যে কারণে মুম্বাই অপরাধ দমন শাখা ডেকেছে তামান্নাকে
ভারতীয় চিত্রনায়িকা তামান্না ভাটিয়া। সুনামের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন দক্ষিণ ও বলিউড ইন্ডাস্ট্রিতে। এবার তার বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। নাম এসেছে অনলাইনে আইপিএলের বেআইনি সম্প্রচারকাণ্ডে।  তামান্না ভাটিয়াকে মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধ দমন শাখার তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর জন্য এপ্রিলের ২৯ তারিখ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে হাজিরা দিতে আসতে পারেননি তিনি। চেয়েছেন মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার কাছে সময়। খবর : নিউজ ১৮ গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে বেআইনিভাবে আইপিএলের সম্প্রচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর আগে ‘মহাদেব বেটিং’ অ্যাপকাণ্ড প্রকাশ্যে আসে। তদন্তে পুলিশ দাবি করেছে, দুটি অ্যাপের মধ্যে যোগসূত্র রয়েছে তামান্নার। যার জন্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। মুম্বাই পুলিশকে তামান্নার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তিনি ভারতে নেই। জিজ্ঞাসাবাদের নতুন নির্ধারণ করা হলে তিনি উপস্থিত থাকতে পারবেন। এর আগে এই অ্যাপের সঙ্গে জড়িত থাকার কারণে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সংগীতশিল্পী বাদশাসহ একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই পুলিশ। সম্প্রতি ২৩ এপ্রিল অভিনেতা সঞ্জয় দত্তকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চিঠি পাঠান। অভিনেতা দেশে না থাকায় তিনিও হাজির হতে পারেননি।
২৯ এপ্রিল, ২০২৪

কথিত প্রেমিকাকে নিয়ে মুম্বাই ছাড়লেন সাইফপুত্র
মধ্যরাতে কথিত প্রেমিকাকে নিয়ে মুখ লুকিয়ে মুম্বাই ছেড়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম খান। নতুন বছরের শুরুতে পলক তিওয়ারিকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস। ইব্রাহিম পলকের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে ২০২২ সাল থেকে। তবে এখনও সম্পর্ক নিয়ে লুকোচুরি করছেন তারা। তাই বিমানবন্দরে মুখ ঢাকলেন দুজনে। এর আগে পলক একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলে দিয়েছিলেন, তারা কেবলই বন্ধু। বছরের শেষে ছুটি কাটাতে দেশের বাইরে গিয়েছেন বলিউডের বেশকিছু জুটি। তাদের মধ্যে আছেন সাইফ আলি খান-কারিনা কাপুর খান, রণবীর কাপুর-আলিয়া ভাট, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আদভানিসহ অনেকই। সেই তালিকায় যুক্ত হলো ইব্রাহিম আলি খান এবং তার কথিত প্রেমিকা পলক তিওয়ারির নাম। ইব্রাহিমের সঙ্গেই থার্টি ফার্স্টের সন্ধ্যা কাটিয়েছেন পলক। রাতে পার্টি শুরু করেছেন একসঙ্গেই। ঘড়ির কাঁটা ১২টায় পৌঁছতেই গাড়িতে চেপে বিমানবন্দরে গেছেন তারা। তবে সেখানে সাংবাদিকদের চোখে পড়েন দুজনে। ক্যামেরার ঝলকানি দেখে ইব্রাহিম প্রথমে টুপি দিয়ে মুখ ঢেকে ফেলেন। মুখ ঘেুরিয়ে নেন পলকও।
০২ জানুয়ারি, ২০২৪

ঘরের ছেলেকে ফেরাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে গুজরাট টাইটান্সে পাড়ি জমান হার্দিক পান্ডিয়া। দুই মৌসুম পরেই আবারও পুরোনা দল মুম্বাইতে ফিরে আসছেন এই পেস অলরাউন্ডার। তবে ঘরের ছেলেকে ঘরে ফেরাতে গুজরাটকে ১৫ কোটি রুপি পরিশোধ করতে হবে। এমনটায় জানিয়েছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।  ভারতীয় সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, যদি শেষ মুহূর্তে অকল্পনীয় ঘটনা না ঘটলে নিজের পুরোনো দলেই ফিরছেন পান্ডিয়া। প্রতিবেদনে তারা আরও জানিয়েছে, কোনো ক্রিকেটার বদল করে নয়, বরং পুরোপুরি নগদ টাকায় ৩০ বছর বয়সী অলরাউন্ডারকে নীল শিবিরে ফেরাচ্ছে মুম্বাই। ভারতীয় সংবাদমাধ্যমটির দাবি সত্য হলে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় বেচাকেনা হবে পান্ডিয়ার দলবদল নিয়ে। গুজরাটকে ১৫ কোটি রুপি দেওয়ার পাশাপাশি হার্দিককে ট্রান্সফার ফিও দিতে হবে মুম্বাইকে। তবে এই ট্রান্সফার ফির ৫০ শতাংশ পেতে পারেনে এই পেস অলরাউন্ডার।  আইপিএলের সর্বশেষ নিলাম অনুযায়ী, মুম্বাইয়ের একাউন্টে মাত্র ৫ লাখ রুপি অবশিষ্ট রয়েছে। এ ছাড়া আগামী মৌসুমের নিলামে আরও ৫ কোটি রুপি খরচ করতে রোহিত শর্মার দলটি। সেক্ষেত্রে ১৫ কোটি রুপিতে পান্ডিয়াকে দলে ভেড়াতে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়বে মুম্বাই ইন্ডিয়ান্স। ২৬ নভেম্বরের মধ্যে কয়েকজন খেলোয়াড়কে ছাড়তে হবে রোহিত-সূর্যকুমার যাদব বাহিনীকে।   প্রথম মৌসুমেই গুজরাটকে আইপিএলের শিরোপা উপহার দেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করার পরের মৌসুমে ফাইনালে চেন্নাইয়ের কাছে হেরে রানার্সআপ হয় গুজরাট। টুর্নামেন্টের নতুন দলটির হয়ে ৩০ ম্যাচে ১৩৪ স্ট্রাইক রেটে ৮৩৩ রান ও ১১টি উইকেট শিকার করেন পান্ডিয়া। ২০১৫ সালে মাত্র ১০ লাখ রুপিতে মুম্বাইয়ে যোগ দেন পান্ডিয়া। যোগ দেওয়ার পর দলকে চারটি শিরোপা জিতেছেন ৩০ বছর বয়সী তারকা। ২০২২ মেগা নিলামের আগে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রীত বুমরাহ ও কাইরন পোলার্ডকে ধরে রাখে মুম্বাই। সাত মৌসুম পর মুম্বাই ছেড়ে গুজরাট টাইটন্সে পাড়ি জমান পান্ডিয়া। এই অলরাউন্ডারকে ছেড়ে দেওয়ায় তখন ক্ষুদ্ধ হয়েছিল মুম্বাইয়ের সমর্থকরা।   
২৫ নভেম্বর, ২০২৩

মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো : শুভ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর দেশে মুক্তি পায় ছবিটি। ২৭ অক্টোবর ভারতে বাংলা ও হিন্দি ভাষায় ৫০৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি মুক্তি উপলক্ষে ভারতে আছেন এই অভিনেতা। সেখানে একটি পোর্টালে সাক্ষাৎকার দিয়েছেন শুভ। বলেছেন, ‘মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো।’ ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথোপকথনে অভিনেতা আরিফিন শুভ বলেন, ‘মুজিব টিম এবং কলাকুশলীদের সঙ্গে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি।’ সাক্ষাৎকারে হিন্দিতে সাবলীলভাবে কথা বলেছেন এই অভিনেতা। হিন্দিতে এত সাবলীল হওয়ার বিষয়ে সাক্ষাৎকারে শুভ বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকার দোষ দিন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বলিউডের ব্যাপক প্রভাব। কারণ আমরা পাশাপাশি সীমান্তের। আমার অনেক উত্তর ভারতীয় ও পাঞ্জাবি বন্ধু রয়েছে।’
৩১ অক্টোবর, ২০২৩

মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো : আরিফিন শুভ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর দেশে মুক্তি পায় ছবিটি। ২৭ অক্টোবর ভারতে বাংলা ও হিন্দি ভাষায় ৫০৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি মুক্তি উপলক্ষে ভারতে আছেন এই অভিনেতা। সেখানে একটি পোর্টালে সাক্ষাৎকার দিয়েছেন শুভ। বলেছেন, ‘মুম্বাই এখন আমার দ্বিতীয় বাড়ির মতো’। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথোপকথনে অভিনেতা আরিফিন শুভ বলেন, ‘মুজিব টিম এবং কলাকুশলীদের সাথে চার বছর কাটানোর পর, আমি এখানে নিজের বাড়ির মতো অনুভব করছি’। সাক্ষাৎকারে হিন্দিতে সাবলীলভাবে কথা বলেছেন এই অভিনেতা। হিন্দিতে এত সাবলীল হওয়ার বিষয়ে সাক্ষাৎকারে শুভ বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সব বলিউড তারকাদের দোষ দিন’। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বলিউডের ব্যাপক প্রভাব। কারণ আমরা পাশাপাশি সীমান্তের। আমার অনেক উত্তর ভারতীয় ও পাঞ্জাবি বন্ধু রয়েছে’। বলিউডে কাজ করার আছে কিনা- এমন প্রশ্নেরে উত্তরে আরিফিন বলেন, ‘এই মুহূর্তে আমি জানি না।’  
২৯ অক্টোবর, ২০২৩

‘দরদ’ সিনেমা শুটিংয়ে মুম্বাই যাচ্ছেন শাকিব খান
‘দরদ’ সিনেমায় নাম লিখিয়েছেন ঢাকাই ছবির নায়ক শাকিব খান। চলচ্চিত্রটির দৃশ্যায়নের সময় ঘনিয়ে এলেও সময় মতো শুটিংস্পটে যেতে পারেননি তিনি।   চলতি মাসের ২০ অক্টোবর থেকে ‘দরদ’ ছবির শুটিং শুরুর কথা। সিনেমাটির দৃশ্যায়ন হবে ভারতের বেনারস ও এলাহাবাদে। ১৫ অক্টোবর ভারতে থাকার কথা শাকিব খানের; কিন্তু ভিসা জটিলতায় যেতে পারেননি তিনি। এরই মধ্যে কেটে গেছে ভিসা জটিলতা। গতকাল রাতেই সবাই ভিসা হাতে পেয়েছেন। জানা গেছে, আগামীকাল সকালের একটি ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন শাকিব খান। এরপর সেখানে পৌঁছে ফটোশুট, লুক সেট ও স্ক্রিপ্ট রিডিং সেশন করবেন নায়ক। এরপর ২৭ অক্টোবর থেকে শুটিং শুরু করবেন। এই সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলাদেশ থেকে পরিচালনা করবেন অনন্য মামুন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ।
২৩ অক্টোবর, ২০২৩

মুম্বাই ম্যাজিক অপেক্ষায় বাটলাররা
২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড রান চেজ করেই জিতেছিল বর্তমান ওয়ানডে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আজ শনিবার মুম্বাইয়ের সেই লাকি পিচে জস বাটলাররা ‘মুম্বাই ম্যাজিকের’ পুনরাবৃত্তি মনেপ্রাণে কামনা করবে এবং এটিই স্বাভাবিক। জয়ের বিকল্প নিয়ে ভাবার সুযোগ তাদের যে অনেক ক্ষীণ। নিউজিল্যান্ড ও আফগানিস্তানের কাছে হারের জ্বালা যে মিটছে না। তবে একটা দুর্বোধ্য হতাশাও ইংলিশদের দেহভাষায় লেপ্টে আছে! ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাথু মট জানালেন, বাটলারদের ‘স্পিরিচুয়াল লিডার’ বেন স্টোকস চোট কাটিয়ে দলে ফিরছেন। বেন নিজেও তার ফেরার কথা জানিয়ে রেখেছেন। কিন্তু প্রোটিয়ারাও জয়ের জন্য মুখিয়ে রয়েছেন। তাদের একাধিক তারকা ব্যাটার ও বোলার রয়েছেন দারুণ ফর্মে। লড়াইটা কাগজে-কলমে একতরফা হওয়ার সুযোগ কম। উভয় দলের জন্য চ্যালেঞ্জ একটাই— টিমমেটদের মনে জয়ের ব্যাপারে বিশুদ্ধ আত্মবিশ্বাস ঢুকিয়ে দিতে পারা। ইংল্যান্ড তাদের আগের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল। আফগানিস্তান প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৪৯.৫ ওভারে ১০ উইকেটে ২৮৪ রান তুলতে সক্ষম হয়েছিল। রহমানউল্লাহ গুরবাজ ৮টি চার এবং চারটি ছয়সহ ৫৭ বলে ৮০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। ইকরাম আলিখিল ৬৬ বলে ৫৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। আদিল রশিদ ৩টি উইকেট পেয়েছিলেন। মার্ক উড ২টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। ইংল্যান্ডের ইনিংস ২১৫ রানে শেষ হয়ে গিয়েছিল। হ্যারি ব্রুক ৬১ বলে ৬৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এই ম্যাচে তিনি বাদে ইংল্যান্ডের আর কোনো ব্যাটার বেশি রান করতে পারেননি। রশিদ খান ও মুজিব-উর রহমান ৩টি করে উইকেট পেয়েছিলেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা তাদের আগের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়েছিল। নেদারল্যান্ডস ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান করেছিল। লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা ও মার্কো জানসেন ২টি করে উইকেট পেয়েছিলেন। রান তাড়া করতে নেমে ৪২.৫ ওভারে ১০ উইকেটে ২০৭ রানে পৌঁছতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার ও কেশব মহারাজ যথাক্রমে ৫২ বলে ৪৩ রান এবং ৩৭ বলে ৪০ রান করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল জিততে পারে কি না সেটিই এখন দেখার বিষয়। প্রোটিয়াদের জন্য ডাচরা হয়তো ততটা পরিচিত ছিল না, যতটা পরিচিত ইংলিশরা। দুই দলের মুখোমুখি পরিসংখ্যানই বলছে সে কথা। আর সে পরিসংখ্যান যখন প্রোটিয়াদের হয়ে কথা বলবে, তখন আত্মবিশ্বাসী হতেই পারেন বাভুমা। এখন পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে ৬৯টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে দক্ষিণ আফ্রিকার। যার মধ্যে ৩৩টিই জিতেছে প্রোটিয়ারা। অন্যদিকে, তিনটি কম জেতা বাটলাররা চাইবেন এবার ব্যবধান কমিয়ে নিতে। তবে সেটি নির্ভর করছে ইংল্যান্ডের ব্যাটিং ও বোলিং বিভাগের পারফরম্যান্সের ওপর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য খুবই সহায়ক। কয়েক বছর ধরেই এই মাঠে ব্যাটাররা খুব সহজেই রান করতে পারেন, এমন আলোচনা হচ্ছে। এখানে বোলারদের পক্ষে রান আটকানো খুব একটা সহজ কাজ নয়। সেজন্যই এই মাঠে টসজয়ী অধিনায়ক প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন। এতে করে প্রতিপক্ষকে ৩০০’র আগে আটকাতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যাবে তাদের।
২১ অক্টোবর, ২০২৩
X