রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বীর কুমার তঞ্চঙ্গ্যা সাইকেলে ভারতের ১০ রাজ্য ভ্রমণ করেছেন।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে ভ্রমণ শেষে প্রায় ৯০ দিন পর কাপ্তাইয়ের নিজ বাড়িতে এসে পৌঁছান তিনি।
পেশায় কম্পিউটার প্রকৌশলী বীর কুমার তঞ্চঙ্গ্যা কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের এলাকার বাসিন্দা সুশীল তঞ্চঙ্গ্যার ছেলে।
এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর সাইকেল নিয়ে ভারত ভ্রমণের জন্য বাংলাদেশ থেকে রওনা দিয়ে ১৭ ডিসেম্বর কলকাতা পৌঁছান বীর কুমার তঞ্চঙ্গ্যা। ১৯ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ভ্রমণ শুরু করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, উড়িষ্যা, ছত্তিসগড়, তেলেঙ্গানা, আন্ধ্রাপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরেলা ও গোয়া ভ্রমণ করেন।
সাইকেলে মোট ৫ হাজার ৭০০ কিলোমিটার অতিক্রম করেন বীর কুমার। ভ্রমণকালে মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদান, জলবায়ু পরিবর্তন রোধে সচেতন এবং মাদক গ্রহণের কুফল তুলে ধরেন। এ ছাড়া বীর কুমার গত বছরের ৮ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত ৪০ দিন সাইকেল চালিয়ে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেন। এ ছাড়া ২০২২ সালের ২৪ ডিসেম্বর থেকে গত বছরের ৪ জানুয়ারি পর্যন্ত ১১ দিনে দেশের দীর্ঘতম সড়ক টেকনাফ থেকে তেঁতুলিয়া সাইকেলে ভ্রমণ করেছিলেন।
ভারতে ভ্রমণের সময় বীর কুমার বিভিন্ন মন্দির, গির্জা, পেট্রলপাম্প, বাসস্টেশন, ট্রেন স্টেশন, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে ক্যাম্পিং করে রাতযাপন করেন। দর্শনীয় স্থান পরিদর্শন করে সেখানার সংসদ সদস্য, প্রশাসক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীদের সঙ্গে দেখা করেছেন।
জানতে চাইলে বীর কুমার তঞ্চঙ্গ্যা কালবেলাকে বলেন, ‘গত বছরের ১৭ ডিসেম্বর ভারতের পশ্চিম বঙ্গের বনগাঁ দিয়ে প্রবেশ করি। পরে ১৯ ডিসেম্বর কলকাতা থেকে যাত্রা শুরু করি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৭৩ দিনে পাঁচ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের ১০টি রাজ্য ভ্রমণ সমাপ্ত করি।’
তিনি বলেন, ‘ভারতের সবগুলো রাজ্যে ভ্রমণের ইচ্ছা থাকলেও ৯০ দিনে ভিসার মেয়াদ সমাপ্ত হওয়ায় ১০টি রাজ্য ভ্রমণ সমাপ্ত করে দেশে ফিরতে হয়েছে।’
বীর কুমার বলেন, ‘ভিসার মেয়াদ বাড়িয়ে আগামী দুইমাস পর ভারতের বাকি ১৯টি রাজ্য ভ্রমণ করতে আবারও ভারতে প্রবেশ করব।’
ভারতে সাইকেল ভ্রমণ সমাপ্ত করতে বীর কুমারকে পানাম সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ বিভিন্নজন সহায়তা করেছেন।
মন্তব্য করুন