মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ
এসএসসি পাসেই ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির ০১টি শূন্য পদে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ০৬ জুন পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ পদ ও জনবল : ০১টি ও ৮৬ জন চাকরির ধরন : অস্থায়ী কর্মস্থল : ময়মনসিংহ আবেদন শুরুর তারিখ : ১৬ মে, ২০২৪ আবেদনের শেষ সময় : ০৬ জুন, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক বেতন : ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০তম) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
৩০ নভেম্বর, ০০০১

এসএসসি পাসেই ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ। প্রতিষ্ঠানটির ১টি শূন্যপদে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৬ জুন পর্যন্ত।  প্রতিষ্ঠানের নাম : জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ পদ ও জনবল : ১টি ও ৮৬ জন চাকরির ধরন : অস্থায়ী কর্মস্থল : ময়মনসিংহ আবেদন শুরুর তারিখ : ১৬ মে, ২০২৪ আবেদনের শেষ সময় : ৬ জুন, ২০২৪ ১. পদের নাম : অফিস সহায়ক বেতন : ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০তম) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের বয়সসীমা : ১৮ থেকে ৩০ বছর, তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
১৫ মে, ২০২৪

অপু বিশ্বাসকে দেখতে গিয়ে প্রাণ গেল কলা ব্যবসায়ীর
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে জামালপুরের মেলান্দহে। শনিবার (৪ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. মজনু মিয়া (৪০) ইসলামপুর উপজেলার মুখশিমলা এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২ মে) রাতে অটোরিকশাযোগে উপজেলা দুরমুট ইউনিয়নের বৈশাখী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখতে যাচ্ছিলেন মজনু। অটোরিকশার সামনের সিটে বসা ছিলেন তিনি। অটোরিকশাটি জামালপুর-দেওয়ানগঞ্জ রোডের ফুলতলা মোড়ে পৌঁছালে, পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দিলে সামনের অটোরিকশা থেকে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। আজ দুপুরে তার মৃত্যু হয়। মেলান্দহ থানার ওসি রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় ওই ব্যবসায়ী মারাত্মক আঘাত পায়। আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
০৪ মে, ২০২৪

প্রার্থিতা ফিরে পেলেন আ.লীগের প্রার্থী আব্দুস সালাম
ঋণখেলাপি অভিযোগে ময়মনসিংহ ৯ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার (১৮ ডিসেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি ড. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও মতিউর রহমান ভূঁইয়া।  এর আগে ঋণখেলাপীর অভিযোগ এনে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব:) আব্দুস সালামের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর ফলে তিনি প্রার্থিতা হারিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন তিনি।  জানা গেছে, আব্দুস সালাম ১৯৯৬ এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হন। তবে তার বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদ খান আপিল করেন। আপিল নম্বর ৪৮৫/২০২৩। আপিলে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আব্দুস সালামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনা হয়।
১৮ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়ােগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৬ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম : বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ পদের সংখ্যা : ৩টি  জনবল নিয়োগ : ৮ জন  পদের নাম : গাড়িচালক পদসংখ্যা : ৩টি বেতন : ৯,৩০০-২২,৪৯০ (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।  পদের নাম : অফিস সহায়ক পদসংখ্যা : ৪টি বেতন : ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পদের নাম : নিরাপত্তা প্রহরী পদসংখ্যা : ১টি বেতন : ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান  বয়সসীমা : ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। আবেদন ফি : ১ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। কর্মস্থল : ময়মনসিংহ আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ১৫ নভেম্বর  ২০২৩
২৭ অক্টোবর, ২০২৩

ঢাবির বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির সভাপতি শারমিন, সম্পাদক সারেয়ার
ঢাকা বিশ্ববিদ্যালয় বৃহত্তর ময়মনসিংহ কল্যাণ সমিতির কার্য নির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ঢাবির সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান ও সাধারণ সম্পাদক হয়েছেন এসএম সারেয়ার মোর্শেদ। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়। সমিতির আহবায়ক মোহাম্মদ রুহুল আমিন বার্ষিক সাধারণ সভায় -২০২৩ এ উক্ত কমিটি ঘোষণা করেন। রুহুল আমিনের সভাপতিত্বে ও শারমিন জাহানের সঞ্চালনায় আজকের সভায় আরও উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান, আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও টিএসসির সাবেক পরিচালক সৈয়দ আলী আকবর, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. সাইফুল ইসলাম, টিএসসির উপ-পরিচালক নজীর আহমদ সীমাব, কেন্দ্রীয় লাইব্রেরির প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার মীর তাহাজ্জত আলীসহ প্রমুখ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে ঢাবির টিএসসির উপ-পরিচালক নজীর আহমদ সীমাব, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. কামরুজ্জামান, কবি সুফিয়া কামাল হলের প্রিন্সিপাল এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জান্নাতুল ফেরদৌস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিনিয়র এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সেকশন অফিসার পেলোয়ার হোসাইন, রেজিস্ট্রার অফিসের অফিস সহায়ক মো. আব্দুল আজীজ তালুকদার। এছাড়া যুগ্ম সম্পাদক পদে আইসিটি সেলের সিনিয়র এডমিনিস্ট্রেটর ইমাম হাজান রাজা, আরবী বিভাগের জাহিদুর রহমান, লেদার ইন্সটিটিউটের টেকনিক্যাল অফিসার এনায়েত তালুকদার, আব্দুল হাই খোকন, কোষাধ্যক্ষ মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক, সাদিয়া সবুর, সহ সাংগঠনিক সম্পাদক, মো. রেজাউল করিম, প্রচার সম্পাদক, মো. রুবেল মিয়া, দপ্তর সম্পাদক, শাফিউল বাশার, আইন বিষয়ক সম্পাদক, রাজা মান্নান তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মো. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক, নিপু ইসলাম তন্বী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শরীফ হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক, মো. রাইসুজ্জামান এবং সম্মানীত সদস্য হলেন, মোহাম্মদ রুহুল আমিন,  মাহমুদা খানম সুমি, মো. রেজাউল করিম, প্রার্থনা ভদ্র,মো: মুনতাস আলী ও দীপীতা শাহরুখ প্রমুখ।
০১ জানুয়ারি, ১৯৭০

ময়মনসিংহ থেকে মানবতাবিরোধী অপরাধের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলপুরে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত যুদ্ধাপরাধী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. নুরুল ইসলাম ওরফে নূরুকে (৭৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। গ্রেপ্তার মো. নুরুল ইসলাম ওরফে নূরু (৭৬) উপজেলার গায়রা গ্রামের মৃত-রহিম উদ্দিনের ছেলে। ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ফুলপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. নুরুল ইসলামসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অগ্নিসংযোগ পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেন। গতকাল রাত দেড়টায় হালুয়াঘাট উপজেলার মাজরাকোড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।  
১৭ আগস্ট, ২০২৩
X