কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৬:৫৫ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের বিয়ের জন্য জমানো টাকা দিতে পারছে না ব্যাংক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

মেয়ের বিয়ের জন্য আইসিবি ইসলামিক ব্যাংকের নারায়ণগঞ্জ শাখায় জমানো ১১ লাখ টাকা তুলতে পারছেন না আশিষ কুমার পাল। চেক নিয়ে বারবার ব্যাংকে গেলেও নগদ টাকা নেই বলে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

আইসিবি ইসলামিক ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা থেকে টাকা উঠাতে না পেরে অবশেষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আসেন আশিষ কুমার পাল। এখানে এসেও তিনি টাকা উঠানোর কোনো ব্যবস্থা করতে পারেননি।

ভারাক্রান্ত হৃদয়ে আশিষ কুমার পাল বলেন, নারায়ণগঞ্জ শাখায় গিয়েছিলাম কিন্তু সেখানে চেক নিয়ে গেলে বারবার তারা ডিজঅনার করে দিয়েছে। টাকা নেই বলে আমাদের ফিরিয়ে দিয়েছে। সামনের মাসে আমার মেয়ের বিয়ে। আমি যদি টাকাটা উঠাতে না পারি, তাহলে মেয়ের বিয়েটা ভেঙে যাবে।

একইভাবে ব্যাংকে জমানো ২০ লাখ টাকা তুলতে পারছেন না বাবুবাজার শাখার শিরীন সুলতানা। ব্যাংকে গেলে নগদ টাকা নেই বলে তাকে ফিরিয়ে দিয়েছে। তিনিও টাকার জন্য গিয়েছেন আইসিবি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে।

ক্ষোভ নিয়ে শিরীন সুলতানা বলেন, এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই। মানুষ নানা সমস্যার কারণে ব্যাংকে টাকা জমা রাখে। কিন্তু আজ দুই মাস ধরে তারা আমাকে ঘুরাচ্ছে। আমার টাকা ফেরত দিচ্ছে না। এখন আমি কী করব সেটি ভেবে পাচ্ছি না।

এ বিষয়ে আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শফিক বিন আব্দুল্লাহ বলেন, সম্প্রতি ইসলামি ধারার ব্যাংক নিয়ে নেতিবাচক আলোচনা তৈরি হয়েছে গ্রাহকদের মাঝে। সেই কারণে গত চার মাসে ৫২ কোটি টাকা গ্রাহকরা উত্তোলন করে নিয়েছেন। এ কারণেই ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, যখনই ইসলামি ধারার ব্যাংকগুলো নিয়ে নেতিবাচক আলোচনা শুরু হয়, তখনই গ্রাহকরা তাদের আমানত তুলে নিতে শুরু করেন। কিন্তু আমরা ইসলামি গ্রুপের অংশ না। আমরা স্বাধীন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে আইসিবি ইসলামিক ব্যাংক ১ হাজার ৮২৩ কোটি টাকার মূলধন ঘাটতিতে পড়ে। ব্যাংকটির ৭৯০ কোটি ৪০ লাখ টাকা ঋণের ৮৭ শতাংশই খেলাপি। গুরুতর তারল্য সংকটে পড়ে গত ৩১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কাছে জামানতমুক্ত তারল্য সহায়তা হিসাবে ৫০ কোটি টাকা চেয়েছিল আইসিবি ইসলামিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাছে ইতোমধ্যে ব্যাংকটির ৪২৫ কোটি টাকা দেনা থাকায় আবেদনের দুই সপ্তাহ পর তা প্রত্যাখ্যান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে যোগ দিলেন সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান

ব্যাট করেন ১৬৬ স্ট্রাইকরেটে, এবার আসছেন বিপিএল কাঁপাতে

ইউটিউবে আসছে আকর্ষণীয় ফিচার, পাবেন যেসব সুবিধা

ক্যানসার আক্রান্ত একমাত্র ছেলেকে বাঁচাতে রাফসানের বাবার আকুতি

হলিউডে আরও এক বিচ্ছেদ

দিল্লির বায়ু দূষণ চরমে

গুরুতর অপরাধে চার ক্রিকেটার নিষিদ্ধ

অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার : ডিএমপি

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক

১০

যে আমল করলে মারা গেলেও সওয়াব পেতে থাকবেন!

১১

তিন দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

১২

হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার

১৩

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনায় এনসিপির দুই নেতা

১৪

টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা বিসিবির

১৫

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

১৬

ওসমান হাদির বাড়িতে চুরি

১৭

মালদ্বীপে যুবদল কর্মীর মৃত্যুতে দোয়া মাহফিল

১৮

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালকরা

১৯

যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ

২০
X