তাহিক নির্ধারিত ৭০ কর্মঘণ্টার চেয়ে কিছুটা পিছিয়ে আছেন। আরেকজন লিখেন, উৎপাদনশীলতার তড়ঙ্গে করে যাতায়াত। এক ব্যবহারকারী লিখেন ক্লায়েন্টের কল ও মৃত্যু যে কোনো সময় আসতে পারে। একজন লিখেন এতদিন শুনেছি ওয়ার্ক-লাইফ ব্যালেন্স এখন দেখছি ওয়ার্ক-বাইক ব্যালেন্স। এক ব্যবহারকারী লিখেছেন, আজকাল মানুষ যে ধরনের কাজের চাপের সম্মুখীন হচ্ছে তা অকল্পনীয়, তাই এ ধরনের বিকল্প খুঁজে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। একজন লিখেছেন ল্যাপটপ তার বর্ণনা অনুযায়ী যথাযথভাবেই ব্যবহার হচ্ছে।  
২৮ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রের সামরিক বিমান আটকে দিল কুমির, ভিডিও ভাইরাল
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ঘাঁটিতে একটি কুমিরের দেখা মিলল। সেটি মার্কিন বাহিনীর একটি সামরিক বিমানের উড্ডয়ন আটকে দিয়ে আলোচনায় এসেছে। সোমবার (২২ এপ্রিল) এ ঘটনা ঘটে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার ম্যাকডিল বিমানবাহিনীর ঘাঁটির রানওয়েতে কুমিরটি দেখা যায়। জ্বালানি সরবরাহের দায়িত্বে থাকা একটি বিমানের সামনে এটি অবস্থান নেয়। সেখান থেকে সরতে নারাজ ছিল কুমিরটি। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাকর্মীরা ছুটে আসেন। Gator Trouble ! MacDill Air Force Base said : “Our newest toothy Airman has been relocated to a more suitable environment off base,” “Special thanks to FWC for the assist.” An alligator caused some trouble after it decided to wander onto the Apron area at MacDill Air Force Base… pic.twitter.com/dRNTXqZbTs — FL360aero (@fl360aero) April 22, 2024 এ সংক্রান্ত একটি ভিডিও এক্সে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, কুমিরটি রানওয়েতে দাঁড়িয়ে থাকা জ্বালানিবাহী বিমানটির চাকার সামনে অবস্থান নেয়। সেখানে সেটি আরাম করছিল। কর্মকর্তারা হাঁকডাক করলেও সেটি সরছিল না। এরপর তিন নিরাপত্তাকর্মী কুমিরটিকে দড়ি দিয়ে বেঁধে আটক করে নিয়ে যান। আটক করতেও তাদের বেগ পেতে হয়। পরে সেটিকে নিরাপদে পাশের হিলসবরো নদিতে ছেড়ে দেওয়া হয়।  ম্যাকডিল এয়ার ফোর্স এক্সে জানায়, আমাদের নতুন এয়ারম্যানকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনকে অসংখ্য ধন্যবাদ। তারা প্রাণীটিকে সরিয়ে নিয়ে বিপদমুক্ত করেছে। এদিকে কুমিরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যুদ্ধবিরোধী কুমিরের’ তকমা পাচ্ছে। নেটিজেনরা কুমিরকে বাহবা দিয়ে পোস্টটি শেয়ার করছেন। তারা বলছেন, যুদ্ধবাজ যুক্তরাষ্ট্রের সামরিক বিমান আটকে দিয়ে চমৎকার কাজ করেছে কুমিরটি। প্রাণীরাও যুদ্ধ চায় না। বনাঞ্চল ঘেরা ফ্লোরিডায় বন্যপ্রাণীর লোকালয়ে আসা নতুন নয়। এবিসি নিউজের তথ্যমতে, এপ্রিল মাসে কুমির প্রজননের জন্য সঙ্গী খোঁজে। তাই তারা পরিচিত অঞ্চল ছেড়ে অন্যান্য এলাকায় যায়। এ সময় পথেঘাটে তাদের দেখা মেলে। উদ্ধার হওয়া কুমিরটিরও সঙ্গী খোঁজা উদ্দেশ্য ছিল বলে ধারণা করা হচ্ছে।
২৫ এপ্রিল, ২০২৪

নারী কাউন্সিলরের নগ্ন ভিডিও ভাইরাল
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে এ ভিডিও। এতে চরম ইমেজ সংকটে পড়েছে নগর আওয়ামী লীগ। দলীয় ইমেজ নষ্ট ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগে যে কোনো সময় তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। তবে কাউন্সিলর চামেলীর মোবাইল নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওতে মহিলা লীগের সাবেক এ নেত্রীকে একটি আবাসিক হোটেলে এক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। গতকাল মঙ্গলবার কালবেলার অনলাইনে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। নগর আওয়ামী লীগের একাধিক সূত্র কালবেলাকে জানিয়েছে, ভিডিওর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলেছেন নগরের শীর্ষ নেতারা। যে কোনো সময় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ২০১৬ সালে যুব মহিলা লীগের শীর্ষ এক নেত্রীর আশীর্বাদে শুরুতেই সংগঠনের কেন্দ্রীয় সদস্যের পদ বাগিয়ে নেন চামেলী। পদকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আরও ওপরে ওঠার স্বপ্ন দেখেন তিনি। সেজন্য বেশিদিন যুব মহিলা লীগে আর সক্রিয় না থেকে পদকে পুঁজি করে মূল দলে প্রবেশের চেষ্টা করেন। পরে নগর দক্ষিণ আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে ম্যানেজ করে মূল দলে নগরের সদস্যপদ বাগিয়ে নেন। এরপর ওপর মহলের আশীর্বাদে চামেলী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩, ১৯ ও ২০ ওয়ার্ডে পরপর দুবার সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও নগর নেতাদের অনেকের সঙ্গেই সখ্য রয়েছে চামেলীর। প্রভাবশালী হয়ে উঠেন সিটি করপোরেশনেও। সেই প্রভাব খাটিয়ে সরকারি রেলের কোটি কোটি টাকার জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অজ্ঞান অবস্থায় শাহবাগের ফুটপাতে পড়ে থাকার ঘটনাও ঘটান এই নারী কাউন্সিলর। পরে পথচারীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করান। এ ব্যাপারে জানতে চাইলে নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী কালবেলাকে বলেন, বিষয়টি আমরা খুব সিরিয়াসলি দেখছি। কেউ দলের ইমেজ নষ্ট ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করলে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
২৪ এপ্রিল, ২০২৪

অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল করার হুমকি, বিপাকে পুলিশ কনস্টেবল
বাগেরহাটে পর্নোগ্রাফি মামলায় আল আমিন শেখ নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  এর আগে রোববার (২১ এপ্রিল) বাগেরহাট আাদালতে পর্নোগ্রাফি মামলা করে এক তরুণী। ওইদিনই বাগেরহাট পুলিশ লাইন থেকে তাকে গ্রেপ্তার করে বাগেরহাট মডেল থানা পুলিশ।   গ্রেপ্তার আল আমিন শেখ খুলনা জেলার তেরখাদা উপজেলার মোজাফফর শেখের ছেলে। তিনি বাগেরহাট সদর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত আছেন। মামলা সূত্রে জানা যায়, আদালতে মামলার বাদী ওই তরুণীর পারিবারিক একটি মামলা ছিল। ওই মামলার সূত্রে পুলিশ কনস্টেবল আল আমিন শেখের সঙ্গে তরুণীর পরিচয় হয়। কনস্টেবল মামলায় তরুণীর পক্ষে কাজ করার আশ্বাস দেয়। সে সুযোগে তাকে বিয়ের প্রলোভন দেয় এবং একটি ভুয়া কাবিননামায় স্বাক্ষর নেয়। পরে তারা দুজনে স্বামী-স্ত্রী হিসেবে বাগেরহাটের একটি আবাসিক হোটেলে থাকত। একপর্যায়ে আল আমিন ওই তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে মুঠোফোনে।  তরুণী স্ত্রীর স্বীকৃতি চাইলে, বিয়ের কথা অস্বীকার করে আল আমিন। পরে কনস্টেবল সম্পর্ক চালিয়ে নেওয়ার প্রস্তাব দেয় এবং বিষয়গুলো কাউকে জানালে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে বাগেরহাট আদালতে মামলা দায়ের করে। বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
২৩ এপ্রিল, ২০২৪

নারী কাউন্সিলর চামেলীর নগ্ন ভিডিও ভাইরাল
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য এবং সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীর নগ্ন ভিডিও ভাইরাল হয়েছে। কয়েকদিন ধরে নগর আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ঘুরপাক খাচ্ছে। এতে চরম ইমেজ সংকটে পড়েছে নগর আওয়ামী লীগ। দলীয় ইমেজ নষ্ট ও গঠনতন্ত্র ভঙ্গের অভিযোগে যে কোনো সময় তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, সংরক্ষিত এ নারী কাউন্সিলর আবাসিক হোটেলের শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে একজন পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন। তার সঙ্গী ওই পুরুষটি চামেলীর ইচ্ছাতেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করছেন। যুব মহিলা লীগের সাবেক এ নেত্রীর এমন ভিডিওটি এখন আওয়ামী লীগ নেতাদের মোবাইলে মোবাইলে। নগর আওয়ামী লীগের একাধিক সূত্র কালবেলাকে জানায়, নারী কাউন্সিলরের নগ্ন ভিডিও ভাইরালের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলেছেন নগরের শীর্ষনেতারা। যে কোনো সময় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী কালবেলাকে বলেন, বিষয়টি আমরা খুব সিরিয়াসলি দেখছি। কেউ দলের ইমেজ নষ্ট ও সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজ করলে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও প্রভাব খাটিয়ে সরকারি রেলের কোটি কোটি টাকার জমি দখল, অজ্ঞান অবস্থায় শাহবাগের ফুটপাতে পড়ে থাকাসহ আপত্তিকর নানা কাজে জড়ান এই নারী কাউন্সিলর।
২৩ এপ্রিল, ২০২৪
X