ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাইদা কালেকশনের (লাবীব গ্রুপ) পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় প্রায় দুই ঘণ্টা সড়কে যানজটের সৃষ্টি হয়। সোমবার (৬ মে) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মায়ের মসজিদ এলাকার রাইদা কালেকশনের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। তারা বেতনের হারে ঈদ বোনাস কম, কাজের রেট কম, হাজিরা বোনাজ কম, ডিএমডি মাজাহারুল ইসলাম কর্তৃক ছাঁটাইয়ের হুমকি ও হয়রানির প্রতিবাদ জানায়। এতে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পুলিশ জানায়, দাবি আদায়ে সকালে মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে প্রায় ১০-১২ কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক যানজটের দেখা দেয়। খবর পেয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. আলীনূর খান, ময়মনসিংহ শিল্পপুলিশের এসপি মো. মিজানুর রহমান, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শাহ্ কামাল আকন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। শিল্পপুলিশ ময়মনসিংহের (৫) এসপি মো. মিজানুর রহমান কালবেলাকে বলেন, রাইদা কালেকশনের (লাবীব গ্রুপ) শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটির কিছু টাকা বকেয়া ও কাজের রেট নিয়ে মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
০৬ মে, ২০২৪

রাঙ্গামাটিতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভারি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মে) রাতে উপজেলার বাঘাইছড়ি দীঘিনালা সড়কের দুইটি নামক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ হয়। শুক্রবার (৩ মে) সকাল থেকে কোন যানবাহন বাঘাইছড়ি ছেড়ে আসতে পারেনি ও বাঘাইছড়িতে ঢুকতেও পারেনি। বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তার জানান, ভারি বৃষ্টিতে পাহাড় ধসে এই সড়কে যান চলাচল বন্ধ আছে। তবে মাটি সরানোর কাজ চলছে। খাগড়াছড়ির সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী জানান, গতকালের ভারীবৃষ্টিতে দীঘিনালা সড়কের জামতলী বেইলি ব্রিজটি নরবরে হয়েছে। তিনি জানান, ব্রিজটির মেরামতের কাজ চলছে। সেটি ঠিক হলে, পাহাড় ধসের মাটি সরানোর গাড়ি খাগড়াছড়ি থেকে পাহাড় ধসের স্থলে যেতে পারবে। এতে একটু সময় লাগতে পারে।
০৩ মে, ২০২৪

চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিভিন্ন দাবিতে আন্দোলনের মুখে ক্যাম্পাস বন্ধ ঘোষণার পর কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে প্রায় ১১টা পর্যন্ত আন্দোলনকারী ২০ শিক্ষার্থীর সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক শেষে শিক্ষার্থীরা এ কথা জানান। এরপর অবরোধ তুলে নেওয়া হলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যান চলাচল শুরু হয়। শিক্ষার্থীরা জানান, চালককে গ্রেপ্তারের দাবি পূরণ হয়েছে। ক্ষতিপূরণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তহবিল গঠন করবে। যেখানে বর্তমান ও সাবেক শিক্ষার্থী, সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করবেন। এ ছাড়া চট্টগ্রাম-কাপ্তাই সড়ক প্রশস্ত করার কাজ দ্রুত শুরু হবে। এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের আয়োজন করা হবে। ফলে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়। এই ঘোষণার পর বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনিক ভবনের মূল দরজায় তালা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ভবনের নিচে অবস্থান নেন। এ ভবনে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারের কার্যালয় ছিলেন। এদিকে বিকেল পৌনে ৫টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানিয়েছিলেন, তারা হল ছাড়বেন না। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় তারা আবারও প্রশাসনকে আলোচনায় বসার আহ্বান জানান। শিক্ষার্থীরা বলেন, এর আগে তারা ১০ দফা দাবি তুলে ধরেছিলেন; কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব দাবির বিষয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেসবের সঙ্গে তারা একমত হননি। তাই আন্দোলন চলছে। কিন্তু প্রশাসন আলোচনায় না বসে হল ত্যাগের নির্দেশ দিয়েছে। তাই তারা হল ত্যাগ করবেন না। এর আগে গতকাল দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একাডেমিক কাউন্সিলের ১৫১তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাস বন্ধ ঘোষণার সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল (আজ শুক্রবার) সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে হবে। জানতে চাইলে রেজিস্ট্রার হুমায়ুন কবির বলেন, ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। শিক্ষার্থীদের সঙ্গে বারবার আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু তারা আশানুরূপভাবে সাড়া দেননি। হল না ছাড়লে কী হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। গত সোমবার বিকেল সাড়ে ৩টায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বাসের ধাক্কায় নিহত হন পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা (২২) ও দ্বিতীয় বর্ষের তৌফিক হোসাইন (২১)। আহত হন জাকারিয়া হিমু (২১)। চুয়েটের কাছাকাছি রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগর এলাকায় তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়া গতির শাহ আমানত পরিবহনের একটি যাত্রীবাসী বাস। এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যা ৭টায় প্রথম দফায় তারা সড়ক অবরোধ করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে রাত ৯টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীর। কিন্তু রাত ৩টায় তারা নতুন আন্দোলনের কর্মসূচি ঠিক করেন। এরপর গত বুধবার প্রায় ১৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। গতকালও সড়ক বন্ধ করে তারা আন্দোলন করেন।
২৬ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নির্বিঘ্ন ঈদযাত্রা, যান চলাচল স্বাভাবিক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক সময়ের মতোই চলছে যান চলাচল। মহাসড়কে নেই কোনো বিড়ম্বনা। স্বস্তিতে ঈদ যাত্রায় গন্তব্যে যাচ্ছে মানুষ। সোমবার (৮ এপ্রিল) সকালের দিকে যানবাহনের কিছুটা চাপ দেখা গেলেও সকাল ৯টার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। দক্ষিণ-পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের জটলা নেই। সেতুর সাতটি লেনে নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিকভাবে গতিতে টোল আদায় করা হচ্ছে। এরমধ্যে একটি লেন রয়েছে মোটরসাইকেল পারাপারের জন্য। অন্য ছয়টি লেন দিয়ে প্রাইভেট, বাস ও ট্রাকসহ ভারী যানবাহন পারাপার হচ্ছে। এ ছাড়া রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। ফলে দ্রুত সময়ে টোল প্রদান করে পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ছুটে যাচ্ছে মানুষ। নড়াইল জেলার বাসিন্দা মো. কামাল বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি যাচ্ছি। এমন যাত্রা দুবছর আগেও চিন্তা করিনি। আগে বাড়ি যেতে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। হয়রানির শিকার হতে হতো ঘাট ইজারাদারদের হাতে। কিন্তু আজ কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই পদ্মা পাড়ি দিয়ে বাসায় যাচ্ছি। বাসযাত্রী মো. ফরহাদ হোসেন বলেন, আমি ঢাকা থেকে মাওয়া এসেছি কোনো যানজট পাইনি। মাওয়া থেকে পটুয়াখালীর বাসে উঠে বাড়িতে যাব। ভাড়া নিচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা, যা পূর্বের ভাড়ার চাইতে ৫০ থেকে ১০০ টাকা বেশি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই রুটে কোনো দুর্ভোগ ছাড়াই বাড়িতে যেতে পারছি। বাসচালক মো. আক্তার মিয়া বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। তবে যাত্রাবাড়ী এলাকায় কিছুটা যানজট রয়েছে। তাছাড়া ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হওয়াতে ওইসব রুটের বেশিরভাগ যাত্রীরা ট্রেন দিয়েই চলাচল করে। আগের তুলনায় ঈদে যাত্রী অনেক কম। তবে ভাড়া পূর্বের মতোই নেওয়া হচ্ছে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ কালবেলাকে বলেন, যানজট নিরসনে এবার বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ সদস্যরা। অন্যদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও ওভারটেক বন্ধে স্পিড গানের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে হাইওয়ে পুলিশের সদস্যরা। পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানিয়েছেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনো বিড়ম্বনা নেই। এবারের ঈদযাত্রা নিবিঘ্ন ও স্বস্তির।
০৮ এপ্রিল, ২০২৪

জাহাজের পর এবার সেতুতে বার্জের ধাক্কা, যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার এক সপ্তাহের মধ্যে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। এবার আরকানস নদীর একটি সেতুতে পণ্য পরিবহনকারী বার্জ সজোরে ধাক্কা দিয়েছে। এতে ওকলাহোমা স্টেট পুলিশ দক্ষিণ সালিসোর রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে। এই খবর জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।  সংবাদমাধ্যমটি জানিয়েছে, বার্জের ধাক্কার পরও আরকানস নদীর উপর সেতুটি অক্ষত রয়েছে। কিন্তু প্রশাসন জানিয়েছে, ভালোভাবে সেতু-পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে। ট্রাফিক অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।  এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে পণ্যবাহী জাহাজ এমভি ডালির ধাক্কায় একটি সেতু ভেঙ্গে পড়ে। ভেঙ্গে পড়ার সময় সেতুতে বেশ কিছু গাড়ি, ট্রাক এবং মানুষ ছিলেন। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন নদীর পানিতে ডুবে যান। এরপর ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।  কিন্তু সেতুর ওপরে কাজ করতে থাকা ৮ জন কর্মী নতুন পানিতে ডুবে যান। এরপর একটি লাল রঙয়ের পিকআপ ট্রাক থেকে সর্বপ্রথম দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক ভাবে উদ্ধার হওয়া দুই মরদেহ সম্পর্কে বুধবার রাতে মেরিল্যান্ড স্টেট পুলিশ জানিয়েছে, নিহত দুইজনের একজন মেক্সিকোর নাগরিক এবং অপরজন গুয়াতেমালার নাগরিক। ভয়াবহ এই দুর্ঘটনায় মোট ৬ জন নিহত হন। বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় এমভি ডালি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছিলো। ওই সময় জাহাজের কর্মীরা দ্রুত প্রশাসনকে সতর্ক করে ছিলেন। তাদের তৎপরতাতে কারণে বড় ধরনের বিপদ এড়ানো গেছে। জাহাজ কর্মীরা সতর্ক বার্তা দেওয়ার সাথে সাথে প্রশাসন যান চলাচল আগেভাগেই বন্ধ করে দিয়েছিলো।   
০২ এপ্রিল, ২০২৪

সুনামগঞ্জে সেতুর সংযোগ সড়কে ধস, যান চলাচল বন্ধ
সুনামগঞ্জের জগন্নাথপুরের শিবগঞ্জ-বেগমপুর সড়কের ঘোষগাঁও সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালের দিকে সেতুর একাংশের মাটি নিচের দিকে ধসে পড়ায় এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, সোমবার (৪ মার্চ) রাতে ওই সেতু এলাকায় কালিশংকর নামক ডোবায় মাছ ধরার জন্য শ্যালো মেশিন লাগিয়ে সেচ করেন স্থানীয় এক ব্যক্তি। এতে করে ভোরের দিকে সেতুর সংযোগ সড়কের অধিকাংশ মাটি ধসে পড়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা রমজান আলী ছানা বলেন, এ সড়ক দিয়ে তিন ইউনিয়নের লাখো মানুষ যাতায়াত করে আসছিলেন। মাছ ধরার জন্য পানি উত্তোলন করায় সেতুর সংযোগ সড়কের মাটি ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মানুষজন সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। সিএনজিচালিত অটোরিকশাচালক আবুল কালাম জানান, এ সড়ক দিয়ে জগন্নাথপুরের রানীগঞ্জ, পাইলগাঁও ও সৈয়দপুর ইউনিয়নবাসী যাতায়াত করে আসছেন। এ ছাড়াও এ সড়ক ব্যবহার করে বেগমপুর হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের চলাফেলা করে থাকেন। সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ায় সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সেতুর দুই পার থেকে যান চলাচল করছে। স্থানীয় সরকার প্রকৌশলী জগন্নাথপুরের এলজিইডি কর্মকর্তা সোরহাব হোসেন জানান, সেতুর নিচের পানি সেচ করার মাটি ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
০৫ মার্চ, ২০২৪

সেনানিবাস এলাকায় মঙ্গলবার যান চলাচল সীমিত
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ওইদিন সেনানিবাস সংলগ্ন কিছু সড়ক যানজটমুক্ত রাখতে সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে। গতকাল বৃহস্পতিবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মঙ্গলবার শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহনকে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
১৭ নভেম্বর, ২০২৩

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে বিজিবির টহল, বাড়ছে যান চলাচল
একদিন বিরতি দিয়ে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফার অবরোধ চলছে। প্রথম দিনে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ অন্যান্য রুটে যান চলাচল তুলনামূলক হারে বেড়েছে। পণ্যবাহী পরিবহনের পাশাপাশি চলছে গণপরিবহন।  কিছু কিছু দূরপাল্লার যানও চলাচল করছে। এদিকে এ মহাসড়কে পুলিশের পাশাপাশি বিজিবি টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও বিজিবির পাহারায় চলছে এসব পরিবহন।   বুধবার (৭ নভেম্বর) সকাল থেকেই পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা যায়। সকাল ১১টার পর থেকে যাত্রীবাহী বেশ কিছু পরিবহন হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডার মোড় থেকে ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে।  এদিকে অবরোধের কোন প্রভাব পড়েনি জেলা ও উপজেলা শহরগুলোতে। চলাচল করছে সিএনজি অটোরিকশা, ইজিবাইক, ট্রাক, পিকআপসহ আঞ্চলিক বাস। সরকারি-বেসরকারি অফিস আদালত ও দোকানপাট খোলা রয়েছে। লোক সমাগমও স্বাভাবিক রয়েছে। অবরোধ সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মাঠে না পাওয়া গেলেও অবরোধ বিরোধী অবস্থানে রয়েছে আওয়ামী লীগ।  বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সকাল থেকেই বাড়ছে যান চলাচল। পণ্যবাহী ট্রাক-পিকআপ, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ছাড়াও যাত্রীবাহী বাসও কিছু কিছু চলছে। মহাসড়ক জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।  সিরাজগঞ্জের দায়িত্বে থাকা বিজিবির সহকারী পরিচালক মো. শাহ আলম বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে শুরু করে জেলার চারটি মহাসড়কে তিন প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। যানবাহন স্কোয়াড দিয়ে পারাপার করা হচ্ছে। 
০৮ নভেম্বর, ২০২৩

অবরোধে সিলেটে যান চলাচল স্বাভাবিক, আতঙ্কে দূরপাল্লার শ্রমিক-যাত্রীরা
বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে। তৃতীয় দফার অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সিলেট নগরীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহন চলাচলের চাপ। দূরপাল্লার বাসে চড়তে গিয়ে আতঙ্কিত অনেকেই রেলওয়ে স্টেশনে ভিড় জমাচ্ছেন। যে কারণে সিলেট রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অন্যদিকে, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে দূরপাল্লার বাস ছাড়ার প্রস্তুতি নিলেও আতঙ্কে আছেন শ্রমিক-যাত্রীরা। তবে সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। বিএনপি-জামায়াতের এ অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ ছাড়া সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় অবস্থান নিয়েছে পুলিশ। নিয়মিত টহল দিচ্ছে র‍্যাব-৯। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) আজবাহার আলী শেখ কালবেলাকে বলেন, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে। নগরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  এর আগে গত সোমবার দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শেষ দিন বুধবার থেকে ৪৮ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথে অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি, যা বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা চলবে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে গত ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হয়েছে। এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।
০৮ নভেম্বর, ২০২৩

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যান চলাচল বাড়ছে
বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজগঞ্জের অন্যান্য রুটে ক্রমেই যান চলাচল বাড়ছে।  সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক চলাচল বাড়তে থাকে। দুপুর গড়াতে দু-একটি যাত্রীবাহী বাসও চলাচল করতে দেখা যায়। তবে আজও জেলা সদর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।  এদিকে জেলা ও উপজেলা শহরগুলোতে তিন চাকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সরকারি-বেসরকারি অফিস আদালত ও দোকানপাট খোলা রয়েছে। আগের তুলনায় বাড়ছে লোক সমাগমও। অবরোধ সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মাঠে না পাওয়া গেলেও জেলা ও উপজেলা শহরগুলোতে অবরোধ বিরোধী অবস্থানে রয়েছে আওয়ামী লীগ।  হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, গত দিনগুলোর চেয়ে যানবাহন চলাচল বেড়েছে। আজকে দুপুরের পর থেকে যাত্রীবাহী লোকাল বাসও চলাচল করছে।   সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু জাফর বলেন, সকাল থেকেই পণ্যবাহী ট্রাক, পিকআপ, লরি, কাভার্ডভ্যান চলাচল করছে। এরপর ধীরে ধরে বাস চলাচলও শুরু করেছে। পুলিশ স্কোয়াড দিয়ে গাড়িগুলো পার করে দিচ্ছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার জন্য পুলিশি টহল জোরদার রয়েছে।
০৬ নভেম্বর, ২০২৩
X