বিপিএলের ব্যস্ততা শেষ করে ছুটি পাচ্ছে না বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মার্চে শুরু হতে যাওয়া সে পূর্ণাঙ্গ সিরিজের সূচি শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১ মার্চ বাংলাদেশ সফরে আসবে লঙ্কানরা। তিন সংস্করণের সিরিজের প্রত্যেকটি ম্যাচ হবে সিলেট ও চট্টগ্রামে; ঢাকায় নেই কোনো ম্যাচ। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের সঙ্গে থাকবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তবে পুরো এক মাসের এই সিরিজের চারবার ভ্রমণকান্তি পোহাতে হবে সাকিব আল হাসান-লিটন দাসদের।
আগামী ৪ মার্চ থেকে সিলেটে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে পরের দুটি ৬ ও ৯ মার্চ।
এরপর চট্টগ্রামে গিয়ে ১৩ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজের ম্যাচ। একই ভেন্যুতে বাকি দুই ওয়ানডে ১৫ ও ১৮ মার্চ। ফের সিলেটে ফিরে ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট; শেষ টেস্টটি হবে ৩০ মার্চ থেকে।
মন্তব্য করুন