মধ্যরাতে কথিত প্রেমিকাকে নিয়ে মুখ লুকিয়ে মুম্বাই ছেড়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম খান। নতুন বছরের শুরুতে পলক তিওয়ারিকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।
ইব্রাহিম পলকের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে ২০২২ সাল থেকে। তবে এখনও সম্পর্ক নিয়ে লুকোচুরি করছেন তারা। তাই বিমানবন্দরে মুখ ঢাকলেন দুজনে। এর আগে পলক একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলে দিয়েছিলেন, তারা কেবলই বন্ধু।
বছরের শেষে ছুটি কাটাতে দেশের বাইরে গিয়েছেন বলিউডের বেশকিছু জুটি। তাদের মধ্যে আছেন সাইফ আলি খান-কারিনা কাপুর খান, রণবীর কাপুর-আলিয়া ভাট, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, সিদ্ধার্থ মলহোত্র-কিয়ারা আদভানিসহ অনেকই। সেই তালিকায় যুক্ত হলো ইব্রাহিম আলি খান এবং তার কথিত প্রেমিকা পলক তিওয়ারির নাম।
ইব্রাহিমের সঙ্গেই থার্টি ফার্স্টের সন্ধ্যা কাটিয়েছেন পলক। রাতে পার্টি শুরু করেছেন একসঙ্গেই। ঘড়ির কাঁটা ১২টায় পৌঁছতেই গাড়িতে চেপে বিমানবন্দরে গেছেন তারা। তবে সেখানে সাংবাদিকদের চোখে পড়েন দুজনে। ক্যামেরার ঝলকানি দেখে ইব্রাহিম প্রথমে টুপি দিয়ে মুখ ঢেকে ফেলেন। মুখ ঘেুরিয়ে নেন পলকও।
মন্তব্য করুন