ঋণখেলাপি অভিযোগে ময়মনসিংহ ৯ আসনের নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। সোমবার (১৮ ডিসেম্বর) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি ড. বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের পক্ষে ছিলেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী ও মতিউর রহমান ভূঁইয়া।
এর আগে ঋণখেলাপীর অভিযোগ এনে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব:) আব্দুস সালামের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর ফলে তিনি প্রার্থিতা হারিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন তিনি।
জানা গেছে, আব্দুস সালাম ১৯৯৬ এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হন। তবে তার বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদ খান আপিল করেন। আপিল নম্বর ৪৮৫/২০২৩। আপিলে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আব্দুস সালামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনা হয়।
মন্তব্য করুন