বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী কারাগারে 
রাজধানীর নিউমার্কেট ও পল্টন থানার পৃথক দুই মামলায় আত্মসমর্পণের পর বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৩১ মার্চ) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। এদিন হাবিব-উন নবী আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামানের আদালত তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবরে একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে এই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ২০১৫ সালের জানুয়ারিতে নিউমার্কেট থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করা হয়। গত বছরের এই মামলায় তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়।
৩১ মার্চ, ২০২৪

বিএনপির যুগ্ম মহাসচিব সোহেলসহ ১৪ জনের সাজা
পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানার করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ১৪ জনের দেড় বছরের সাজা দিয়েছেন আদালত। সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দণ্ডবিধি ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ডের ও দুই হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে। দণ্ডবিধি ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও দুই মাসের কারাভোগ করতে হবে। ২০১৫ সালের বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেটর নীলক্ষেতের ৪ গেটের পুলিশের কাজে বাধা প্রদান করেন আসামিরা। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আসামিরা। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ। এরপর দণ্ডবিধি ১৪৩ ও ৩২৩ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ৫ জন আদালতে সাক্ষ্য দেন।
২০ নভেম্বর, ২০২৩

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবিরসহ ২ জন রিমান্ডে
নরসিংদীতে হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকার জানান, গত ২৫ মে শহরের জেলখানার মোড়ে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের শোভাযাত্রায় গুলিতে দুজন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছিলেন তারা। মামলায় খায়রুল কবিরকে ১ নম্বর ও সিদ্দিকুর রহমান নাহিদকে ৩ নম্বর আসামি করা হয়। জেলা গোয়েন্দা শাখা বলছে, রাজধানী থেকে গত ১২ অক্টোবর সিদ্দিকুর ও গত ২৬ অক্টোবর খায়রুল কবিরকে গ্রেপ্তার করে আনা হয়। ওই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন ১২ জন। আজ ওই দুজনের রিমান্ড শুনানির নির্ধারিত দিন ছিল। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকার তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ২৫ মে শহরের জেলখানা মোড়ে দুর্বৃত্তের হামলায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান ও কর্মী আশরাফুল হক গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছাদিকুরের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল। এ ঘটনায় নিহত ছাদিকুরের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন।
১৪ নভেম্বর, ২০২৩

অস্ত্র ছিনতাই : বিএনপির যুগ্ম মহাসচিব সারোয়ার কারাগারে
অস্ত্র ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাংচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী আল ফারাবীর আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আসামি সারোয়ারকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক ফরহাদ মাতুব্বর। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাংচুরের অভিযোগে খিলক্ষেত থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মামলা দায়ের করেন। মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৫ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ১০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের উসকানি ও প্রত্যক্ষ নির্দেশনায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা পলাতক আসামিরা পল্টন থানাধীন পুলিশ ক্যান্টিনে ভাংচুর করে এবং পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ইটপাটকেল মেরে জাদুঘরের গ্লাস ভেঙে ক্ষতি করে। মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। চানমারী পুলিশ লাইন্সের ডিউটি পোস্টে অগ্নিসংযোগসহ ইটপাটকেল নিক্ষেপ করে।  জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তির রক্ষার্থে তাদের নিবৃত করতে গেলে তিন দিক থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন পুলিশ আহত হন এবং এএসআই এরশাদুল হককে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে তার পিস্তল ও আট রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ছিনিয়ে নিয়ে যায়।
০৩ নভেম্বর, ২০২৩

আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারকে আদালতে হাজির করা হয়েছে।  শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাকে আদালতের গারদে রাখা হয়েছে।  এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মজিবুর রহমান সারোয়ারের পরিবার জানিয়েছে যে, তাকে গভীর রাতে তুলে নিয়েছে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা। আমি এই আটকের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
০৩ নভেম্বর, ২০২৩

বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার আটক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুরে একটি বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মজিবুর রহমান সারোয়ারের পরিবার জানিয়েছে যে, তাকে গভীর রাতে তুলে নিয়েছে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা। আমি এই আটকের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান সারোয়ার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। এর আগে গত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এবং গুলশানের আরেকটি বাসা থেকে মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়।
০৩ নভেম্বর, ২০২৩
X