মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নির্বিঘ্ন ঈদযাত্রা, যান চলাচল স্বাভাবিক

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল প্লাজা দিয়ে নির্বিঘ্নে পার হচ্ছে মানুষ। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল প্লাজা দিয়ে নির্বিঘ্নে পার হচ্ছে মানুষ। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে স্বাভাবিক সময়ের মতোই চলছে যান চলাচল। মহাসড়কে নেই কোনো বিড়ম্বনা। স্বস্তিতে ঈদ যাত্রায় গন্তব্যে যাচ্ছে মানুষ। সোমবার (৮ এপ্রিল) সকালের দিকে যানবাহনের কিছুটা চাপ দেখা গেলেও সকাল ৯টার পর এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

দক্ষিণ-পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের জটলা নেই। সেতুর সাতটি লেনে নিরবচ্ছিন্নভাবে স্বাভাবিকভাবে গতিতে টোল আদায় করা হচ্ছে। এরমধ্যে একটি লেন রয়েছে মোটরসাইকেল পারাপারের জন্য। অন্য ছয়টি লেন দিয়ে প্রাইভেট, বাস ও ট্রাকসহ ভারী যানবাহন পারাপার হচ্ছে। এ ছাড়া রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। ফলে দ্রুত সময়ে টোল প্রদান করে পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়ি ছুটে যাচ্ছে মানুষ।

নড়াইল জেলার বাসিন্দা মো. কামাল বলেন, ঢাকা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি যাচ্ছি। এমন যাত্রা দুবছর আগেও চিন্তা করিনি। আগে বাড়ি যেতে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। হয়রানির শিকার হতে হতো ঘাট ইজারাদারদের হাতে। কিন্তু আজ কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই পদ্মা পাড়ি দিয়ে বাসায় যাচ্ছি।

বাসযাত্রী মো. ফরহাদ হোসেন বলেন, আমি ঢাকা থেকে মাওয়া এসেছি কোনো যানজট পাইনি। মাওয়া থেকে পটুয়াখালীর বাসে উঠে বাড়িতে যাব। ভাড়া নিচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা, যা পূর্বের ভাড়ার চাইতে ৫০ থেকে ১০০ টাকা বেশি। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই রুটে কোনো দুর্ভোগ ছাড়াই বাড়িতে যেতে পারছি।

বাসচালক মো. আক্তার মিয়া বলেন, মহাসড়কে কোনো যানজট নেই। তবে যাত্রাবাড়ী এলাকায় কিছুটা যানজট রয়েছে। তাছাড়া ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হওয়াতে ওইসব রুটের বেশিরভাগ যাত্রীরা ট্রেন দিয়েই চলাচল করে। আগের তুলনায় ঈদে যাত্রী অনেক কম। তবে ভাড়া পূর্বের মতোই নেওয়া হচ্ছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ কালবেলাকে বলেন, যানজট নিরসনে এবার বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশ সদস্যরা। অন্যদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও ওভারটেক বন্ধে স্পিড গানের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে হাইওয়ে পুলিশের সদস্যরা।

পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানিয়েছেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোথাও কোনো বিড়ম্বনা নেই। এবারের ঈদযাত্রা নিবিঘ্ন ও স্বস্তির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা উদযাপনে নানা আয়োজন

‘প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার বিরোধী শক্তি হয়ে গেছেন’

ট্রাম্পের রক্তচক্ষুকে পাত্তা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

প্রশাসনের গাফিলতিতে মধ্যরাতে মেয়েদের হল বন্ধ থাকে : জিএস পদপ্রার্থী জেরিন 

চুরির ভোটে জিতেই কি মোদি প্রধানমন্ত্রী? জোরালো হচ্ছে অভিযোগ

আর্জেন্টিনা খেলবে র‌্যাঙ্কিংয়ের ১৫৭তম দলের বিপক্ষে, জেনে নিন সময়সূচি

দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১০

সংবিধানের বই উঁচু করে অধ্যাপক কার্জন বললেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

১১

সাবমেরিন ক্যাবলে ত্রুটি, ৪ দিন ধরে অন্ধকারে ১৭ ইউনিয়ন

১২

চাঁদাবাজির অভিযোগে ৬ জনের নামে মামলা বিএনপি নেতার

১৩

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই : রাশেদ প্রধান 

১৪

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 

১৫

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

১৬

বাবাকে হত্যার তিন দিন আগেই কবর খোঁড়েন ছেলে

১৭

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

১৮

লোকালয়ে ঘুরছে বাঘ, বিজিবির সতর্কবার্তা

১৯

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

২০
X