ময়মনসিংহের ফুলপুরে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত যুদ্ধাপরাধী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. নুরুল ইসলাম ওরফে নূরুকে (৭৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
গ্রেপ্তার মো. নুরুল ইসলাম ওরফে নূরু (৭৬) উপজেলার গায়রা গ্রামের মৃত-রহিম উদ্দিনের ছেলে।
ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ফুলপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. নুরুল ইসলামসহ অন্যান্য যুদ্ধাপরাধী রাজাকার বাহিনীর সদস্যরা অগ্নিসংযোগ পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেন।
গতকাল রাত দেড়টায় হালুয়াঘাট উপজেলার মাজরাকোড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন