আমার বিদেশ যাওয়া মানুষের কাছে সন্দেহজনক : অধরা
বিনোদন অঙ্গনে বিচরণ করতে থাকা দর্শকের অনেকেই সন্দেহের চোখে দেখেন ঢাকাই চিত্রনায়িকা অধরা খানকে। নায়িকার বারবার বিদেশ যাওয়া, নানা দেশে ঘুরে বেড়ানো, জাঁকজমকপূর্ণ লাইফস্টাইল—এ সবই দর্শকের সন্দেহে পুষ্টি জোগায়। অনেকের ধারণা, ২০১৮ সালের পর অধরা যখন নায়িকা হিসেবে পরিচিত হলেন, তখন থেকেই তার বিদেশে আনাগোনা বেড়েছে। অধরা অবশ্য তার বারবার বিদেশ ভ্রমণের কারণ খুলে বলেছেন। এবার বললেন আরও বিস্তারিত। কালবেলার সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান তারাবেলার অতিথি ছিলেন অধরা খান। অনুষ্ঠানে তিনি জানান, নায়িকা ছাড়াও তার আরও একটি পরিচয় আছে। ফ্যামিলি বিজনেস আছে তাদের। একটা ইন্টারন্যাশনাল কোম্পানির ডিরেক্টর অধরা। এ কারণেই তাকে বছরজুড়ে দেশ-বিদেশ করে বেড়াতে হয়। অধরা বলেন, অনেকেই ভাবে আমি নায়িকা হওয়ার পর প্লেনে চড়েছি। বিষয়টা ওরকম না। যারা আমাকে শৈশব থেকে চেনে, তারা জানে আমি ছোটবেলা থেকে ট্র্যাভেল করি। বারবার বিদেশভ্রমণ অনেকের কাছে খুব বড় ব্যাপার। তবে আমার কাছে খুবই সাধারণ। আমি প্রতিবছর এতবার কেন বিদেশ যাই, বাংলাদেশের মানুষের কাছে এটা খুবই সন্দেহজনক একটা ব্যাপার। তারা ভাবে—এ বয়সে একটি মেয়ে এতবার কেন বিদেশ যাচ্ছে। নায়িকা আরও বলেন, কেউ আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা ঘাঁটে না। তারা যদি আমার ফেসবুকে যায় তাহলেই দেখতে পারবে ১০ বছর আগেও সিঙ্গাপুরে ঘোরার ছবি আছে আমার। দুবাই ও নেপালের ছবিও আছে। ওসব দেশে আমি কাজে যাই। কিন্তু আমি নায়িকা হওয়ার পর এসব বিষয় নিয়ে মানুষ হিসেব কষা শুরু করেছে।  ‘আমি বাইরে গেলে আমার দর্শকের জন্য অনেক ভালো ছবি দেওয়ার চেষ্টা করি। আমাদের মূলত আইটি বিজনেস। কেউ যদি গুগল করে তাহলে পুরো বিষয়টি পেয়ে যাবে’, নিজের কথার সঙ্গে যুক্ত করেন অধরা। 
১৬ মে, ২০২৪

হজ এলাকার বাইরে ভ্রমণ নয়
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব হাজি সৌদি আরবে যাচ্ছেন, হজ কর্মসূচির নির্ধারিত এলাকার বাইরে তাদের অন্যত্র ভ্রমণ করা যাবে না। এ বিষয়ে সব হাজির উদ্দেশে হজ ভিসা-সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। গালফ নিউজ, দুবাই তথ্যসূত্র মতে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি হওয়া এই বিধিনিষেধে বলা হয়েছে, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজ ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। এজন্য হজ ভিসা নিয়ে যারা সৌদি আসবেন, তাদের ভ্রমণ বা চলাচল শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে সীমাবদ্ধ থাকবে। নির্ধারিত শহরের বাইরে অন্যত্র ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না। এ ছাড়া এই ভিসা সৌদি আরবে কাজ করা বা বসবাসের জন্যও বৈধ বলে গণ্য করা হবে না। এতে আরও বলা হয়, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, তা ছাড়া ভবিষ্যতে তাকে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে।
০৮ মে, ২০২৪

এবারই প্রথম স্বস্তিতে মানুষ ট্রেন ভ্রমণ করছেন : রেলমন্ত্রী
ঈদ যাত্রায় এবারই প্রথম স্বস্তিতে মানুষ ট্রেন ভ্রমণ করেছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি বলেন, ঈদে টিকেট নিয়ে কোনো কালবাজারী হয়নি। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার লক্ষ্যে রাজবাড়ী থেকে ভারত যাওয়ার সময় এই ষোলটাকা গ্রামে অবস্থান করেছিলেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম। ৫৩ বছরের মাথায় মুক্তিযুদ্ধের স্মৃতির টানে গ্রামটি পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে স্মৃতিচারণ করেন তিনি। শরণার্থী গমন আর মুক্তিযোদ্ধাদের নিরাপদ বিচরণ ছিল ষোলটাকা গ্রামসহ আশেপাশের এলাকা। মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছেন এখানকার মুক্তিকামী মানুষ। সেই স্মৃতির টানে রেলপথমন্ত্রী এখানে ফিরে আসায় এলাকার মানুষ বেজায় খুশি। এ সময় মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. এএসম নাজমুল হক সাগর, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।  এর আগে দুপুরে মেহেরপুর সার্কিট হাউজ হয়ে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রেলপথমন্ত্রী। সন্ধ্যায় ষোলটাকা গ্রাম পরিদর্শনশেষে সড়ক পথে মেহেরপুর জেলা ত্যাগ করেন তিনি।  
১২ এপ্রিল, ২০২৪

যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতার লাল তালিকায় বাংলাদেশ
ভ্রমণের জন্য বিপজ্জনক জানিয়ে সতর্কতা জারি করে বাংলাদেশসহ ৬৬টি দেশকে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়নবিষয়ক কার্যালয় এফসিডিও এ তালিকা প্রকাশ করেছে। আসন্ন গ্রীষ্ম ও বসন্তের ছুটির আগে দেশটির নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছে। গতকাল শনিবার ওয়ালস অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এফসিডিও কালো ও লাল তালিকায় দেশ এবং অঞ্চলগুলোকে শ্রেণিবদ্ধ করেছে। তবে কী কারণে কালো ও লাল তালিকাভুক্ত করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা বা কারণ জানানো হয়নি প্রতিবেদনে। লাল তালিকাভুক্ত ৪২ দেশে প্রয়োজন ছাড়া ভ্রমণে না যাওয়ার পক্ষে মত দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। দেশ বা অঞ্চলগুলো হলো আলজেরিয়া, অ্যাঙ্গোলা, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, বেনিন, বুরুন্ডি, ক্যামেরুন, কলম্বিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, জিবুতি, ইকুয়েডর, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, জর্জিয়া, ভারত, ইন্দোনেশিয়া, আইভরি কোস্ট, জর্ডান, কেনিয়া, কসোভো, লাওস, মালয়েশিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, মলদোভা, মোজাম্বিক, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, ফিলিপাইন, কঙ্গো প্রজাতন্ত্র, সৌদি আরব, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, তুরস্ক, উজবেকিস্তান ও পশ্চিম সাহারা। যুক্তরাজ্যের ভ্রমণবিষয়ক নির্দেশিকায় কালো তালিকাভুক্ত দেশগুলোতে অতি প্রয়োজন ছাড়া তার নাগরিকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। কালো তালিকাভুক্ত ২৪টি দেশ হলো আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, হাইতি, ইরান, ইরাক, ইসরায়েল, লেবানন, লিবিয়া, মালি, নাইজার, উত্তর কোরিয়া, ফিলিস্তিনি অঞ্চল, রাশিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনিজুয়েলা ও ইয়েমেন।
০৭ এপ্রিল, ২০২৪

ভ্রমণ ভিসায় ভিক্ষা করতে গিয়ে আটক দুই শতাধিক বিদেশি
ভ্রমণ ভিসায় বিদেশ গিয়েছেন তারা। এরপর রমজানের মধ্যে শুরু করেছেন ভিক্ষাবৃত্তি। এমন অভিযোগের ভিত্তিতে দুই শতাধিক বিদেশিকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (২৭ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  দুবাই পুলিশ জানিয়েছে, তারা রমজানের প্রথম দুই সপ্তাহে ২০২ ভিক্ষুককে আটক করেছে। পবিত্র রমজান মাসে ভিক্ষাবৃত্তির অভিযোগে তাদের আটক করা হয়েছে।  দুবাই পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার আলি সালেম আল সামশি জানান, জনগণের সহানুভূতির সুযোগ নিয়ে দ্রুত অর্থ আয় করার জন্য তারা ভিক্ষায় জড়িয়ে পড়েছেন।  এ কাজে জড়িয়ে পড়াদের বেশিরভাগ ভ্রমণ ভিসায় দেশটিতে গিয়েছেন।  প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১১২ জন পুরুষ ‍ও ৯০ জন নারী রয়েছেন।  দুবাই পুলিশের তথ্যমতে, আইন ভঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে এসব ব্যক্তি অপরাধ করেছেন। এজন্য তাদের সর্বনিম্ন ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রয়েছে। যা বাংলাদেশি টাকায় দেড় লাখ টাকার সমান। একইসাথে এসব ব্যক্তিকে সর্বোচ্চ তিন মাসের সাজার বিধান রয়েছে। এছাড়া যারা ভিক্ষাবৃত্তির জন্য সংগঠিত ও বিদেশ থেকে লোক নিয়ে আসে তাদের সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম জরিমানার বিধান রয়েছে।  দুবাই পুলিশের এ কর্মকর্তা সন্দেহভাজন ভিক্ষুক কাউকে দেখলে তাদের অবহিত করার অনুরোধ করেছেন। তিনি জানান, বেশিরভাগ ভিক্ষুকই মিথ্যা গল্পের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকেন।   
২৭ মার্চ, ২০২৪

র‌্যাপিড পাসে ভ্রমণ করা যাবে মেট্রোরেল ও বিআরটিসি বাসে
র‌্যাপিড পাসের মাধ্যমে যাত্রীসেবা চালু করল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। পর্যায়ক্রমে এ সেবা বেসরকারি বাসেও চালু করা হবে। এখন একই পাস দিয়ে মেট্রোরেল ও বিআরটিসি বাসে ভ্রমণ করা যাবে। বুধবার (২০ মার্চ) গুলিস্তানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি বাসে র‌্যাপিড পাস চালু কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। বিআরটিসি কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক সচিব বলেন, র‌্যাপিড পাস কার্ড দিয়ে মেট্রোরেল ও বিআরটিসি বাসের পাশাপাশি বেসরকারি পরিবহনেও এ সেবা চালুর লক্ষ্যে আমরা কাজ করছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হিসেবে আরও এক ধাপ এগিয়ে গেল বিআরটিসি। র‌্যাপিড পাস ব্যবহারের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীরা কোনো ধরনের ঝামেলা ছাড়াই চলাচল করতে পারবেন। র‌্যাপিড পাস হচ্ছে স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের ব্যবস্থা। এর ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ থাকবে না। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ভাড়া নিয়ে জটিলতা নিরসন হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ও ডিটিসিএ’র নির্বাহী পরিচালক সাবিহা পারভীন (অতিরিক্ত সচিব) সহ আরও অনেকে। স্বাগত বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বিআরটিসিতে র‌্যাপিড পাস চালু করা হচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন, র‌্যাপিস পাস স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম নির্ধারক। এর মাধ্যমে সহজেই মানুষ চলাচল করতে পারবে। ডিটিসিএ’র নির্বাহী পরিচালক সাবিহা পারভীন বলেন, র‌্যাপিড পাসের মাধ্যমে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যাত্রীরা চলাচল করতে পারবে।
২০ মার্চ, ২০২৪

সাইকেলে ভারতের ১০ রাজ্য ভ্রমণ বীর কুমারের
রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বীর কুমার তঞ্চঙ্গ্যা সাইকেলে ভারতের ১০ রাজ্য ভ্রমণ করেছেন। মঙ্গলবার (১২ মার্চ) সকালে ভ্রমণ শেষে প্রায় ৯০ দিন পর কাপ্তাইয়ের নিজ বাড়িতে এসে পৌঁছান তিনি। পেশায় কম্পিউটার প্রকৌশলী বীর কুমার তঞ্চঙ্গ্যা কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের এলাকার বাসিন্দা সুশীল তঞ্চঙ্গ্যার ছেলে। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর সাইকেল নিয়ে ভারত ভ্রমণের জন্য বাংলাদেশ থেকে রওনা দিয়ে ১৭ ডিসেম্বর কলকাতা পৌঁছান বীর কুমার তঞ্চঙ্গ্যা। ১৯ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ভ্রমণ শুরু করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, উড়িষ্যা, ছত্তিসগড়, তেলেঙ্গানা, আন্ধ্রাপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরেলা ও গোয়া ভ্রমণ করেন। সাইকেলে মোট ৫ হাজার ৭০০ কিলোমিটার অতিক্রম করেন বীর কুমার। ভ্রমণকালে মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদান, জলবায়ু পরিবর্তন রোধে সচেতন এবং মাদক গ্রহণের কুফল তুলে ধরেন। এ ছাড়া বীর কুমার গত বছরের ৮ জুন থেকে ১৮  জুলাই পর্যন্ত ৪০ দিন সাইকেল চালিয়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেন। এ ছাড়া ২০২২ সালের ২৪ ডিসেম্বর থেকে গত বছরের ৪ জানুয়ারি পর্যন্ত ১১ দিনে দেশের দীর্ঘতম সড়ক টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে ভ্রমণ করেছিলেন। ভারতে ভ্রমণের সময় বীর কুমার বিভিন্ন মন্দির, গির্জা, পেট্রলপাম্প, বাসস্টেশন, ট্রেন স্টেশন, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে ক্যাম্পিং করে রাতযাপন করেন।  দর্শনীয় স্থান পরিদর্শন করে সেখানার সংসদ সদস্য, প্রশাসক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীদের সঙ্গে দেখা করেছেন। জানতে চাইলে বীর কুমার তঞ্চঙ্গ্যা কালবেলাকে বলেন, ‘গত বছরের ১৭ ডিসেম্বর ভারতের পশ্চিম বঙ্গের বনগাঁ দিয়ে প্রবেশ করি। পরে ১৯ ডিসেম্বর কলকাতা থেকে যাত্রা শুরু করি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৭৩ দিনে পাঁচ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের ১০টি রাজ্য ভ্রমণ সমাপ্ত করি।’ তিনি বলেন, ‘ভারতের সবগুলো রাজ্যে ভ্রমণের ইচ্ছা থাকলেও ৯০ দিনে ভিসার মেয়াদ সমাপ্ত হওয়ায় ১০টি রাজ্য ভ্রমণ সমাপ্ত করে দেশে ফিরতে হয়েছে।’ বীর কুমার বলেন, ‘ভিসার মেয়াদ বাড়িয়ে আগামী দুইমাস পর ভারতের বাকি ১৯টি রাজ্য ভ্রমণ করতে আবারও ভারতে প্রবেশ করব।’ ভারতে সাইকেল ভ্রমণ সমাপ্ত করতে বীর কুমারকে পানাম সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ বিভিন্নজন সহায়তা করেছেন।
১৫ মার্চ, ২০২৪

ইচ্ছাকৃত খেলাপি বিদেশ ভ্রমণ ও ট্রেড লাইসেন্স গ্রহণে নিষেধাজ্ঞা
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী কোনো ব্যক্তি ইচ্ছাকৃত খেলাপি হিসেবে প্রমাণিত হলে বিদেশ ভ্রমণ, ট্রেড লাইসেন্স গ্রহণে নিষেধাজ্ঞায় পড়বেন। পাশাপাশি তিনি কোনো রাষ্ট্রীয় পুরস্কার বা সম্মাননার জন্য যোগ্য হবেন না। মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, ট্রেড লাইসেন্স ইস্যুতে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরকেএসসি) নিকট কোম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট সংস্থার নিকট ইচ্ছাকৃত খেলাপির তালিকা প্রেরণ করবে বাংলাদেশ ব্যাংক। একইসাথে ইচ্ছাকৃত খেলাপির তালিকা গাড়ি, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদির নিবন্ধন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবে সংস্থাটি। এসব সংস্থা তাদের আইন অনুযায়ী ইচ্ছাকৃত খেলাপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি কোনো ইচ্ছাকৃত খেলাপি রাষ্ট্রীয় পুরস্কার বা সম্মাননা পাওয়ারও যোগ্য হবেন না বলেও উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ইচ্ছাকৃত খেলাপির তালিকায় কারও নাম আসলে ঋণ পরিশোধ করে তালিকা থেকে অব্যাহতির ৫ বছরের মধ্যে কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। আর যদি কোনো পরিচালক ইচ্ছাকৃত খেলাপি হয়ে পড়েন তবে তার পরিচালক পদ বাতিল হবে।
১২ মার্চ, ২০২৪

সুসজ্জিত ঘোড়ার গাড়িতে ফুলের রাজ্যে ভ্রমণ
এখন পিকনিক মানেই দামি গাড়িতে ভ্রমণ কিংবা ধুমধাড়াক্কা ডিজে গানের সাথে দামি খাবার। তবে প্রচলিত এই ধারাকে পেছনে ফেলে অন্যরকম এক আয়োজন যশোরের মানুষের দৃষ্টি কেড়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঐতিহ্যবাহী সুসজ্জিত ঘোড়ার গাড়িতে আনন্দ ভ্রমণে মেতে ওঠেন যশোরের রুপদিয়া নার্সারি পরিবারের সদস্যরা। গ্রামবাংলার জনপ্রিয় গানের তালে তারা ১৪টি ঘোড়ার গাড়িতে স্বপরিবারে ভ্রমণ করেন ফুলের রাজ্যখ্যাত ঝিকরগাছার গদখালী। তাদের গায়ে ও মাথায় ছিল একই ধরণের গেঞ্জি ও ক্যাপ। ব্যতিক্রমী এ আয়োজন দৃষ্টি কাড়ে এই অঞ্চলের মানুষের। রাস্তার দুধারে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান তাদের। আয়োজক কমিটির প্রধান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইকবাল হোসেন জানান, তারা প্রতি বছরই ঘোড়ার গাড়িতে করে বিভিন্ন স্থানে পিকনিকে যান। তারই অংশ হিসেবে এ বছর তারা ফুলের রাজ্যে বেড়াতে এসেছেন। তাদের প্রধান উদ্দেশ্য বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্য গরুর গাড়ি, পালকি, ঘোড়ার গাড়ি। এগুলো আসলেই বিলুপ্তির পথে। আমাদের প্রজন্ম, সন্তানরা অনেকেই এই ঐতিহ্য সম্পর্কে জানে না। আমাদের প্রজন্মকে জানানো এবং বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের এই প্রয়াস। রুপদিয়া নার্সারি পরিবার থেকে প্রতিবছরের মতো এবছরও আমরা যশোরের আরেক ঐতিহ্য ফুলের রাজ্যে ঘোড়ার গাড়িতে বেড়াতে এসেছি। বেড়াতে আসা সুমি খাতুন বলেন, আমরা ঘোড়ার গাড়িতে করে স্বপরিবারে বেড়াতে এসেছি। আমরা যতটুকু আনন্দ পেয়েছি, ঘোড়ার গাড়ি দেখে আশপাশের মানুষ বেশি আনন্দ পেয়েছে। অনেক মানুষ মাইক্রো, প্লেনে করে দূরে বেড়াতে যায়। আমরা সেটা না করে পরবর্তী প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরতে ঘোড়ার গাড়িতে এসেছি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক কওসার আলী বলেন, আমরা সাত বছর ধরে ঘোড়ার গাড়িতে বিভিন্ন জায়গায় পিকনিক করি। এখানে আমাদের পরিবারের শিশু, নারীসহ অন্তত দুইশজন এসেছেন। পানিসারা ফুলমোড়ের চাষি ও উদ্যোক্তা ইসমাইল হোসেন বলেন, নার্সারি পরিবারের সদস্যরা এখানে আসার আগেই আমাকে জানিয়েছিল। গ্রাম বাংলার ঐতিহ্য তারা ধরে রেখেছে এজন্য আমি খুব খুশি হয়েছি। আমাদের এই অঞ্চলে ব্যতিক্রমী এক আয়োজন দেখলো মানুষ। উল্লেখ্য, ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালী-পানিসারা-হাড়িয়া অঞ্চলে প্রায় ১২'শ হেক্টর জমিতে ১১ধরণের ফুলের বানিজ্যিক চাষ হয়। ফুলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন হাজারো মানুষ এই অঞ্চলে ভ্রমণে আসেন।
১৬ ফেব্রুয়ারি, ২০২৪

শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে চারবার ভ্রমণ
বিপিএলের ব্যস্ততা শেষ করে ছুটি পাচ্ছে না বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মার্চে শুরু হতে যাওয়া সে পূর্ণাঙ্গ সিরিজের সূচি শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১ মার্চ বাংলাদেশ সফরে আসবে লঙ্কানরা। তিন সংস্করণের সিরিজের প্রত্যেকটি ম্যাচ হবে সিলেট ও চট্টগ্রামে; ঢাকায় নেই কোনো ম্যাচ। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের সঙ্গে থাকবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে পুরো এক মাসের এই সিরিজের চারবার ভ্রমণকান্তি পোহাতে হবে সাকিব আল হাসান-লিটন দাসদের। আগামী ৪ মার্চ থেকে সিলেটে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে পরের দুটি ৬ ও ৯ মার্চ। এরপর চট্টগ্রামে গিয়ে ১৩ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজের ম্যাচ। একই ভেন্যুতে বাকি দুই ওয়ানডে ১৫ ও ১৮ মার্চ। ফের সিলেটে ফিরে ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট; শেষ টেস্টটি হবে ৩০ মার্চ থেকে।
০২ ফেব্রুয়ারি, ২০২৪
X